মডেল টেস্ট-03 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
77

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. নিচের কোনটি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বুঝায়?

2 / 25

2. ভয়েসব্যান্ড ব্যাবহৃত হয়--
i. কার্ড রিডারে
ii. এম্বুলেন্স
iii. কী-বোর্ডে

নিচের কোনটি সঠিক ?

3 / 25

3. কোন ক্যাবল ব্যাকবোন ক্যাবল হিসাবে সর্বাধিক ব্যাবহৃত হয় ?

4 / 25

4. তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে ধাতব তার মাধ্যমে কী পাঠানাে হয়?

5 / 25

5. IEEE 802.11 প্রযুক্তির সাহায্যে কোন নেটওয়ার্কট তৈরি ব্রা যাবে?

6 / 25

6. নিচের উদ্দীপকটি পড়
‘ক’ কলেজের মান উন্নয়নের জন্য সরকার ১২টি কম্পিউটার প্রদান করে। কম্পিউটারগুলাে একই ফ্লোরে অবস্থিত কম্পিউটার ল্যাব, লাইব্রেরি ও ক্লাসরুমে ব্যবহৃত হচ্ছে। কম্পিউটারগুলোর মধ্যে ডেটা স্থানান্তরের জন্য পেনড্রাইভ ব্যবহৃত হওয়ার কারণে অনেক অসুবিধা হচ্ছিল। তাই আইসিটি শিক্ষকের পরামর্শে কলেজ কর্তৃপক্ষ কম্পিউটারগুলােকে পরস্পরের সাথে সংযােগের
ব্যবস্থা করলেন।

উদ্দীপক অনুযায়ী উপযুক্ত সংযােগ ব্যবস্থা কোনটি? [রা, বো, ২০১৯]

7 / 25

7. GSM এর পূর্ণরূপ হলাে---

8 / 25

8. উদ্দীপকটি পড়
নিরব নতুন ওয়েব ডেভেলপার সে HTML ব্যবহার করে।
ওয়েবপেজ তৈরি করে এবং হাইপারলিংকের কাজ করে।
নিরব যে পদ্ধতিতে কাজ করেছে, তার সুবিধা- [চ, বাে-১৭]
i. ওয়েবসাইটের একটা পেজের এক অংশের সাথে একই পেজের অন্য অংশ লিংক করা যায়
ii. ওয়েবসাইটের এক পেজ থেকে অন্য পেজে যাওয়া যায়।
iii. এক ওয়েবসাইটের সাথে অন্য ওয়েবসাইট লিংক করা যায়
নিচের কোনটি সঠিক?

9 / 25

9.
ব্রাউজার যদি কোনাে কারণে ইমেজ লােড করতে ব্যর্থ হয়, তখন
ইমেজের পরিবর্তে কোনো টেক্সট প্রদর্শনের জন্য ব্যবহৃত
অ্যাট্রিবিউট কোনটি?

10 / 25

10. গুগল কোন ওয়েব ব্রাউজার ডেভেলপ করেছে?

11 / 25

11. HTML-এ লিংক সিনটেক্স হলাে-
Link text
এখানে a href এর অর্থ হচ্ছে--

12 / 25

12. URL এর অংগুলাে হলাে--
i. প্রােটোকল নেম
ii. হােস্ট নেম
iii. ডাইরেক্টরি নেম
নিচের কোনটি সঠিক?

13 / 25

13. মােবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে? (য-১৬]

14 / 25

14. পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয়?

15 / 25

15. প্রযুক্তি দ্বারা ক্ষতিগ্রস্থ বিপন্ন পেশার তালিকায় শীর্ষে রয়েছে নিম্নের কোনটি ?

16 / 25

16. বিশ্বগ্রামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি ?

17 / 25

17. পাউরুটিতে ব্যবহৃত ইস্ট তৈরিতে ব্যবহৃত হয় কোন পদ্ধতি?

18 / 25

18. কোনটি রােবটের ব্যবহার? [রা, বাে, ২০১৬]

19 / 25

19. 2 ও 3 নং গেইটের কীরূপ পরিবর্তন করলে F এর মান শুন্য হবে ?

20 / 25

20. রােমান সংখ্যা V কে দশমিক পদ্ধতিতে কত লেখা হয়?

21 / 25

21. অনুচ্ছেদটি পড়

পিয়াল ফ্লিপ-ফ্লপ ব্যবহার করে একটি 5 বিট অ্যাসিনক্রোনােস কাউন্টার ডিজাইন করল। কাউন্টারটি বাইনারি সিগন্যাল
কাউন্ট করতে সক্ষম।

কাউন্টারটির 2⁶ নং ক্লক পালস-এর পর কত কাউন্ট করবে?

22 / 25

22. -13 এর 2 এর পরিপূরক মান কত?

23 / 25

23. Float type চলকর জন্য মেমোরিতে কত বাইট জায়গায় প্রয়োজন হয় ?

24 / 25

24. জাভা কত সালে সূচনা করা হয়?

25 / 25

25. সটিং এর জন্য ব্যবহৃত ফিল্ডের ডেটা টাইপ হতে পারে---
i Text
ii. Currency
li. OLE Objects

নিচের কোনটি সঠিক?

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-02 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-04 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।