মডেল টেস্ট-08 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
77

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. নেটওয়ার্ক সংযুক্ত প্রতিটি যন্ত্রের সংযােগস্থলকে কী বলে?

2 / 25

2. নেটওয়ার্ককে মালিকানার ভিত্তিতে কত ভাগে শ্রেণিবিভাগ করা যায়?

3 / 25

3. কোনটি ব্লু-টুথ স্ট্যান্ডার্ড?

4 / 25

4. মডেমের কাজ কি?

5 / 25

5. কত দূরত্ব পর্যন্ত Wi-Max বেস স্টেশন ইন্টারনেট অ্যাকসেস সুবিধা প্রদান করে?

6 / 25

6. প্রোগ্রাম রচনার ধাপগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি ?

7 / 25

7. কোনো html tag এর ক্লোজিং ট্যাগ থাকে না ?

8 / 25

8. ওয়েবসাইট পাবলিশিং-এ গৃহীত পদক্ষেপসমূহ হচ্ছে---
i. ডােমেইন নেইম রেজিস্ট্রেশন করা।
ii. ওয়েবপেইজ ডিজাইন করা
iii. ওয়েবসাইট হােস্টিং করা।
নিচের কোনটি সঠিক ?

9 / 25

9. উদ্দীপকটি পড়
সমগ্র পৃথিবীর এখন একটি গ্রামে পরিণত হয়েছে । এখন বিভিন্ন দেশের মানুষ খুব সহজেই একজন অন্য জনের সুখ-দুঃখে পাশাপাশি ও প্রতিবেশীর মতো ভাব বিনিময় করেছে ।

উদ্দীপকে কোন বিষয় সম্পর্কে বলা হয়েছে ?

10 / 25

10. ক্রায়োসার্জারিতে--- [চ, বাে, ২০১৬]
i. টিউমার টিস্যুর তাপমাত্রা হ্রাস-বৃদ্ধি করা হয়
ii.নাইট্রোজেন ও অন্যান্য ক্রোমোজনিত এজেন্ট ব্যবহার করা হয়।
iii. অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়ােগ করা হয়

নিচের কোনটি সঠিক ?

11 / 25

11. ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারের ফলে মানুষ--
i. কানে কম শুনতে পারে
ii. বাস্তবতাবিবর্জিত হয়ে উঠতে পারে
iii. মনুষত্ব হারিয়ে ফেলতে পারে

নিচের কোনটি সঠিক ?

12 / 25

12. ক্রায়ােসার্জারিতে এমআরআই ব্যবহার করা হয় কেন?

13 / 25

13. রেস্ট্রিকশন এনজাইম দিয়ে--
i. ডিএনএ অণু কাটা যায়।
ii. এক জীবের কোষ থেকে DNA অংশ অন্য জীবে স্থানান্তর করা যায়
iii. এক জীবের DNA অংশ অন্য জীবের DNA অংশের সাথে। লাগানাে যায়
নিচের কোনটি সঠিক?

14 / 25

14. অফিস যন্ত্রকায়নের ঝুঁকি হলো --

i. অনভিজ্ঞ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ কমে
ii. গ্রাহকের সাথে মিথক্রিয়া কমে
iii. জায়ান্ট তথ্য প্রযুক্তি কোম্পানির ডাটা সেন্টারের অনিয়ন্ত্রিত

নিচের কোনটি সঠিক ?

15 / 25

15. ন্যানােটেকনােলজির ব্যবহারিক ক্ষেত্র হলাে--
i. রসায়ন।
ii. পদার্থবিজ্ঞান বলা হয়
iii. মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং

নিচের কোনটি সঠিক ?

16 / 25

16. যদি তিন ইনপুট OR গেটের আউটপুট 0 (শূন্য) করার প্রয়োজন হয়, তাহলে কোনটি প্রয়ােগ করতে হবে?

17 / 25

17. EBCDIC কত বিটের কোডিং?

18 / 25

18. ইউনিকোডে মােট কতগুলো ভিন্ন অক্ষরকে কোডভূক্ত করা যায় ?

19 / 25

19. A‾BC + AB‾C + ABC‾ + ABC লজিক ফাংশনটি কোন গেইটের মাধমে এককভাবে বাস্তবায়ন করা যাবে ?

20 / 25

20. নিচের কোনটি পজিশনাল সংখ্যা ?

21 / 25

21. F এর মান কোনটি?

22 / 25

22. (12A7C)16 = (x) হলে x = ?

23 / 25

23. কোন কোডিং-এর সাথে মিল রেখে EBCDIC কোড তৈরি করা হয়েছিল?

24 / 25

24. সংখ্যা, অক্ষর, বিশেষ চিহ্ন ইত্যাদি নির্দেশ করার জন্য ব্যবহৃত হয় কোনটি?

25 / 25

25. 1100 + 1000 এ বাইনারি সংখ্যার যােগফল কত?

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-07 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-09 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।