মডেল টেস্ট-10 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে । 0% 77 মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে । NameEmailPhone Number 1 / 25 1. ফ্লোচার্টের মৌলিক ছাঁচ কয়টি? a. ৪ টি b. ৮ টি c. ৬ টি d. ২ টি 2 / 25 2. ‘সি’ ভাষায় গাণিতিক অপারেটরের সাহায্যে--i. যােগ করা যায়ii. ছােট বড় তুলনা করা যায়iii ভাগশেষ নির্ণয় করা যায়নিচের কোনটি সঠিক? a. i b. ii ও iii c. i,ii ও iii d. i ও iii 3 / 25 3. Float type চলকর জন্য মেমোরিতে কত বাইট জায়গায় প্রয়োজন হয় ? a. 2 b. 8 c. 4 d. 1 4 / 25 4. মেশিন ভাষার প্রোগ্রাম -১. সরাসরি দ্রুত কার্যকর হয়২. কম্পিউটার সংগঠন বর্ণনা করে৩. লেখা সহজ ও সাধারণের ব্যবহার উপযোগী a. ১ও৩ b. ১,২ও৩ c. ১ও২ d. ২ও৩ 5 / 25 5. C প্রােগ্রামের কাঠামাে সিকুয়েন্স কোনটি? a. main() → # include b. # include → main() c. # include → main() d. main() → # include 6 / 25 6. মেশিন ভাষা অনূদিত হয় কোনটি ? a. কসেন্ট b. লেবেল c. অপারেশন কোড d. অপারেন্ড 7 / 25 7. নিচের উদ্দীপকটি পড়হাসান সাহেব একাউন্টিং সফটওয়্যার তৈরির সময় প্রতিটি মডিউল ছােট ছােট করে বিভক্ত করে সমাধানের ধাপ নির্ধারণ করেন। কিন্তু সফটওয়্যারটি তৈরির পর সেটি পরীক্ষা করে দেখা যায়, প্রদত্ত ডেটার জন্য ফলাফল ভুল প্রদর্শিত হচ্ছে।উদ্দীপকে হাসান সাহেব কোন টুলগুলােকে নির্দেশ করেছেন?i. প্রােগ্রাম কোডিংii. অ্যালগরিদমiii. ফ্লোচার্টনিচের কোনটি সঠিক? a. i ও ii b. i c. i ও iii d. i,ii ও iii 8 / 25 8. দ্বিতীয় প্রজন্মের মােবাইল ফোনের উল্লেখযােগ্য বৈশিষ্ট্য কী? a. ভিডিও কনফারেন্সিং সুবিধা b. GSM ও CDMA সুবিধা c. HSPA ও 3GPP স্ট্যান্ডার্ড চালু d. TACs অ্যাকসেস কমিউনিকেশন 9 / 25 9. EC2 কোন কোম্পানির অবকাঠামাে সেবা? a. অ্যাপল b. গুগল c. আমাজান d. মাইক্রোসফট 10 / 25 10. কম্পউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি? a. ফুল-ডুপ্লেক্স b. হাফ-ডুপ্লেক্স c. মাল্টিকাষ্ট d. সিমপ্লেক্স 11 / 25 11. ব্রডকাস্ট মােডের উদাহরণ হলাে--- [ব. বাে, ২০১৭] a. টেলিফোনে কথােপকথন b. ভিডিও কনফারেন্সিং c. SMS প্রেরণ d. টিভি সম্প্রচার 12 / 25 12. বাণিজ্যিকভাবে 3G চালু হয় কবে থেকে-- a. ১৯৮৯ b. ২০০৫ c. ১৯৯৫ d. ২০০১ 13 / 25 13. টুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে? [য, বাে, ২০১৭] a. WAN b. LAN c. PAN d. MAN 14 / 25 14. আইসিটি বিভাগের শিক্ষক দ্রুত ডেটা আদান-প্রদানের জন্য কোন ধরনের টপােলজি ব্যবহার করেছেন? a. রিং b. বাস c. স্টার d. মেশ 15 / 25 15. কোন টপােলজির ওপর ভিত্তি করে ইন্টারনেট তৈরি করা হয়েছে? a. রিং b. স্টার c. বাস d. হাইব্রিড 16 / 25 16. উদ্দীপকের টেবিল হতে যাদের GPA=5.00 তাদের নাম দেখতে SQL কমান্ড "SELECTNAME FROM এর পরের অংশ কোনটি? a. WHERE "GPA" = "5.00"; b. WHERE "GPA","5.00" c. WHERE GPA = " 5.00"; d. WHERE "GPA" = "5.00" 17 / 25 17. কোন প্রক্রিয়ায় কম্পিউটারে যােগ, বিয়ােগ, গুণ ও ভাগ করা হয়? a. শুধুমাত্র বিয়ােগ প্রক্রিয়ায় b. শুধুমাত্র গুণ প্রক্রিয়ায় c. শুধুমাত্র যােগ প্রক্রিয়ায় d. সাধারণ যােগ, বিয়ােগ, গুণ ও ভাগ প্রক্রিয়ায় 18 / 25 18. Y=1 পেতে হলে, A এবং B এর মান হবে--i. A = 0, B = 0i. A = 0, B = 1iii. A = 1, B = 0নিচের কোনটি সঠিক? a. i b. i,ii ও iii c. i ও iii d. iii 19 / 25 19. 762 সংখ্যাটি হতে পারে-- [কু. বাে, ২০১৬]i. দশমিকii. অকট্যাল।iii. হেক্সাডেসিম্যাল নিচের কোনটি সঠিক? a. i ও ii b. i,ii ও iii c. i d. i ও iii 20 / 25 20. AND গেইট আউটপুটে ‘1' পেতে হলে-- a. যে কোনটি ইনপুট 0 হবে b. সবগুলাে ইনপুট 0 হবে c. সর্বাবস্থাতেই আউটপুট হবে d. সবগুলাে ইনপুট 1 হবে 21 / 25 21. তথ্য ও যােগাযােগ সংক্রান্ত যন্ত্রপাতি অত্যধিক ব্যবহারের ফলে--i. চোখের ওপর চাপ পরেii. ঘাড় ও পিঠের কেন্দ্র চালুiii. কর্মসন্থানের সুযোগ সৃস্টিনিচের কোনটি সঠিক ? a. i b. ii ও iii c. i,ii ও iii d. i ও ii 22 / 25 22. জীবের বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাসকে কী বলে? a. জিনােম b. ক্রোমােজোম c. নিউক্লিয়াস d. জিন 23 / 25 23. 192.168.0.254 কী নির্দেশ করে? a. URL b. Domain name c. IP address d. Broadcast address 24 / 25 24. কোনো html tag এর ক্লোজিং ট্যাগ থাকে না ? a. <em> b. <img> c. <br> d. <i> 25 / 25 25. একটি পেজের সাথে অন্য পেজের সংযােগকে HTML ভাষায় কী বলে? a. Connection b. Connection c. Addition d. Hyperlink Your score isThe average score is 38% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz Share this:FacebookX