মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
66

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. উদ্দীপকের আলোতে
প্রযুক্তির এ যুগে শওকত এক বিশেষ ব্যবস্থাপনায় ঘরে বসেই ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে। আবার তার বাবা অন্য একটি প্রযুক্তি ব্যবহার করে উন্নতজাতের ফুল চাষ করছেন।
শওকত এর ব্যবহার প্রযুক্তিটি--

2 / 25

2. কোন তত্বের ওপর ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত ?

3 / 25

3. এক্সপার্ট সিস্টেম কী ?

i. এক্সপার্ট সিস্টেম
ii. ফাজি লজিক
iii. লার্নিং সিস্টেম।

নিচের কোনটি সঠিক ?

4 / 25

4. কোথায় স্পেস স্টেশন স্থাপিত হয়েছে?

5 / 25

5. বায়োমেট্রিক পদ্ধতিতে সিমকার্ড নিবন্ধন শুরু করা হয় ১ম ও ২য় দেশ কী কী ?

6 / 25

6. LSD দ্বারা বোঝায়--

7 / 25

7. ওয়েব পেজের ঠিকানাকে কী বলা হয়?

8 / 25

8. ডকুমেন্টটি কোন ভাষায় আছে, তা ব্রাউজারকে জানানোর জন্য কোন অ্যাট্রিবিউট ব্যবহার হয় ?

9 / 25

9. ইন্টারনেটে যেসব ঠিকানা ব্যবহৃত হয় সেগুলাে সাধারণত--
i. আইপি অ্যাড্রেস।
ii.টেক্সটনির্ভর ডােমেইন নেম সিস্টেম (DNS)
iii. লােকাল অ্যাড্রেস

নিচের কোনটি সঠিক?

10 / 25

10. একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মােট কতটি বিটের প্রয়ােজন?

11 / 25

11. HTML-এ বাংলা ফন্ট ব্যবহারের জন্য কোন এট্টিবিউট ব্যবহার করা প্রয়ােজন?

12 / 25

12.
pic-1.jpg নামের ইমেজটি ওয়েবপেজে প্রদর্শনের কোড–

13 / 25

13. যদি ডেটাবেজে প্রচুর তথ্য সংরক্ষিত থাকে, তবে —

i. ডেটা দ্রুত খুঁজে পেতে ইনডেক্সিং প্রয়োজন
ii. এমনিতেই ডেটা দ্রুত খুঁজে পাওয়া যায়
iii. ডেটা খুঁজে বের করা সময়সাপেক্ষ

নিচের কোনটি সঠিক?

14 / 25

14. ডেটাবেজ থেকে কোনাে তথ্য খোঁজার জন্য কোনটি ব্যবহৃত হয়? [ম. বাে-১৬]

15 / 25

15. নিচের কোনটি Action Query? [সি. বাে. ২০১৯]

16 / 25

16. প্রাইমারি ফিল্ডের ডেটাগুলাে কেমন হওয়া অত্যাবশ্যক?

17 / 25

17. ‘সি’ ভাষায় গাণিতিক অপারেটরের সাহায্যে--
i. যােগ করা যায়
ii. ছােট বড় তুলনা করা যায়
iii ভাগশেষ নির্ণয় করা যায়
নিচের কোনটি সঠিক?

18 / 25

18. Oracle পার্সোনাল ভার্সন বিশ্বের কয়টি ভাষায় ব্যবহার করা যায় ?

19 / 25

19. উদ্দীপকটি পড় –
জেরি সি-ভাষায় একটি প্রােগ্রাম রচনা করে, যাতে ২টি সংখ্যার
যোগফল নির্ণয় করা যায়। প্রােগ্রামটি রান করার পর ২টি সংখ্যা প্রদান করলে ফলাফলে শুধু ২য় সংখ্যাটি প্রদর্শিত হয়।

উদ্দীপকে উদ্ভূত সমস্যার কারণ কোনটি?

20 / 25

20. উদ্দীপকটি পড়
রাজিব তার বাবার অফিসে গিয়ে দেখল তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউটারে প্রিন্ট কমান্ড দিলেন । এবং তার থেকে কিছু অবস্থিত আরেকজন অফিসারও একই সাথে প্রিন্ট কমান্ড একই প্রিন্টার থেকে প্রিন্ট দিলেন। রাজিবের বাবা নিজের কম্পিউটার ব্যবহার করে রাজিবকে তার প্রবাসী ফুফুর সরাসরি কথা বলিয়ে দিলেন।

উদ্দীপকের নেটওয়ার্কের ধরন হচ্ছে—
i. LAN
ii. MAN
iii. WAN

নিচের কোনটি সঠিক ?

21 / 25

21. কোন প্রজন্মের মোবাইল ফোনে LTE (long Term Evolution) স্ট্যান্ডার্ড অন্তর্ভুক্ত করা হয়েছে?

22 / 25

22. ৫-জি ইন্টারনেট সার্ভিস চালু করতে যাচ্ছে কোন দেশ?

23 / 25

23. ৫ কিলোবাইট ডেট আদান প্রদানের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কত?

24 / 25

24. কোনটি ডেটা প্রেরণের সাথে সম্পর্কিত?

25 / 25

25. কোন টপােলজি অন্তঃসংযােগ টপােলজি নামে পরিচিত?

Your score is

The average score is 37%

0%

Previous articleমডেল টেস্ট-06 (৬ষ্ঠ অধ্যায়) ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম
Next articleমডেল টেস্ট-02 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।