মডেল টেস্ট-08 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
77

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. নিচের উদ্দীপকটি পড়
#include
main ()
{ int a=3, b; b =++ a;
printf (“%d”, b);
}
অতিরিক্ত লাইন না লিখে প্রােগ্রাম রান করলে Printf() ফাংশনে b এর মান ৪ হবে কী পরিবর্তন করলে?

2 / 25

2. জাভা কত সালে সূচনা করা হয়?

3 / 25

3. আচরণগত বৈশ্যিষ্ঠের বায়োমেট্রিক হচ্ছে --
i. ফেইস রিকোগনিশন
ii ভয়েস রিকোগনিশন
iii. টাইপিং কি-স্ট্রোক
নিচের কোনটি সঠিক ?

4 / 25

4. বায়ােইনফরমেটিক্স-এর সঙ্গে জড়িত--
i. জীববিদ্যা
ii. পরিসংখ্যান
iii.কম্পিউটার বিজ্ঞান।
নিচের কোনটি সঠিক?

5 / 25

5. ন্যানো রোবট-এর ব্যবহার ক্ষেত্র কোনটি ?

6 / 25

6. উদ্দীপকের আলোতে
ICT শিক্ষক মিজান স্যার ছাত্রদের নিয়ে ল্যাবে যেতে ল্যাবের দরজার দিকে তাকাতেই দরজা খুলে গেল। তারপর ছাত্রদের
মাথায় হেলমেট পরিয়ে আলাে নিভিয়ে নিয়ে গেলেন সমুদ সৈকতে, যেখানে তারা সৈকতের বাস্তব স্বাদ পেল।
শিক্ষক মিজান কোন বৈশিষ্ট্যের প্রয়ােগ দ্বারা ল্যাবে প্রবেশ করলেন?

7 / 25

7. রোবট ব্যাবহৃত হয় ?
i. বাসবাড়ির গৃহস্থালী কাজে
ii. পরিকল্পনা প্রণয়নে
iii. খনির অব্যন্তরীণে
নিচের কোনটি সঠিক ?

8 / 25

8. হোমপেজ দেখার জন্য আবশ্যক--
i. ওয়েব ব্রাউজার
ii. সার্চ ইঞ্জিন
iii. ইন্টারনেট
নিচের কোনটি সঠিক?

9 / 25

9. টেবিলের সেলগুলােতে অবস্থিত লেখা সেল থেকে একটি নির্দিষ্ট দূরত্ব রাখতে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়?

10 / 25

10. OR ও NOT গেইট মিলে কোন গেইট হয়?

11 / 25

11. x এর সমীকরণ কোনটি?

12 / 25

12. কোন গেইটের সকল ইনপুট 0 হলে, আউটপুট 1 হবে?
i. NAND
ii. NOR
iii. X-NOR
নিচের কোনটি সঠিক?

13 / 25

13. কোনটি মৌলিক উপপাদ্য? [ব. বাে, ২০১৭]

14 / 25

14. (12)₁₀ এর সমকক্ষ বাইনারি কোনটি?

15 / 25

15. 111 সংখ্যাটি হতে পারে-- [বি.বাে, ২০১৭]
i. বাইনারি
ii. অকটাল
iii. ডেসিমেল

নিচের কোনটি সঠিক?

16 / 25

16. বাইনারি সংখ্যা 110 ও 101 এর--
i. যােগফল 1011
ii.বিয়ােগফল 1
i.দশমিক মান সমান

নিচের কোনটি সঠিক?

17 / 25

17. নিমের কোনটি ডেটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার? [রা. ব, ২০১৭]

18 / 25

18. জনসাধারণের জন্য উন্মুক্ত ক্লাউডকে কী বলে?

19 / 25

19. ছােট আকারের নেটওয়ার্কে বাস টপোলজির ব্যবহার ---

i. খুব সহজ, সাশ্রয়ী, বিশ্বস্ত
ii. খুব কঠিন, ব্যয়বহুল
iii. খুব সহজ, ব্যয়বহুল, অবিশ্বস্ত।

নিচের কোনটি সঠিক?

20 / 25

20. মাইক্রোওয়েভের স্পেকট্রাম ফ্রিকোয়েন্সি কত?

21 / 25

21. Mbps এর পূর্ণনাম কী?

22 / 25

22. কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য-- [চ. বাে, ২০১৬]
i. হার্ডওয়্যার রিসাের্স শেয়ার
ii. সফটওয়্যার রিসাের্স শেয়ার
iii. ইনফরমেশন শেয়ার

নিচের কোনটি সঠিক?

23 / 25

23. ডেটা ট্রান্সমিশনের মেথড হলো-
১. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন
২. সিনক্রোনাস ট্রান্সমিশন
৩. আইসোক্রোন্স ট্রান্সমিশন
নিচের কোনটি সঠিক?

24 / 25

24. নিচের কোন শব্দটি রূপক অর্থে ব্যবহৃত হয়?

25 / 25

25. নিচের উদ্দীপকটি পড়
X তার ডিজিটাল ডিভাইসে নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না। বর্তমানে এক নতুন সার্ভিস গ্রহণ করায় আটো আপডেট, উচ্চ গতিসম্পন্ন ডিজিটাল সুবিধা পায়।

উদ্দীপকের সার্ভিসটির নাম কী?

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-07 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-09 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।