sorting অর্থ হলে সাজানো । data sorting অর্থ ডেটা সাজানো । একটি টেবিলে অনেকগুলো নাম থাকতে পারে ।যদি টেবিলে নামগুলো সাজানো থাকে তবে সহজেই তা বের করা যায় ।ডেটাবেজের রেকর্ডগুলোকে মানের কৃমানুসারে বিন্যাস বা সাজানোর প্রক্রিয়া হলো ডেটাবেজ সর্টিং । যেকোনো এক বা একাদিক ফিল্ডের উপর রেকর্ডগুলো সর্ট করা যায় । কোনো ফিল্ডের উপর সর্টিং করা থাকলে ঐ ফিল্ডের অনুসারে রেকর্ড সার্চ করার জন্য সময় কম প্রয়োজন হয় ।
Home চতুর্থ অধ্যায়