মডেল টেস্ট-01 প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্ত : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত) 0% 77 Created by Liaquat Talukder মডেল টেস্ট-01 প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্ত : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত) 1 / 50 1. উদ্দীপকের আলোতে ডাঃ রাজ শহরে অবস্থান করেও পত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা সেবা দিয়ে থাকেন । তিনি বন্ধুর আচিলের অপারেশনে নিম্নতাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যান । পত্যন্ত অঞ্চলে চিকিৎসা দেয়ার প্রক্রিয়াটি হচ্ছে -- [য. বো. ২০১৯] i. ভিডিও কনফারেন্স ii. টেলিমেডিসিন iii.ই-মেইল a. i ও ii b. ii ও iii c. i , ii ও iii d. ii ও iii 2 / 50 2. আউটসোর্সিং সম্পর্কিত বিষয় কোনটি ? a. ফ্রীলান্সিং b. ফেইসবুক c. অটোমেশন d. টুইটিং 3 / 50 3. নিরাপত্তার সাথে ফাইল সংরক্ষণ ও শেয়ারের জন্য বর্তমানে কোন সার্ভিসটি ব্যবহার করা হয় ? a. নেক্সট জেন b. টুইটার c. ড্রপবক্স d. ফেসবুক 4 / 50 4. ন্যানো রোবট-এর ব্যবহার ক্ষেত্র কোনটি ? a. অপারেশন b. এনজিওপ্লাস্টি c. ডায়াগনোসিস d. এনজিওগ্রাম 5 / 50 5. বিশ্বগ্রাম বাস্তবায়নের জন্য প্রয়োজন __ i. নেটওয়ার্ক সংযুক্ততা ii. হার্ডওয়্যার-সফটওয়্যার iii. মানুষের জ্ঞান বা সক্ষমতা নিচের কোনটি সঠিক ? a. i, ii ও iii b. i ও iii c. i ও ii d. ii ও iii 6 / 50 6. নিচের কোনটি রােবট শব্দের অর্থ প্রকাশ করে? a. উন্নততর জীব b. কৃত্রিম যন্ত্র c. যন্ত্রমানব d. ভিনগ্রহবাসী 7 / 50 7. আউটসোসিং কী ? a. নির্দিষ্ট শ্রম ঘন্টায় কাজ করা b. ইন্টারনেট ভিত্তিক কাজ c. বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা d. বিশেষ ব্রাউজিং সুবিধা 8 / 50 8. বিশ্বগ্রাম ধারনার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পৃক্ত ? {ঢা-2016} a. শিক্ষার অবাধ সুযোগ-সুবিধার বিস্তার b. বিশ্বব্যাপী গ্রামেকে নগরে পরিবর্তন c. গ্রামের সাথে শহরের সহজ যোগাযোগ d. ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার 9 / 50 9. কোনটি আবিস্কারের ফলে যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হয় ? a. টেলিফোন b. কম্পিউটার c. টেলিগ্রাফ d. প্রিন্টার 10 / 50 10. বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা কে ? a. মার্ক জুকারবার্গ b. টিম বার্নারস লী c. মার্শাল ম্যাকলুহান d. ই এফ কড 11 / 50 11. চেকের আধুনিক সংরক্ষণ কি নামে ডাকা হয় ? a. CICR চেক b. MICR চেক c. LICR চেক d. MRIC চেক 12 / 50 12. রােবটিক্স কী? [কু. বাে. ২০১৬] a. রােবট বিজ্ঞান b. রােবট তৈরিতে ব্যবহৃত ভাষা c. রোবটের ক্রিয়ানীতি d. শিল্পে ব্যবহৃত রােবট 13 / 50 13. মি.‘ক’এর প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যবহৃত হতে পারে: [রা-১৯] i. চিকিৎসাবিদ্যার শিক্ষার্থীদেরকে হৃৎপিণ্ডের কার্যকারিতা বুঝানাের ক্ষেত্রে ii. প্রকৌশল বিদ্যার শিক্ষার্থীদেরকে ঝুঁকিপূর্ণ কাজের প্রশিক্ষণ প্রদানে iii. পুলিশ বাহিনীকে ট্রাফিক ব্যবস্থাপনার প্রশিক্ষণের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক ? a. i ও ii b. i ও iii c. ii ও iii d. i , ii ও iii 14 / 50 14. GIS-এর অর্থ কী? a. গ্লোবাল ইনফরমেশন সিস্টেম b. গ্লোবাল ইনফরমেশন সার্ভিস c. জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম d. জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস 15 / 50 15. Virtual Reality তে ব্যবহৃত সরঞ্জাম-- i. HMD:Head Mounted Display ii. Gloves iii. Keyboard নিচের কোনটি সঠিক? a. ii ও iii b. i ও iii c. i , ii ও iii d. i 16 / 50 16. ফ্রীলান্সিং এর নৈতিবাচক দিক হলো-- i. ভিন্নধর্মী জীবনযাপন ii. রাত জাগা iii. মানুষিক চাপ নিচের কোনটি সঠিক ? a. i b. ii ও iii c. i ও ii d. i, ii ও iii 17 / 50 17. নিচের উদ্দিপকের আলোতে ফজল মিয়া কৃষি কাজ করেন সমস্যা হলো তার এলাকাটি বন্যাপ্রবণ এবং তার উৎপাদন ধান প্রায়ই বন্যায় তলিয়ে যায় । কৃষি বিভাগ এ বছর উক্ত অঞ্চলের কৃষকদের জন্য বিশেষ ধরণের ধানের বীজ সরবারহ করেছে, যা থেকে উদপাদিত ধানগাছগুলো বেশ লম্বা হবার কারণে সেগুলো সে বছর বন্যায় তলিয়ে যায়নি শস্যের উদপাদন ও হলো প্রচুর । উদ্দীপকে বর্ণিত বিশেষ ধরনের ধানবীজ উদ্ভাবনে কোন পদ্ধতির সহায়তা নেয়া হয়েছে? a. জেনেটিক ইঞ্জিনিয়ারিং b. বায়ােইনফরমেটিক্স c. বায়ােমেটিক d. বায়ােটেকনােলজি 18 / 50 18. বায়োমেট্রিক পদ্ধতিতে সিমকার্ড নিবন্ধন শুরু করা হয় ১ম ও ২য় দেশ কী কী ? a. পাকিস্থান ও বাংলাদেশ b. বাংলাদেশ ও ভারত c. ভারত ও পাকিস্তান d. বাংলাদেশ ও ইরান 19 / 50 19. কোনাে টিউমারকে অতিরিক্ত ঠান্ডা তাপমাত্রায় গলানাে হয়, কোন সার্জিকাল পদ্ধতির মাধ্যেমে ? a. ক্রোয়োসার্জারি b. বায়োসার্জারি c. হোমোসার্জারি d. ক্রোমোসার্জারি 20 / 50 20. লেনদেনের মাধমে ধরণ অনুযায়ী ই-রিটেইলিং সাধারণত কোন ধরণের হয়ে থাকে ? a. C2B b. B2B c. B2C d. B2G 21 / 50 21. রোবট ব্যাবহৃত হয় ? i. বাসবাড়ির গৃহস্থালী কাজে ii. পরিকল্পনা প্রণয়নে iii. খনির অব্যন্তরীণে নিচের কোনটি সঠিক ? a. ii ও iii b. i, ii ও ii c. i d. i ও iii 22 / 50 22. উদ্দীপকের আলোতে-- বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গবেষণা করে উপকুলীয় অঞ্চলে চাষযোগ্য নতুন জাতের ধান উদ্বাবন করেছে , যার ফলে উপকুলীয় অঞ্চলে ধানের উদপাদন বহুগুনে বেড়ে গেছে । প্রতিষ্ঠানটি সাফল্য দেশে-- i.অর্থনৈতিক উন্নয়ন হবে ii. জীববৈচিত্র্য সৃষ্টির পথ সুগম হবে iii. ধানের দেশীয় প্রজাতি বিলুপ্ত হবে নিচের কোনটি সঠিক? a. i,ii ও iii b. ii ও iii c. i ও iii d. i ও ii 23 / 50 23. চেক নিষ্পত্তিতে বর্তমানে যে প্রযুক্তি ব্যবহার করা হয় ? a. 3G b. MICR c. ATM d. Wi-Fi 24 / 50 24. রােবট কোন কাজে ব্যবহার করা হয়? a. প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে b. স্বাধীনভাবে জটিল সিদ্ধান্ত গ্রহণ করতে। c. মানুষের কর্মক্ষেত্র বৃদ্ধি করতে d. মানুষের বিকল্প হিসেবে বিপজ্জনক কাজে 25 / 50 25. ভিডিও কনফারেন্সিং ব্যবস্থায় অংশগ্রহণকারীরা - ১. একে অপরের ছবি দেখতে পারে ২. প্রত্যেকে প্রত্যেকের কথোপকথন শুনতে পারে ৩. নিজেদের মধ্যে চিঠিপত্র আদান-প্রদান করতে পারে a. ১ও৩ b. ১ও২ c. ২ও৩ d. ১,২ও৩ 26 / 50 26. ন্যানাে প্রযুক্তির মাধ্যমে সম্ভব হচেছ-- i.বৃহৎ স্কেলে পণ্যোৎপাদন ii. সূক্ষ্ম ও ছােট পণ্যোৎপাদন। iii. বর্জ্য পরিষ্কারকরণ নিচের কোনটি সঠিক? a. i,ii ও iii b. ii ও iii c. i ও ii d. i 27 / 50 27. তথ্য প্রযুক্তির সাহায্য মানুষের শারীরিক বৈশিষ্ট্য চিহ্নিত করে সনাক্ত করাকে কি বলে ? a. বায়োমেডি b. বায়োটেকনোলজি c. বায়োমেট্রিক d. বায়োইনফোরমেট্রিক 28 / 50 28. ন্যানােপার্টিকেলের আকৃতি কত ন্যানােমিটার? a. 1 থেকে 100 b. 1 থেকে ২00 c. 1 থেকে ৩00 d. 1 থেকে ৪00 29 / 50 29. কোন উপাদানটি Global Village এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূূর্ণ ? [য-17] a. টেলিভিশন b. সংবাদপত্র c. ইন্টারনেট d. মোবাইল 30 / 50 30. অনলাইন গবেষণাপত্র প্রকাশ করা হলে তাকে কি বলে ? a. ই - পেপার b. পেটেন্ট c. ই- রিসার্চ d. ই -জার্নাল 31 / 50 31. টেলিমেডেসিন সেবার জন্য আবশ্যক - ১. বিশেষজ্ঞ চিকিৎসক ২. রোগ নির্ণয় কেন্দ্র ৩. বিশেষায়িত নেটওয়ার্ক a. ১ও২ b. ১,২ও৩ c. ২ও৩ d. ১ও৩ 32 / 50 32. যোগাযোগ ব্যাবস্থাকে কয়ভাগে ভাগ করা যায় ? a. ৫ b. ৩ c. ৪ d. ২ 33 / 50 33. রোগীর তথ্য সংরক্ষণের ব্যাবহৃত সফটওয়্যার হলো -- i. Theraphy Notes ii. iCliniq iii. Care 360 নিচের কোনটি সঠিক ? a. i ও ii b. i , ii ও iii c. ii ও iii d. i ও iii 34 / 50 34. ই-কমার্স এর অন্তর্ভূক্ত নয়- a. বিপণন b. প্রচার c. লেনদেন d. সরবরাহ 35 / 50 35. কোনটি আউটসোর্সিং-এর মার্কেট প্লেস ? a. টুইটার b. ডিগ c. আপওয়ার্ক d. মাইস্পেস 36 / 50 36. বর্তমান প্রায় সব খবরের কাগজ অফিস কি প্রকাশ করেছে ? a. ই - পেপার b. অনলাইন ভার্শন c. নিউস সার্ভিস d. আপডেট নিউস সার্ভিস 37 / 50 37. DNA সংগ্রহ করার উপাদান হলাে-- i. রক্ত ii. চুল iii. মুখের লালা নিচের কোনটি সঠিক ? a. i, ii ও iii b. i c. iও iii d. ii ও iii 38 / 50 38. সাইবার মানি পরিভাষাটি নিচের কোনটির সাথে সাথে সম্পৃক্ত ? a. কেনাকাটা অনলাইন b. শিক্ষা অনলাইন c. ক্রেডিট অনলাইন d. চ্যাট অনলাইন 39 / 50 39. ইন্টারনেটভিত্তিক যোগাযোগ মাধ্যমগুলোর কুফল হলো -- i. অতি নির্ভরতা ii. জটিল ব্যবহারবিধি iii. আসক্তি নিচের কোনটি সঠিক ? a. i ও iii b. i, ii ও iii c. ii ও iii d. i ও ii 40 / 50 40. ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে কি বলা হয় ? a. ই-কমার্স b. ই-বিজনেস c. আউটসোর্সিং d. ই-গভর্নেন্স 41 / 50 41. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে সফল ক্ষেত্র কোনটি ? a. গেমিং b. স্পিচ c. এনএলপি d. মেশিন লার্নিং 42 / 50 42. তথ্য প্রযুক্তির নেতিবাচক প্রভাব হলাে-- i. আসক্তি ii.স্নায়বিক অসুস্থতা iii. কালােবাজারি নিচের কোনটি সঠিক ? a. ii ও iii b. i ও iii c. i ও ii d. i,ii ও iii 43 / 50 43. বিশ্বগ্রাম সুবিধা হলো -- i. নিরাপদ ও দ্রুত যোগাযোগ ii. তথ্যের ব্যাপক উৎস সৃষ্টি iii. তথ্যের নিয়ন্ত্রণ ব্যবহার নিচের কোনটি সঠিক ? a. i ও ii b. ii ও iii c. i, ii ও iii d. i ও iii 44 / 50 44. গুগলের ভার্চুয়াল চ্যাটিং সার্ভিসের নাম কী ? a. Virtual b. Lively c. Be Virtuality d. Google 45 / 50 45. মহাকাশে প্রথম কৃত্রিম উপগ্রহ প্রেরণ করা হয় কত সালে? a. ১৯৫৫ b. ১৯৫৭ c. ১৯৫৮ d. ১৯৫৬ 46 / 50 46. বাবু এক বিশেষ ব্যবস্থাপনায় ঘরে বসেই ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে । তার বাবা অন্য একটি প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের ফুল চাষ করেছেন । বাবুর ব্যাবহৃত প্রযুক্তিটি হলো-- [দি. বো. ২০১৯] a. কৃত্তিম বুদ্ধিমত্তা b. ভার্চুয়াল রিয়েলিটি c. ই-কমার্স d. ই- লারনিং 47 / 50 47. নিচের অনুচ্ছেদটি পড় ববি দিনের বেশিরভাগ সময়ই মােবাইল ফোনে গেমস খেলে এমনকি রাত জেগেও সে মােবাইল ফোন ব্যবহার করে। ববির এ অভ্যাসকে কি বলে ? a. বিনোদন b. আসক্তি c. জ্ঞানচর্চা d. আকর্ষণ 48 / 50 48. দেশের অর্থনীতির চাকাকে বেগবান করার ক্ষেত্রে নিচের কোনটি নতুন মাত্রা যুক্ত করেছে ? a. আউটসোর্সিং b. ফেসবুক c. সংবাদপত্র d. গুগল 49 / 50 49. কম্পিউটার ইথিক্স ইনস্টিটিউট কত সালে কম্পিউটার ব্যবহারকারীদের জন্য নির্দেশনা প্রণয়ন করে? a. ১৯৯৩ b. ১৯৯৪ c. ১৯৯০ d. ১৯৯১ 50 / 50 50. তথ্য প্রযুক্তির সাহায্যে জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যার সমাধানকে কী বলা হয়? a. বায়ােটেকনােলজি b. ন্যানােটেকনােলজি c. বায়ােমেট্রিক্স d. বায়ােইনফরমেটিক্স Your score isThe average score is 33% LinkedIn Facebook VKontakte 0% Restart quiz