নেত্রকোণা সরকারি মহিলা কলেজ,নেত্রকোণা,এইচ এস সি পরীক্ষা ২০১৬ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।

Facebook প্রতিষ্ঠিত হয় কবে?
২. ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে কর্মসংস্থানের সুযোগকে কী বলা হয়?
৩. ভয়েস ব্যান্ডের গতি কত?
৪. নিচের চিত্রটি কোন মোডের?
৫. স্টার টপোলজিতে কোন ডিভাইসটি ব্যবহৃত হয়?

৬. মডেম-

i. ডিজিটাল সংকেতকে এনালগ সংকেতে পরিণত করে

ii. প্রেরক ও প্রাপক যন্ত্র হিসেবে কাজ করে

iii. ডেটা কমিউনিকেশনের মাধ্যমে হিসেবে কাজ করে

নিচের কোনটি সঠিক?

HTML গঠনের পর্যায় হলো-
৮. উপরের চিত্রটি কোন ধরনের ট্রান্সমিশন

৯. ২৬ সংখ্যাটি হতে পারে-

i. দশমিক

ii. অক্টাল

iii. হেক্সাডেসিমাল

নিচের কোনটি সঠিক?

নিচের সত্যক সারণীটি লক্ষ্য কর এবং ১০ নং প্রশ্নের উত্তর দাও :

P Q X
0 0 0
0 1 0
1 0 0
1 1 1

১০. সত্যক সারণীতে প্রাপ্ত আউটপুটটি কোন লজিক গেটকে নির্দেশ করে?

নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ১১নং প্রশ্নের উত্তর দাও:

১১. চিত্র-১ এর আউটপুটের সাথে চিত্র-১ এর ইনপুট যোগ করলে Y এর মান কত?

নিচের উদ্দীপকটি পড় এবং ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও :

জেসি নাবিলাকে জানাল তার রোল নম্বর (FF)16 । নাবিলা বলল আমার রোল নম্বর (1)10 । আনিকা নাবিলাকে জানাল তাদের দুই জনের রোল নম্বরের ব্যবধানই তার রোল নম্বর

১২. আনিকার রোল নম্বর কত ?

১৩. আনিকার রোল নম্বর দশমিক কত?
নিচের কোনটি সঠিক চলক?

১৫. কোন ট্যাগের শুরু থাকলেও শেষ থাকে না?

i. <img>

ii. <br>

iii. <u>

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ১৬নং প্রশ্নের উত্তর দাও :

১৬. উদ্দীপকের জন্য ব্যবহৃত ট্যাগ কোনটি?