মডেল টেস্ট-01 প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্ত : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)

0%
77
Created by Liaquat Talukder

মডেল টেস্ট-01 প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্ত : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)

1 / 50

1. টেলিমেডিসিন ব্যবস্থাটি কিসের সাথে সম্পকিত ?

2 / 50

2. ন্যানােপার্টিকেল ব্যবহারের অসুবিধা---
i. কালােবাজারি
ii. ধনী ও নির্ধনের পার্থক্য বৃদ্ধি
iii. প্রাণঘাতি অস্ত্র তৈরি
নিচের কোনটি সঠিক ?

3 / 50

3. মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি? [ঢা, বাে, ২০১৭]

4 / 50

4. নিচের অনুচ্ছেদটি পড় এবং ৭ও৮ নং প্রশ্নের উত্তর দাওঃ
সমগ্র পৃথিবী এখন একটি গ্রামে পরিণত হয়েছে। এখন বিভিন্ন দেশের মানুষ খুব সহজেই একজন অন্য জনের সুখে দুঃখে পাশাপাশি ও প্রতিবেশীর মতো ভাব বিনিময় করছে। [য.২০১৭]

উদ্দীপকে যে বিষয়ে বলা হয়েছে তা সম্ভব হচ্ছে কিসের কল্যাণ ?
১. সংবাদপত্রের
২. তথ্য প্রযুক্তির
৩. ইন্টারনেট প্রযুক্তির

5 / 50

5. উদ্দীপকের আলোতে
ICT শিক্ষক মিজান স্যার ছাত্রদের নিয়ে ল্যাবে যেতে ল্যাবের দরজার দিকে তাকাতেই দরজা খুলে গেল। তারপর ছাত্রদের
মাথায় হেলমেট পরিয়ে আলাে নিভিয়ে নিয়ে গেলেন সমুদ সৈকতে, যেখানে তারা সৈকতের বাস্তব স্বাদ পেল।
শিক্ষক মিজান কোন বৈশিষ্ট্যের প্রয়ােগ দ্বারা ল্যাবে প্রবেশ করলেন?

6 / 50

6. টেলি প্রেজেন্স-এর প্রয়োগক্ষেত্র কোনটি?

7 / 50

7. উদ্দীপকের আলোতে
কাভিড -১৯ সংক্রমণের সময় ইবাদের স্কুল বন্ধ ছিল । তবে এ সময় তার শিক্ষকরা শিক্ষাক্রম বন্ধ না রেখে ঘরে বসে অবস্থান করেই পাঠদান কার্যক্রম চালিয়ে গেছেন ।
শিক্ষকদের পাঠদানে অংশ নিতে ইবাত যে অ্যাপ ব্যবহার করতে পারে --
i. Google Meet
ii. Skype
iii. Zoom

8 / 50

8. ব্যাংকের চেকের চেক নম্বর লেখা ও পড়া হয় কোন পদ্ধতিতে ?

9 / 50

9. কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি ? [চ.বো.২০১৭]

10 / 50

10. চেকের আধুনিক সংরক্ষণ কি নামে ডাকা হয় ?

11 / 50

11. ফেসবুক পেজ থেকে গল্প নিয়ে শাহানা নিজের নামে মাদ্রাসা ম্যাগাজিনে ছাপিয়ে দিল। শাহানার কাজটি কোন ধরনের? [ম. বাে, ২০১৮]

12 / 50

12. ডিএনএ ডাবল হেলিক্স দিয়ে কী তৈরি হয়?

13 / 50

13. DNA সংগ্রহ করার উপাদান হলাে--
i. রক্ত
ii. চুল
iii. মুখের লালা
নিচের কোনটি সঠিক ?

14 / 50

14. বিশ্বগ্রাম সুবিধা হলো --
i. নিরাপদ ও দ্রুত যোগাযোগ
ii. তথ্যের ব্যাপক উৎস সৃষ্টি
iii. তথ্যের নিয়ন্ত্রণ ব্যবহার

নিচের কোনটি সঠিক ?

15 / 50

15. উদ্দীপকের আলোতে
সম্প্রতি ডিজিটাল মেলা উদ্বোধনকালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সোফিয়া নামের একটি যন্ত্র মানবের সাথে কথোপোকথন হয় ।
উদ্দীপকে কোন প্রযুক্তির ইঙ্গিত করা হয়েছে ? [ম.বো.২০১৮]

16 / 50

16. চেক নিষ্পত্তিতে বর্তমানে যে প্রযুক্তি ব্যবহার করা হয় ?

17 / 50

17. টেলিযোগাযোগের মাধ্যমে সভা করাকে কি বলা হয় ?

18 / 50

18. ইন্টারনেটের ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে কি বলা চলে ?

19 / 50

19. একটি নির্দিষ্ট জিন বহনকারী কোনাে জীব থেকে DNA খণ্ড পৃথক ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে কী বলে?

20 / 50

20. কোন সায়েন্স ফিকশন রাইটার সর্বপ্রথম রােবটিক্স শব্দটি ব্যবহার করেন ?

21 / 50

21. মলিকুলার কম্পােনেন্ট থেকে তৈরি অবজেক্টকে কী বলে? [দি-১৯]

22 / 50

22. কোনটি আবিস্কারের ফলে যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হয় ?

23 / 50

23. নিরাপত্তার সাথে ফাইল সংরক্ষণ ও শেয়ারের জন্য বর্তমানে কোন সার্ভিসটি ব্যবহার করা হয় ?

24 / 50

24. SWIFT কী ?

25 / 50

25. সাইবার মানি পরিভাষাটি নিচের কোনটির সাথে সাথে সম্পৃক্ত ?

26 / 50

26. নিচের অনুচ্ছেদটি পড় এবং ৭ও৮ নং প্রশ্নের উত্তর দাওঃ
সমগ্র পৃথিবী এখন একটি গ্রামে পরিণত হয়েছে। এখন বিভিন্ন দেশের মানুষ খুব সহজেই একজন অন্য জনের সুখে দুঃখে পাশাপাশি ও প্রতিবেশীর মতো ভাব বিনিময় করছে। [য.২০১৭]
উদ্দীপকে কোন বিষয় সম্পর্ক বলা হয়েছে ?

27 / 50

27. উদ্দিপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাওঃ
ডা. রাজ শহরে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা দিয়ে থাকেন। তিনি তার বন্ধুর আচিঁলের অপারেশনে নিম্নতাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ী ফিরে যান।
প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা দেওয়ার প্রক্রিয়াটি হচ্ছে-
১. ভিডিও কনফারেন্স
২. টেলি মেডিসিন
৩. ই-মেইল

28 / 50

28. জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়ােগ হলো--

29 / 50

29. অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ই-মেইল বা মেসেজ পাঠানােকে কী বলে?

30 / 50

30. কাকে ন্যানাে প্রযুক্তির জনক বলা হয়? খ.

31 / 50

31. ডাঃ মুনির শিক্ষানবিশদের কম্পিটার নিয়ন্ত্রিত পরিবেশের মাধ্যমে কৃত্রিমভাবে বাস্তবের অনুকরণে সার্জারি প্রশিক্ষণ দেন, যাতে কোনােরূপ ঝুঁকি না থাকে। এজন যকৃত ক্যাম্পারের রােগী তার কাছে এলে তিনি তাকে –\20°C তাপমাত্রার মাধ্যমে।
চিকিৎসা দেন।
প্রশিক্ষণের প্রযুক্তিটি হলো-- [ব, বাে, ২০১৬]

32 / 50

32. মহাকাশে প্রথম কৃত্রিম উপগ্রহ প্রেরণ করা হয় কত সালে?

33 / 50

33. মানুষের শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখযােগ্য হলাে—
i. চোখের মণি।
ii. আঙুলের ছাপ
iii. DNA
নিচের কোনটি সঠিক ?

34 / 50

34. বিশ্বগ্রাম বলতে কি বুজায় ___
i. রিয়েল টাইম সেবা বিনিময়
ii. তথ্য ও বিনোদনের সহজলভ্যতা
iii. বিশ্বের গ্রামসমূহের আন্তঃসম্পর্ক

নিচের কোনটি সঠিক ?

35 / 50

35. উদ্দীপকের আলোতে--
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গবেষণা করে উপকুলীয় অঞ্চলে চাষযোগ্য নতুন জাতের ধান উদ্বাবন করেছে , যার ফলে উপকুলীয় অঞ্চলে ধানের উদপাদন বহুগুনে বেড়ে গেছে । উদ্দীপকে গবেষণার সহায়ক প্রযুক্তি হলাে- [ব, বাে, ২০১৯]

36 / 50

36. ক্রায়ােসার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি উৎপাদন ও বিপণনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?

37 / 50

37. আইসিটিনির্ভর উৎপাদন ব্যবস্থার উদাহরণ হলাে—
i.কম্পিউটারের সাহায্যে পণ্যের মান নিয়ন্ত্রণ।
ii. ঝুঁকিপূর্ণ কাজে রােবটের ব্যবহার।
iii. স্বয়ংক্রিয় উৎপাদন ব্যবস্থাপনা।
নিচের কোনটি সঠিক?

38 / 50

38. কোন পদ্ধতিতে আঙুলের ছাপ ব্যবহার করে অপরাধী নির্ণয় করা হয়?

39 / 50

39. ই-ব্যাংকিং এর সাথে সম্পর্কিত নয়-

40 / 50

40. নিচের উদ্দীপকটি পড়--
লােকমান সাহেব গবেষণা করে নানা প্রজাতির ফল ও ফুল ফলানাের জন্য নতুন প্রযুক্তি প্রয়ােগ করেন।
এতে তিনি আকারে বড় এবং আকর্ষণীয় ফল ও ফুল উৎপাদন করতে সক্ষম হলেন।
উদ্দীপকে লোকমান সাহেবের গবেষণায় সহায়তায় প্রযুক্তি কোনটি ?

41 / 50

41. আঙুলের ছাপ নিয়ে ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তি কোনটি ?

42 / 50

42. কম্পিউটারে কৃত্রিমভাবে প্রয়ােগ করে ফলাফল দেখাকে কি বলে?

43 / 50

43. তথ্য ও যােগাযােগ প্রযুক্তি আইন প্রণীত হয় কত সালে?

44 / 50

44. বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রয়োজনীয় উপাদান হলো --
i. কানেকটিভিটি ii. ডেটা
iii.সক্ষমতা
নিচের কোনটি সঠিক ?

45 / 50

45. কোনটি দ্বারা নানাে বুঝায়? (ঢা. বাে. ২০১৭]

46 / 50

46. ন্যানােটেকনােলজি দিয়ে তৈরিকৃত যন্ত্র হতে পারে- (ঢা. বাে, ২০১৭]
i. কম্পিউটার
ii. ক্রায়ােলােব
iii. রােবট

নিচের কোনটি সঠিক?

47 / 50

47. BSA এর সূত্রমতে ব্যবহৃত সকল সফটওয়্যারের কতভাগ পাইরেটেড?

48 / 50

48. স্মার্ট হোমে বিভিন্ন ডিভাইস দ্বারা নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় ব্যবস্থা হলো ___
i. ফায়ার সিস্টেম
ii. গ্যারেজ সিস্টেম
iii. তাপ নিয়ন্ত্রক ব্যবস্থা

নিচের কোনটি সঠিক ?

49 / 50

49. নেটফ্লিক্স কি ?

50 / 50

50. কোন ক্ষেত্রে বায়ােমেট্রিক প্রযুক্তি ব্যবহৃত হয়?

Your score is

The average score is 33%

0%

Previous articleকুইজ-02 (26 থেকে 50) (দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
Next articleকুইজ-03 (51 থেকে 75) (দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং