মডেল টেস্ট-06 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে । 0% 66 মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে । NameEmailPhone Number 1 / 25 1. ওয়েবপেজ তৈরিতে ভাষা ব্যবহৃত হয়?– a. PYTHON b. FORTRAN c. HTML d. RUBY 2 / 25 2. নিচের উদ্দীপকটি পড় – আইসিটি শিক্ষক ইকবাল স্যার সুস্ময়কে একটি টেবিল তৈরী করতে বলায় সুস্ময় ৪ কলমি ও ৫ রাে বিশিষ্ট একটি টেবিল করেছে। টেবিলটিতে ক্যাপশন হিসেবে কলেজের নাম দিতে বলা হয়েছিল। কিন্তু সে কোন ক্যাপশন দেয়নি এবং টেবিলটিতে কোনো বর্ডারও নেই। উক্ত টেবিলে ক্যাপশন ও বর্ডার ছিল না, কারণ – i. ছিল না ii. ছিল iii. ছিল নিচের কোনটি সঠিক? a. i ও ii b. i ও iii c. i,ii ও iii d. i 3 / 25 3. উদ্দীপকটি পড় for(c=2; c<=10; c=c+2) {printf("ICT"); if (c= = 6) break;} ICT লেখাটি কতবার প্রদর্শিত হবে? a. ২ b. ১ c. ৩ d. ৪ 4 / 25 4. #include main () float x; print ("Enter the number’’) scanf(“%d”,&x); } প্রােগ্রামে ভুল লেখা %d এর পরিবর্তে যেটি ব্যবহার করা যেতে পারে? i. % f ii. % 2f iii. % s নিচের কোনটি সঠিক? a. i ও ii b. ii ও iii c. i,ii ও iii d. i ও iii 5 / 25 5. জেরি সি ভাষায় একটি প্রােগ্রাম রচনা করে যাতে দুইটি সংখ্যার যােগফল নির্ণয় করা যায়। প্রােগ্রামটি রান করার পর ২টি সংখ্যা প্রদান করলে ফলাফলে শুধু ২য় সংখ্যাটি প্রদর্শিত হয়। উদ্দীপকের ন্যায় প্রােগ্রাম তৈরির ক্ষেত্রে প্রয়ােজন? ১. বিশেষ ডেটাবেজ প্রােগ্রামিং ভাষা জানা থাকা ২. চলক ও ডেটা টাইপ সম্পর্কে ধারণা থাকা ৩. ইনপুট আউটপুট সম্পর্কে সঠিক ধারণা থাকা a. ২ও৩ b. ১ও২ c. ১,২ও৩ d. ১ও৩ 6 / 25 6. বুলিয়ান অ্যালজেবরায় কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় ? a. অক্টাল সংখ্যা পদ্ধতি b. হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি c. বাইনারি সংখ্যা পদ্ধতি d. দশমিক সংখ্যা পদ্ধতি 7 / 25 7. অকটাল সংখ্যা পদ্ধতিতে 177 এর পরের সংখ্যাটি কত? [কু, বাে, ২০১৬] a. 278 b. 180 c. 200 d. 170 8 / 25 8. যৌগিক লজিক গেইট কয়টি? a. ৩ b. ২ c. ৫ d. ৪ 9 / 25 9. MSD দ্বারা কী বুজায় ? a. Most significant Digital b. Most Sign Digital c. Most significant Digit d. Most Sign Digit 10 / 25 10. NOR গেইট আউটপুটে '1' পেতে হলে-- a. সর্বাবস্থাতেই আউটপুট 1 হবে b. সবগুলাে ইনপুট 1 হবে c. সবগুলাে ইনপুট ০ হবে d. যে কোন ইনপুট হবে 11 / 25 11. কম্পিউটারে তথ্য প্রদর্শনের কাজে কোন পদ্ধতি ব্যবহৃত হয়? a. দশমিক b. অক্টাল c. হেক্সাডেসিমাল d. বাইনারি 12 / 25 12. কোন টেবিলের Roll ফিল্ডকে প্রাইমারি key বলা হয় কেন? a. প্রতি Roll-কে value বলে b. Roll ফিল্ড পরিবর্তনশীল c. একাধিক ছাত্রের একই Roll হতে পারে না d. Roll ফিল্ডটি সংখ্যা দিয়ে লেখা 13 / 25 13. উদ্দীপকের টেবিল হতে যাদের GPA = 5.00, তাদের তাদের নাম দেখতে SQL কমান্ড "SELECT NAME FROM S পরের অংশ কোনটি? a. WHERE GPA = ''5.00” b. WHERE “GPA” = 5.00 c. WHERE “GPA”, “5.00; d. WHERE “GPA”, = 5.00” 14 / 25 14. টেবিল দুটির মধ্যে কি ধরনের রিলেশন বিদ্যমান? [ব. বাে. ২০১৬] a. Many to Many b. One to One c. Many to One d. One to Many 15 / 25 15. কুয়েরি হলো-- a. ডেটাবেজ ফাইল সাজানাে b. ডেটাবেজ থেকে কিছু খুঁজে বের করা c. ডেটাবেজ ফাইল সংরক্ষণ করা d. ডেটাবেজ আপডেট রাখা 16 / 25 16. উদ্দীপকের আলোতে সম্প্রতি ইসলামি বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞানের ছাত্র শামীম দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র নির্মাণ করেন, যেটি উঁচু- নিচু জায়গায় চলাচল করতে এবং ভিডিও করে পাঠাতে পারবে । শামীম যন্ত্রটিকে কোন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করেন? [ম.১৬] a. বায়ােমেট্রিক্স b. ন্যানােটেকনােলজি c. জেনেটিক ইঞ্জিনিয়ারিং d. রোবটিক্স 17 / 25 17. জিন প্রকৌশলকে কাজে লাগানাে হচ্ছে-- i. ফসলের উৎপাদন বৃদ্ধিতে ii. মৎস্য সম্পদ বৃদ্ধিতে iii. বিকল্প শক্তি সন্ধানে নিচের কোনটি সঠিক? a. i ও iii b. ii ও iii c. i,ii ও iii d. i ও ii 18 / 25 18. মিথ্যা সংবাদ বা বিদ্বেষমূলুক প্রচারণা মোকাবেলার জন্য আমাদের দেশে প্রয়োজন--- i.এআই নির্ভর নিজস্ব নিউজ সার্ভার ii. নেটওয়ার্ক ও নিরাপত্তা ব্যবস্থার সম্প্রসারণ iii. শক্তিশালী নেটওয়ার্ক নিচের কোনটি সঠিক ? a. i b. ii ও iii c. i , ii ও iii d. i ও iii 19 / 25 19. EHR এর পূর্ণ রূপ কী ? a. Electronic Hospital Card b. Electronic Health Record c. Electronic Health Cash d. Essential Health Card 20 / 25 20. আউটসোর্সিং কী ? a. নির্দিষ্ট শ্রমঘন্টায় কাজ করা b. ইন্টারনেটভিত্তিক কাজ c. বিশেষ ব্রাউজিং সুবিধা d. বিশ্বব্যাপ্পি নেটওয়ার্ক ব্যবস্থা 21 / 25 21. উদ্দীপকের আলোতে-- ক’ শিক্ষার্থী কলেজে পড়াশুনা করে। তথ্যের উৎস উল্লেখ করেপড়াশুনার প্রয়ােজনে কম্পিউটার এবং ইন্টারনেটের সহায়তায় টার্মপেপার তৈরি করে। কিন্তু ‘খ’ শিক্ষার্থী কোনাে অনুমতি ছাড়াই ফাইল কপি করে নেয় । এমনকি ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের কোনােরূপ কৃতজ্ঞতা ছাড়াই নিজের নামে প্রকাশ করে । উদ্দীপকের ‘খ শিক্ষার্থীর কর্মকাণ্ড কোনটি? [ঢা. বাে, ২০১৭] a. হ্যাকিং b. সিফিং c. প্লেজিয়ারিজম। d. স্পামিং 22 / 25 22. Direct to Home (DTH) প্রযুক্তি হলাে-- a. হােম থিয়েটার প্রযুক্তি b. সরাসরি তথ্যের আদান-প্রদান প্রযুক্তি c. স্যাটেলাইট টিভি প্রযুক্তি d. বাড়িতে সৌর বিদ্যুৎ সরবরাহ প্রযুক্তি 23 / 25 23. গ্রুপ SMS প্রদান হলাে--- a. ব্রডকাস্ট b. টেলিকাস্ট c. ইউনিকাস্ট d. মাল্টিকাস্ট 24 / 25 24. একই সাথে ঊভর প্লে দিয়ে ডেটা স্থানান্তরের পদ্ধতিকে কি বলে? a. হাফ-ডুপ্লেক্স b. সিমপ্লেক্স c. মাল্টিকাষ্ট d. ফুল-ডপ্লেক্সে 25 / 25 25. অপটিক্যাল ফাইবারের ব্যাস কত হয়ে থাকে ? a. ৫০ মাইক্রন b. ১০ মাইক্রন c. ১৫০ মাইক্রন d. ১০০ মাইক্রন Your score isThe average score is 37% LinkedIn Facebook VKontakte 0% Restart quiz RELATED ARTICLESMORE FROM AUTHOR মডেল টেস্ট-10 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে । মডেল টেস্ট-09 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে । মডেল টেস্ট-08 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে । Go to mobile version