মডেল টেস্ট-10 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
66

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. কোন সংখ্যা পদ্ধতিকে হিন্দু-আরবীয় সংখ্যা পদ্ধতি বলা হয়?

2 / 25

2. উদ্দীপকের বর্তনীর আউটপুট শূন্য পেতে হলে কোন দুইটি গেইট বিনিময় করতে হবে?

3 / 25

3. (x + y) (x+y) এই সমীকরণটি সরল করতে হলে যে সূত্র ব্যবহার করতে হবে--
i. X ⊕ Y
ii. ‾XY + X‾Y
iii. X * Y

4 / 25

4. ডিকোডারে nটি ইনপুট থেকে আউটপুট পাওয়া যায়--

5 / 25

5. কাউন্টার ব্যবহৃত হয়--
i. ডিজিটাল কম্পিউটারে
ii. ডিজিটাল ঘড়িতে
ii. টাইমিং সিগন্যালে
নিচের কোনটি সঠিক?

6 / 25

6. রবিনের বর্তমান বয়স (19)₁₀ কত বছর পর তার বয়স (100110)₂ হবে?

7 / 25

7. কোন লুপটি কমপক্ষে একবার চলবে?

8 / 25

8. C ভাষায় সঠিক চলক কোনটি?

9 / 25

9. প্রােগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণের জন্য কোন প্রতীকটি ব্যবহৃত হয়?

10 / 25

10. ক্রায়োসার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি হলো
i. ক্রায়ােপ্রোব
ii. স্প্রে-ডিভাইস
iii. অ্যাকচুয়েটর।
নিচের কোনটি সঠিক?

11 / 25

11. নিচের কোন কাজটি আউটসোর্সিং এর অন্তর্ভুক্ত নয় ?

12 / 25

12. a2i এর পূর্ণরূপ কী?

13 / 25

13. বিভিন্ন জটিল রােগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করছে? [ঢা, বাে, ২০১১]

14 / 25

14. কোন পদ্ধতিতে আঙুলের ছাপ ব্যবহার করে অপরাধী নির্ণয় করা হয়?

15 / 25

15. উদ্দিপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাওঃ
শুভ সাহেব এর ছোট ভাই নীল ইউএন মিশনে গেলেন। একদিন একটি প্রযুক্তি ব্যবহার করে শুভ তার অসুস্থ মা এর সাথে নীলের কথা বলার ব্যবস্থা করেন। আরেকদিন তিনি দ্বিতীয় আরেকটি প্রযুক্তি ব্যবহার করে নীলের সাথে মায়ের কথা ও দেখার ব্যবস্থা করে দিলেন।
উদ্দিপকে নীলের ব্যবহৃত প্রযুক্তিতে-
১. বিশেষ সফটওয়ার প্রয়োজন
২. টেলিমেডিসিন সেবা পাওয়া যাবে
৩. বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত করবে

16 / 25

16. উদ্দিপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাওঃ
ডা. রাজ শহরে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা দিয়ে থাকেন। তিনি তার বন্ধুর আচিঁলের অপারেশনে নিম্নতাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ী ফিরে যান।
প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা দেওয়ার প্রক্রিয়াটি হচ্ছে-
১. ভিডিও কনফারেন্স
২. টেলি মেডিসিন
৩. ই-মেইল

17 / 25

17. ওয়েবপেজে 640 x 480 পিক্সেলের map.jpg নামক ইমেজটি যুক্ত করার জন্য এর সাথে কোন নির্দেশনা যুক্ত হবে?

18 / 25

18. কোনো html tag এর ক্লোজিং ট্যাগ থাকে না ?

19 / 25

19. ছােট আকারের নেটওয়ার্কে বাস টপোলজির ব্যবহার ---

i. খুব সহজ, সাশ্রয়ী, বিশ্বস্ত
ii. খুব কঠিন, ব্যয়বহুল
iii. খুব সহজ, ব্যয়বহুল, অবিশ্বস্ত।

নিচের কোনটি সঠিক?

20 / 25

20. কোটটি ট্রান্সমিশন সিস্টেমের উপাদান?

21 / 25

21. কত কিলােমিটার পর পর টেরিস্ট্রিয়াল ট্রান্সমিশনে রিপিটার বসাতে হয় ?

22 / 25

22. ওয়াই-ফাই হলো--

23 / 25

23. নিচের উদ্দীপকটি পড় ---
একটি ডেটাবেজে দুইশত ছাত্রের তথ্য সংরক্ষিত আছে। প্রতিটি ছাত্রের নাম, রােল নম্বর, জন্ম তারিখ ও জিপিএ সংবলিত ৪টি করে ফিল্ড আছে।

উল্লিখিত ডেটাবেজে রেকর্ডের সংখ্যা কয়টি?

24 / 25

24. ডেটাবেজ সফটওয়্যারের সাহায্যে তৈরি করা যায়- (ঢা, বাে, ২০১৬)
i. বিশেষ অ্যাপ্লিকেশন প্রােগ্রাম।
ii, ডেটা প্রদানের ইন্টারফেস
iii. প্রয়ােজন অনুযায়ী প্রতিবেদন।

নিচের কোনটি সঠিক?

25 / 25

25. উদ্দীপকে যাদের বেতন 30.000 টাকা-এর উপরে তাদের দ্রুত খুঁজে বের করা যায় কোন পদ্ধতিতে?

Your score is

The average score is 37%

0%

Previous articleমডেল টেস্ট-09 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleকম্পিউটার সম্পর্কিত