মডেল টেস্ট-02 ( দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং

0%
4
Created by Liaquat Talukder

মডেল টেস্ট-02 ( দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং

1 / 50

1. LAN বলতে কী বুঝায়?

2 / 50

2. ডেটা কমিউনিকেশনের মূল উপাদান কতটি?

3 / 50

3. কম্পিউটারকে নেটওয়ার্ক যুক্ত করার জন্য যে কার্ড ব্যবহৃত হয় তাকে বলে--

4 / 50

4. সেলুলার ফোনে কোন টপােলজি ব্যবহৃত হয়? [ব.বা. ২০১৯]

5 / 50

5. নিচের কোনটি Modulator ও Demodulator কে বােঝায়?

6 / 50

6. ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ককে কয়ভাগে ভাগ করা হয়?

7 / 50

7. সবচেয়ে বেশি এলাকা জুড়ে যােগাযােগের পদ্ধতি হলাে—

8 / 50

8. নিচের উদ্দীপকটি পড়
একটি অফিসের দুটি কক্ষ থেকে দুজন কম্পিউটার অপারেটর একটি প্রিন্টার থেকে প্রিন্ট দিতে পারেন। অফিসের পরিচালক কম্পিউটার ব্যবহার করে বিশেষ ব্যবস্থায় তার ছেলের সাথে প্রবাসী মেয়ের কথা বলিয়ে দিলেন।

উদ্দীপকের ব্যবস্থায় সম্ভব– [দি, বাে.-২০১১]
i. স্বল্প প্রযুক্তিতে অধিক সেবা
ii. স্বল্প পরিসরে সীমাবদ্ধ কার্যক্রম
iii. সহজ যােগাযােগ

নিচের কোনটি সঠিক? .

9 / 50

9. ডেটা কমিউনিকেশনের মিডিয়াম বা মাধ্যম হিসেবে নিচের কোনটি ব্যবহার করা হয়?

10 / 50

10. তরঙ্গ কন যত বেশি হবে তার তরঙ্গ দৈর্ঘ্য কেমন হবে?

11 / 50

11. GSM এর পূর্ণরূপ হলাে---

12 / 50

12. কোনটি চতুর্থ প্রজন্মের মােবাইল ফোনের প্রধান বৈশিষ্ট্য? [সি, বাে, ২০১৭]

13 / 50

13. ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে কাজ করা সুবিধাজনক, কারণ-- [ঢা, বাে, ২০১৯]

i. শুধুমাত্র নিজস্ব হার্ডওয়্যার প্রয়ােজন
ii. সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
iii. সার্বক্ষণিক ব্যবহার করা যায়।

নিচের কোনটি সঠিক?

14 / 50

14. কো-এক্সিয়াল ক্যাবল কয় ভাগে বিভক্ত?

15 / 50

15. ব্যান্ডউইথ কী?

16 / 50

16. একই ভবনের বিভিন্ন কক্ষে রক্ষিত কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক ব্যবস্থাকে কী বলে? [রা, বাে, ২০১৬]

17 / 50

17. তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ঐ তারকে বলা হয়--

18 / 50

18. কোনটি ব্লু-টুথ স্ট্যান্ডার্ড?

19 / 50

19. USB বলতে বােঝায় –

20 / 50

20. Bluetooth-এর Bandwidth কত?

21 / 50

21. ন্যানোব্যান্ড টেলিফোনের ক্ষেত্রে কত হার্টজ ফ্রেকুয়েসি প্রদান করে থাকে ?

22 / 50

22. কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব?

23 / 50

23. স্ট্রিমিং ভিডিওর ব্যান্ডউইথ কত?

24 / 50

24. কি বোড থেকে সিপিইউতে ডেটা স্থানান্তরের সময় ব্যবহ্রত ট্রান্সমিশনের বৈশিষ্ট হলো-
১. ডেটা ব্লক আকারে স্তানান্তরিত হয়
২. যেকোন সময় ডেটা প্রেরণ ও গ্রহণ করতে পারে
৩. প্রাইমারি ষ্টোরেজ ডিভাইজরে প্রয়োজন হয় না
নিচের কোনটি সঠিক?

25 / 50

25. দ্বিতীয় প্রজন্মের মােবাইল ফোনের উল্লেখযােগ্য বৈশিষ্ট্য কী?

26 / 50

26. নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব? [দি. বাে, ২০১৬]

27 / 50

27. দশটি কম্পিউটার একটি তারের সংযুক্ত থাকলে সেটি কোন ধরনের নেটওয়ার্ক? [ম-বাে, ২০১৭]

28 / 50

28. নিচের কোনটি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বুঝায়?

29 / 50

29. উদ্দীপকের আলোতে
কোনো কোম্পানির দুইজন নিরাপত্তা কর্মকর্তা নিজেদের মধ্যে যোগাযোগ করেন কিন্তু একই সময় তারা কথা বলতে পারে না ।

তারা কোন ডেটা ট্রান্সমিশন মােড ব্যবহার করেন? [কু. বাে. ২০১৬]

30 / 50

30. ডেটা ট্রান্সমিশনের একককে নিচের কোনটি দ্বারা হিসেব করা হয়?

31 / 50

31. হটস্পট কী?

32 / 50

32. নিচের উদ্দীপকটি পড়
একটি রুমে থাকা ল্যাপটপগুলাে নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়।

উদ্দিপকেকের নেটওয়ার্কটি-- [ঢা. বাে, ২০১৭]
i. ক্যাবলের মাধ্যমে
ii. ক্লায়েন্ট সার্ভার
iii. ওয়াইফাই-এর মাধ্যমে।

নিচের কোনটি সঠিক?

33 / 50

33. কোনটি তারবিহীন MAN-এর সাথে সম্পর্কিত?

34 / 50

34. সৃষ্ট নেটওয়ার্কের সুবিধা কী? [ম, বাে. ২০১৯]

35 / 50

35. ডেটা কমিনিকেশান্স কি?

36 / 50

36. একটি চ্যানেল দিয়ে 3 সেকেণ্ডে ৪100 বিট স্থানান্তরি হলে তার ব্যান্ডউইথ কত?

37 / 50

37. তিন স্তরবিশিষ্ট তারের কেবল কোনটি ?

38 / 50

38. নিচের কোন বৈশিষ্টটি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের বেলায় প্রযোজ্য-

39 / 50

39. ভৌগােলিক অবস্থানের ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্ককে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?

40 / 50

40. নিচের উদ্দীপকটি পড়

‘ক’ কলেজের মান উন্নয়নের জন্য সরকার ১২টি কম্পিউটার প্রদান করে। কম্পিউটারগুলাে একই ফ্লোরে অবস্থিত কম্পিউটার ল্যাব, লাইব্রেরি ও ক্লাসরুমে ব্যবহৃত হচ্ছে। কম্পিউটারগুলোর মধ্যে ডেটা স্থানান্তরের জন্য পেনড্রাইভ ব্যবহৃত হওয়ার কারণে অনেক অসুবিধা হচ্ছিল। তাই আইসিটি শিক্ষকের পরামর্শে কলেজ কর্তৃপক্ষ কম্পিউটারগুলােকে পরস্পরের সাথে সংযােগের ব্যবস্থা করলেন।

কলেজ কর্তৃপক্ষের গৃহীত ব্যবস্থায় যে যে রিসোর্সসমূহ শেয়ার করা সম্ভব হবে-- [ব. বাে, ২০১১]
i. হার্ডওয়্যার।
ii. সফটওয়্যার
iii. ইনফরমেশন।

নিচের কোনটি সঠিক?

41 / 50

41. মােবাইল শব্দের অর্থ---

42 / 50

42. Wi-Fi এবং Wi-Max এর মধ্যে পার্থক্য হচ্ছে- [ব. বাে, ২০১৬]
i. কভারেজ এরিয়ায়।
ii. ট্রান্সমিশন মােডে
iii. ট্রান্সমিশন স্পিডে

নিচের কোনটি সঠিক?

43 / 50

43. নিচের উদ্দীপকটি পড়
কলেজের বিজ্ঞান ভবনে বিশটি কম্পিউটার নেটওয়ার্কে সংযুক্ত করা হলাে। ২০১৮ সালে শিক্ষা সচিব মহােদয় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উক্ত ভবনে অনার্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন করেন।

উদ্দীপকের নেটওয়ার্কে ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মােড কোনটি? [ব, বাে, ২০১১]

44 / 50

44. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হলাে-

45 / 50

45. কমিউনিকেশনকে কার্যকর করার জন্য কোনটি ব্যবহার করা হয়?

46 / 50

46. একই ভবনের বিভিন্ন তলায় অবস্থিত অনেকগুলাে কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ককে কী বলে?

47 / 50

47. উদ্দিপকেকের আলোতে
শাহানা 4G মােবাইল ফোন ব্যবহার করে তার নির্দিষ্ট কিছু বন্ধুকে SMS এর মাধ্যমে একটি বার্তা প্রেরণ করে।

বার্তা জানানাের মােড কোনটি?

48 / 50

48. 5 কিলােবাইট ডেটা আদান-প্রদানের ক্ষেত্রে অসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কত? [চ.বো, ২০১৭]

49 / 50

49. উদ্দীপকের আলোতে
মােহনা লক্ষ করল, তাদের এলাকার সবচেয়ে উঁচু দালানগুলাের ওপর বিভিন্ন মােবাইল কোম্পানির টাওয়ার বসানাে আছে। এমনকি খোলা প্রান্তরেও অনেক দূরে দূরে টাওয়ারগুলাে বসানাে, যাদের মাঝখানে কোনাে বাধা নেই। একটি দালানের ওপর কিছু
যন্ত্রপাতিসহ একটি এন্টেনা আকাশমুখী করে রাখা হয়েছে।

উদ্দীপকের উঁচু টাওয়ারগুলাে কোন ধরনের মিডিয়া ব্যবহার করে?

50 / 50

50. একই সাথে অনেকগুলাে পেলে যোগাযােগের জন্য নিচের কোনটি ব্যবহার করতে হবে?

Your score is

The average score is 10%

0%

Previous articleকুইজ-18 (451 থেকে 475 ) প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)
Next articleমডেল টেস্ট-03 (তৃতীয় অধ্যায়) সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস