নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও : আহমেদ স্যার শিক্ষার্থীদের নিয়ে আইসিটি ল্যাবের সামনে দাড়ানোর সাথে সাথে দরজা খুলে গেল। ভিতরে প্রবেশ করে তিনি সকল ছাত্রদের বিশেষ ধরনের হেলমেট পড়িয়ে দিল। ফলে সকল শিক্ষার্র্থীরা সাফারী পার্কে ঘুরে বেড়ানোর অনুভুতি পেল।
৫. আহমেদ স্যার কোন পদ্ধতিতে ল্যাবে প্রবেশ করলেন ?
৬. উদ্দীপকে উল্লেখিত শিক্ষার্থীরা দেখতে পেলেন-
i. দ্বি-মাত্রিক দৃশ্য
ii. ত্রি-মাত্রিক দৃশ্য
iii. কৃত্রিমভাবে জীবন্ত দৃশ্য
নিচের কোনটি সঠিক?
৮. ফুল-ডুপ্লেক্স মোডে চলে-
i. মোবাইল ফোন
ii. ল্যান্ড ফোন
iii. রেডিও ব্রড কাস্ট
নিচের কোনটি সঠিক?
নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০নং প্রশ্নের উত্তর দাও : ঢাকায় বসে একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক দেশের বিভিন্ন স্থানের শাখা ব্যবস্থাপকদের সাথে মতবিনিময় করলেন এবং মত বিনিময়কালে অংশগ্রহণকারী সবাই প্রত্যেককে মনিটরে দেখতে পেলেন ।
৯. উদ্দীপকে পরিচালক কোন ব্যবস্থায় মতবিনিময় করেছেন ?
i. স্কাইপ
ii. ভাইবার
iii. ইউটিউব
নিচের কোনটি সঠিক?
(১০০)২ এবং (AA)১৬ এর যোগফল কত?
১৫. সংখ্যা পদ্ধতির বিচারে ১০ হলো-
i. বাইনারি
ii. অক্টাল
iii. হেক্সাডেসিমেল
নিচের কোনটি সঠিক?
১৬. সকল মাইক্রোকম্পিউটারে ইংরেজি বর্ণকে অন্তর্ভুক্ত করা যায়-
i. ASCII দ্বারা
ii. EBCDIC দ্বারা
iii. Unicode দ্বারা
নিচের কোনটি সঠিক?
১৭. এনকোডারের ইনপুট হচ্ছে-
i. অক্টাল সংখ্যা
ii. দশমিক সংখ্যা
iii. হেক্সাডেসিমেল সংখ্যা
নিচের কোনটি সঠিক?
২৩. প্রোগ্রাম রচনার জন্য প্রয়োজন?
i. সমস্যা সনাক্তকরণ
ii. প্রোগ্রাম ভাগ করা
iii. প্রোগ্রাম ডিবাগিং করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও:
int a=25000, b=25000;
long int c;
c=a+b
printf("%d",c);
প্রোগ্রামটিতে কোন ধরনের ভুল রয়েছে?