মডেল টেস্ট-02 ( দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং

0%
4
Created by Liaquat Talukder

মডেল টেস্ট-02 ( দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং

1 / 50

1. স্বয়ংক্রিয়ভাবে আপডেটেড সফটওয়্যার সেবার ক্ষেত্রে কোনটি সর্বোত্তম? [ম. বাে, ২০১৭]

2 / 50

2. 4G এর গতি 3G এর কতগুণ বেশি?

3 / 50

3. Wi-Fi এর ক্ষেত্রে--
i. ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্ট
ii. ওয়াই-ফাই হটস্পট
iii. কভারেজ এরিয়া হচ্ছে ১০০ থেকে ৫০০ মিটার
নিচের কোনটি সঠিক ?

4 / 50

4. ন্যানো ব্যান্ড সর্বনিম্ন স্পিড কত বিপিএস ?

5 / 50

5. কোন টপােলজিতে দ্বিমুখী ডেটা প্রবাহ পরিলক্ষিত হয়?

6 / 50

6. হাইব্রিড নেটওয়ার্ক কিসের সমন্বয়ে গঠিত?

7 / 50

7. কোন ডেটা ট্রান্সমিশনেকে এক বিটের পর অপর স্থানান্তরিত করে ব্যবহার করা হয়?

8 / 50

8. ট্যুইস্টেড পেয়ার ক্যাবল-এর সাধারণ রং কোনটি? [র-১৬, মা-১৮]

9 / 50

9. একই সাথে অনেকগুলাে পেলে যোগাযােগের জন্য নিচের কোনটি ব্যবহার করতে হবে?

10 / 50

10. একই ভবনের বিভিন্ন তলায় অবস্থিত অনেকগুলাে কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ককে কী বলে?

11 / 50

11. কোটটি ট্রান্সমিশন সিস্টেমের উপাদান?

12 / 50

12. ফটোডিটেক্টরের কাজ কি?

13 / 50

13. উদ্দীপকের আলোতে
দোকানের নিরাপত্তার স্বার্থে রাকিব সাহেব সিসি ক্যামেরা লাগালেন। তিনি যে কোনাে স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে দোকানের অবস্থা দেখতে পারেন। প্রয়োজনে দোকানের কর্মচারীদের মৌখিক নির্দেশনাও দেন। তবে তিনি কথা বলাকালীন কর্মচারীদের কথা শোনা যায় না, আবার কর্মচারীরা কথা বলাকালীন তার কথা কর্মচারীদের কাছে পৌছায় না।

রাকিব সাহেবের ব্যাবহৃত ক্যামেরা নিচের কোনটিকে সমর্থন করেন ? [ম.বো.২০১৯]

14 / 50

14. সৃষ্ট নেটওয়ার্কের সুবিধা কী? [ম, বাে. ২০১৯]

15 / 50

15. ক্লাউড কম্পিউটারকে প্রধানত কয়ভাগে ভাগ করা যায়?

16 / 50

16. সর্ববৃহৎ এলাকা জুড়ে কোন নেটওয়ার্কটি তৈরি হয়?

17 / 50

17. মিশরীয় ও সুমেরীয়-ব্যাবিলনীয় সভ্যতার শুরু হয় কত বছর আগে?

18 / 50

18. সুইচে সর্বাধিক কয়টি পাের্ট থাকে?

19 / 50

19. WAN নেটওয়ার্ক মূলত একটি
i. বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা।
ii. শহরকেন্দ্রিক নেটওয়ার্ক ব্যবস্থা
iii. নিকটবর্তী নেটওয়ার্ক ব্যবস্থা

নিচের কোনটি সঠিক?

20 / 50

20. নিচের কোন ক্যাবলে ডেটা ট্রান্সফার হার সর্বোচ্চ? [ম.বাে. ২০১৭]

21 / 50

21. 0.5 Mbps ব্যান্ডউইথ পাওয়া যায়, এমন সার্ভিসগুলাে হলাে –
i. স্ট্রিমিং মিউজিক
ii. স্ট্রিমিং মুভি
iii. ভিওআইপি ফোন কল
নিচের কোনটি সঠিক ?

22 / 50

22. মডেমের কাজ হলাে-- [কু, বাে, ২০১৬]
i. ডেটা পাঠানো
ii. ডেটা গ্রহণ
iii. ডেটা সংরক্ষণ

নিচের কোনটি সঠিক?

23 / 50

23. GPRS এর পূর্ণরূপ--

24 / 50

24. ডেটা কমিউনিকেশনের প্রধান মাধ্যম কয়টি?

25 / 50

25. নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব? [দি. বাে, ২০১৬]

26 / 50

26. উদ্দীপকের আলােকে
কবির সাহেব ৫০০ জিবি হার্ডডিস্ক সম্বলিত একটি কম্পিউটার ব্যবহার করেন। হার্ডডিস্ক নষ্ট হয় এটা জানতে পেরে তিনি তার
কম্পিউটারে রাখা তথ্যগুলাে নিয়ে উদ্বিগ্ন।

কবির সাহেবের জন্য অর্থনৈতিক ও তথ্যের নিরাপত্তা বিবেচনায় সর্বোত্তম পদ্ধতি কোনটি?

27 / 50

27. বিশ্বের কোন দেশে প্রথম 3G প্রযুক্তি চালু হয়?

28 / 50

28. কোনটি সবচেয়ে দ্রুতগতির ডেটা ট্রান্সমিটার ?

29 / 50

29. wwww এর পূর্ণরূপ কী?

30 / 50

30. GEO স্যাটেলাইট ভূমি থেকে কত উচ্চতায় নির্দিষ্ট কক্ষপথে রাখতে হয় ?

31 / 50

31. ন্যাকােব্যান্ড বলা হয় -
i. 256 bps
ii. 48 bps
iii. 52 Kbps

নিচের কোনটি সঠিক?

32 / 50

32. একটি চ্যানেল দিয়ে ৩ সেকেন্ডে ৮১০০ বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ড্উইথ কত?

33 / 50

33. কোন প্রজন্মের মোবাইল ফোনে LTE (long Term Evolution) স্ট্যান্ডার্ড অন্তর্ভুক্ত করা হয়েছে?

34 / 50

34. রেডিও সিগন্যাল প্রথমে ডিজিটাল পদ্ধতিতে কোন প্রজন্মের মােবাইলে ব্যবহৃত হয়?

35 / 50

35. কোন নেটওয়ার্ক টপােলজিতে সবচেয়ে বেশি ক্যাবল দরকার হয়?

36 / 50

36. উদ্দীপকের আলোতে--
মি: বিশ্বজিত তার অফিসের দশটি কম্পিউটার এমনভাবে করে নেটওয়ার্ক তৈরি করলেন, যাতে প্রথম ও শেষ কম্পিং পরস্পরের সাথে যুক্ত থাকে। হঠাৎ একদিন কম্পিউটার হওয়ায় নেটওয়ার্কটি বন্ধ হয়ে যায়। তিনি নেটওয়ার্কটির কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন।

মি: বিশ্বজিতের সিদ্বান্ত বাস্তবায়নের জন্য সম্ভাব্য সমাধান হলাে-- [বি, বাে,২০১৬]

i. কম্পিউটার পরিবর্তন করা
ii. হাব/সুইচ স্থাপন করা
iii. একটি মূল লাইন স্থাপন করা।

নিচের কোনটি সঠিক?

37 / 50

37. কোন আদিবাসীরা এখনও ১ ও ২ এর বেশি গুণতে পারে না?

38 / 50

38. মাইক্রোওয়েভ সিস্টেম কতটি ট্রান্সসিভার নিয়ে গঠিত?

39 / 50

39. নিচের কোনটি রাউটারের চেয়ে দ্রুতগতিসম্পন্ন?

40 / 50

40. কয়েকটি একই প্রটোকলবিশিষ্ট ভিন্ন নেটওয়ার্ক যুক্ত করার জন্য ব্যবহৃত ডিভাইস কোনটি?

41 / 50

41. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের সময়ে যে ধরনের ট্রান্সমিশন হয়, তা হচ্ছে--
i. সিনক্রোনাস
ii. ন্যারােব্যান্ড
iii. ফুল-ডুপ্লেক্স।

নিচের কোনটি সঠিক?

42 / 50

42. স্ট্রিমিং ভিডিওর ব্যান্ডউইথ কত?

43 / 50

43. কোন ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটারেই প্রেরণ করা যায়?

44 / 50

44. মডেমের কাজ কি?

45 / 50

45. কত দূরত্ব পর্যন্ত Wi-Max বেস স্টেশন ইন্টারনেট অ্যাকসেস সুবিধা প্রদান করে?

46 / 50

46. কোন ডিভাইসটি ‘ফুল ডুপ্লেক্স মােডে কাজ করে?

47 / 50

47. www কোন প্রজন্মের মােবাইল নেটওয়ার্কের বৈশিষ্ট্য?

48 / 50

48. টেরিস্ট্রিয়াল ট্রান্সমিশন বসানাে হয় কোনটিতে?

49 / 50

49. কোনটি একমুখী ডেটা প্রবাহ?

50 / 50

50. 4Mbps ব্যান্ডউইথ পাওয়া যায় এমন সার্ভিসগুলাে হলাে –
i. ইন্টারনেট গেম কনসােল।
ii. অনলাইন HD মাল্টিপ্লেয়ার গেমিং
iii. HD ভিডিও কনফারেন্সিং

নিচের কোনটি সঠিক ?

Your score is

The average score is 10%

0%

Previous articleকুইজ-18 (451 থেকে 475 ) প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)
Next articleমডেল টেস্ট-03 (তৃতীয় অধ্যায়) সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস