মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে । 0% 66 মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে । NameEmailPhone Number 1 / 25 1. উদ্দীপকের আলোতে প্রযুক্তির এ যুগে শওকত এক বিশেষ ব্যবস্থাপনায় ঘরে বসেই ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে। আবার তার বাবা অন্য একটি প্রযুক্তি ব্যবহার করে উন্নতজাতের ফুল চাষ করছেন। শওকত এর ব্যবহার প্রযুক্তিটি-- a. কৃত্রিম বুদ্ধিমত্তা b. ই-কমার্স c. ই-লার্নিং d. ভার্চুয়াল রিয়েলিটি 2 / 25 2. কোন তত্বের ওপর ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত ? a. মরগান তত্ত্ব b. ভার্চুয়াল তত্ত্ব c. কম্পিউটার তত্ত্ব d. সিমুলেশন তত্ত্ব 3 / 25 3. এক্সপার্ট সিস্টেম কী ? i. এক্সপার্ট সিস্টেম ii. ফাজি লজিক iii. লার্নিং সিস্টেম। নিচের কোনটি সঠিক ? a. i , ii ও iii b. i ও iii c. ii ও iii d. i 4 / 25 4. কোথায় স্পেস স্টেশন স্থাপিত হয়েছে? a. পৃথিবীর কক্ষপথে b. মঙ্গলগ্রহে c. সূর্যের কক্ষপথে d. পৃথিবীতে 5 / 25 5. বায়োমেট্রিক পদ্ধতিতে সিমকার্ড নিবন্ধন শুরু করা হয় ১ম ও ২য় দেশ কী কী ? a. বাংলাদেশ ও ভারত b. ভারত ও পাকিস্তান c. বাংলাদেশ ও ইরান d. পাকিস্থান ও বাংলাদেশ 6 / 25 6. LSD দ্বারা বোঝায়-- a. Least Significant Digit b. Least Significant Digital c. Latest Sign Digital d. Latest Significant Digit 7 / 25 7. ওয়েব পেজের ঠিকানাকে কী বলা হয়? a. www b. URL c. HTTP d. FTP 8 / 25 8. ডকুমেন্টটি কোন ভাষায় আছে, তা ব্রাউজারকে জানানোর জন্য কোন অ্যাট্রিবিউট ব্যবহার হয় ? a. lang b. Charset c. Target d. Type 9 / 25 9. ইন্টারনেটে যেসব ঠিকানা ব্যবহৃত হয় সেগুলাে সাধারণত-- i. আইপি অ্যাড্রেস। ii.টেক্সটনির্ভর ডােমেইন নেম সিস্টেম (DNS) iii. লােকাল অ্যাড্রেস নিচের কোনটি সঠিক? a. i ও ii b. ii ও iii c. i ও iii d. i,ii ও iii 10 / 25 10. একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মােট কতটি বিটের প্রয়ােজন? a. ১২ b. ১৬ c. ৩২ d. ৩ 11 / 25 11. HTML-এ বাংলা ফন্ট ব্যবহারের জন্য কোন এট্টিবিউট ব্যবহার করা প্রয়ােজন? a. ফন্ট b. face c. src. d. Href 12 / 25 12. pic-1.jpg নামের ইমেজটি ওয়েবপেজে প্রদর্শনের কোড– a. <img src="pic-1.jpg"> b. <img>= "pic-1.jpg" </img> c. <p>= "pic-1.jpg" </p> 13 / 25 13. যদি ডেটাবেজে প্রচুর তথ্য সংরক্ষিত থাকে, তবে — i. ডেটা দ্রুত খুঁজে পেতে ইনডেক্সিং প্রয়োজন ii. এমনিতেই ডেটা দ্রুত খুঁজে পাওয়া যায় iii. ডেটা খুঁজে বের করা সময়সাপেক্ষ নিচের কোনটি সঠিক? a. ii ও iii b. i,ii ও iii c. i d. i ও iii 14 / 25 14. ডেটাবেজ থেকে কোনাে তথ্য খোঁজার জন্য কোনটি ব্যবহৃত হয়? [ম. বাে-১৬] a. DBMS b. RDBMS c. CAESAR d. SQL 15 / 25 15. নিচের কোনটি Action Query? [সি. বাে. ২০১৯] a. Crosstab b. Select c. Parameter d. Update 16 / 25 16. প্রাইমারি ফিল্ডের ডেটাগুলাে কেমন হওয়া অত্যাবশ্যক? a. লজিক্যাল b. ইউনিক বা স্বতন্ত্র c. ক্রমানুযায়ী সাজানাে d. অটোনাম্বার 17 / 25 17. ‘সি’ ভাষায় গাণিতিক অপারেটরের সাহায্যে-- i. যােগ করা যায় ii. ছােট বড় তুলনা করা যায় iii ভাগশেষ নির্ণয় করা যায় নিচের কোনটি সঠিক? a. i,ii ও iii b. i ও iii c. ii ও iii d. i 18 / 25 18. Oracle পার্সোনাল ভার্সন বিশ্বের কয়টি ভাষায় ব্যবহার করা যায় ? a. ৪০ b. ৮০ c. ২০ d. ৬০ 19 / 25 19. উদ্দীপকটি পড় – জেরি সি-ভাষায় একটি প্রােগ্রাম রচনা করে, যাতে ২টি সংখ্যার যোগফল নির্ণয় করা যায়। প্রােগ্রামটি রান করার পর ২টি সংখ্যা প্রদান করলে ফলাফলে শুধু ২য় সংখ্যাটি প্রদর্শিত হয়। উদ্দীপকে উদ্ভূত সমস্যার কারণ কোনটি? a. প্রয়ােজনীয় চলক ঘােষণা না করা b. আউটপুট ফাংশনে ভুল চলক ঘােষণা করা c. সঠিক হেডার ফাইল উল্লেখ না করা d. ইনপুটে ভগ্নাংশ সংখ্যা প্রদান করা 20 / 25 20. উদ্দীপকটি পড় রাজিব তার বাবার অফিসে গিয়ে দেখল তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউটারে প্রিন্ট কমান্ড দিলেন । এবং তার থেকে কিছু অবস্থিত আরেকজন অফিসারও একই সাথে প্রিন্ট কমান্ড একই প্রিন্টার থেকে প্রিন্ট দিলেন। রাজিবের বাবা নিজের কম্পিউটার ব্যবহার করে রাজিবকে তার প্রবাসী ফুফুর সরাসরি কথা বলিয়ে দিলেন। উদ্দীপকের নেটওয়ার্কের ধরন হচ্ছে— i. LAN ii. MAN iii. WAN নিচের কোনটি সঠিক ? a. i ও iii b. i c. ii ও iii d. i,ii ও iii 21 / 25 21. কোন প্রজন্মের মোবাইল ফোনে LTE (long Term Evolution) স্ট্যান্ডার্ড অন্তর্ভুক্ত করা হয়েছে? a. ৪র্থ b. ২য় c. ৩য় d. ১ম 22 / 25 22. ৫-জি ইন্টারনেট সার্ভিস চালু করতে যাচ্ছে কোন দেশ? a. জাপান b. যুক্তরাষ্ট্র c. দক্ষিণ কোরিয়া d. চীন 23 / 25 23. ৫ কিলোবাইট ডেট আদান প্রদানের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কত? a. ৯৫.২৪% b. ৯০.২৫% c. ৭২.৭৩% d. ৭৭.২৩% 24 / 25 24. কোনটি ডেটা প্রেরণের সাথে সম্পর্কিত? a. Downlink b. Demodulate c. Uplink d. Modulate 25 / 25 25. কোন টপােলজি অন্তঃসংযােগ টপােলজি নামে পরিচিত? a. মেশ b. স্টার c. রিং d. বাস Your score isThe average score is 37% LinkedIn Facebook VKontakte 0% Restart quiz