মডেল টেস্ট-10 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
77

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. ফ্লোচার্টের মৌলিক ছাঁচ কয়টি?

2 / 25

2. ‘সি’ ভাষায় গাণিতিক অপারেটরের সাহায্যে--
i. যােগ করা যায়
ii. ছােট বড় তুলনা করা যায়
iii ভাগশেষ নির্ণয় করা যায়
নিচের কোনটি সঠিক?

3 / 25

3. Float type চলকর জন্য মেমোরিতে কত বাইট জায়গায় প্রয়োজন হয় ?

4 / 25

4. মেশিন ভাষার প্রোগ্রাম -
১. সরাসরি দ্রুত কার্যকর হয়
২. কম্পিউটার সংগঠন বর্ণনা করে
৩. লেখা সহজ ও সাধারণের ব্যবহার উপযোগী

5 / 25

5. C প্রােগ্রামের কাঠামাে সিকুয়েন্স কোনটি?

6 / 25

6. মেশিন ভাষা অনূদিত হয় কোনটি ?

7 / 25

7. নিচের উদ্দীপকটি পড়
হাসান সাহেব একাউন্টিং সফটওয়্যার তৈরির সময় প্রতিটি মডিউল ছােট ছােট করে বিভক্ত করে সমাধানের ধাপ নির্ধারণ করেন। কিন্তু সফটওয়্যারটি তৈরির পর সেটি পরীক্ষা করে দেখা যায়, প্রদত্ত ডেটার জন্য ফলাফল ভুল প্রদর্শিত হচ্ছে।

উদ্দীপকে হাসান সাহেব কোন টুলগুলােকে নির্দেশ করেছেন?
i. প্রােগ্রাম কোডিং
ii. অ্যালগরিদম
iii. ফ্লোচার্ট
নিচের কোনটি সঠিক?

8 / 25

8. দ্বিতীয় প্রজন্মের মােবাইল ফোনের উল্লেখযােগ্য বৈশিষ্ট্য কী?

9 / 25

9. EC2 কোন কোম্পানির অবকাঠামাে সেবা?

10 / 25

10. কম্পউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি?

11 / 25

11. ব্রডকাস্ট মােডের উদাহরণ হলাে--- [ব. বাে, ২০১৭]

12 / 25

12. বাণিজ্যিকভাবে 3G চালু হয় কবে থেকে--

13 / 25

13. টুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে? [য, বাে, ২০১৭]

14 / 25

14. আইসিটি বিভাগের শিক্ষক দ্রুত ডেটা আদান-প্রদানের জন্য কোন ধরনের টপােলজি ব্যবহার করেছেন?

15 / 25

15. কোন টপােলজির ওপর ভিত্তি করে ইন্টারনেট তৈরি করা হয়েছে?

16 / 25

16. উদ্দীপকের টেবিল হতে যাদের GPA=5.00 তাদের নাম দেখতে SQL কমান্ড "SELECTNAME FROM এর পরের অংশ কোনটি?

17 / 25

17. কোন প্রক্রিয়ায় কম্পিউটারে যােগ, বিয়ােগ, গুণ ও ভাগ করা হয়?

18 / 25

18. Y=1 পেতে হলে, A এবং B এর মান হবে--
i. A = 0, B = 0
i. A = 0, B = 1
iii. A = 1, B = 0
নিচের কোনটি সঠিক?

19 / 25

19. 762 সংখ্যাটি হতে পারে-- [কু. বাে, ২০১৬]
i. দশমিক
ii. অকট্যাল।
iii. হেক্সাডেসিম্যাল

নিচের কোনটি সঠিক?

20 / 25

20. AND গেইট আউটপুটে ‘1' পেতে হলে--

21 / 25

21. তথ্য ও যােগাযােগ সংক্রান্ত যন্ত্রপাতি অত্যধিক ব্যবহারের ফলে--
i. চোখের ওপর চাপ পরে
ii. ঘাড় ও পিঠের কেন্দ্র চালু
iii. কর্মসন্থানের সুযোগ সৃস্টি
নিচের কোনটি সঠিক ?

22 / 25

22. জীবের বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাসকে কী বলে?

23 / 25

23. 192.168.0.254 কী নির্দেশ করে?

24 / 25

24. কোনো html tag এর ক্লোজিং ট্যাগ থাকে না ?

25 / 25

25. একটি পেজের সাথে অন্য পেজের সংযােগকে HTML ভাষায় কী বলে?

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-09 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleকম্পিউটার সম্পর্কিত