কোনো ডকুমেন্টকে ওয়েব পেইজে এক বা একাধিক প্যারাগ্রাফের মাধ্যমে লেখার জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় তা হয়ে প্যারাগ্রাফ ট্যাগ < p > । এটি একটি html ট্যাগ। একটি ডকুমেন্টকে কয়েকটি স্তরে ভাগ করে সুন্দরভাবে এবং
কার্যকরভাবে উপস্থাপনের জন্য এ ট্যাগের ব্যবহার করা হয় । কোনো প্যারাগ্রাফ লেখার জন্য</p > কে সমইপ্ত ট্যাগ হিসেবে ব্যবহার করেতে হয় । যেমন – < p >a paragraph can be written here </p > ব্রাউজারের মাধ্যমে প্রতিটি প্যারাগ্রাফকে <br >ট্যাগ ব্যবহারে লাইন ব্রেক তৈরি করা হয় ।