মডেল টেস্ট-02 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
66

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. নিচের উদ্দীপকটি পড়
ইব্রাহিম একটি সফটওয়্যার কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছে। কোন সংখ্যা জোড় না বিজোড় তা বের করার জন্য একটি প্রােগ্রাম
লিখতে বলায় সে সি-ল্যাঙ্গুয়েজে একটি প্রােগ্রাম রচনা করল।

উদ্দীপকে উল্লিখিত প্রােগ্রামিং ভাষায়–
i. শুরু হয় একটি ফাংশন main () এর মাধ্যমে
ii.ইনপুট নেয়ার জন্য Read() ফাংশন ব্যবহৃত হয়।
iii.প্রতিটি Statement-এর শেষে সেমিকোলন (;) দিতে
নিচের কোনটি সঠিক?

2 / 25

2. C প্রােগ্রামিং ভাষার জন্য কোন অনুবাদক প্রােগ্রাম ব্যবহৃত হয় । [কু, বাে-১৬]
i. কম্পাইলার
ii. ইন্টারপ্রেটার
iii. অ্যাসেম্বলার
নিচের কোনটি সঠিক?

3 / 25

3. ক্রায়ােসার্জারিতে এমআরআই ব্যবহার করা হয় কেন?

4 / 25

4. ফেসবুকের প্রতিষ্ঠাতা

5 / 25

5. কৃত্তিম বুদ্বিমত্তার প্রধানত ব্যাবহৃত হয় কোনটি ?

6 / 25

6. তাৎক্ষনিকাভাবে সারাবিশ্বের যেকোনো প্রান্তের সাথে যোযোযোগের মাধ্যম হলো --
i. ই-মেইল ii. হোয়াটস অ্যাপ
iii. জুম

নিচের কোনটি সঠিক ?

7 / 25

7. ভিডিও কনফারেন্সিং ব্যবস্থায় অংশগ্রহণকারীরা -
১. একে অপরের ছবি দেখতে পারে
২. প্রত্যেকে প্রত্যেকের কথোপকথন শুনতে পারে
৩. নিজেদের মধ্যে চিঠিপত্র আদান-প্রদান করতে পারে

8 / 25

8. যান পরিবহনের ক্ষেত্রে দেশে অসংখ্য মানুষের কর্মসন্থান করে দিয়েছে ---
i. পাঠাও ii. উবার
iii. উবারপুল

নিচের কোনটি সঠিক ?

9 / 25

9. MICR চেক বলতে কি বোঝায় ?

10 / 25

10. উদ্দীপকটি পড়
সমগ্র পৃথিবীর এখন একটি গ্রামে পরিণত হয়েছে । এখন বিভিন্ন দেশের মানুষ খুব সহজেই একজন অন্য জনের সুখ-দুঃখে পাশাপাশি ও প্রতিবেশীর মতো ভাব বিনিময় করেছে ।

উদ্দীপকে কোন বিষয় সম্পর্কে বলা হয়েছে ?

11 / 25

11. 101.000 থেকে 10 এর বিয়ােগফল কোনটি?

12 / 25

12. আরবরা কাদের কাছ থেকে গণনা পদ্ধতি আয়ত্ত করেছিলেন?

13 / 25

13. (29)₁₀ সংখ্যাটির বাইনারি মান কত?

14 / 25

14. ওয়েবপেজে থাকতে পারে--
i. টেক্সট ii. অডিও
iii. ভিডিও
নিচের কোনটি সঠিক?

15 / 25

15. ওয়েব-এ ব্যবহৃত ইমেজ ফরমেট–
i. Gif
ii. png
iii. Jpeg
নিচের কোনটি সঠিক?

16 / 25

16. একটি ডকুমেন্টের বিভিন্ন অংশকে আলাদা করতে কোনো এলিমেন্ট ব্যবহার করা হয়?

17 / 25

17. বাংলাদেশে তৈরি প্রথম সার্চ ইঞ্জিন--

18 / 25

18. URL এর তৃতীয় অংশের নাম কী?

19 / 25

19. ইন্টারনেট সার্চ ইঞ্জিন নয়--

20 / 25

20. ওয়াইম্যাক্স হলাে—
i. এক ধরনের তারবিহীন নেটওয়ার্ক
ii. বিনা তারে ব্রডব্যান্ড সেবা দেবার প্রযুক্তি
iii. একাধিক ডিজিটাল ডিভাইসে ডেটা স্থানান্তরের প্রযুক্তি

নিচের কোনটি সঠিক?

21 / 25

21. WAN-এর উদাহরণ কোনটি?

22 / 25

22. কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য-- [চ. বাে, ২০১৬]
i. হার্ডওয়্যার রিসাের্স শেয়ার
ii. সফটওয়্যার রিসাের্স শেয়ার
iii. ইনফরমেশন শেয়ার

নিচের কোনটি সঠিক?

23 / 25

23. নিচের উদ্দীপকটি পড়
একটি অফিসের দুটি কক্ষ থেকে দুজন কম্পিউটার অপারেটর একটি প্রিন্টার থেকে প্রিন্ট দিতে পারেন। অফিসের পরিচালক কম্পিউটার ব্যবহার করে বিশেষ ব্যবস্থায় তার ছেলের সাথে
প্রবাসী মেয়ের কথা বলিয়ে দিলেন।

উদ্দীপকে প্রিন্টিং-এর ক্ষেত্রে নেটওয়ার্কের ধরন হলাে- [দি, বাে.-২০১৯]

24 / 25

24. নেটওয়ার্কটি কোন ধরনের টপােলজি? [সি.বাে, ২০১৭]

25 / 25

25. কৃতিম উপগ্রহের মাধমে সিংনাল আদান প্রদান করা হয় কোনটির ?

Your score is

The average score is 37%

0%

Previous articleমডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-03 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।