মডেল টেস্ট-02 ( দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং

0%
4
Created by Liaquat Talukder

মডেল টেস্ট-02 ( দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং

1 / 50

1. ডেটা কমিউনিকেশনের প্রধান মাধ্যম কয়টি?

2 / 50

2. তরঙ্গ কন যত বেশি হবে তার তরঙ্গ দৈর্ঘ্য কেমন হবে?

3 / 50

3. দুই বা ততােধিক ক্লাউডকে একত্রে কী বলে?

4 / 50

4. কোনটি কো-এক্সিয়াল ক্যাবলের তারকে ঘিরে জড়ানো থাকে ?

5 / 50

5. Wi-Fi এর ফ্রিকোয়েন্সি কত?

6 / 50

6. কোনটির মাধ্যমে একই সময়ে ডেটা দুদিকে যেতে পারে?

7 / 50

7. একটি চ্যানেল দিয়ে 3 সেকেণ্ডে ৪100 বিট স্থানান্তরি হলে তার ব্যান্ডউইথ কত?

8 / 50

8. বিভিন্ন ব্যক্তি কিংবা যন্ত্রের মধ্যে তথ্য আদান-প্রদানের প্রক্রিয়াকে কি বলে ?

9 / 50

9. একটি কেন্দ্রীয় হাব দ্বারা কোন টপােলজি সংযুক্ত থাকে? [দি, বাে, ২০১৬]

10 / 50

10. বিট সিক্রেনািইজেশন হচ্ছে--
i. বিট প্রেরণের সমম্বিত পদ্ধতি
ii. ডেটার বিটের বিন্যাস ও সংযুক্ত অতিরিক্ত বিট
iii. ব্যান্ডউইথের পরিমাণ বৃদ্ধি পাওয়া
নিচের কোনটি সঠিক ?

11 / 50

11. উদ্দীপকটি পড়--
কুশিয়ারা কলেজে বিভিন্ন বিভাগের কম্পিউটারগুলাে এমনভাবে যুক্ত রয়েছে যেন প্রথম হতে শেষ পর্যন্ত কম্পিউটারগুলাে পরস্পর চক্রাকারে যুক্ত। কিন্তু সময় বাঁচানাের জন্য আইসিটি শিক্ষক নেটওয়ার্ক টপােলজির পরিবর্তন করলেন।

কলেজটিতে কোন ধরনের টপােলজি ব্যবহৃত হয়েছে? [চ.বাে, ২০১৭]

12 / 50

12. কৃতিম উপগ্রহের মাধমে সিংনাল আদান প্রদান করা হয় কোনটির ?

13 / 50

13. নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব? [দি. বাে, ২০১৬]

14 / 50

14. কোন প্রজন্মের মোবাইল ফোনে LTE (long Term Evolution) স্ট্যান্ডার্ড অন্তর্ভুক্ত করা হয়েছে?

15 / 50

15. নেটওয়ার্কটি কোন ধরনের টপােলজি? [সি.বাে, ২০১৭]

16 / 50

16. ব্রড ব্যান্ডের ব্যান্ডউইথ কত?

17 / 50

17. ট্যুইস্টেড পেয়ার ক্যাবল-এর সাধারণ রং কোনটি? [র-১৬, মা-১৮]

18 / 50

18. IEEE 802.11 প্রযুক্তির সাহায্যে কোন নেটওয়ার্কট তৈরি ব্রা যাবে?

19 / 50

19. উদ্দীপকের আলোতে
রায়হান সাহেব মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে ক্লাস নেন । যে সকল শিক্ষার্থী ক্লাসে অনুপুস্থিতি থাকে, তাদের অভিভাবকদের SMS এর মাধ্যমে অনুপুস্থিতি বিষয়টি অবহিত করেন ।

অনুপস্থিতির বিষয়টি জানানোর জন্য ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড হলো--
i. ইউনিকাস্ট
ii. মাল্টিস্টি
iii. ব্রডকাস্ট

নিচের কোনটি সঠিক?

20 / 50

20. টুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে? [য, বাে, ২০১৭]

21 / 50

21. কোন ডিভাইসের মাধ্যমে অ্যানালগ সংকেত ডিজিটাল সংকেতে রূপান্তরিত হয়? [ম. বাে, ২০১৬]

22 / 50

22. ৫ কিলোবাইট ডেট আদান প্রদানের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কত?

23 / 50

23. ভিন্ন ভিন্ন প্রটোকলের একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করতে কোন ডিভাইস ব্যবহৃত হয়?

24 / 50

24. কোন টপোলজি সম্প্রসারিত হয়ে ট্রি টপােলজিতে রূপান্তর করে?

25 / 50

25. বুটুথ-এর ব্যাপ্তি কত?

26 / 50

26. ন্যারে ব্যান্ডে সর্বনিম্ন ডেটা সিপ্ড কত বিপিএস?

27 / 50

27. Bluetooth-এর Bandwidth কত?

28 / 50

28. কম্পিউটার থেকে প্রিন্টারের ডেটা স্থানান্তরিত হয়-

29 / 50

29. ডেটা স্থানান্তরের একক কোনটি? অথবা ডেটা স্থানান্তরের হারকে বলে-- [য.বো ২০১৭]

30 / 50

30. উদ্দীপকের আলােকে
কবির সাহেব ৫০০ জিবি হার্ডডিস্ক সম্বলিত একটি কম্পিউটার ব্যবহার করেন। হার্ডডিস্ক নষ্ট হয় এটা জানতে পেরে তিনি তার
কম্পিউটারে রাখা তথ্যগুলাে নিয়ে উদ্বিগ্ন।

কবির সাহেবের জন্য অর্থনৈতিক ও তথ্যের নিরাপত্তা বিবেচনায় সর্বোত্তম পদ্ধতি কোনটি?

31 / 50

31. USB বলতে বােঝায় –

32 / 50

32. নিচের উদ্দীপকটি পড়
X তার ডিজিটাল ডিভাইসে নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না। বর্তমানে এক নতুন সার্ভিস গ্রহণ করায় আটো আপডেট, উচ্চ গতিসম্পন্ন ডিজিটাল সুবিধা পায়।

উদ্দীপকের সার্ভিসটির নাম কী?

33 / 50

33. একই ভবনের বিভিন্ন কক্ষে রক্ষিত কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক ব্যবস্থাকে কী বলে? [রা, বাে, ২০১৬]

34 / 50

34. Amazon, Microsoft এগুলাে কোন ক্লাউডের অন্তর্ভুক্ত?

35 / 50

35. প্যারালাল ডেটা ট্রান্সমিশন ব্যবহৃত হয় —

i. ভিডিও স্ট্রিমিং-এ
ii. কম্পিউটারের সাথে প্রিন্টারের সংযোগে
iii. ইউএসবি পোর্টে

নিচের কোপিনটি সঠিক ?

36 / 50

36. কত দূরত্ব পর্যন্ত Wi-Max বেস স্টেশন ইন্টারনেট অ্যাকসেস সুবিধা প্রদান করে?

37 / 50

37. কোন ডেটা ট্রান্সমিশনেকে এক বিটের পর অপর স্থানান্তরিত করে ব্যবহার করা হয়?

38 / 50

38. ডেটা ট্রান্সমিশনের একককে নিচের কোনটি দ্বারা হিসেব করা হয়?

39 / 50

39. ডেটা স্থানান্তরের হারকে বলে-

40 / 50

40. ডেটা কমিউনিকেশনে গন্তব্য হচ্ছে—
i. সার্ভার ।
ii. টেলিফোন।
iii. মােবাইল।
নিচের কোনটি সঠিক?

41 / 50

41. উদ্দীপকের নেটওয়ার্ক কাঠামােতে কী ধরনের পরিবর্তন আনলে তা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে পরিণত হবে? [ম, ৰ, ২০১৯]

42 / 50

42. কোন প্রজন্মের মােৰাইলের মাধ্যমে 4K বা ভিডিও উপভােগ করা যায়?

43 / 50

43. বাণিজ্যিকভাবে 3G চালু হয় কবে থেকে--

44 / 50

44. ডেটা কমিউনিকেশনের মূল উপাদান কতটি?

45 / 50

45. ফটোডিটেক্টরের কাজ কি?

46 / 50

46. কোনটি সবচেয়ে দ্রুতগতির ডেটা ট্রান্সমিটার ?

47 / 50

47. দেশের অভ্যন্তজে থাকাকাশের জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?

48 / 50

48. ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্ট হলাে--

49 / 50

49. বাংলাদেশের কোথায় সাবমেরিন ল্যান্ডিং স্টেশন করা হয়?

50 / 50

50. ভয়েজ ব্যান্ড এর সর্বচ্চ গতি কত?

Your score is

The average score is 10%

0%

Previous articleকুইজ-18 (451 থেকে 475 ) প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)
Next articleমডেল টেস্ট-03 (তৃতীয় অধ্যায়) সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস