মডেল টেস্ট-04 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
73

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. Page4 ও Page-5 কে Page-2 এর সাথে যুক্ত করলে---

i. ওয়েবসাইটের কাঠামাে পরিবর্তিত হবে
ii. নতুন করে HTML কোড লিখতে হবে
iii. মেমরি স্পেস কম লাগবে
নিচের কোনটি সঠিক?

2 / 25

2. ওয়েবসাইটে ছবি সংযুক্ত করার উপযুক্ত ফরমেট হলাে--
i.jpg
ii.img
iii.png
নিচের কোনটি সঠিক?

3 / 25

3. কোন ওয়েবসাইট কাঠামােতে যে কোনাে পেইজ থেকে সরাসরি হোম পেইজে যাওয়া যায়?

4 / 25

4. কত সালে যান্ত্রিক ভাষা চালু হয় ?

5 / 25

5. অবজেক্ট ওরিয়েন্টেড উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা হলো-
১. Python
২. C++
৩. ALGOL

6 / 25

6. নিচের উদ্দীপকটি পড়
#include
#include
main ()
int a, b, c;
printf ("Enter Value;");
scanf (%d%d", &a,&b);
c=a + b; printf ("\nc=%d",c);
getch 0;
}
উদ্দীপকে প্রােগ্রামের আউটপুটে ভগ্নাংশ মান পেতে হলে
i. ডেটা টাইপ পরিবর্তন করতে হবে
ii. ফরমেট স্পেসিফায়ার পরিবর্তন করতে হবে।
iii. ভগ্নাংশ মান ইনপুট দিতে হবে।
নিচের কোনটি সঠিক?

7 / 25

7. নিচের উদ্দীপকটি পড়
হাসান সাহেব একাউন্টিং সফটওয়্যার তৈরির সময় প্রতিটি মডিউল ছােট ছােট করে বিভক্ত করে সমাধানের ধাপ নির্ধারণ করেন। কিন্তু সফটওয়্যারটি তৈরির পর সেটি পরীক্ষা করে দেখা যায়, প্রদত্ত ডেটার জন্য ফলাফল ভুল প্রদর্শিত হচ্ছে।

উদ্দীপকে হাসান সাহেব কোন টুলগুলােকে নির্দেশ করেছেন?
i. প্রােগ্রাম কোডিং
ii. অ্যালগরিদম
iii. ফ্লোচার্ট
নিচের কোনটি সঠিক?

8 / 25

8. (100)₁₆ সংখ্যাটির সমমানের দশমিক মান কত?

9 / 25

9. ইউনিকোড ব্যবহার করে কতগুলাে অক্ষর লেখা সম্ভব?

10 / 25

10. নিচের উদ্দীপকটি পড়
মি. আতিক কামালকে বলল, “তােমার বয়স কত?” কামাল বলল যে, তার বয়স (101101)₂

কামালের বয়সের সমকক্ষ সংখ্যা হলাে- [দি. বাে, ২০১৭]

11 / 25

11. (4 বিট) ইনপুট সিগন্যালের সমকক্ষ দশমিক মান কত?

12 / 25

12. 1100 + 1000 এ বাইনারি সংখ্যার যােগফল কত?

13 / 25

13. রােবটের আকার বা আকৃতি কীসের ওপর নির্ভর করে?

14 / 25

14. ক্রোমােজোমের মধ্যে চেইনের মতাে প্যাচানাে পদার্থকে কী বলে?

15 / 25

15. ক্রোয়োসার্জারি ব্যাবহৃত হয় ? [য. বো.২০১৬]

16 / 25

16. উদ্দীপকের আলোতে
সম্প্রতি ইসলামি বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞানের ছাত্র শামীম দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র নির্মাণ করেন, যেটি উঁচু- নিচু জায়গায় চলাচল করতে এবং ভিডিও করে পাঠাতে পারবে ।
শামীম যন্ত্রটিকে কোন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করেন? [ম.১৬]

17 / 25

17. তথ্য প্রযুক্তির সাহায্যে জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যার সমাধানকে কী বলা হয়?

18 / 25

18. ভার্চুয়াল রিয়ালিটির জন্য হাতে যে জিনিসটি পড়তে হয়, তা হলো--

19 / 25

19. সাইবার মানি পরিভাষাটি নিচের কোনটির সাথে সাথে সম্পৃক্ত ?

20 / 25

20. অনলাইন ব্যাংকিং এর ক্ষেত্রে কোনটির প্রয়োজন হয়না ?

21 / 25

21. কম্পিউটার ইথিকস-এর নির্দেশনা কয়টি? (কু, বাে-১৭, সি-১৯]

22 / 25

22. উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তিগুলাের মধ্যে নির্ভুলভাবে কর্মকর্তাদের
দাবি পূরণে কোনটি সবচেয়ে বেশি কার্যকর? [চ, বাে, ২০১৬]

23 / 25

23. মােবাইলের উন্নতির সময়কালকে কয়টি প্রজন্মে ভাগ করা হয়েছে?

24 / 25

24. ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয়--

25 / 25

25. কোন প্রজন্মের মােৰাইলের মাধ্যমে 4K বা ভিডিও উপভােগ করা যায়?

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-03 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-05 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।