মডেল টেস্ট-01 প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্ত : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত) 0% 77 Created by Liaquat Talukder মডেল টেস্ট-01 প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্ত : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত) 1 / 50 1. কম্পিউটার অপরাধের অন্তর্ভুক্ত বিষয় হলাে--i. সফটওয়্যার পাইরেসিii. প্লেজিয়ারিজমiii. ডেটা চুরি নিচের কোনটি সঠিক ? a. i,ii ও iii b. i ও iii c. iii d. ii 2 / 50 2. উদ্দীপকের আলোতে--ক’ শিক্ষার্থী কলেজে পড়াশুনা করে। তথ্যের উৎস উল্লেখ করেপড়াশুনার প্রয়ােজনে কম্পিউটার এবং ইন্টারনেটের সহায়তায় টার্মপেপার তৈরি করে। কিন্তু ‘খ’ শিক্ষার্থী কোনাে অনুমতি ছাড়াই ফাইল কপি করে নেয় । এমনকি ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের কোনােরূপ কৃতজ্ঞতা ছাড়াই নিজের নামে প্রকাশ করে । উদ্দীপকের ‘খ শিক্ষার্থীর কর্মকাণ্ড কোনটি? [ঢা. বাে, ২০১৭] a. প্লেজিয়ারিজম। b. স্পামিং c. হ্যাকিং d. সিফিং 3 / 50 3. বিভিন্ন জটিল রােগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করছে? [ঢা, বাে, ২০১১] a. বায়ােইনফরমেটিক্স b. জেনেটিক ইঞ্জিনিয়ারিং c. ন্যানােটেকনােলজি d. ক্রায়ােসার্জারি 4 / 50 4. বিশ্বগ্রাম সৃস্টির দ্বার উন্মেচিত হয়েছে কোন প্রযুক্তির ক্রমোন্নয়নের কারণে ? a. তথ্য প্রযুক্তি b. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি c. যোগাযোগ প্রযুক্তি d. টেলিকমিউনিকেশন প্রযুক্তি 5 / 50 5. এক্সপার্ট সিস্টেম কী ? a. আপ্লিকেশন b. যন্ত্র c. নিউরাল নেটওয়ার্ক d. রোবট 6 / 50 6. ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করাকে কি বলে? a. ফ্রীসোসিং b. ই-মার্কেটিং c. আউটসোর্সিং d. ই-জব 7 / 50 7. কোনটি রােবটের ব্যবহার? [রা, বাে, ২০১৬] a. জটিল সার্জারি চিকিৎসায় b. টেনিস বলের আকৃতি তৈরিতে c. নতুন জাতের বীজ উৎপাদনে d. ব্যক্তির স্বাক্ষর শনাক্তকরণে 8 / 50 8. জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে-- [ব বাে, ২০১৬, কু, বাে, ২০১৬i. জীবের নতুন জিনােম আবিষ্কার করা যায়।ii. বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায়।i. খুব সহজে ব্যক্তি শনাক্ত করা যায়নিচের কোনটি সঠিক? a. iii b. i ও ii c. i, ii ও iii d. ii ও iii 9 / 50 9. উদ্দীপকে শওকতের বাবার ব্যবহৃত প্রযুক্তিটির সীমাবদ্ধতা হলাে, এর ফলে--i.দেশীয় প্রজাতি বিলুপ্ত হতে পারেii.ফলন কমে যেতে পারেiii. নতুন রােগ সৃষ্টি হতে পারে নিচের কোনটি সঠিক? a. i , ii ও iii b. i ও ii c. ii ও iii d. i ও iii 10 / 50 10. ডিজিটাল মুদ্রার উদাহরণ- a. ক্রেডিট কার্ড b. ডেবিট কার্ড c. সবগুলো d. বিটকয়েন 11 / 50 11. অনলাইন ব্যাংকিং এর ক্ষেত্রে কোনটির প্রয়োজন হয়না ? a. কম্পিউটার বা স্মার্ট ফোন b. ইন্টারনেট সংযোগ c. ডেবিট ক্রেডিট কার্ড d. সশরীরে ব্যাংকে যাওয়া 12 / 50 12. কোন উপাদানটি Global Village এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূূর্ণ ?[য-17] a. টেলিভিশন b. মোবাইল c. সংবাদপত্র d. ইন্টারনেট 13 / 50 13. কোন প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়? a. জেনেটিক ইঞ্জিনিয়ারিং b. ন্যানােটেকনােলজি c. বায়ােমেট্রিক্স d. বায়ােইনফরমেটিক্স 14 / 50 14. ইন্টারনেটের মাধ্যমে নির্ভরযোগ্যভাবে বার্তা আদান- প্রদান পদ্ধতি কোনটি ? a. ফেসবুক b. টুইটার c. ই - মেইল d. মেসেন্জার 15 / 50 15. কোন পদ্ধতিতে আঙুলের ছাপ ব্যবহার করে অপরাধী নির্ণয় করা হয়? a. জেনেটিক ইঞ্জিনিয়ারিং b. ন্যানো টেকনোলোজি c. আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স d. বায়োমেট্রিক 16 / 50 16. উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তিগুলাের মধ্যে নির্ভুলভাবে কর্মকর্তাদেরদাবি পূরণে কোনটি সবচেয়ে বেশি কার্যকর? [চ, বাে, ২০১৬] a. হ্যান্ড জিওমেট্রি b. ফিঙ্গার প্রিন্ট c. ফেইস রিকগনিশন d. আইরিস ও রেটিনা স্ক্যান 17 / 50 17. যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাধারণত কৃত্রিম বুদ্বিমত্তা প্রয়োগের ক্ষেত্রে ব্যবহার হয়না ? a. ফক্সপ্রো b. প্রোলগ c. সি # d. সি ++ 18 / 50 18. অনলাইন গবেষণাপত্র প্রকাশ করা হলে তাকে কি বলে ? a. ই -জার্নাল b. পেটেন্ট c. ই- রিসার্চ d. ই - পেপার 19 / 50 19. ক্রায়ােসার্জারি চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হয়- [কু.বো. ২০১৯] a. ডাই মিথানল ইথেন b. কার্বন মনাে-অক্সাইড c. কঠিন নাইট্রোজেন d. আর্গন 20 / 50 20. প্রযুক্তি দ্বারা ক্ষতিগ্রস্থ বিপন্ন পেশার তালিকায় শীর্ষে রয়েছে নিম্নের কোনটি ? a. ডাকপিয়ন b. কৃষক c. করাতি d. দর্জি 21 / 50 21. ন্যানো রোবট-এর ব্যবহার ক্ষেত্র কোনটি ? a. ডায়াগনোসিস b. এনজিওগ্রাম c. অপারেশন d. এনজিওপ্লাস্টি 22 / 50 22. ই-মেইল কে আবিষ্কার করেন? a. এএম পনিয়াটফ b. অটো রােয়েডারার c. রে টমলিনসন d. আর্থার উইয়ান 23 / 50 23. RDNA সমৃদ্ধ জীবকোষকে কী বলে? a. GMO b. MMO c. RMO d. JMO 24 / 50 24. মাইশার চালের বিপক্ষে কম্পিউটারও অনেক সময় চাল দিতে ভুল করে । কেননা, কৃত্তিম বুদ্ধিমত্তা --i. তথ্য ও অভিজ্ঞতার আলােকে সিদ্ধান্ত গৃহীত হয়।ii. দাবা খেলা সম্ভব নয়।iii. লার্নিং সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। a. i, ii ও iii b. ii ও iii c. i ও iii d. i ও ii 25 / 50 25. তথ্য ও যােগাযােগ প্রযুক্তি আইন প্রণীত হয় কত সালে? a. ২০০১ b. ২০০৬ c. ১৯৯৯ d. ২০০৪ 26 / 50 26. ফাইবার ডটকম কী ? a. একটু হার্ডওয়্যার b. ই-কমার্স সাইট c. আউটসোর্সিং মার্কেটপ্লেস d. একটি সফটওয়্যার 27 / 50 27. তথ্য প্রযুক্তির নেতিবাচক প্রভাব হলাে--i. আসক্তিii.স্নায়বিক অসুস্থতাiii. কালােবাজারিনিচের কোনটি সঠিক ? a. i ও ii b. i ও iii c. i,ii ও iii d. ii ও iii 28 / 50 28. খাদ্যজাত দ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভেতর প্রলেপ করার প্রযুক্তি কি? a. বায়ােমেট্রিক্স b. বায়োমেট্রিক c. রােবটিক্স d. ন্যানােটেকনােলজি 29 / 50 29. নিচের অনুচ্ছেদটি পড় এবং ৭ও৮ নং প্রশ্নের উত্তর দাওঃসমগ্র পৃথিবী এখন একটি গ্রামে পরিণত হয়েছে। এখন বিভিন্ন দেশের মানুষ খুব সহজেই একজন অন্য জনের সুখে দুঃখে পাশাপাশি ও প্রতিবেশীর মতো ভাব বিনিময় করছে। [য.২০১৭]উদ্দীপকে কোন বিষয় সম্পর্ক বলা হয়েছে ? a. নেটওয়ার্ক b. ভার্চুয়াল রিয়েলিটি c. ন্যানোটেকনোলজি d. বিশ্বগ্রাম 30 / 50 30. চেকের আধুনিক সংরক্ষণ কি নামে ডাকা হয় ? a. LICR চেক b. MRIC চেক c. MICR চেক d. CICR চেক 31 / 50 31. ই-ব্যাংকিং এর সাথে সম্পর্কিত নয়- a. বিন কার্ড b. ক্রেডিট কার্ড c. SWIFT d. ডেভিট কার্ড 32 / 50 32. বিলু সমুদ্র সৈকত ভ্রমণের শারীরিক অভিজ্ঞতা লাভ করেছে, কেননা বিলুর মামা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে-- i. সমুদ্র সৈকতের একটি সিমুলেশন তৈরি করেছেন।ii. বিভিন্ন সেলরের সাহায্যে তার অনুভূতিকে নিয়ন্ত্রণ করেছেনiii.বাস্তবে কক্সবাজারে নিয়ে গেছেননিচের কোনটি সঠিক? a. ii ও iii b. i ও ii c. i d. i , ii ও iii 33 / 50 33. ক্ষতস্থান শনাক্তে ব্যবহৃত মাইক্রো ক্যামেরাযুক্ত নলকে কী বলে? a. ক্রায়ােস্ক্যান b. ক্রায়ােপ্রােব c. ক্রায়ােটিউব d. ক্রায়ােসেল 34 / 50 34. গ্লোবাল ভিলেজ-এর backbone কোনটি? a. হার্ডওয়্যার b. সফটওয়্যার c. ডেটা d. কানেক্টিভিটি 35 / 50 35. হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যেমে তৈরীকৃত বাস্তবভিত্তিক কৃত্তিম পরিবেশকে কি বলে ? a. রোবোটিক্স b. বায়োইনফর্মেটিক্স c. আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স d. ভার্চুয়াল রিয়েলিটি 36 / 50 36. কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত কোনটি ব্যবহৃত হয়? a. COBOL b. PYTHON c. HTML d. DROLOG 37 / 50 37. কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক প্রয়ােগক্ষেত্র--i. শেয়ার লেনদেনii. বিমান চালনাiii. রােগ নির্ণয়।নিচের কোনটি সঠিক ? a. i , ii ও iii b. iii c. i ও iii d. ii ও iii 38 / 50 38. কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন ? a. হার্ডওয়্যার b. মানুষের জ্ঞান c. সফটওয়্যার d. ইন্টারনেট 39 / 50 39. প্লেজিয়ারিজম কোন অপরাধের সাথে জড়িত? [দি, বাে. ২০১৬] a. কপিরাইট লঙ্ঘন b. সফটওয়্যার পাইরেসি c. আইডেন্টিটি চুরি d. অন্যের লেখা চুরি 40 / 50 40. উদ্দীপকের আলোতেপ্রযুক্তির এ যুগে শওকত এক বিশেষ ব্যবস্থাপনায় ঘরে বসেই ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে। আবার তার বাবা অন্য একটি প্রযুক্তি ব্যবহার করে উন্নতজাতের ফুল চাষ করছেন।শওকত এর ব্যবহার প্রযুক্তিটি-- a. ই-লার্নিং b. কৃত্রিম বুদ্ধিমত্তা c. ভার্চুয়াল রিয়েলিটি d. ই-কমার্স 41 / 50 41. নাসা কর্তৃক মঙ্গলগ্রহে পাঠানাে রােবটটির নাম কী? a. ভেরেনা b. কিউরিসিটি c. অ্যাপােলাে d. ভস্টক 42 / 50 42. নিচের উদ্দীপকটি পড়--লােকমান সাহেব গবেষণা করে নানা প্রজাতির ফল ও ফুল ফলানাের জন্য নতুন প্রযুক্তি প্রয়ােগ করেন।এতে তিনি আকারে বড় এবং আকর্ষণীয় ফল ও ফুল উৎপাদন করতে সক্ষম হলেন।উদ্দীপকে লোকমান সাহেবের গবেষণায় সহায়তায় প্রযুক্তি কোনটি ? a. ন্যানোটেকনোলজি b. বায়োইনফোরমেট্রিক c. জেনেটিক ইঞ্জিনিয়ারিং d. বায়োমেট্রিক 43 / 50 43. কোনাে টিউমারকে অতিরিক্ত ঠান্ডা তাপমাত্রায় গলানাে হয়, কোন সার্জিকাল পদ্ধতির মাধ্যেমে ? a. ক্রোয়োসার্জারি b. বায়োসার্জারি c. হোমোসার্জারি d. ক্রোমোসার্জারি 44 / 50 44. উদ্দীপকে যে বিষয়ে বলা হয়েছে , তা সম্ভব হচ্ছে কিসের কল্যাণে ?i. সংবাদপত্রেরii.তথ্য প্রযুক্তিরiii. ইন্টারনেট প্রযুক্তির নিচের কোনটি সঠিক ? a. ii ও iii b. i, ii ও iii c. i ও iii d. i ও ii 45 / 50 45. Covid-19 সংক্রমণের সময় কোন পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়েছে ? a. অনলাইন ক্লাস b. ফেসবুক c. ই-ক্লাস d. অনটার্ম ক্লাস 46 / 50 46. কম্পিউটারে কৃত্রিমভাবে প্রয়ােগ করে ফলাফল দেখাকে কি বলে? a. সিমুলেশন b. টেলিপ্রেজেন্স c. মডেলিং d. স্টিমুলেশন 47 / 50 47. বিশ্বগ্রামের ধারণাটি সর্বপ্রথম প্রবর্তন করেন-(ঢা-16, কু-16) a. মার্ক জাকারবার্গ b. টিম বার্নার্স লি c. মার্শাল ম্যাকলুহান d. বিল গেটস 48 / 50 48. হার্বাট মার্শার ম্যাকলুহান ছিলেন একজন___ a. দার্শনিক b. বিজ্ঞানী c. তথ্য প্রযুক্তিবিদ d. মনোবিজ্ঞানী 49 / 50 49. মানুষের শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখযােগ্য হলাে—i. চোখের মণি।ii. আঙুলের ছাপiii. DNAনিচের কোনটি সঠিক ? a. i ও iii b. i c. i, ii ও iii d. ii ও iii 50 / 50 50. প্রকৌশলগত নকশা তৈরি ও বাস্তবায়নে ব্যবহৃত হয়--i. কম্পিউটার এইডেড ডিজাইন।ii. কম্পিউটার এইডেড ডিরেকশনiii. কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিংনিচের কোনটি সঠিক ? a. ii ও iii b. i, ii ও iii c. i ও iii d. i Your score isThe average score is 33% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz Share this:FacebookX