মডেল টেস্ট-03 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
73

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. শিক্ষক জারাকে জিজ্ঞেস করলেন, তােমার ক্লাস রােল কত, উত্তর দিল 3D. সংখ্যাটিকে দশমিক পদ্ধতিতে প্রকাশ করলে হয়--

2 / 25

2. কোন লজিক গেইটের ইনপুট এবং আউটপুট লাইন সমান থাকে?

3 / 25

3. E₁₆ এর সমতুল্য মান--
i. 5₁₀
ii.14₁₀
iii. 1110₂
নিচের কোনটি সঠিক ?

4 / 25

4. কোনটি বুলিয়ান অ্যালজেবরার মৌলিক উপপাদ্য? [সি. বাে. ২০১৯]

5 / 25

5. 0 এর বুলিয়ান পূরক কত?

6 / 25

6. ৪১. পজিশনাল সংখ্যার মান নির্ণয় করতে প্রয়ােজন
i. অঙ্কের নিজস্ব মান
ii. সংখ্যাটির বেজ
iii. অঙ্কের স্থানীয় মান।

নিচের কোনটি সঠিক?

7 / 25

7. আরবরা কাদের কাছ থেকে গণনা পদ্ধতি আয়ত্ত করেছিলেন?

8 / 25

8. লজিক্যাল XOR-এর জন্য কোনটি সঠিক?

9 / 25

9. Y = p²x+ 2/3 এর সমতুল্য সি এক্সপ্রেশন—
i. Y = (pow(p,2))* x+2/3
ii. Y= (pow (2.p))* x+
iii. Y =p*p*x + 2/3
নিচের কোনটি সঠিক?

10 / 25

10. নিচের কোনটি Two Dimensional Array চলক ?

11 / 25

11. Oracle পার্সোনাল ভার্সন বিশ্বের কয়টি ভাষায় ব্যবহার করা যায় ?

12 / 25

12. ওয়েব পেজের ঠিকানাকে কী বলা হয়?

13 / 25

13. নিচের উদ্দীপকটি পড়
সাকিব নতুন ওয়েবপেজ ডিজাইনার। সে HTML ব্যবহার করে কাজ করে। সম্প্রতি সে ওয়েবপেজে হাইপারলিংক ব্যবহার করারপদ্ধতিটি শিখেছে।

সাকিব কোন ট্যাগটি ব্যবহার করে হাইপারলিংক করেছে?

14 / 25

14. ওয়েবসাইটের মূল পাতাকে বলা হয়–

15 / 25

15. নিচের কোনটি meta এলিমেন্টের অ্যাট্রিবিউট?

16 / 25

16. HTML-এ লিংক সিনটেক্স হলাে-
Link text
এখানে a href এর অর্থ হচ্ছে--

17 / 25

17. সত্যিকারের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে কাছাকাছি প্রক্রিয়া কোনটি ?

18 / 25

18. একটি নির্দিষ্ট জিন বহনকারী কোনাে জীব থেকে DNA খণ্ড পৃথক ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে কী বলে?

19 / 25

19. মানবদেহে ইনসুলিন তৈরি হয় কোন ব্যাকটেরিয়া থেকে?

20 / 25

20. ই -কমার্সের সুবিধা কোনটি ?

21 / 25

21. কোনটি বায়ােইনফরমেটিক্স পদ্ধতিতে সফটওয়্যার টুলস হিসেবে ব্যবহৃত হয়?

22 / 25

22. IEEE 802.11 প্রযুক্তির সাহায্যে কোন নেটওয়ার্কট তৈরি ব্রা যাবে?

23 / 25

23. মিনিট ও ঘন্টার হিসাব করা হয় কত দিয়ে?

24 / 25

24. কোন টপােলজির একটি কেন্দ্রীয় কম্পিউটার থাকে ?

25 / 25

25. মােবাইল শব্দের অর্থ---

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-02 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-04 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।