মডেল টেস্ট-08 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
73

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. কুয়েরি বলতে কী বুঝ? [ঢা. বাে, ২০১৬]

2 / 25

2. ডেটাবেজে Yes/No ডেটার সাইজ কত বাইট?

3 / 25

3. প্রত্যেকটি এট্রিবিউটে যে মান থাকে, তাকে কী বলে?

4 / 25

4. উদ্দীপকে যাদের বেতন 30.000 টাকা-এর উপরে তাদের দ্রুত খুঁজে বের করা যায় কোন পদ্ধতিতে?

5 / 25

5. সর্বজনীন গেট কোনটি ?

6 / 25

6. উদ্দীপকের লজিক সার্কিটের আউটপুট কোনটি ?

7 / 25

7. Y এর মান কোনটি?

8 / 25

8. নিচের উদ্দীপকটি পড়
মি. আতিক কামালকে বলল, “তােমার বয়স কত?” কামাল বলল যে, তার বয়স (101101)₂

দশ বছর পর কামালের বয়স বাইনারিতে কত হবে? [দি, বাে, ২০১৭]

9 / 25

9. 1100 + 1000 এ বাইনারি সংখ্যার যােগফল কত?

10 / 25

10. NOR গেইটের আউটপুটকে NOT গেইটের মধ্য দিয়ে প্রবেশ করালে কোন গেইট পাওয়া যায়?

11 / 25

11. দশমিক পূর্ণসংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করার জন্য ঐ সংখ্যাটিকে বাইনারি সংখ্যার ভিত্তি 2 দিয়ে বার বার কী করতে হয়?

12 / 25

12. কোনটি মৌলিক গেইট নয়? [ম, বাে. ২০১৯]

13 / 25

13. ক্রায়ােসার্জারিতে রােগাক্রান্ত কোষের অবস্থান ও সীমানা নির্ধারণে নিচের কোনটি ব্যাবহৃত
হয় ?

14 / 25

14. নিরাপত্তার সাথে ফাইল সংরক্ষণ ও শেয়ারের জন্য বর্তমানে কোন সার্ভিসটি ব্যবহার করা হয় ?

15 / 25

15. মহাশূন্যে পৃথিবীর কক্ষপথে স্থাপিত স্পেস স্টেশনগুলাের কার্যক্রম পরিচালিত হয়—
i. কম্পিউটার নিয়ন্ত্রিত রােবট দ্বারা
ii. বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে
ii. টেলিযােগাযােগ ব্যবস্থার সাহায্যে।
নিচের কোনটি সঠিক ?

16 / 25

16. ক্রায়ােসার্জারির আদিরূপ হলাে –
i. ক্ষত ও প্রদাহের চিকিৎসায় শীতল তাপমাত্রা প্রয়োেগ ।
ii. লবণ ও পানির বরফ জমাট মিশ্রণের সাহায্যে চিকিৎসা
iii.তরল নাইট্রোজেনের মাধ্যমে ত্বকের রােগের চিকিৎসা

নিচের কোনটি সঠিক?

17 / 25

17. ক্রায়ােসার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি উৎপাদন ও বিপণনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?

18 / 25

18. কোনটি বায়ােইনফরমেটিক্স পদ্ধতিতে সফটওয়্যার টুলস হিসেবে ব্যবহৃত হয়?

19 / 25

19. বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম কোনটি ?

20 / 25

20. কোন প্রযুক্তির মাধ্যমে আমাদের নিত্য ব্যবহার্য পণ্য ছােট হয়ে থাকে ?

21 / 25

21. কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়? (দি.বাে, ২০১৭)।

22 / 25

22. কোন সায়েন্স ফিকশন রাইটার সর্বপ্রথম রােবটিক্স শব্দটি ব্যবহার করেন ?

23 / 25

23. অনলাইন ব্যাংকিং এর ক্ষেত্রে কোনটির প্রয়োজন হয়না ?

24 / 25

24. মেশিন ভাষার প্রোগ্রাম -
১. সরাসরি দ্রুত কার্যকর হয়
২. কম্পিউটার সংগঠন বর্ণনা করে
৩. লেখা সহজ ও সাধারণের ব্যবহার উপযোগী

25 / 25

25. সি-ভাষায় ধ্রুবক ঘােষণা করার নিয়ম হলাে- [চ. বাে-২০১৯]
i. const float pi =3.1416;
ii. float pi = 3.1416;
iii. #define pi 3.1416 .
নিচের কোনটি সঠিক?

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-07 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-09 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।