মডেল টেস্ট-08 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
66

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. জেরি সি ভাষায় একটি প্রােগ্রাম রচনা করে যাতে দুইটি সংখ্যার যােগফল নির্ণয় করা যায়। প্রােগ্রামটি রান করার পর ২টি সংখ্যা প্রদান করলে ফলাফলে শুধু ২য় সংখ্যাটি প্রদর্শিত হয়।
উদ্দীপকে উ সমস্যার কারণ কোনটি?

2 / 25

2. সরাসরি কোন ভাষা কম্পিউটারে ব্যবহার করা হয় ?

3 / 25

3. X-OR গেইটের আউটপুটের সমীকরণ কোনটি?

4 / 25

4. ইউনিকোড নিয়ে কাজ করে যাচ্ছে কে?

5 / 25

5. বুলিয়ান যােগ, 1+1 = কত?

6 / 25

6. 2 ও 3 নং গেইটের কীরূপ পরিবর্তন করলে F এর মান শুন্য হবে ?

7 / 25

7. হেক্সাডেসিমাল পদ্ধতির ভিত বা বেজ কত?

8 / 25

8. দশমিক সংখ্যা 5601.205 এ MSD কত ?

9 / 25

9. (A0)₁₆ এর সমতুল্য বাইনারি মান কত?

10 / 25

10. টেবিল তৈরি করার জন্য নিচের কোন ট্যাগটি দিতে হবে?

11 / 25

11. HTML-এ লিংক সিনটেক্স হলাে-
Link text
এখানে a href এর অর্থ হচ্ছে--

12 / 25

12. ই -কমার্সের সুবিধা কোনটি ?

13 / 25

13. EBM- E অংশের পূর্ণরূপ কী ?

14 / 25

14. কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি ? [চ.বো.২০১৭]

15 / 25

15. GIS-এর অর্থ কী?

16 / 25

16. উদ্দীপকের আলোতে--
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গবেষণা করে উপকুলীয় অঞ্চলে চাষযোগ্য নতুন জাতের ধান উদ্বাবন করেছে , যার ফলে উপকুলীয় অঞ্চলে ধানের উদপাদন বহুগুনে বেড়ে গেছে । উদ্দীপকে গবেষণার সহায়ক প্রযুক্তি হলাে- [ব, বাে, ২০১৯]

17 / 25

17. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রগুলাে হলাে --
i. মেশিন লার্নিং
ii. স্পিচ
iii. ভিশন
নিচের কোনটি সঠিক ?

18 / 25

18. বায়োমেট্রিক পদ্ধতিতে সিম কার্ড নিবন্ধন এ বাংলাদেশ কত তম?

19 / 25

19. জিন প্রকৌশলকে কাজে লাগানাে হচ্ছে--
i. ফসলের উৎপাদন বৃদ্ধিতে
ii. মৎস্য সম্পদ বৃদ্ধিতে
iii. বিকল্প শক্তি সন্ধানে
নিচের কোনটি সঠিক?

20 / 25

20. উদ্দীপকের আলোতে--
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গবেষণা করে উপকুলীয় অঞ্চলে চাষযোগ্য নতুন জাতের ধান উদ্বাবন করেছে ,
যার ফলে উপকুলীয় অঞ্চলে ধানের উদপাদন বহুগুনে বেড়ে গেছে ।
প্রতিষ্ঠানটি সাফল্য দেশে--
i.অর্থনৈতিক উন্নয়ন হবে
ii. জীববৈচিত্র্য সৃষ্টির পথ সুগম হবে
iii. ধানের দেশীয় প্রজাতি বিলুপ্ত হবে

নিচের কোনটি সঠিক?

21 / 25

21. নিচের উদ্দীপকের আলোতে —
ইসমাইল সাহেব তার প্রতিষ্ঠানের হিসাব খাতায় লিখে রাখেন। এতে তার অনেক সমস্যা হয় সঠিক সময়ে উপযুক্ত তথ্য না পাওয়ায় ব্যবসায় ক্ষতি হয়।

ডেটাবেজে কোনগুলাে একই অর্থে ব্যবহার করা হয়? [ম, বাে, ২০১৬)

22 / 25

22. নিচের কোনটি ডেটা কমিউনিকেশনের উৎস?

23 / 25

23. VAST এর পূর্ণ রূপ কী ?

24 / 25

24. টেলিভিশন ডেটা ট্রান্সমিশন মােড হচ্ছে--
i. সিমপ্লেক্স ii. মাল্টিকাস্ট
iii. ব্রডকাস্ট

নিচের কোনটি সঠিক ?

25 / 25

25. স্টোরেজ ডিভাইসে ডেটা সংরক্ষণ না করেই ডেটা ট্রান্সমিট করার প্রক্রিয়াকে বলা হয় - ট্রান্সমিশন

Your score is

The average score is 37%

0%

Previous articleমডেল টেস্ট-07 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-09 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।