মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
77

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. ডেটা ট্রান্সমিশনের একককে নিচের কোনটি দ্বারা হিসেব করা হয়?

2 / 25

2. মিশরীয় সংখ্যা পদ্ধতি ছিল—

3 / 25

3. একই ভবনের বিভিন্ন কক্ষে রক্ষিত কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক ব্যবস্থাকে কী বলে? [রা, বাে, ২০১৬]

4 / 25

4. নিচের উদ্দীপকটি পড়
#include
main ()
int a=3, b;
b = 2* a;
printf("%d", b);
}

For i = 2; i < = 10; i = i + 2) এর printf("%d")কোনটি?

5 / 25

5. জেরি সি ভাষায় একটি প্রােগ্রাম রচনা করে যাতে দুইটি সংখ্যার যােগফল নির্ণয় করা যায়। প্রােগ্রামটি রান করার পর ২টি সংখ্যা প্রদান করলে ফলাফলে শুধু ২য় সংখ্যাটি প্রদর্শিত হয়।
উদ্দীপকের ন্যায় প্রােগ্রাম তৈরির ক্ষেত্রে প্রয়ােজন?
১. বিশেষ ডেটাবেজ প্রােগ্রামিং ভাষা জানা থাকা
২. চলক ও ডেটা টাইপ সম্পর্কে ধারণা থাকা
৩. ইনপুট আউটপুট সম্পর্কে সঠিক ধারণা থাকা

6 / 25

6. সাংকেতিক ভাষা কোনটি ?

7 / 25

7. হার্বাট মার্শাল ম্যাকলুহান নিচের কোন দেশটি অধিবাসী ছিলেন ?

8 / 25

8. ক্রায়ােসার্জারিতে নাইট্রোজেনের কোন অবস্থা প্রয়ােগ করা হয়?

9 / 25

9. টপ ডাউন পদ্ধতিতে কোনাে জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয়। এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি? [চ. বাে, ২০১৯]

10 / 25

10. Khanacademy.org নামক ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা কে ?

11 / 25

11. স্মার্ট হোমে প্রাপ্ত সুবিধা হলো ---
i. সার্বক্ষণিক নিরাপত্তা
ii. স্বয়ংক্রিয় নিয়ন্ত্রন ব্যবস্থা
iii. প্রতিবন্দীবান্দব পরিবেশ

নিচের কোনটি সঠিক ?

12 / 25

12. উদ্দিপকটি পর এবং নিচের প্রশ্নের উত্তর দাওঃ
মিজান বুয়েটে ভর্তির সুযোগ পাওয়ার বিষয়টি ও কলেজের ছবি 3G প্রযুক্তির মাধ্যমে অতি দ্রুত তার বন্ধু বান্ধব ও আত্নীয়স্বজনকে জানায়। তাদের কেউ কেউ ভিডিও কল করে অথবা ফেসবুকে তাকে অভিনন্দন জানায়। [সি. ১৬]
মিজানের খবরটি পাঠানোর ব্যবস্থা কোনটি ?

13 / 25

13. রােবটিক্সের অধিভুক্ত বিষয় হলাে--
i. বিজ্ঞান
ii.রসায়ন
iii. ইঞ্জিনিয়ারিং
নিচের কোনটি সঠিক ?

14 / 25

14. ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বিমান পরিচালনা প্রশিক্ষণে নিচের কোনটি ব্যবহৃত হয়?

15 / 25

15. ন্যানােটেকনােলজি দিয়ে তৈরিকৃত যন্ত্র হতে পারে- (ঢা. বাে, ২০১৭]
i. কম্পিউটার
ii. ক্রায়ােলােব
iii. রােবট

নিচের কোনটি সঠিক?

16 / 25

16. কর্তৃত্ব উপপাদ্য (Domination) এর ক্ষেত্রে x, 0 = কত?

17 / 25

17. প্রদানকৃত ইনপুট পালসের সংখ্যা সিকুয়েন্সিয়াল সার্কিটকে কী বলে?

18 / 25

18. সকল মাইক্রো কম্পিউটারে ইংরেজি বর্ণকে অন্তর্ভুক্ত করা যায়--
i. ASCII দ্বারা
ii. EBCDIC দ্বারা
iii. Unicode দ্বারা।

নিচের কোনটি সঠিক?

19 / 25

19. হেক্সাডেসিমাল পদ্ধতির ভিত বা বেজ কত?

20 / 25

20. (75.75)₁₀ -এর সমতুল্য বাইনারি সংখ্যা কোনটি?

21 / 25

21. উদ্দীপকের F এর সমতুল্য লজিক গেইট কোনটি?

22 / 25

22. স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য কোনটি?

23 / 25

23. Frontend Development হচ্ছে --- [য, বাে, ২০১৯]

24 / 25

24. উদ্দীপকের টেবিল হতে যাদের GPA=5.00 তাদের নাম দেখতে SQL কমান্ড "SELECTNAME FROM এর পরের অংশ কোনটি?

25 / 25

25. সর্টিং হচ্ছে— [ক, বাে, ২০১০]
i.ডেটাকে মানের উর্ধ্বক্রমে সাজানাে
ii. ডেটাকে মানের নিম্নক্রমে সাজানাে
iii. ডেটাকে দৈর্ঘ্যের ভিত্তিতে সাজানাে
নিচের কোনটি সঠিক ?

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-06 (৬ষ্ঠ অধ্যায়) ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম
Next articleমডেল টেস্ট-02 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।