১. সংখ্যা পদ্ধতির বিচারে ২১ হল-
i. অক্টাল
ii. বাইনারি
iii. হেক্সাডেসিমাল
নিচের কোনটি সঠিক?
নিচের উদ্দীপকটি পড় এবং ৮ ও ৯নং প্রশ্নের উত্তর দাও:
মোতালেব সাহেব তার কম্পিউটারে সংরক্ষিত ডেটাবেজ টেবিলের ঊর্ধ্বক্রম ও
নিম্নক্রমে সাজাচ্ছিলেন। এর ফলে তিনি ডেটাকে সহজে খুঁজে বের করতে পারছিলেন।
৮. মোতালেব সাহেবের ডেটা সাজানোর পদ্ধতিকে কি বলে?
৯. উক্ত পদ্ধতির সুবিধা-
i. স্বয়ংক্রিয়ভাবে ফাইল আপডেট
ii. কাজের গতি বৃদ্ধি পায়
iii. কম জায়গার প্রয়োজন হয়
নিচের কোনটি সঠিক?
১০. রোবটের উপাদান হল-
i. ম্যানিপুলেশন
ii. ভার্চুয়ালাইজেশন
iii. অ্যাকচুয়েটর
নিচের কোনটি সঠিক?
নিচের উদ্দীপকটি পড় এবং ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও :
শাহনাওয়াজ একজন প্রযুক্তি বিজ্ঞানী। তিনি এমন একটি যন্ত্র আবিষ্কার করলেন যা মানুষের বুদ্ধিমত্তার মতো কাজ করতে পারে।
শাহনাওয়াজের যন্ত্রটিকে কি বলা যায় ?
AB + A + AB এই বুলিয়ান রাশিমালা ব্যবহার করে ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও।
১৬. রাশিমালাটিতে ব্যবহৃত মৌলিক গেইটের সংখ্যা কতটি?
নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৯ ও ২০নং প্রশ্নের উত্তর দাও :
#include<stdio.h>
main ( )
for(i=1;i<N;i=i+2)
printf("S=%d",S);
{
Int i.N.S=0;=S+i
}
১৯. উপরের প্রোগ্রামটিতে N=10 হলে printf() ফাংশনে S এর মান কত হবে?
২০. প্রোগ্রামটিতে যদি N = 5 এবং S = S + i*i পরিবর্তন করা হয় তাহলে
printf() ফাংশনে S এর মান কত হবে?
২৩. DBMS এর সুবিধা হল-
i. ডেটার নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করা যায়
ii. একই ডেটার উপর কেবল একজনই কাজ করতে পারে
iii. ডেটাকে Encrypt করে রাখা যায়
নিচের কোনটি সঠিক?