উদ্দিপকটি পড়ে পশ্নের উত্তর দাও:
জনাব X বহু বছর ধরে জুটের ওপর গবেষনা করে একটি নতুন প্রজাতির জুটের সন্ধান পান।তিনি তার গবেষনায় কম্পিউটার এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করেন।
উদ্দিপকে ব্যবহৃত প্রযুক্তিটি হলো০
i.বায়োমেট্রিক্স
ii.জেনেটিক
iii.বায়িইনফরমেট্রিক্স
নিচের কোনটি সঠিক ?
উদ্দিপকটি পড়ে পশ্নের উত্তর দাও:
জনাব X বহু বছর ধরে জুটের ওপর গবেষনা করে একটি নতুন প্রজাতির জুটের সন্ধান পান।তিনি তার গবেষনায় কম্পিউটার এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করেন।
উদ্দিপকের জনাব X সাহেবের সাফল্যের ফলাফল হবে -
কোন গেটের সকল ইনপুট 0 হলে আউটপুট ১ হবে?
i.OR
ii.NOR
iii.NAND
নিচের কোনটি সঠিক ?
(78)10 এর BCD মান কত ?
উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
রবিন ও তার বন্ধুরা মিলে একটি ওয়েবসােইট তৈরী করল ,যেখানে ওয়েবপেজগুলো বহুস্তরে বিন্যস্ত।পরবর্তীতে ওয়েবসাইটটিকে ইন্টারনেট প্রদর্শনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করল।
ওয়েবসাইটটির স্ট্রাকচার কোনাটি?
ইন্টারনেট প্রদর্শনের জন্য গৃহীত পদক্ষেপসমূহ হচ্ছে-
i.ডোমেইন নেইম রেজিস্ট্রেশন করা
ii.ওয়েবপেইজগুলোকে সমান করা
iii.ওয়েবসাইট হোস্টিং করা
নিচের কোনটি সঠিক ?
উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
একটি ডেটাবেজে ৪০ জন ছাত্র ও ৪০ জন ছাত্রীর তথ্য রয়েছে।প্রত্যেকের তথ্যের রোল,নাম,জন্ম তারিখ ও GPA নামক চারটি ডেটা ব্যবহৃত হয়েছে।
উদ্দীপকের ডেটাবেজের রেকর্ডের সংখ্যা কত ?
উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
একটি ডেটাবেজে ৪০ জন ছাত্র ও ৪০ জন ছাত্রীর তথ্য রয়েছে।প্রত্যেকের তথ্যের রোল,নাম,জন্ম তারিখ ও GPA নামক চারটি ডেটা ব্যবহৃত হয়েছে।
উদ্দীপকটির ডেটাটেবিলে প্রাইমারী কী হতে পারে-
i.Roll
ii.Name
iii.GPA
নিচের কোনটি সঠিক ?