ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ, ঠাকুরগাঁও ,এইচ এস সি পরীক্ষা ২০১৭ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।

১. আউট সোসিং খোঁজার website কোনটি?
২. সাধারণভাবে ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ হলো-
৩. কৃত্রিম বুদ্ধিমত্তার জনক-

৪. ক্রায়োসার্জারিত ব্যবহৃত যন্ত্রপাতি হলো-

i. প্রোপেন

ii. ক্রায়ো প্রোব

iii. স্প্রে ডিভাইস

নিচের কোনটি সঠিক?

৫. কোন প্রক্রিয়ায় প্রেরক তাৎক্ষনিকভাবে ডাটা প্রেরণ করতে পারে?

নিচের উদ্দীপকের আলোকে ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও। কোন প্রতিষ্ঠানের ১০টি কম্পিউটার সংযুক্ত আছে। এখানকার কম্পিউটার থেকে নিকটস্থ ভবনে একস্থিত সমাজ সেবা অধিদপ্তরের আলাদা নেটওয়াকর্কের সাথে ডেটা আদান প্রদানের প্রয়োজন দেখা দিল।

৬. নেটওয়াকিং সিস্টেম কোন ধরনের টপোলজি তৈরি করবে ?

৭. একজন নেটওয়ার্ক প্রকৌশলী এ ক্ষেত্রে যে পদ্ধতি অবলম্বন করবেন-

i. দু’টি অতিরিক্ত কার্ড লাগাবেন

ii. গেটওয়ে ব্যবহার করবেন

iii. খঅঘ স্থাপন করবেন

নিচের কোনটি সঠিক?

৮. মোবাইলের কোন প্রজন্ম হতে ইন্টারনেট ব্যবহার শুরু হয়-

৯. (১০০) এবং (AA)১৬ এর যোগফল হলো-

১০. ইউনিকোড সিস্টেমে কতগুলো অক্ষর বা চিহ্নিকে নির্দিষ্ট করা যায়

১১. (১০১০) এর সমতুল্য মান

i. (১০)১০

ii. (১২)

iii. (১৪)১৬

নিচের কোনটি সঠিক?

১২. Inverter হিসেবে কাজ করে কোনটি?

১৩. উপাত্ত ও তথ্য সংরক্ষণের সাথে জড়িত-

i. ফ্লিপ ফ্লপ

ii. অ্যাডার

iii. রেজিষ্টার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উদ্দীপকে F এর মান-
১৫. কোনটি স্বাভাবিক ভাষা?

১৬. বৈজ্ঞানিক প্রয়োগের ভাষা-

i. FORTRAN

ii. COBOL

iii. ALGOL

নিচের কোনটি সঠিক?

১৭. ফ্লোচার্টকে সাধারণত কত ভাগে ভাগ করা যায়
১৮. ফ্লোচার্টে O এই প্রতীকটির অর্থ হলো-
১৯. ফন্টের নাম পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহার হয়?
কোনটি ফাকা ট্যাগ-
২১. কোনটি ওয়েব ব্রাউজার-
২২. কোনটি ডেটা বেজের সবচেয়ে বড় ডেটা টাইপ?
২৩. কুয়েরি কত প্রকার?

নিচের উদ্দীপকটি পড় এবং ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও। জামান সাহেবের দৈনিক দোকানের হিসাব নিকাশের জন্য অনেক সময় লাগে এবং ব্যবসায় ক্ষতি হয়। ফলে তিনি বিশেষজ্ঞের পরামর্শে উইগঝ ব্যবহারের সিদ্ধান্ত নেন।

২৪. উদ্দীপকে উল্লেখিত কাজটিতে নিচের কোনটি ব্যবহৃত হবে-

২৫. বেতন ২০,০০০ টাকার অর্ধিক বুঝতে কোনটি ব্যবহার করতে হবে?
ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ, ঠাকুরগাঁও ,এইচ এস সি পরীক্ষা ২০১৭ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।
You got {{userScore}} out of {{maxScore}} correct
{{title}}
{{image}}
{{content}}
Previous articleনীলফামারী সরকারি কলেজ,নীলফামারী ,এইচ এস সি পরীক্ষা ২০১৭ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।
Next articleমকবুলার রহমান সরকারি কলেজ, পঞ্চগড়,এইচ এস সি পরীক্ষা ২০১৭ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।