মডেল টেস্ট-03 (তৃতীয় অধ্যায়) সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস

0%
4
Created by Liaquat Talukder

মডেল টেস্ট-03 (তৃতীয় অধ্যায়) সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস

1 / 50

1. যে লজিক বর্তনী আলফানিউমেরিক ক্যারেক্টরকে বাইনারি কোডে পরিণত করে তাকে কী বলে? [ব, বাে, ২০১৭]

2 / 50

2. দশভিত্তিক সংখ্যা পদ্ধতি ছিল--
i. ভারতীয় সংখ্যা পদ্ধতি
ii. চীনা সংখ্যা পদ্ধতি
iii. মায়ান সংখ্যা পদ্ধতি

নিচের কোনটি সঠিক?

3 / 50

3. (467)₈ এর পরের সংখ্যা কত?

4 / 50

4. নিচের উদ্দীপকটি পড়
মি. আতিক কামালকে বলল, “তােমার বয়স কত?” কামাল বলল যে, তার বয়স (101101)₂

কামালের বয়সের সমকক্ষ সংখ্যা হলাে- [দি. বাে, ২০১৭]

5 / 50

5. আলফানিউমেরিক কোড কে আবিষ্কার করেন?

6 / 50

6. যদি তিন ইনপুট OR গেটের আউটপুট 0 (শূন্য) করার প্রয়োজন হয়, তাহলে কোনটি প্রয়ােগ করতে হবে?

7 / 50

7. দশমিক সংখ্যা পদ্ধতি কয়টি অঙ্ক ব্যবহার করে গড়ে উঠেছে?

8 / 50

8. BCD কোডের মধ্যে কোনটি বেশি ব্যবহৃত ও জনপ্রিয়?

9 / 50

9. উদ্দিপকের আলোতে
কম্পিউটার শিক্ষক জনাব সফিক স্যার বাের্ডে (77)₈ সংখ্যা লিখলেন

উদ্দীপকের সংখ্যাটির পরবর্তী সংখ্যা কোনটি? [য, বাে, ২০১৭]

10 / 50

10. পৃথিবীর সকল ভাষাকে কোন কোডভুক্ত করা হয়েছে?

11 / 50

11. NOR গেটের আউটপুট কোনটির আউটপুটের বিপরীত?

12 / 50

12. উদ্দীপকের G এর সমতুল্য লজিক গেইট কোনটি?
i. দুটি বিটের অবস্থা তুলনা করার জন্য
ii. হাফ অ্যার তৈরির ক্ষেত্রে।
iii. কাউন্টার তৈরির ক্ষেত্রে।
নিচের কোনটি সঠিক?

13 / 50

13. উদ্দীপকের F এর সমতুল্য লজিক গেইট কোনটি?

14 / 50

14. অনুচ্ছেদটি পড়

পিয়াল ফ্লিপ-ফ্লপ ব্যবহার করে একটি 5 বিট অ্যাসিনক্রোনােস কাউন্টার ডিজাইন করল। কাউন্টারটি বাইনারি সিগন্যাল
কাউন্ট করতে সক্ষম।

কাউন্টারটির 2⁶ নং ক্লক পালস-এর পর কত কাউন্ট করবে?

15 / 50

15. প্রাচীনকালে মানুষ গণনাকার্য সম্পাদন করার জন্য যা ব্যবহার করতো ?
i. হাতের আঙুল
ii. নুড়ি পাথর
iii. রশির গিরা

নিচের কোনটি সঠিক?

16 / 50

16. বাইনারি ডিজিট 1 দ্বারা কম্পিউটারের ইলেকট্রনিক সার্কিট কত ভোল্টের সমতুল্য ধরা হয় ?

17 / 50

17. উপাত্ত ও তথ্য সংরক্ষণের সাথে জড়িত—
i. ফ্লিপ-ফ্লপ
ii. অ্যাডার
iii. রেজিস্টার।

নিচের কোনটি সঠিক?

18 / 50

18. জারিফ : জানিস, আমার বয়স বাইনারিতে 1101
ইবাদ: তাহলে আমি তাের চেয়ে এক বছরের বড়। ইবাদের বয়স ডেসিমালে কত বছর?

19 / 50

19. দশমিক সংখ্যার দশমিক বিন্দুর বামপাশে থাকে--

20 / 50

20. AND গেইটের কাজ হলাে--

21 / 50

21. সার্কিটটি কোন গেইটের সমতুল্য?

22 / 50

22. উপরিউক্ত যুক্তি বর্তনীটি কোন গেইট নির্দেশ করে?

23 / 50

23. (A0)₁₀ এর দশমিক সমতুল্য মান কত?

24 / 50

24. রােমান সংখ্যা V কে দশমিক পদ্ধতিতে কত লেখা হয়?

25 / 50

25. বুলিয়ান অ্যালজেবরায় কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় ?

26 / 50

26. A বর্তনীটি কোথায় যুক্ত থাকে? [ব. বাে, ২০১৭]

27 / 50

27. কম্পিউটারের ডেটা ইনপুটের জন্য কোন পদ্ধতি ব্যবহার করা?

28 / 50

28. কোন সংখ্যাটি সবচেয়ে বড়?

29 / 50

29. 2-এর পরিপূরক-এর সুবিধা হলাে--
i, সার্কিটের মাত্রা কমে
ii. জটিলতা কমে
iii. দক্ষতা কমে

নিচের কোনটি সঠিক?

30 / 50

30. সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক কোনটি?

31 / 50

31. 2 ও 3 নং গেইটের কীরূপ পরিবর্তন করলে F এর মান শুন্য হবে ?

32 / 50

32. কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, সংখ্যা ও বিশেষ | চিহ্নকে আলাদাভাবে CPU কে বােঝানাের জন্য বিটের (0,1) ভিন্ন ভিন্ন বিন্যাসের সাহায্যে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়। এ অদ্বিতীয় সংকেতকে কী বলে?

33 / 50

33. বাইনারি সংখ্যাকে পজিটিভ বা নেগেটিভ হিসেবে সহজে দেখানাের জন্য কোনটিকে সাইনের জন্য নির্ধারণ করে রাখা হয়?

34 / 50

34. (1011.11), এবং (101,1), এর বিয়ােগফল কত হবে?

35 / 50

35. (1010)₂ এর সমতুল্য মান-- [কু, বাে, ২০১৭]

i. (10)₁₀
ii. (12)₈
iii. (14)₁₆

নিচের কোনটি সঠিক ?

36 / 50

36. দ্বৈত পরিপূরক, X‾ = কত?

37 / 50

37. OR গেইটের ক্ষেত্রে কখন আলাে জ্বলবে?
i A=0, B= 0
ii. A=0, B=1
iii. A=1, B=1
নিচের কোনটি সঠিক?

38 / 50

38. (A0)₁₆ এর সমতুল্য বাইনারি মান কত?

39 / 50

39. 0 ও 1-এই অঙ্ক দুটির প্রত্যেকটিকে কী বলা হয়?

40 / 50

40. কোনটি এসিনক্রোনাস কাউন্টার?

41 / 50

41. কোন লজিক গেইটের ইনপুট এবং আউটপুট লাইন সমান থাকে?

42 / 50

42. অক্টাল পদ্ধতিতে 70 থেকে 35 এর বিয়ােগফল কোনটি?

43 / 50

43. কোন গেটটি মৌলিক গেট নয়?

44 / 50

44. BCD কোড —
i. প্রকাশে বাইনারির চাইতে অধিক সংখ্যক বিট দরকার
ii. সুপার কম্পিউটারে ব্যবহৃত হয়
iii. ইংরেজি অক্ষর প্রকাশে ব্যবহৃত হয়

নিচের কোনটি সঠিক?

45 / 50

45. উভয় ইনপুট 1 হলে আউটপুট 0 হয় কোন গেইটে—
i. NAND ii. NOR iii. XNOR

নিচের কোনটি সঠিক?

46 / 50

46. কোন সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান ছিল?

47 / 50

47. নিচের উদ্দীপকটি পড়
শিক্ষক ছাত্রকে রােল নং জিজ্ঞাসা করল ছাত্রটি বাইনারি পদ্ধতিতে রােল নং 1101 বলল।

উদ্দীপকের রােল নং এর সমকক্ষ সংখ্যা হলাে--
i. (13)₁₀
ii. (11)₁₆
iii. (15)₈

নিচের কোনটি সঠিক?

48 / 50

48. (3D)₁₆ ও (AB)₁₆ এর যােগফল কত?

49 / 50

49. কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার অভ্যন্তরীণ কাজ করে?

50 / 50

50. বাইনারি সংখ্যার বাইনারি বিন্দুর
i. ডানপাশে থাকে LSD
ii. ডানপাশে থাকে LSB
iii. বামপাশে থাকে MSB

নিচের কোনটি সঠিক?

Your score is

The average score is 11%

0%

Previous articleমডেল টেস্ট-02 ( দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
Next articleমডেল টেস্ট-04 (চতুর্থ অধ্যায়) ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML