মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
73

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. x এর সমীকরণ কোনটি?

2 / 25

2. (100)₁₆ সংখ্যাটির পূর্বের সংখ্যাটি কত?

3 / 25

3. কোনটি মৌলিক গেইট নয়? [ম, বাে. ২০১৯]

4 / 25

4. 1, 8, F ধারাটির পরবর্তী মান কত?

5 / 25

5. MSD দ্বারা কী বুজায় ?

6 / 25

6. (72)₁₀ এর BCD কোড কোনটি?

7 / 25

7. নিচের কোনটি জনপ্রিয় একটি ইউনিকোড ক্যারেক্টার সেট?

8 / 25

8. নিচের কোনটি এম্পটি ট্যাগ?

9 / 25

9. বিট, বাইট, মেমরি অ্যাড্রেস নিয়ে কাজ করে ?
১. মেশিন ভাষা
২. মধ্যস্তরের ভাষা
৩. উচ্চস্তরের ভাষা

10 / 25

10. নিচের উদ্দীপকটি পড়—
প্রােগ্রামার ইকবালকে তার কোম্পানির সিস্টেম এনালিস্ট হাসান চিত্রের মাধ্যমে একটি প্রােগ্রাম কীভাবে রচনা করা হবে তা দেখিয়ে দিল। ইকবাল এর আলােকে প্রােগ্রাম রচনা শুরু করল।

উদ্দীপকের চিত্রের সাহায্যে সমস্যা সমাধান করার পদ্ধতিকে কী বলা হয়?

11 / 25

11. অবজেক্ট ওরিয়েন্টেড প্রােগ্রামে ব্যবহার করা হয়-
১. অবজেক্ট ভিত্তিক
২. চিত্র ভিত্তিক
৩. GUI ভিত্তিক

12 / 25

12. প্রােগ্রাম রচনার জন্য গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে—
১. সমস্যা নির্ধারণ ও বিশ্লেষণ
২. প্রবাহচিত্র তৈরি
৩. ডিবাগিং ও কোডিং

13 / 25

13. উদ্দীপকটি পড়
for(c=2; c<=10; c=c+2)
{printf("ICT");
if (c= = 6)
break;}
ICT লেখাটি কতবার প্রদর্শিত হবে?

14 / 25

14. অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে ? [মা. বাে, ২০১৬]

15 / 25

15. a2i এর পূর্ণরূপ কী?

16 / 25

16. স্মার্ট হোমে বিভিন্ন ডিভাইস দ্বারা নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় ব্যবস্থা হলো ___
i. ফায়ার সিস্টেম
ii. গ্যারেজ সিস্টেম
iii. তাপ নিয়ন্ত্রক ব্যবস্থা

নিচের কোনটি সঠিক ?

17 / 25

17. নিচের উদ্দীপকটি পড়--
লােকমান সাহেব গবেষণা করে নানা প্রজাতির ফল ও ফুল ফলানাের জন্য নতুন প্রযুক্তি প্রয়ােগ করেন।
এতে তিনি আকারে বড় এবং আকর্ষণীয় ফল ও ফুল উৎপাদন করতে সক্ষম হলেন।
উদ্দীপকে লোকমান সাহেবের গবেষণায় সহায়তায় প্রযুক্তি কোনটি ?

18 / 25

18. বিভিন্ন জটিল রােগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করছে? [ঢা, বাে, ২০১১]

19 / 25

19. সুগার মিলগুলাে আখ চাষিদের জন্য কোন ব্যবস্থা চালু করেছে।

20 / 25

20. উদ্দিপকটি পর এবং নিচের প্রশ্নের উত্তর দাওঃ
মিজান বুয়েটে ভর্তির সুযোগ পাওয়ার বিষয়টি ও কলেজের ছবি 3G প্রযুক্তির মাধ্যমে অতি দ্রুত তার বন্ধু বান্ধব ও আত্নীয়স্বজনকে জানায়। তাদের কেউ কেউ ভিডিও কল করে অথবা ফেসবুকে তাকে অভিনন্দন জানায়। [সি. ১৬]
উদ্দিপকে ব্যবহৃত প্রযুক্তির মাধ্যমে যে সকল সুবিধা পাওয়া যাবে-
১. ভার্চুয়াল ড্রাইভিং
২. অনলাইন ব্যাংকিং
৩. আউটসোর্সিং

21 / 25

21. Wi-max এর প্রধান কয়টি অংশ?

22 / 25

22. বিভিন্ন ব্যক্তি কিংবা যন্ত্রের মধ্যে তথ্য আদান-প্রদানের প্রক্রিয়াকে কি বলে ?

23 / 25

23. ডাটা ট্রান্সমিশন মোড কত প্রকার?

24 / 25

24. নিচের উদ্দীপকটি পড়

‘ক’ কলেজের মান উন্নয়নের জন্য সরকার ১২টি কম্পিউটার প্রদান করে। কম্পিউটারগুলাে একই ফ্লোরে অবস্থিত কম্পিউটার ল্যাব, লাইব্রেরি ও ক্লাসরুমে ব্যবহৃত হচ্ছে। কম্পিউটারগুলোর মধ্যে ডেটা স্থানান্তরের জন্য পেনড্রাইভ ব্যবহৃত হওয়ার কারণে অনেক অসুবিধা হচ্ছিল। তাই আইসিটি শিক্ষকের পরামর্শে কলেজ কর্তৃপক্ষ কম্পিউটারগুলােকে পরস্পরের সাথে সংযােগের ব্যবস্থা করলেন।

কলেজ কর্তৃপক্ষের গৃহীত ব্যবস্থায় যে যে রিসোর্সসমূহ শেয়ার করা সম্ভব হবে-- [ব. বাে, ২০১১]
i. হার্ডওয়্যার।
ii. সফটওয়্যার
iii. ইনফরমেশন।

নিচের কোনটি সঠিক?

25 / 25

25. ডেটাবেজ থেকে নির্দিষ্ট শর্তের ভিত্তিতে তথ্য খোজ করার জন্য কী ব্যবহার করতে হয়?

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-06 (৬ষ্ঠ অধ্যায়) ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম
Next articleমডেল টেস্ট-02 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।