মডেল টেস্ট-02 ( দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং 0% 4 Created by Liaquat Talukder মডেল টেস্ট-02 ( দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং 1 / 50 1. 5 কিলােবাইট ডেটা আদান-প্রদানের ক্ষেত্রে অসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কত? [চ.বো, ২০১৭] a. 72.78% b. 90.25% c. 95.25% d. 72.73% 2 / 50 2. কোটটি একমুখী ডেটা প্রবাহ? a. হাফ-ডুপ্লেক্স b. সিনক্রোনাস c. সিমপ্রেস্ক d. আইসোক্রোনাস 3 / 50 3. স্ট্রিমিং ভিডিওর ব্যান্ডউইথ কত? a. 3 Mbps b. 0.2 Mbps c. 4 Mbps d. 0.7 Mbps 4 / 50 4. 4G এর গতি 3G এর কতগুণ বেশি? a. ৫০ গুণ b. ৭০ গুণ c. ১০০ গুণ d. ৬০ গুণ 5 / 50 5. নিচের কোনটি বর্তমানে প্রাপ্ত অপটিক্যাল ফাইবারের ডেটা পরিবহনের হারের সীমা নির্দেশক ? a. 1 mbps - 100 mbps b. 100 mbps - 2 gbps c. 100 mbps - 100 gbps d. 1 gbps - 100 gbps 6 / 50 6. কোনটি ব্লু-টুথ স্ট্যান্ডার্ড? a. ৮০২.১৬ b. ৮০২.১১ c. ৮০২.১১ d. ৮০২.১৫ 7 / 50 7. Wi-Fi এর ফ্রিকোয়েন্সি কত? a. 2.4 GHz -5 GHz b. 2.5-4.2 GHz c. 2.2 GHz-3.2 GHz d. 2.4 - 4.00 GHz 8 / 50 8. কোন ডেটা ট্রান্সমিশনেকে এক বিটের পর অপর স্থানান্তরিত করে ব্যবহার করা হয়? a. সিনক্রোনাস ট্রান্সমিশন b. সিরিয়াল ডেটা ট্রান্সমিশন c. প্যারালাল ডাটা ট্রান্সমিশন d. বিট ডেটা ট্রান্সমিশন 9 / 50 9. কোনটি ডেটা কমিউনিকেশনের ট্রান্সমিটার? a. রাউটার b. মাক্রোওভের c. ক্যামেরা d. মডেম 10 / 50 10. ৫-জি ইন্টারনেট সার্ভিস চালু করতে যাচ্ছে কোন দেশ? a. দক্ষিণ কোরিয়া b. যুক্তরাষ্ট্র c. চীন d. জাপান 11 / 50 11. কোনটি সবচেয়ে দ্রুতগতির ডেটা ট্রান্সমিটার ? a. লার্জ ব্যান্ড b. ব্রড ব্যান্ড c. ভয়েস ব্যান্ড d. নেরো ব্যান্ড 12 / 50 12. কোন প্রজন্মের মোবাইল ফোনে LTE (long Term Evolution) স্ট্যান্ডার্ড অন্তর্ভুক্ত করা হয়েছে? a. ২য় b. ৪র্থ c. ৩য় d. ১ম 13 / 50 13. ডেটা কমিউনিকেশান্স এর গতিকে কয়ভাগে ভাগ করা যায়? a. ৫ b. ২ c. ৩ d. ৪ 14 / 50 14. নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব? [দি. বাে, ২০১৬] a. সুইচ b. হাব c. রিপিটার d. রাউটার 15 / 50 15. রেডিও ওয়েভ পাঠানাের জন্য যে এন্টেনার প্রয়ােজন হয়, তার দৈঘ্য তরঙ্গ দৈর্ঘ্যের কত ভাগ ? a. ১/৮ b. ১/৪ c. ১/২ d. ২ 16 / 50 16. কো-এক্সিয়াল ক্যাবলের ডেটা প্রেরণের সাধারণ হার কত? a. 200 Mbps b. 2 Gbps c. 40 Gbps d. 100 x Mbps 17 / 50 17. WiMAXপ্রযুক্তিতে ব্যাপ্তি এলাকা (মিটারে) কত? a. 10-50 b. 1000-5000 c. 1000-50000 d. 100-500 18 / 50 18. Wi-Fi এর ক্ষেত্রে--i. ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্টii. ওয়াই-ফাই হটস্পটiii. কভারেজ এরিয়া হচ্ছে ১০০ থেকে ৫০০ মিটারনিচের কোনটি সঠিক ? a. i,ii ও iii b. i ও ii c. i ও iii d. ii ও iii 19 / 50 19. ৩য় প্রজন্মের ডেটা ট্রান্সফারের রেট কত ছিল? a. 5 Mbps b. 2 Mbps এর বেশি c. 4 Mbps d. 3 Mbps 20 / 50 20. ডেটা কমিনিকেশান্স কি? a. মাধ্যম বিহীন তথ্যের প্রবাহ b. দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময় c. শুধুমাত্র কম্পউটার নির্রর যোগাযোগ d. শুধমাত্র তারযুক্ত তথ্যের প্রবাহ 21 / 50 21. ডেটা ট্রান্সমিশন মোড কত প্রকার ? a. ৫ b. ৩ c. ৪ d. ২ 22 / 50 22. মিউনিকেশন সিস্টেমের মাধ্যমে আদান-প্রদান করা-- a. তথ্য b. ফাইল c. বিট d. রেকর্ড 23 / 50 23. ডেটা কমিউনিকেশনের প্রধান মাধ্যম কয়টি? a. ৭টি b. ৩টি c. ৪টি d. ২টি 24 / 50 24. উদ্দীপকটি পড়রাজিব তার বাবার অফিসে গিয়ে দেখল তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউটারে প্রিন্ট কমান্ড দিলেন । এবং তার থেকে কিছু অবস্থিত আরেকজন অফিসারও একই সাথে প্রিন্ট কমান্ড একই প্রিন্টার থেকে প্রিন্ট দিলেন। রাজিবের বাবা নিজের কম্পিউটার ব্যবহার করে রাজিবকে তার প্রবাসী ফুফুর সরাসরি কথা বলিয়ে দিলেন।উদ্দীপকের নেটওয়ার্কের ধরন হচ্ছে—i. LANii. MANiii. WANনিচের কোনটি সঠিক ? a. i,ii ও iii b. i c. ii ও iii d. i ও iii 25 / 50 25. Wi-Fi এবং Wi-Max এর মধ্যে পার্থক্য হচ্ছে- [ব. বাে, ২০১৬]i. কভারেজ এরিয়ায়।ii. ট্রান্সমিশন মােডেiii. ট্রান্সমিশন স্পিডে নিচের কোনটি সঠিক? a. i ও iii b. i,ii ও iii c. ii ও iii d. i 26 / 50 26. পাশাপাশি দুটি ভবনের বিভিন্ন তলায় অবস্থিত ৫টি কম্পিউটারথেকে ১টি প্রিন্টারে প্রিন্ট সুবিধা প্রদান করতে হলে কোন ধরনের প্রযুক্তি সেবা সর্বাধিক যুক্তিযুক্ত? [ম.বাে, ২০১৭] a. WAN b. LAN c. PAN d. MAN 27 / 50 27. বিট সিনক্রোনাইজেশনের ওপর ভিত্তি করে কোন ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে ভাগ করা হয়েছে ? a. সিনক্রোনাস ট্রান্সমিশন b. সিরিয়াল ট্রান্সমিশন c. প্যারালাল ট্রান্সমিশন d. অ্যাসিনক্রোনাস 28 / 50 28. কোন ব্যক্তির নিকটবর্তী বিভিন্ন ডিভাইসের সংযােগ স্থাপন করে তথ্য আদান-প্রদানের নেটওয়ার্ককে কি বলে? a. MAN b. WAN c. PAN d. LAN 29 / 50 29. WAN-এর উদাহরণ কোনটি? a. ইন্টারনেট b. রেডিও c. টেলিভিশন d. টেলিফোন 30 / 50 30. মােবাইল শব্দের অর্থ--- a. গ্রহণ করা b. অনড় c. ভ্রামম্যান d. প্রেরণ করা 31 / 50 31. উদ্দীপকের আলোতেMTV-এর টকশােতে বিশেষজ্ঞদের একজন ঢাকার বারিধারার বাসা থেকে, একজন চট্টগ্রামের লালখান বাজার থেকে এবং অন্যজন যুক্ত রয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে । আলোচনায় ড. আলী রিয়াজের যুক্ত থাকার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে তাকে সংযুক্ত করা হয়নি । উদ্দীপকে কোন ধরনের ট্রান্সমিশন মােড় তৈরি হয়েছে? a. সিমপ্লেক্স b. হাফ-ডুপ্লেক্স c. মাল্টিকাস্ট d. ইউনিকাস্ট 32 / 50 32. USB বলতে বােঝায় – a. Universal Section Bus b. Universal Service Bus c. Universal security Bus d. Universal Serial Bus 33 / 50 33. কোনটি সবচেয়ে দ্রুতগতির ডেটা ট্রান্সমিশন? a. ভয়েচ ব্যান্ড b. ন্যারো ব্যান্ড c. ব্রড ব্যান্ড d. লার্জ ব্যান্ড 34 / 50 34. কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য-- [চ. বাে, ২০১৬]i. হার্ডওয়্যার রিসাের্স শেয়ারii. সফটওয়্যার রিসাের্স শেয়ারiii. ইনফরমেশন শেয়ার নিচের কোনটি সঠিক? a. i,ii ও iii b. i ও iii c. ii ও iii d. i 35 / 50 35. Wi-Max এর স্ট্যান্ডার্ড কত? a. 802.11a GHz b. 802.16 GHz c. 802.15 GHz d. 802.11 GHz 36 / 50 36. স্বয়ংক্রিয়ভাবে আপডেটেড সফটওয়্যার সেবার ক্ষেত্রে কোনটি সর্বোত্তম? [ম. বাে, ২০১৭] a. ব্যবহৃত সফটওয়্যারের স্বয়ংক্রিয় আপডেট অন রাখা b. পাইরেটেড সফটওয়্যার এড়িয়ে চলা c. নেটওয়ার্কের আওতায় সফটওয়্যার সেবা গ্রহণ d. ক্লাউডভিত্তিক সফটওয়্যার ব্যবহার 37 / 50 37. bps এর পূর্ রুপ কি? a. bit per system b. byte per second c. binary per second d. bit per second 38 / 50 38. কোন ক্যাবল ব্যাকবোন ক্যাবল হিসাবে সর্বাধিক ব্যাবহৃত হয় ? a. কো-এক্সিয়াল ক্যাবল b. কপার ক্যাবল c. ফাইবার অপটিক d. টুইস্টেড পেযার 39 / 50 39. ডেটা ট্রান্সমিশনের একককে নিচের কোনটি দ্বারা হিসাব করা হয়? a. Mbp b. bps c. Spb d. Kbps 40 / 50 40. ওয়েব ব্রাউজিং-এর জন্য প্রয়ােজনীয় ব্যান্ডউইথ-- a. 3 Mbps b. 1.5 Mbps c. 6 Mbps d. 1.0 Mbps 41 / 50 41. কোন ডিভাইসটি ‘ফুল ডুপ্লেক্স মােডে কাজ করে? a. সবগুলাে b. রেডিও ব্রডকাস্টিং যন্ত্রাংশ c. ওয়াকি-টকি d. মােবাইল ফোন 42 / 50 42. ওয়াইম্যাক্স হলাে—i. এক ধরনের তারবিহীন নেটওয়ার্কii. বিনা তারে ব্রডব্যান্ড সেবা দেবার প্রযুক্তিiii. একাধিক ডিজিটাল ডিভাইসে ডেটা স্থানান্তরের প্রযুক্তি নিচের কোনটি সঠিক? a. i ও iii b. iii c. i,ii ও iii d. i ও ii 43 / 50 43. সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের সুবিধা হলাে - [দি. বাে.-২০১১]i.যন্ত্রপতি তুলনামুলক সহজ ও সাশ্রয়ীii.নয়েজের প্রভাব কমiii. নির্ভরযোগ্য পদ্ধতি নিচের কোনটি সঠিক ? a. ii ও iii b. i c. i ও iii d. i,ii ও iii 44 / 50 44. কো-এক্সিয়াল ক্যাবল ব্যাবহৃত হয়- iবিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানেii. ক্যাবল টিভি নেটওয়ার্কিং-এiii. বৈজ্ঞানিক গবেষণায় বিভিন্ন ল্যাবরেটরিতে নিচের কোনটি সঠিক ? a. i ও iii b. ii ও iii c. i d. i,ii ও iii 45 / 50 45. নিচের কোনটি ডেটা কমিউনিকেশনের উৎস? a. কম্পিউটার b. টেলিফোন লাইন c. রাউটার d. ক্যাবল 46 / 50 46. কোন টপােলজিতে দ্বিমুখী ডেটা প্রবাহ পরিলক্ষিত হয়? a. RING b. BUS c. STAR d. MESH 47 / 50 47. VSAT কোথায় স্থাপন করা হয় ? a. আকাশে b. মহাকাশে c. ভুমিতে d. পানিতে 48 / 50 48. কোন প্রজন্মের মােৰাইলের মাধ্যমে 4K বা ভিডিও উপভােগ করা যায়? a. তৃতীয় প্রজন b. চতুর্থ প্রজন্ম c. পঞ্চম প্রজন d. দ্বিতীয় প্রজন্ম 49 / 50 49. কোন নেটওয়ার্ক টপােলজিতে সবচেয়ে বেশি ক্যাবল দরকার হয়? a. স্টার টপােলজি b. মেশ টপােলজি c. রিং টপােলজি d. বাস টপােলজি 50 / 50 50. কোন প্রজন্মের মােবাইল ফোনে আলট্রা ব্রডব্যান্ড গতির ইন্টারনেট ব্যবহার করা হয়? a. ২য় b. ৩য় c. ৪র্থ d. ১ম Your score isThe average score is 10% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz Share this:FacebookX