মডেল টেস্ট-02 ( দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং

0%
4
Created by Liaquat Talukder

মডেল টেস্ট-02 ( দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং

1 / 50

1. 5 কিলােবাইট ডেটা আদান-প্রদানের ক্ষেত্রে অসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কত? [চ.বো, ২০১৭]

2 / 50

2. কোটটি একমুখী ডেটা প্রবাহ?

3 / 50

3. স্ট্রিমিং ভিডিওর ব্যান্ডউইথ কত?

4 / 50

4. 4G এর গতি 3G এর কতগুণ বেশি?

5 / 50

5. নিচের কোনটি বর্তমানে প্রাপ্ত অপটিক্যাল ফাইবারের ডেটা পরিবহনের হারের সীমা নির্দেশক ?

6 / 50

6. কোনটি ব্লু-টুথ স্ট্যান্ডার্ড?

7 / 50

7. Wi-Fi এর ফ্রিকোয়েন্সি কত?

8 / 50

8. কোন ডেটা ট্রান্সমিশনেকে এক বিটের পর অপর স্থানান্তরিত করে ব্যবহার করা হয়?

9 / 50

9. কোনটি ডেটা কমিউনিকেশনের ট্রান্সমিটার?

10 / 50

10. ৫-জি ইন্টারনেট সার্ভিস চালু করতে যাচ্ছে কোন দেশ?

11 / 50

11. কোনটি সবচেয়ে দ্রুতগতির ডেটা ট্রান্সমিটার ?

12 / 50

12. কোন প্রজন্মের মোবাইল ফোনে LTE (long Term Evolution) স্ট্যান্ডার্ড অন্তর্ভুক্ত করা হয়েছে?

13 / 50

13. ডেটা কমিউনিকেশান্স এর গতিকে কয়ভাগে ভাগ করা যায়?

14 / 50

14. নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব? [দি. বাে, ২০১৬]

15 / 50

15. রেডিও ওয়েভ পাঠানাের জন্য যে এন্টেনার প্রয়ােজন হয়, তার দৈঘ্য তরঙ্গ দৈর্ঘ্যের কত ভাগ ?

16 / 50

16. কো-এক্সিয়াল ক্যাবলের ডেটা প্রেরণের সাধারণ হার কত?

17 / 50

17. WiMAXপ্রযুক্তিতে ব্যাপ্তি এলাকা (মিটারে) কত?

18 / 50

18. Wi-Fi এর ক্ষেত্রে--
i. ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্ট
ii. ওয়াই-ফাই হটস্পট
iii. কভারেজ এরিয়া হচ্ছে ১০০ থেকে ৫০০ মিটার
নিচের কোনটি সঠিক ?

19 / 50

19. ৩য় প্রজন্মের ডেটা ট্রান্সফারের রেট কত ছিল?

20 / 50

20. ডেটা কমিনিকেশান্স কি?

21 / 50

21. ডেটা ট্রান্সমিশন মোড কত প্রকার ?

22 / 50

22. মিউনিকেশন সিস্টেমের মাধ্যমে আদান-প্রদান করা--

23 / 50

23. ডেটা কমিউনিকেশনের প্রধান মাধ্যম কয়টি?

24 / 50

24. উদ্দীপকটি পড়
রাজিব তার বাবার অফিসে গিয়ে দেখল তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউটারে প্রিন্ট কমান্ড দিলেন । এবং তার থেকে কিছু অবস্থিত আরেকজন অফিসারও একই সাথে প্রিন্ট কমান্ড একই প্রিন্টার থেকে প্রিন্ট দিলেন। রাজিবের বাবা নিজের কম্পিউটার ব্যবহার করে রাজিবকে তার প্রবাসী ফুফুর সরাসরি কথা বলিয়ে দিলেন।

উদ্দীপকের নেটওয়ার্কের ধরন হচ্ছে—
i. LAN
ii. MAN
iii. WAN

নিচের কোনটি সঠিক ?

25 / 50

25. Wi-Fi এবং Wi-Max এর মধ্যে পার্থক্য হচ্ছে- [ব. বাে, ২০১৬]
i. কভারেজ এরিয়ায়।
ii. ট্রান্সমিশন মােডে
iii. ট্রান্সমিশন স্পিডে

নিচের কোনটি সঠিক?

26 / 50

26. পাশাপাশি দুটি ভবনের বিভিন্ন তলায় অবস্থিত ৫টি কম্পিউটার
থেকে ১টি প্রিন্টারে প্রিন্ট সুবিধা প্রদান করতে হলে কোন ধরনের প্রযুক্তি সেবা সর্বাধিক যুক্তিযুক্ত? [ম.বাে, ২০১৭]

27 / 50

27. বিট সিনক্রোনাইজেশনের ওপর ভিত্তি করে কোন ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে ভাগ করা হয়েছে ?

28 / 50

28. কোন ব্যক্তির নিকটবর্তী বিভিন্ন ডিভাইসের সংযােগ স্থাপন করে তথ্য আদান-প্রদানের নেটওয়ার্ককে কি বলে?

29 / 50

29. WAN-এর উদাহরণ কোনটি?

30 / 50

30. মােবাইল শব্দের অর্থ---

31 / 50

31. উদ্দীপকের আলোতে
MTV-এর টকশােতে বিশেষজ্ঞদের একজন ঢাকার বারিধারার বাসা থেকে, একজন চট্টগ্রামের লালখান বাজার থেকে এবং অন্যজন যুক্ত রয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে । আলোচনায় ড. আলী রিয়াজের যুক্ত থাকার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে তাকে সংযুক্ত করা হয়নি ।

উদ্দীপকে কোন ধরনের ট্রান্সমিশন মােড় তৈরি হয়েছে?

32 / 50

32. USB বলতে বােঝায় –

33 / 50

33. কোনটি সবচেয়ে দ্রুতগতির ডেটা ট্রান্সমিশন?

34 / 50

34. কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য-- [চ. বাে, ২০১৬]
i. হার্ডওয়্যার রিসাের্স শেয়ার
ii. সফটওয়্যার রিসাের্স শেয়ার
iii. ইনফরমেশন শেয়ার

নিচের কোনটি সঠিক?

35 / 50

35. Wi-Max এর স্ট্যান্ডার্ড কত?

36 / 50

36. স্বয়ংক্রিয়ভাবে আপডেটেড সফটওয়্যার সেবার ক্ষেত্রে কোনটি সর্বোত্তম? [ম. বাে, ২০১৭]

37 / 50

37. bps এর পূর্ রুপ কি?

38 / 50

38. কোন ক্যাবল ব্যাকবোন ক্যাবল হিসাবে সর্বাধিক ব্যাবহৃত হয় ?

39 / 50

39. ডেটা ট্রান্সমিশনের একককে নিচের কোনটি দ্বারা হিসাব করা হয়?

40 / 50

40. ওয়েব ব্রাউজিং-এর জন্য প্রয়ােজনীয় ব্যান্ডউইথ--

41 / 50

41. কোন ডিভাইসটি ‘ফুল ডুপ্লেক্স মােডে কাজ করে?

42 / 50

42. ওয়াইম্যাক্স হলাে—
i. এক ধরনের তারবিহীন নেটওয়ার্ক
ii. বিনা তারে ব্রডব্যান্ড সেবা দেবার প্রযুক্তি
iii. একাধিক ডিজিটাল ডিভাইসে ডেটা স্থানান্তরের প্রযুক্তি

নিচের কোনটি সঠিক?

43 / 50

43. সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের সুবিধা হলাে - [দি. বাে.-২০১১]
i.যন্ত্রপতি তুলনামুলক সহজ ও সাশ্রয়ী
ii.নয়েজের প্রভাব কম
iii. নির্ভরযোগ্য পদ্ধতি

নিচের কোনটি সঠিক ?

44 / 50

44. কো-এক্সিয়াল ক্যাবল ব্যাবহৃত হয়-
iবিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে
ii. ক্যাবল টিভি নেটওয়ার্কিং-এ
iii. বৈজ্ঞানিক গবেষণায় বিভিন্ন ল্যাবরেটরিতে

নিচের কোনটি সঠিক ?

45 / 50

45. নিচের কোনটি ডেটা কমিউনিকেশনের উৎস?

46 / 50

46. কোন টপােলজিতে দ্বিমুখী ডেটা প্রবাহ পরিলক্ষিত হয়?

47 / 50

47. VSAT কোথায় স্থাপন করা হয় ?

48 / 50

48. কোন প্রজন্মের মােৰাইলের মাধ্যমে 4K বা ভিডিও উপভােগ করা যায়?

49 / 50

49. কোন নেটওয়ার্ক টপােলজিতে সবচেয়ে বেশি ক্যাবল দরকার হয়?

50 / 50

50. কোন প্রজন্মের মােবাইল ফোনে আলট্রা ব্রডব্যান্ড গতির ইন্টারনেট ব্যবহার করা হয়?

Your score is

The average score is 10%

0%

Previous articleকুইজ-18 (451 থেকে 475 ) প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)
Next articleমডেল টেস্ট-03 (তৃতীয় অধ্যায়) সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস