মডেল টেস্ট-04 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে । 0% 66 মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে । NameEmailPhone Number 1 / 25 1. Y=1 পেতে হলে, A এবং B এর মান হবে-- i. A = 0, B = 0 i. A = 0, B = 1 iii. A = 1, B = 0 নিচের কোনটি সঠিক? a. i b. i,ii ও iii c. iii d. i ও iii 2 / 25 2. যে বর্তনী ASCII সংখ্যাকে B বর্ণতে রূপান্তর করে– i. অ্যাডার ii. এনকোডার iii. ডিকোডার নিচের কোনটি সঠিক? a. i ও iii b. i,ii ও iii c. i d. iii 3 / 25 3. কোনটি মৌলিক গেইট নয়? [ম, বাে. ২০১৯] a. অর b. গেট c. নর d. অ্যান্ড 4 / 25 4. C প্রােগ্রামিং ভাষার জন্য কোন অনুবাদক প্রােগ্রাম ব্যবহৃত হয় । [কু, বাে-১৬] i. কম্পাইলার ii. ইন্টারপ্রেটার iii. অ্যাসেম্বলার নিচের কোনটি সঠিক? a. i,ii ও iii b. ii ও iii c. i ও ii d. i ও iii 5 / 25 5. double ডেটা টাইপের জন্য ফরমেট স্পেসিফায়ার কোনটি ? a. %d b. %1f c. %f d. %s 6 / 25 6. ভিজুয়্যাল প্রােগ্রামিং এর ভিত্তি কোনটি? a. কীবোের্ড ভিত্তিক b. GUI ভিত্তিক c. টেক্সট ভিত্তিক d. বর্ণভিত্তিক 7 / 25 7. জেরি সি ভাষায় একটি প্রােগ্রাম রচনা করে যাতে দুইটি সংখ্যার যােগফল নির্ণয় করা যায়। প্রােগ্রামটি রান করার পর ২টি সংখ্যা প্রদান করলে ফলাফলে শুধু ২য় সংখ্যাটি প্রদর্শিত হয়। উদ্দীপকে উ সমস্যার কারণ কোনটি? a. ইনপুটে ভগ্নাংশ সংখ্যা প্রদান করা b. প্রয়ােজনীয় চলক ঘােষণা না করা c. আউটপুট ফাংশনে ভুল চলক ঘােষণা করা d. সঠিক হেডার ফাইল উল্লেখ না করা 8 / 25 8. হলাে– i. কনটেনার ট্যাগ ii. ফরমেটিং ট্যাগ iii. এম্পটি ট্যাগ নিচের কোনটি সঠিক? a. i,ii ও iii b. ii ও iii c. i ও iii d. i 9 / 25 9. নিচের উদ্দীপকটি লক্ষ কর link text উপরিউক্ত কোডের url” দ্বারা বুঝায়— a. ওয়েব পৃষ্ঠার পূর্ণ ঠিকানা b. কলেজের ওয়েবসাইটের ঠিকানা c. যেকোনাে ঠিকানা d. ওয়েবসাইটের পূর্ণ ঠিকানা 10 / 25 10. Covid-19 সংক্রমণের সময় কোন পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়েছে ? a. ফেসবুক b. অনলাইন ক্লাস c. অনটার্ম ক্লাস d. ই-ক্লাস 11 / 25 11. ই-কমার্স এর অন্তর্ভূক্ত নয়- a. সরবরাহ b. প্রচার c. বিপণন d. লেনদেন 12 / 25 12. আউটসোর্সিং কী ? a. ইন্টারনেটভিত্তিক কাজ b. বিশ্বব্যাপ্পি নেটওয়ার্ক ব্যবস্থা c. বিশেষ ব্রাউজিং সুবিধা d. নির্দিষ্ট শ্রমঘন্টায় কাজ করা 13 / 25 13. Khanacademy.org নামক ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা কে ? a. সালমান খান b. মার্শাল ম্যকলুহান c. রে টমলিনসন d. জাবেদ করিম 14 / 25 14. রেস্ট্রিকশন এনজাইম দিয়ে-- i. ডিএনএ অণু কাটা যায়। ii. এক জীবের কোষ থেকে DNA অংশ অন্য জীবে স্থানান্তর করা যায় iii. এক জীবের DNA অংশ অন্য জীবের DNA অংশের সাথে। লাগানাে যায় নিচের কোনটি সঠিক? a. i ও ii b. i, ii ও iii c. ii ও iii d. i 15 / 25 15. উদ্দিপকের আলোকে নিচের প্রশ্নেরে উত্তর দাওঃ আবির নিজের গ্রামে বসেই বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করে দেয়। এতে তার বেশ আয় হচ্ছে। আজকাল সে গ্রমের কৃষকদেরকে নিয়ে উচ্চ ফলনশীল নতুন জাতের গমের চাষাবাদ, পণ্য ক্রয়-বিক্রয় বিষয়ে কৃষীবিজ্ঞানীদের সাথে সরাসরি আলোচনার ব্যবস্থা্ করে এবং গ্রামের বেকার যুবকদের জন্য নিজের পেশায় যুক্ত হতে প্রশিক্ষনের আয়োজন করে। আবিরের উদ্যোগের ফলে - ১. প্রযুক্তির প্রসার ঘটবে ২. জনসম্পদ তৈরি হবে ৩. কর্মসংস্থান হ্রাস পাবে a. ১ও২ b. ২ও৩ c. ১ও৩ d. ১,২ও ৩ 16 / 25 16. উদ্দীপকে উল্লিখিত ধান বীজের জিনে--- i. লম্বা বৈশিষ্ট্যের ধান গাছের ডিএনএ সংযুক্ত করা ii. উচ্চ ফলনশীলতার বৈশিষ্ট্য সংযুক্ত করা হয়েছে iii. ডুবে না যাবার বৈশিষ্ট্য সংযুক্ত করা হয়েছে। নিচের কোনটি সঠিক? a. i,ii ও iii b. ii ও iii c. i ও ii d. i ও iii 17 / 25 17. ক্রায়ােসার্জারিতে অভিজ্ঞ করে তুলতে নিচের কোন প্রযুক্তির সহায়তা নেয়া হয়? a. কৃত্রিম বুদ্ধিমত্তা b. রােবটিক্স c. জেনেটিক ইঞ্জিনিয়ারিং d. ভার্চুয়াল রিয়েলিটি 18 / 25 18. রোবট ব্যাবহৃত হয় ? i. বাসবাড়ির গৃহস্থালী কাজে ii. পরিকল্পনা প্রণয়নে iii. খনির অব্যন্তরীণে নিচের কোনটি সঠিক ? a. i ও iii b. i c. i, ii ও ii d. ii ও iii 19 / 25 19. আঙুলের ছাপচিত্র তৈরিতে ফিঙ্গার প্রিন্ট মেশিন বিবেচনা করে-- i.আঙুলের রেখার বিন্যাস ii. ত্বকের টিস্যু iii.রক্তের গ্রুপ নিচের কোনটি সঠিক? a. ii ও iii b. iii c. i, ii ও iii d. i ও ii 20 / 25 20. কোনটি বায়ােইনফরমেটিক্স-এর মূল উদ্দেশ্য-- a. কম্পিউটার বিজ্ঞানের তথ্যমালা বিশ্লেষণ করা b. অজৈবিক পদ্ধতি সম্পর্কে সঠিক ধারণা লাভ করা c. জৈবিক পদ্ধতি সম্পর্কে সঠিক ধারণা লাভ করা d. জীববিদ্যার তথ্যমালা সংরক্ষণ করা 21 / 25 21. Wi-Fi এর ক্ষেত্রে-- i. ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্ট ii. ওয়াই-ফাই হটস্পট iii. কভারেজ এরিয়া হচ্ছে ১০০ থেকে ৫০০ মিটার নিচের কোনটি সঠিক ? a. ii ও iii b. i ও iii c. i ও ii d. i,ii ও iii 22 / 25 22. ডেটা স্থানান্তরের একক কোনটি? অথবা ডেটা স্থানান্তরের হারকে বলে-- [য.বো ২০১৭] a. ডেটা কানেকশন b. ডেটা ট্রান্সমিশন c. ব্যান্ড মিটার d. ব্যান্ডউইথ 23 / 25 23. ব্যান্ড উইথ কি? a. ডেটা প্রবাহের দিক b. ডেটা প্রবাহের মাধ্যম c. ডেটা প্রবাহের হার d. ডেটা প্রবাহের পদ্ধতি 24 / 25 24. DML কমান্ড কোনটি? [কু, বাে. ২০১৯] a. Create b. Select c. Drop d. Alter 25 / 25 25. যদি ডেটাবেজে প্রচুর তথ্য সংরক্ষিত থাকে, তবে — i. ডেটা দ্রুত খুঁজে পেতে ইনডেক্সিং প্রয়োজন ii. এমনিতেই ডেটা দ্রুত খুঁজে পাওয়া যায় iii. ডেটা খুঁজে বের করা সময়সাপেক্ষ নিচের কোনটি সঠিক? a. ii ও iii b. i ও iii c. i d. i,ii ও iii Your score isThe average score is 37% LinkedIn Facebook VKontakte 0% Restart quiz