মডেল টেস্ট-02 ( দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং 0% 4 Created by Liaquat Talukder মডেল টেস্ট-02 ( দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং 1 / 50 1. স্বয়ংক্রিয়ভাবে আপডেটেড সফটওয়্যার সেবার ক্ষেত্রে কোনটি সর্বোত্তম? [ম. বাে, ২০১৭] a. নেটওয়ার্কের আওতায় সফটওয়্যার সেবা গ্রহণ b. ব্যবহৃত সফটওয়্যারের স্বয়ংক্রিয় আপডেট অন রাখা c. পাইরেটেড সফটওয়্যার এড়িয়ে চলা d. ক্লাউডভিত্তিক সফটওয়্যার ব্যবহার 2 / 50 2. 4G এর গতি 3G এর কতগুণ বেশি? a. ৫০ গুণ b. ৬০ গুণ c. ৭০ গুণ d. ১০০ গুণ 3 / 50 3. Wi-Fi এর ক্ষেত্রে--i. ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্টii. ওয়াই-ফাই হটস্পটiii. কভারেজ এরিয়া হচ্ছে ১০০ থেকে ৫০০ মিটারনিচের কোনটি সঠিক ? a. i,ii ও iii b. i ও iii c. i ও ii d. ii ও iii 4 / 50 4. ন্যানো ব্যান্ড সর্বনিম্ন স্পিড কত বিপিএস ? a. ৪৫ b. ৩০০ c. ২০০ d. ৩৫ 5 / 50 5. কোন টপােলজিতে দ্বিমুখী ডেটা প্রবাহ পরিলক্ষিত হয়? a. BUS b. STAR c. MESH d. RING 6 / 50 6. হাইব্রিড নেটওয়ার্ক কিসের সমন্বয়ে গঠিত? a. LAN ও MAN b. ক্লায়েট সার্ভার ও সেন্ট্রালাইজড নেটওয়ার্ক c. ডিস্ট্রিবিউটেড ও সেন্ট্রালাইজড নেটওয়ার্ক d. পিয়ার-টু-পিয়ার ও ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক 7 / 50 7. কোন ডেটা ট্রান্সমিশনেকে এক বিটের পর অপর স্থানান্তরিত করে ব্যবহার করা হয়? a. সিরিয়াল ডেটা ট্রান্সমিশন b. প্যারালাল ডাটা ট্রান্সমিশন c. সিনক্রোনাস ট্রান্সমিশন d. বিট ডেটা ট্রান্সমিশন 8 / 50 8. ট্যুইস্টেড পেয়ার ক্যাবল-এর সাধারণ রং কোনটি? [র-১৬, মা-১৮] a. কমলা b. বাদামি c. সাদা d. কালো 9 / 50 9. একই সাথে অনেকগুলাে পেলে যোগাযােগের জন্য নিচের কোনটি ব্যবহার করতে হবে? a. টেরিস্ট্রিয়াল b. অপটিকাল ফাইবার c. স্যাটেলাইট d. ইনফ্রারেড 10 / 50 10. একই ভবনের বিভিন্ন তলায় অবস্থিত অনেকগুলাে কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ককে কী বলে? a. CAN b. LAN c. PAN d. WAN 11 / 50 11. কোটটি ট্রান্সমিশন সিস্টেমের উপাদান? a. ডেটা b. পারসোনাল ডিজিটাল c. জিপিএস d. রিসিভার 12 / 50 12. ফটোডিটেক্টরের কাজ কি? a. ডিজিটাল সিগনালকে অ্যানালগ সিগনালে রুপান্তর করা b. বিদ্যুত শক্তিকে আলোক শক্তিতে রুপান্তর করা c. আলোক শক্তিকে বিদ্যুত শক্তিতে রুপান্তর করা d. অ্যানলগ সিগনালকে ডিজিটাল সিগনালে রুপান্তর করা 13 / 50 13. উদ্দীপকের আলোতেদোকানের নিরাপত্তার স্বার্থে রাকিব সাহেব সিসি ক্যামেরা লাগালেন। তিনি যে কোনাে স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে দোকানের অবস্থা দেখতে পারেন। প্রয়োজনে দোকানের কর্মচারীদের মৌখিক নির্দেশনাও দেন। তবে তিনি কথা বলাকালীন কর্মচারীদের কথা শোনা যায় না, আবার কর্মচারীরা কথা বলাকালীন তার কথা কর্মচারীদের কাছে পৌছায় না। রাকিব সাহেবের ব্যাবহৃত ক্যামেরা নিচের কোনটিকে সমর্থন করেন ? [ম.বো.২০১৯] a. মাল্টিকাস্ট b. ব্রডকাস্ট c. ফুল-ডুপ্লেক্স d. হাফ-ডুপ্লেক্স 14 / 50 14. সৃষ্ট নেটওয়ার্কের সুবিধা কী? [ম, বাে. ২০১৯] a. নতুন কম্পিউটার নেটওয়ার্কভূক্ত করা সহজ b. ডেটা কমিউনিকেশনে নিশ্চয়তা বেশি থাকে। c. কেন্দ্রীয়ভাবে ব্যবস্থাপনার জন্য নেটওয়ার্ক সমস্যা নিরূপণ সহজ d. অফিস ব্যাবস্থাপনার কাজ অত্যন্ত উপযোগী 15 / 50 15. ক্লাউড কম্পিউটারকে প্রধানত কয়ভাগে ভাগ করা যায়? a. ৩ b. ২ c. ৬ d. ৪ 16 / 50 16. সর্ববৃহৎ এলাকা জুড়ে কোন নেটওয়ার্কটি তৈরি হয়? a. PAN b. WAN c. MAN d. LAN 17 / 50 17. মিশরীয় ও সুমেরীয়-ব্যাবিলনীয় সভ্যতার শুরু হয় কত বছর আগে? a. প্রায় ৩০০০ b. প্রায় ৬০০০ c. প্রায় ৪০০০ d. প্রায় ৫০০০ 18 / 50 18. সুইচে সর্বাধিক কয়টি পাের্ট থাকে? a. ২৪টি b. ৪৮টি c. ৮টি d. ১৬টি 19 / 50 19. WAN নেটওয়ার্ক মূলত একটিi. বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা।ii. শহরকেন্দ্রিক নেটওয়ার্ক ব্যবস্থাiii. নিকটবর্তী নেটওয়ার্ক ব্যবস্থানিচের কোনটি সঠিক? a. ii ও iii b. i ও iii c. i d. i,ii ও iii 20 / 50 20. নিচের কোন ক্যাবলে ডেটা ট্রান্সফার হার সর্বোচ্চ? [ম.বাে. ২০১৭] a. শিন্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবল b. কে-এজিল হল ব্যহত হয় c. আন-শিন্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবল d. ফাইবার অপটিক্যাল ক্যাবল 21 / 50 21. 0.5 Mbps ব্যান্ডউইথ পাওয়া যায়, এমন সার্ভিসগুলাে হলাে –i. স্ট্রিমিং মিউজিকii. স্ট্রিমিং মুভিiii. ভিওআইপি ফোন কলনিচের কোনটি সঠিক ? a. i b. i,ii ও iii c. i ও ii d. i ও iii 22 / 50 22. মডেমের কাজ হলাে-- [কু, বাে, ২০১৬]i. ডেটা পাঠানোii. ডেটা গ্রহণiii. ডেটা সংরক্ষণ নিচের কোনটি সঠিক? a. ii ও iii b. i ও iii c. i ও ii d. i,ii ও iii 23 / 50 23. GPRS এর পূর্ণরূপ-- a. Global Package Radio Service b. Global Packet Radio Service c. General Package Radio Service d. General Packet Radio Service 24 / 50 24. ডেটা কমিউনিকেশনের প্রধান মাধ্যম কয়টি? a. ৩টি b. ২টি c. ৭টি d. ৪টি 25 / 50 25. নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব? [দি. বাে, ২০১৬] a. রাউটার b. হাব c. রিপিটার d. সুইচ 26 / 50 26. উদ্দীপকের আলােকেকবির সাহেব ৫০০ জিবি হার্ডডিস্ক সম্বলিত একটি কম্পিউটার ব্যবহার করেন। হার্ডডিস্ক নষ্ট হয় এটা জানতে পেরে তিনি তারকম্পিউটারে রাখা তথ্যগুলাে নিয়ে উদ্বিগ্ন।কবির সাহেবের জন্য অর্থনৈতিক ও তথ্যের নিরাপত্তা বিবেচনায় সর্বোত্তম পদ্ধতি কোনটি? a. পার্সোনাল ওয়েবসাইটে তথ্য সংরক্ষণ b. ক্লাউড কম্পিউটিং ব্যবহার c. পাের্টেবল হার্ডডিস্কের ব্যবহার d. লােকাল সার্ভারে তথ্য সংরক্ষণ 27 / 50 27. বিশ্বের কোন দেশে প্রথম 3G প্রযুক্তি চালু হয়? a. চীন b. জাপান c. দক্ষিণ কোরিয়া d. যুক্তরাষ্ট্র 28 / 50 28. কোনটি সবচেয়ে দ্রুতগতির ডেটা ট্রান্সমিটার ? a. ব্রড ব্যান্ড b. নেরো ব্যান্ড c. ভয়েস ব্যান্ড d. লার্জ ব্যান্ড 29 / 50 29. wwww এর পূর্ণরূপ কী? a. World Wide Wireless b. World Wide Wireless Web c. World Wireless Web d. World Wide Web 30 / 50 30. GEO স্যাটেলাইট ভূমি থেকে কত উচ্চতায় নির্দিষ্ট কক্ষপথে রাখতে হয় ? a. 12000 km b. 22000 km c. 27000 km d. 36000 km 31 / 50 31. ন্যাকােব্যান্ড বলা হয় -i. 256 bpsii. 48 bpsiii. 52 Kbpsনিচের কোনটি সঠিক? a. i,ii ও iii b. ii ও iii c. i ও ii d. ii ও iii 32 / 50 32. একটি চ্যানেল দিয়ে ৩ সেকেন্ডে ৮১০০ বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ড্উইথ কত? a. 600 bps b. 2700 bps c. 5400 bps d. 1800 bps 33 / 50 33. কোন প্রজন্মের মোবাইল ফোনে LTE (long Term Evolution) স্ট্যান্ডার্ড অন্তর্ভুক্ত করা হয়েছে? a. ৩য় b. ২য় c. ১ম d. ৪র্থ 34 / 50 34. রেডিও সিগন্যাল প্রথমে ডিজিটাল পদ্ধতিতে কোন প্রজন্মের মােবাইলে ব্যবহৃত হয়? a. 3G b. 4G c. 2G d. 1G 35 / 50 35. কোন নেটওয়ার্ক টপােলজিতে সবচেয়ে বেশি ক্যাবল দরকার হয়? a. মেশ টপােলজি b. বাস টপােলজি c. স্টার টপােলজি d. রিং টপােলজি 36 / 50 36. উদ্দীপকের আলোতে--মি: বিশ্বজিত তার অফিসের দশটি কম্পিউটার এমনভাবে করে নেটওয়ার্ক তৈরি করলেন, যাতে প্রথম ও শেষ কম্পিং পরস্পরের সাথে যুক্ত থাকে। হঠাৎ একদিন কম্পিউটার হওয়ায় নেটওয়ার্কটি বন্ধ হয়ে যায়। তিনি নেটওয়ার্কটির কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন।মি: বিশ্বজিতের সিদ্বান্ত বাস্তবায়নের জন্য সম্ভাব্য সমাধান হলাে-- [বি, বাে,২০১৬]i. কম্পিউটার পরিবর্তন করাii. হাব/সুইচ স্থাপন করাiii. একটি মূল লাইন স্থাপন করা।নিচের কোনটি সঠিক? a. ii ও iii b. i c. i,ii ও iii d. i ও iii 37 / 50 37. কোন আদিবাসীরা এখনও ১ ও ২ এর বেশি গুণতে পারে না? a. পেরুভিয়ান গােত্র b. ব্রাজিলের পিরাহা c. ব্রাজিলের আয়ােরাে d. ইথিওপিয়ার সুরমা 38 / 50 38. মাইক্রোওয়েভ সিস্টেম কতটি ট্রান্সসিভার নিয়ে গঠিত? a. ৬টি b. ১টি c. ৩টি d. ২টি 39 / 50 39. নিচের কোনটি রাউটারের চেয়ে দ্রুতগতিসম্পন্ন? a. হাব b. গেটওয়ে c. মডেম d. সুইচ 40 / 50 40. কয়েকটি একই প্রটোকলবিশিষ্ট ভিন্ন নেটওয়ার্ক যুক্ত করার জন্য ব্যবহৃত ডিভাইস কোনটি? a. রাউটার b. গেটওয়ে c. হাব d. সুইচ 41 / 50 41. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের সময়ে যে ধরনের ট্রান্সমিশন হয়, তা হচ্ছে--i. সিনক্রোনাসii. ন্যারােব্যান্ডiii. ফুল-ডুপ্লেক্স। নিচের কোনটি সঠিক? a. i b. i,ii ও iii c. i ও iii d. ii ও iii 42 / 50 42. স্ট্রিমিং ভিডিওর ব্যান্ডউইথ কত? a. 0.7 Mbps b. 0.2 Mbps c. 3 Mbps d. 4 Mbps 43 / 50 43. কোন ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটারেই প্রেরণ করা যায়? a. হাব b. ব্রিজ c. সুইচ d. রিপিটার 44 / 50 44. মডেমের কাজ কি? a. তথ্য মুদ্রণ b. তথ্য সংরক্ষণ c. তথ্য সংশােধন d. তথ্য প্রেরণ 45 / 50 45. কত দূরত্ব পর্যন্ত Wi-Max বেস স্টেশন ইন্টারনেট অ্যাকসেস সুবিধা প্রদান করে? a. 1 km - 8 Km b. 1 km -10 km c. 80 m -100 km d. 50 km - 80 km 46 / 50 46. কোন ডিভাইসটি ‘ফুল ডুপ্লেক্স মােডে কাজ করে? a. সবগুলাে b. রেডিও ব্রডকাস্টিং যন্ত্রাংশ c. ওয়াকি-টকি d. মােবাইল ফোন 47 / 50 47. www কোন প্রজন্মের মােবাইল নেটওয়ার্কের বৈশিষ্ট্য? a. পঞ্চম প্রজন্ম b. চতুর্থ প্রজন্ম c. তৃতীয় প্রজন্ম d. দ্বিতীয় প্রজন্ম 48 / 50 48. টেরিস্ট্রিয়াল ট্রান্সমিশন বসানাে হয় কোনটিতে? a. বড়ো টাওয়ার b. স্যাটেলাইট c. বিমান d. নদী পথে 49 / 50 49. কোনটি একমুখী ডেটা প্রবাহ? a. ফুল-ডুপ্লেক্স b. সিমপ্লেক্স c. অসিনক্রোনাস d. হা-ডুপ্লেক্সগ. 50 / 50 50. 4Mbps ব্যান্ডউইথ পাওয়া যায় এমন সার্ভিসগুলাে হলাে –i. ইন্টারনেট গেম কনসােল।ii. অনলাইন HD মাল্টিপ্লেয়ার গেমিংiii. HD ভিডিও কনফারেন্সিংনিচের কোনটি সঠিক ? a. i,ii ও iii b. ii ও iii c. i ও ii d. i Your score isThe average score is 10% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz Share this:FacebookX