মডেল টেস্ট-01 প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্ত : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত) 0% 77 Created by Liaquat Talukder মডেল টেস্ট-01 প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্ত : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত) 1 / 50 1. টেলিমেডিসিন ব্যবস্থাটি কিসের সাথে সম্পকিত ? a. চিকিৎসা b. শিক্ষা c. যোগাযোগ d. কর্মসংস্থান 2 / 50 2. ন্যানােপার্টিকেল ব্যবহারের অসুবিধা---i. কালােবাজারিii. ধনী ও নির্ধনের পার্থক্য বৃদ্ধিiii. প্রাণঘাতি অস্ত্র তৈরিনিচের কোনটি সঠিক ? a. i ও ii b. iii c. i,ii ও iii d. i ও iii 3 / 50 3. মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি? [ঢা, বাে, ২০১৭] a. ন্যানােটেকনােলজি b. রােবটিক্স c. ভার্চুয়াল রিয়েলিটি d. কৃত্রিম বুদ্ধিমত্তা 4 / 50 4. নিচের অনুচ্ছেদটি পড় এবং ৭ও৮ নং প্রশ্নের উত্তর দাওঃসমগ্র পৃথিবী এখন একটি গ্রামে পরিণত হয়েছে। এখন বিভিন্ন দেশের মানুষ খুব সহজেই একজন অন্য জনের সুখে দুঃখে পাশাপাশি ও প্রতিবেশীর মতো ভাব বিনিময় করছে। [য.২০১৭]উদ্দীপকে যে বিষয়ে বলা হয়েছে তা সম্ভব হচ্ছে কিসের কল্যাণ ?১. সংবাদপত্রের২. তথ্য প্রযুক্তির৩. ইন্টারনেট প্রযুক্তির a. ১ও২ b. ১ও৩ c. ২ও৩ d. ১,২ও৩ 5 / 50 5. উদ্দীপকের আলোতেICT শিক্ষক মিজান স্যার ছাত্রদের নিয়ে ল্যাবে যেতে ল্যাবের দরজার দিকে তাকাতেই দরজা খুলে গেল। তারপর ছাত্রদেরমাথায় হেলমেট পরিয়ে আলাে নিভিয়ে নিয়ে গেলেন সমুদ সৈকতে, যেখানে তারা সৈকতের বাস্তব স্বাদ পেল।শিক্ষক মিজান কোন বৈশিষ্ট্যের প্রয়ােগ দ্বারা ল্যাবে প্রবেশ করলেন? a. রেটিনা b. কণ্ঠস্বর c. মুখের গড়ন d. আঙুলের ছাপ 6 / 50 6. টেলি প্রেজেন্স-এর প্রয়োগক্ষেত্র কোনটি? a. ক্রায়ােসার্জারি b. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স c. বায়ােমেট্রিক্স d. ভার্চুয়াল রিয়েলিটি 7 / 50 7. উদ্দীপকের আলোতেকাভিড -১৯ সংক্রমণের সময় ইবাদের স্কুল বন্ধ ছিল । তবে এ সময় তার শিক্ষকরা শিক্ষাক্রম বন্ধ না রেখে ঘরে বসে অবস্থান করেই পাঠদান কার্যক্রম চালিয়ে গেছেন ।শিক্ষকদের পাঠদানে অংশ নিতে ইবাত যে অ্যাপ ব্যবহার করতে পারে --i. Google Meetii. Skypeiii. Zoom a. ii ও iii b. i , ii ও iii c. i d. i ও iii 8 / 50 8. ব্যাংকের চেকের চেক নম্বর লেখা ও পড়া হয় কোন পদ্ধতিতে ? a. MRCR b. MUCR c. MICR d. MYCR 9 / 50 9. কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি ? [চ.বো.২০১৭] a. অডিও কনফারেন্স b. ইন্টারনেট c. অডিও কনফারেন্স d. ভার্চুয়াল রিয়েলিটি 10 / 50 10. চেকের আধুনিক সংরক্ষণ কি নামে ডাকা হয় ? a. MICR চেক b. MRIC চেক c. LICR চেক d. CICR চেক 11 / 50 11. ফেসবুক পেজ থেকে গল্প নিয়ে শাহানা নিজের নামে মাদ্রাসা ম্যাগাজিনে ছাপিয়ে দিল। শাহানার কাজটি কোন ধরনের? [ম. বাে, ২০১৮] a. ডেটা চুরি b. পাইরেসি c. ফিশিং d. প্লেজিয়ারিজম 12 / 50 12. ডিএনএ ডাবল হেলিক্স দিয়ে কী তৈরি হয়? a. ডিএনএ b. নিউক্লিয়াস c. প্রাণকেন্দ্র। d. ক্রোমােজোম 13 / 50 13. DNA সংগ্রহ করার উপাদান হলাে--i. রক্তii. চুলiii. মুখের লালানিচের কোনটি সঠিক ? a. i b. i, ii ও iii c. ii ও iii d. iও iii 14 / 50 14. বিশ্বগ্রাম সুবিধা হলো --i. নিরাপদ ও দ্রুত যোগাযোগii. তথ্যের ব্যাপক উৎস সৃষ্টিiii. তথ্যের নিয়ন্ত্রণ ব্যবহার নিচের কোনটি সঠিক ? a. i ও ii b. ii ও iii c. i, ii ও iii d. i ও iii 15 / 50 15. উদ্দীপকের আলোতেসম্প্রতি ডিজিটাল মেলা উদ্বোধনকালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সোফিয়া নামের একটি যন্ত্র মানবের সাথে কথোপোকথন হয় ।উদ্দীপকে কোন প্রযুক্তির ইঙ্গিত করা হয়েছে ? [ম.বো.২০১৮] a. ন্যানােটেকনােলজি b. রোবটিক্স c. বায়ােইনফরমেটিক্স d. জেনেটিক ইঞ্জিনিয়ারিং 16 / 50 16. চেক নিষ্পত্তিতে বর্তমানে যে প্রযুক্তি ব্যবহার করা হয় ? a. ATM b. 3G c. MICR d. Wi-Fi 17 / 50 17. টেলিযোগাযোগের মাধ্যমে সভা করাকে কি বলা হয় ? a. ভিডিও কনফারেন্স b. টেলিকমিউনিকেশন c. ভিডিও চ্যাটিং d. টেলিকনফারেন্স 18 / 50 18. ইন্টারনেটের ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে কি বলা চলে ? a. ই - কমার্স b. ই-বিজনেস c. আউটসোর্সিং d. ই-গভনেস 19 / 50 19. একটি নির্দিষ্ট জিন বহনকারী কোনাে জীব থেকে DNA খণ্ড পৃথক ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে কী বলে? a. বায়ােইনফরমেটিক্স b. বায়ােমেট্রিক্স c. ন্যানােটেকনােলজি d. জেনেটিক ইঞ্জিনিয়ারিং 20 / 50 20. কোন সায়েন্স ফিকশন রাইটার সর্বপ্রথম রােবটিক্স শব্দটি ব্যবহার করেন ? a. জ্যাক উইলিয়ামসন b. আইজ্যাক অসিমভ c. কারেল কাপে d. জুলভার্ন 21 / 50 21. মলিকুলার কম্পােনেন্ট থেকে তৈরি অবজেক্টকে কী বলে? [দি-১৯] a. রোবটিক্স b. ভার্চুয়াল রিয়ালিটি c. ন্যানোটেকনোলজি d. জেনেটিক ইঞ্জিনিয়ারিং 22 / 50 22. কোনটি আবিস্কারের ফলে যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হয় ? a. টেলিগ্রাফ b. টেলিফোন c. প্রিন্টার d. কম্পিউটার 23 / 50 23. নিরাপত্তার সাথে ফাইল সংরক্ষণ ও শেয়ারের জন্য বর্তমানে কোন সার্ভিসটি ব্যবহার করা হয় ? a. নেক্সট জেন b. ফেসবুক c. টুইটার d. ড্রপবক্স 24 / 50 24. SWIFT কী ? a. একটি ব্যাংক সমিতি b. একটি পরিশোধ পদ্ধতি c. ক্রেডিট রেটিং পদ্ধতি d. একটি ব্যাংকিং সিস্টেম 25 / 50 25. সাইবার মানি পরিভাষাটি নিচের কোনটির সাথে সাথে সম্পৃক্ত ? a. চ্যাট অনলাইন b. কেনাকাটা অনলাইন c. শিক্ষা অনলাইন d. ক্রেডিট অনলাইন 26 / 50 26. নিচের অনুচ্ছেদটি পড় এবং ৭ও৮ নং প্রশ্নের উত্তর দাওঃসমগ্র পৃথিবী এখন একটি গ্রামে পরিণত হয়েছে। এখন বিভিন্ন দেশের মানুষ খুব সহজেই একজন অন্য জনের সুখে দুঃখে পাশাপাশি ও প্রতিবেশীর মতো ভাব বিনিময় করছে। [য.২০১৭]উদ্দীপকে কোন বিষয় সম্পর্ক বলা হয়েছে ? a. নেটওয়ার্ক b. ন্যানোটেকনোলজি c. বিশ্বগ্রাম d. ভার্চুয়াল রিয়েলিটি 27 / 50 27. উদ্দিপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাওঃডা. রাজ শহরে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা দিয়ে থাকেন। তিনি তার বন্ধুর আচিঁলের অপারেশনে নিম্নতাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ী ফিরে যান।প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা দেওয়ার প্রক্রিয়াটি হচ্ছে-১. ভিডিও কনফারেন্স২. টেলি মেডিসিন৩. ই-মেইল a. ২ও৩ b. ১ও৩ c. ১ও২ d. ১,২ও৩ 28 / 50 28. জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়ােগ হলো-- a. বায়ােইনফরমেটিক্স b. জেনেটিক ইঞ্জিনিয়ারিং c. ন্যানােটেকনােলজি d. রােবটিক্স 29 / 50 29. অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ই-মেইল বা মেসেজ পাঠানােকে কী বলে? a. ব্লিকিং b. স্প্যামিং c. সুফিং d. হ্যাকিং 30 / 50 30. কাকে ন্যানাে প্রযুক্তির জনক বলা হয়? খ. a. মার্শাল ম্যাকলুহান b. রিচার্ড ফাইনম্যান c. লুই পাস্তুর d. জোহান্স মেন্ডেস 31 / 50 31. ডাঃ মুনির শিক্ষানবিশদের কম্পিটার নিয়ন্ত্রিত পরিবেশের মাধ্যমে কৃত্রিমভাবে বাস্তবের অনুকরণে সার্জারি প্রশিক্ষণ দেন, যাতে কোনােরূপ ঝুঁকি না থাকে। এজন যকৃত ক্যাম্পারের রােগী তার কাছে এলে তিনি তাকে –\20°C তাপমাত্রার মাধ্যমে।চিকিৎসা দেন।প্রশিক্ষণের প্রযুক্তিটি হলো-- [ব, বাে, ২০১৬] a. ভার্চুয়াল রিয়েলিটি b. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স c. জেনেটিক ইঞ্জিনিয়ারিং d. কায়ােসার্জারি 32 / 50 32. মহাকাশে প্রথম কৃত্রিম উপগ্রহ প্রেরণ করা হয় কত সালে? a. ১৯৫৭ b. ১৯৫৮ c. ১৯৫৬ d. ১৯৫৫ 33 / 50 33. মানুষের শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখযােগ্য হলাে—i. চোখের মণি।ii. আঙুলের ছাপiii. DNAনিচের কোনটি সঠিক ? a. i, ii ও iii b. i ও iii c. i d. ii ও iii 34 / 50 34. বিশ্বগ্রাম বলতে কি বুজায় ___i. রিয়েল টাইম সেবা বিনিময়ii. তথ্য ও বিনোদনের সহজলভ্যতাiii. বিশ্বের গ্রামসমূহের আন্তঃসম্পর্ক নিচের কোনটি সঠিক ? a. i ও iii b. i, ii ও iii c. ii ও iii d. i ও ii 35 / 50 35. উদ্দীপকের আলোতে--বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গবেষণা করে উপকুলীয় অঞ্চলে চাষযোগ্য নতুন জাতের ধান উদ্বাবন করেছে , যার ফলে উপকুলীয় অঞ্চলে ধানের উদপাদন বহুগুনে বেড়ে গেছে । উদ্দীপকে গবেষণার সহায়ক প্রযুক্তি হলাে- [ব, বাে, ২০১৯] a. ন্যানােটেকননালজি b. জেনেটিক ইঞ্জিনিয়ারিং c. বায়ােমেট্রিক্স d. বায়ােইনফরমেটিক্স 36 / 50 36. ক্রায়ােসার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি উৎপাদন ও বিপণনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? a. তথ্য প্রযুক্তি b. বায়াে প্রযুক্তি c. ইন্টারনেট প্রযুক্তি d. যােগাযােগ প্রযুক্তি 37 / 50 37. আইসিটিনির্ভর উৎপাদন ব্যবস্থার উদাহরণ হলাে—i.কম্পিউটারের সাহায্যে পণ্যের মান নিয়ন্ত্রণ।ii. ঝুঁকিপূর্ণ কাজে রােবটের ব্যবহার।iii. স্বয়ংক্রিয় উৎপাদন ব্যবস্থাপনা।নিচের কোনটি সঠিক? a. i, ii ও iii b. i c. ii ও iii d. i ও iii 38 / 50 38. কোন পদ্ধতিতে আঙুলের ছাপ ব্যবহার করে অপরাধী নির্ণয় করা হয়? a. জেনেটিক ইঞ্জিনিয়ারিং b. ন্যানো টেকনোলোজি c. বায়োমেট্রিক d. আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স 39 / 50 39. ই-ব্যাংকিং এর সাথে সম্পর্কিত নয়- a. ক্রেডিট কার্ড b. বিন কার্ড c. SWIFT d. ডেভিট কার্ড 40 / 50 40. নিচের উদ্দীপকটি পড়--লােকমান সাহেব গবেষণা করে নানা প্রজাতির ফল ও ফুল ফলানাের জন্য নতুন প্রযুক্তি প্রয়ােগ করেন।এতে তিনি আকারে বড় এবং আকর্ষণীয় ফল ও ফুল উৎপাদন করতে সক্ষম হলেন।উদ্দীপকে লোকমান সাহেবের গবেষণায় সহায়তায় প্রযুক্তি কোনটি ? a. ন্যানোটেকনোলজি b. বায়োমেট্রিক c. জেনেটিক ইঞ্জিনিয়ারিং d. বায়োইনফোরমেট্রিক 41 / 50 41. আঙুলের ছাপ নিয়ে ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তি কোনটি ? a. জেনেটিক ইঞ্জিনিয়ারিং b. ন্যানোটেকনোলজি c. বায়োইনফোরমেটিক্স d. বায়োমেট্রিক 42 / 50 42. কম্পিউটারে কৃত্রিমভাবে প্রয়ােগ করে ফলাফল দেখাকে কি বলে? a. মডেলিং b. স্টিমুলেশন c. সিমুলেশন d. টেলিপ্রেজেন্স 43 / 50 43. তথ্য ও যােগাযােগ প্রযুক্তি আইন প্রণীত হয় কত সালে? a. ২০০৬ b. ১৯৯৯ c. ২০০৪ d. ২০০১ 44 / 50 44. বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রয়োজনীয় উপাদান হলো --i. কানেকটিভিটি ii. ডেটাiii.সক্ষমতানিচের কোনটি সঠিক ? a. i ও ii b. ii ও iii c. i , ii ও iii d. i ও iii 45 / 50 45. কোনটি দ্বারা নানাে বুঝায়? (ঢা. বাে. ২০১৭] a. ১০^-৯ b. ১০^-১৯ c. ১০^-৬ d. ১০^-২৮ 46 / 50 46. ন্যানােটেকনােলজি দিয়ে তৈরিকৃত যন্ত্র হতে পারে- (ঢা. বাে, ২০১৭]i. কম্পিউটারii. ক্রায়ােলােবiii. রােবট নিচের কোনটি সঠিক? a. i b. i,ii ও iii c. ii ও iii d. i ও iii 47 / 50 47. BSA এর সূত্রমতে ব্যবহৃত সকল সফটওয়্যারের কতভাগ পাইরেটেড? a. ৩৮% b. ৩৪% c. ৩৩% d. ৩৬% 48 / 50 48. স্মার্ট হোমে বিভিন্ন ডিভাইস দ্বারা নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় ব্যবস্থা হলো ___i. ফায়ার সিস্টেমii. গ্যারেজ সিস্টেমiii. তাপ নিয়ন্ত্রক ব্যবস্থা নিচের কোনটি সঠিক ? a. i b. i , ii ও iii c. ii ও iii d. i ও iii 49 / 50 49. নেটফ্লিক্স কি ? a. স্ট্রিমিং সার্ভিস b. চতুর্থ প্রজনন রোবট c. ভার্চুয়াল রিয়ালিটি d. ই-কমার্স সাইট 50 / 50 50. কোন ক্ষেত্রে বায়ােমেট্রিক প্রযুক্তি ব্যবহৃত হয়? a. নিরাপত্তাক্ষেত্রে b. বিনােদনক্ষেত্রে c. কৃষিক্ষেত্রে d. বায়ােটেকনােলজিতে Your score isThe average score is 33% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz Share this:FacebookX