মডেল টেস্ট-06 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
70

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. নিচের উদ্দীপকটি পড়—-
একটি কলেজের অধ্যক্ষ প্রতিষ্ঠানের সব ধরনের তথ্য ডেটাবেজের মাধ্যমে সংরক্ষণের সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তটি বাস্তবায়নের পর ফলাফলের ভিত্তিতে দুর্বল শিক্ষার্থীদের তালিকা আলাদাভাবে প্রদর্শনের ব্যবস্থা নিলেন।

অধ্যক্ষের সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে—-
i. তথ্যসমূহের সব ধরনের নিরাপত্তা দেয়া যাবে
ii. তথ্যসমূহের যেকোনাে ধরনের বিন্যাস সম্ভব হবে
iii. অতিদ্রুত শিক্ষার্থীদের ডেটা উপস্থাপন করা যাবে

নিচের কোনটি সঠিক?

2 / 25

2. ডেটাবেজের রেকর্ড বাদ দেয়ার অপশন কোনটি? [দি. বাে, ২০১৭)

3 / 25

3. উদ্দীপকে শওকতের বাবার ব্যবহৃত প্রযুক্তিটির সীমাবদ্ধতা হলাে, এর ফলে--
i.দেশীয় প্রজাতি বিলুপ্ত হতে পারে
ii.ফলন কমে যেতে পারে
iii. নতুন রােগ সৃষ্টি হতে পারে

নিচের কোনটি সঠিক?

4 / 25

4. বায়ােইনফরমেট্রিক ব্যবহারের ক্ষেত্রগুলো হলো--
i. জৈব প্রযুক্তি
ii. জীবাণু অস্র তৈরী
iii. মহাকাশ গবেষণা
নিচের কোনটি সঠিক ?

5 / 25

5. উদ্দীপকে যে বিষয়ে বলা হয়েছে , তা সম্ভব হচ্ছে কিসের কল্যাণে ?
i. সংবাদপত্রের
ii.তথ্য প্রযুক্তির
iii. ইন্টারনেট প্রযুক্তির

নিচের কোনটি সঠিক ?

6 / 25

6. উদ্দীপকের আলোতে
পীরগঞ্জ উপজেলা সদরের ডায়াবেটিস হাসপাতালে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যেমে ঢাকার বিশেষ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসাসেবা দেওয়া হয় ।

টেলিমেডিসিনের মাধ্যমে--
i. প্রত্যন্ত অঞ্চলে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়
ii. ই-মেইলের মাধ্যেমে পাঠানো রোগীর রিপোর্ট পর্যালোচনা করে রোগ নির্ণয় করা যায় ।
iii. জটিল রোগ নির্ণয় বা অপারেশনের ক্ষেত্রে ডাক্তারগণ একে অপরের সাথে পরামর্শ করে পারেন

নিচের কোনটি সঠিক ?

7 / 25

7. নিচের কোনটি জীবদেহের ডিএনএ-এর বিভাজিত একক বৈশিষ্ট্য নির্দেশক?

8 / 25

8. কোনাে টিউমারকে অতিরিক্ত ঠান্ডা তাপমাত্রায় গলানাে হয়, কোন সার্জিকাল পদ্ধতির মাধ্যেমে ?

9 / 25

9. ইন্টারনেটের মাধ্যমে নির্ভরযোগ্যভাবে বার্তা আদান- প্রদান পদ্ধতি কোনটি ?

10 / 25

10. উদ্দীপকের আলোতে
রায়হান সাহেব আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে এমন এক ধরণের বাসস্থান তৈরি করেছেন , যার সব যন্ত্রাংশ বা ডিভাইস সফটওয়্যার দ্বারা দূর নিয়ন্ত্রিত ।

এ ধরণের বাসস্থান তৈরির জন্য প্রয়োজন ---
i. ব্যাপক আর্থিক বিনিয়োগ
ii. রক্ষনাবেক্ষন দক্ষ জনবল
iii. ভয়েস নিয়ন্ত্রিত ডিভাইস

নিচের কোনটি সঠিক ?

11 / 25

11. তথ্য প্রযুক্তির নেতিবাচক প্রভাব হলাে--
i. আসক্তি
ii.স্নায়বিক অসুস্থতা
iii. কালােবাজারি
নিচের কোনটি সঠিক ?

12 / 25

12. কোন html ট্যাগটি ড্রপ ডাউন বক্স তৈরিতে ব্যবহৃত হয়? [দি-১৬]

13 / 25

13. ডেটা কমিউনিকেশান্স মাধ্যম হচ্ছে-
১. টুইষ্টেড পেয়ার ক্যাবল

২. রেডিও ওয়েভ

৩. মডেম

নিচের কোনটি?

14 / 25

14. বিট সিনক্রোনাইজেশনের ওপর ভিত্তি করে কোন ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে ভাগ করা হয়েছে ?

15 / 25

15. উদ্দীপকের আলোতে--
মি: বিশ্বজিত তার অফিসের দশটি কম্পিউটার এমনভাবে করে নেটওয়ার্ক তৈরি করলেন, যাতে প্রথম ও শেষ কম্পিং পরস্পরের সাথে যুক্ত থাকে। হঠাৎ একদিন কম্পিউটার হওয়ায় নেটওয়ার্কটি বন্ধ হয়ে যায়। তিনি নেটওয়ার্কটির কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন।

মি: বিশ্বজিতের সিদ্বান্ত বাস্তবায়নের জন্য সম্ভাব্য সমাধান হলাে-- [বি, বাে,২০১৬]

i. কম্পিউটার পরিবর্তন করা
ii. হাব/সুইচ স্থাপন করা
iii. একটি মূল লাইন স্থাপন করা।

নিচের কোনটি সঠিক?

16 / 25

16. যে কোনাে প্রােগ্রাম রচনার জন্য গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে – .
i.সমস্যা নির্ধারণ ও বিশ্লেষণ
ii. অ্যালগরিদম ও ফ্লোচার্ট তৈরি
iii. প্রােগ্রাম কোডিং ডিবাগিং
নিচের কোনটি সঠিক?

17 / 25

17. কম্পিউটার শুধু বুঝতে পারে-
১. Off ও On
২. O ও 1
৩. বিদ্যুতের উপস্থিতি ও অনুপস্থিতি

18 / 25

18. Y = (A + B)(A + B) এর সরলীকৃত মান কত ?

19 / 25

19. হেক্সাডেসিমালে 4D এর সমতুল দশমিক মান কত?

20 / 25

20. (29)₁₀ সংখ্যাটির বাইনারি মান কত?

21 / 25

21. Unicode এর পূর্ণনাম কী?

22 / 25

22. x এর সমীকরণ কোনটি?

23 / 25

23. বাইনারি সংখ্যা 1111 এর দশমিক মান কোনটি?

24 / 25

24. কোনটিতে কাউন্টার ব্যবহৃত হয় না---

25 / 25

25. গণিতে শূন্যকে একটি সংখ্যা হিসেবে প্রথম ব্যবহার করে--

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-05 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-07 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।