মডেল টেস্ট-04 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
66

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. ফ্লোটিং ডেটা ফরমেটে স্পেসিফায়ার কোনটি ?

2 / 25

2. সাংকেতিক ভাষা কোনটি ?

3 / 25

3. C++ এর সমস্যাযুক্ত বৈশিষ্ট্যগুলােকে বাদ দিয়ে নিচের কোনটি ডেভলপ করা হয়েছে?

4 / 25

4. নিচের উদ্দীপকটি পড়
একটি অফিসের দুটি কক্ষ থেকে দুজন কম্পিউটার অপারেটর একটি প্রিন্টার থেকে প্রিন্ট দিতে পারেন। অফিসের পরিচালক কম্পিউটার ব্যবহার করে বিশেষ ব্যবস্থায় তার ছেলের সাথে প্রবাসী মেয়ের কথা বলিয়ে দিলেন।

উদ্দীপকের ব্যবস্থায় সম্ভব– [দি, বাে.-২০১১]
i. স্বল্প প্রযুক্তিতে অধিক সেবা
ii. স্বল্প পরিসরে সীমাবদ্ধ কার্যক্রম
iii. সহজ যােগাযােগ

নিচের কোনটি সঠিক? .

5 / 25

5. কোটটি একমুখী ডেটা প্রবাহ?

6 / 25

6. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হলো-

7 / 25

7. দূরপাল্লার কমিউনিকেশনে বর্তমানে কত তরঙ্গ দৈঘ্যের লেজার বহুল ব্যাবহৃত হয় ?

8 / 25

8. কোনটি যৌগিক লজিক গেইট?

9 / 25

9. নিচের কোন সংখ্যা পদ্ধতিটি নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি?

10 / 25

10. অপরিবর্তনীয় উপপাদ্য (Idempotent) এর ক্ষেত্রে x + x = কত ?

11 / 25

11. LSD দ্বারা বোঝায়--

12 / 25

12. Boolean Algebra-এর ক্ষেত্রে কোনটি সঠিক?

13 / 25

13. A‾BC + AB‾C + ABC‾ + ABC লজিক ফাংশনটি কোন গেইটের মাধমে এককভাবে বাস্তবায়ন করা যাবে ?

14 / 25

14. 4, ৪, C অনুক্রমটির পরের মান কত?

15 / 25

15. NOR এর আউটপুট ০ (শূন্য) হবে, যখন- [দি, বাে. ২০১৭]
i. যে কোনাে একটি আউটপুট ০ (শূন্য)
ii. সবগুলাে ইনপুট ১
iii. যে কোনাে একটি ইনপুট
নিচের কোনটি সঠিক?

16 / 25

16. AND গেইটের ক্ষেত্রে কখন আলাে জ্বলবে?

17 / 25

17. HTML-এ সবচেয়ে ছােট আকারের heading এ নিচের কোন ট্যাগটি ব্যবহার করা হয়?

18 / 25

18. রােবট শব্দটি মূলত কোন ভাষা থেকে এসেছে ?

19 / 25

19. www.daraz.com কী ?

20 / 25

20. EBM- E অংশের পূর্ণরূপ কী ?

21 / 25

21. কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক প্রয়ােগক্ষেত্র--
i. শেয়ার লেনদেন
ii. বিমান চালনা
iii. রােগ নির্ণয়।

নিচের কোনটি সঠিক ?

22 / 25

22. ক্রায়ােসার্জারিতে অভিজ্ঞ করে তুলতে নিচের কোন প্রযুক্তির সহায়তা নেয়া হয়?

23 / 25

23. বায়ােমেট্রিক্স পদ্ধতি ব্যবহৃত হয়--
i.বাড়ির নিরাপত্তায়
ii. শিক্ষার্থীদের উপস্থিতি নির্ণয় করতে
iii. অপরাধ প্রবণতা শনাক্তকরণে
নিচের কোনটি সঠিক ?

24 / 25

24. ডেটাবেসে কোনো রেকর্ড সংযোজন ও সংশোধন করলে কি হয় ?

25 / 25

25. ডেটা টেবিলের মধ্যে ব্যক্তির নাম কোন ধরনের ডেটা?

Your score is

The average score is 37%

0%

Previous articleমডেল টেস্ট-03 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-05 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।