মডেল টেস্ট-01 প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্ত : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত) 0% 77 Created by Liaquat Talukder মডেল টেস্ট-01 প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্ত : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত) 1 / 50 1. বিশ্বগ্রাম ধারনার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পৃক্ত ?{ঢা-2016} a. শিক্ষার অবাধ সুযোগ-সুবিধার বিস্তার b. বিশ্বব্যাপী গ্রামেকে নগরে পরিবর্তন c. ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার d. গ্রামের সাথে শহরের সহজ যোগাযোগ 2 / 50 2. টেলিমেডেসিন সেবার জন্য আবশ্যক -১. বিশেষজ্ঞ চিকিৎসক২. রোগ নির্ণয় কেন্দ্র৩. বিশেষায়িত নেটওয়ার্ক a. ২ও৩ b. ১ও২ c. ১,২ও৩ d. ১ও৩ 3 / 50 3. মানুষকে ইউনিক হিসাবে শনাক্তকরণ প্রযুক্তি হলো-- [ম.বো.২০১৬] a. ন্যানোটেকনোলজি b. বায়োইনফোরট্রিক c. বায়োমেট্রিক d. জেনেটিক ইঞ্জিনিয়ারিং 4 / 50 4. কোন প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়? a. ন্যানােটেকনােলজি b. বায়ােমেট্রিক্স c. বায়ােইনফরমেটিক্স d. জেনেটিক ইঞ্জিনিয়ারিং 5 / 50 5. রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ধাপগুলাে হলাে--i DNA নির্বাচনii. DNA এর বাহক নিবাচনiii DNA ও কর্তননিচের কোনটি সঠিক? a. i,ii ও iii b. ii ও iii c. i ও iii d. i 6 / 50 6. ক্রায়ােসার্জারি ব্যবহৃত প্রধান উপাদান-- [য. বো.২০১৯] a. মিথেন b. নাইট্রোজেন c. অক্সিজেন d. হাইট্রোজেন 7 / 50 7. ফেসবুক পেজ থেকে গল্প নিয়ে শাহানা নিজের নামে মাদ্রাসা ম্যাগাজিনে ছাপিয়ে দিল। শাহানার কাজটি কোন ধরনের? [ম. বাে, ২০১৮] a. পাইরেসি b. প্লেজিয়ারিজম c. ডেটা চুরি d. ফিশিং 8 / 50 8. উৎপাদন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিচের কোনটি সঠিক?i. টেলিপোর্ট সেবাii. টেলিযােগাযােগ সেবাiii. ইন্টারনেট সেবানিচের কোনটি সঠিক ? a. i, ii ও iii b. i ও iii c. ii ও iii d. i 9 / 50 9. কোন তত্বের ওপর ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত ? a. ভার্চুয়াল তত্ত্ব b. সিমুলেশন তত্ত্ব c. মরগান তত্ত্ব d. কম্পিউটার তত্ত্ব 10 / 50 10. চিত্রের পদার্থটিকে কি বলে ? a. ন্যানোস্কেল b. বায়োপার্টিকেল c. ন্যানোপার্টিকেল d. কোয়ান্টাম স্কেল 11 / 50 11. জীবের বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাসকে কী বলে? a. নিউক্লিয়াস b. জিনােম c. ক্রোমােজোম d. জিন 12 / 50 12. ২০১৬ সালের ICT উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম ? a. ১৪৪ তম b. ১৩৪ তম c. ১২৪ তম d. ১৪৭ তম 13 / 50 13. রােবটের গঠনে থাকা নির্দিষ্ট বিশেষত্বগুলাে হলাে—i. প্রােগ্রামিং দ্বারা নিয়ন্ত্রণii. বিশেষ যান্ত্রিক গঠনiii. বিদ্যুৎ বা পাওয়ার সাপ্লাই ব্যবস্থা নিচের কোনটি সঠিক? a. i, ii ও iii b. i ও iii c. ii ও iii d. i ও ii 14 / 50 14. ক্রায়ােসার্জারি করতে হয় যে চিকিৎসায়--i.স্তন ক্যান্সারের চিকিৎসায়ii. প্রােস্টেট ক্যান্সারের চিকিৎসায়iii. লিভার ক্যান্সারের চিকিৎসায়।নিচের কোনটি সঠিক? a. i ও ii b. i, ii ও iii c. ii d. ii ও iii 15 / 50 15. Apple M-11 মােবাইল তৈরিতে কোন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে? [মা. বাে. ২০১৯] a. বায়ােটেকনােলজি b. বায়াে প্রযুক্তি c. জেনেটিক ইঞ্জিনিয়ারিং d. ন্যানােটেকনােলজি 16 / 50 16. ই-মেইল কে আবিষ্কার করেন? a. অটো রােয়েডারার b. রে টমলিনসন c. আর্থার উইয়ান d. এএম পনিয়াটফ 17 / 50 17. উদ্দীপকের আলোতেসম্প্রতি ডিজিটাল মেলা উদ্বোধনকালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সোফিয়া নামের একটি যন্ত্র মানবের সাথে কথোপোকথন হয় ।উদ্দীপকে কোন প্রযুক্তির ইঙ্গিত করা হয়েছে ? [ম.বো.২০১৮] a. ন্যানােটেকনােলজি b. রোবটিক্স c. বায়ােইনফরমেটিক্স d. জেনেটিক ইঞ্জিনিয়ারিং 18 / 50 18. বিশ্বগ্রামের ধারণাটি সর্বপ্রথম প্রবর্তন করেন-(ঢা-16, কু-16) a. মার্শাল ম্যাকলুহান b. টিম বার্নার্স লি c. মার্ক জাকারবার্গ d. বিল গেটস 19 / 50 19. ন্যানােটেকনােলজি দিয়ে তৈরিকৃত যন্ত্র হতে পারে- (ঢা. বাে, ২০১৭]i. কম্পিউটারii. ক্রায়ােলােবiii. রােবট নিচের কোনটি সঠিক? a. i b. i,ii ও iii c. i ও iii d. ii ও iii 20 / 50 20. উদ্দীপকের আলোতেডাঃ রাজ শহরে অবস্থান করেও পত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা সেবা দিয়ে থাকেন । তিনি বন্ধুর আচিলের অপারেশনে নিম্নতাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যান । পত্যন্ত অঞ্চলে চিকিৎসা দেয়ার প্রক্রিয়াটি হচ্ছে -- [য. বো. ২০১৯]i. ভিডিও কনফারেন্সii. টেলিমেডিসিনiii.ই-মেইল a. i ও ii b. i , ii ও iii c. ii ও iii d. ii ও iii 21 / 50 21. www.bdjobs.com কী ? a. গেম পোর্টাল b. ওয়েব পোর্টাল c. নিউজ পোর্টাল d. জব পোর্টাল 22 / 50 22. ক্রায়োসার্জারিতে--- [চ, বাে, ২০১৬]i. টিউমার টিস্যুর তাপমাত্রা হ্রাস-বৃদ্ধি করা হয়ii.নাইট্রোজেন ও অন্যান্য ক্রোমোজনিত এজেন্ট ব্যবহার করা হয়।iii. অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়ােগ করা হয় নিচের কোনটি সঠিক ? a. ii ও iii b. i, ii ও iii c. i ও iii d. i 23 / 50 23. কাকে ন্যানাে প্রযুক্তির জনক বলা হয়? খ. a. জোহান্স মেন্ডেস b. মার্শাল ম্যাকলুহান c. রিচার্ড ফাইনম্যান d. লুই পাস্তুর 24 / 50 24. নিচের উদ্দিপকের আলোতেফজল মিয়া কৃষি কাজ করেন সমস্যা হলো তার এলাকাটি বন্যাপ্রবণ এবং তার উৎপাদন ধান প্রায়ই বন্যায় তলিয়ে যায় ।কৃষি বিভাগ এ বছর উক্ত অঞ্চলের কৃষকদের জন্য বিশেষ ধরণের ধানের বীজ সরবারহ করেছে, যা থেকে উদপাদিত ধানগাছগুলো বেশ লম্বা হবার কারণে সেগুলো সে বছর বন্যায় তলিয়ে যায়নি শস্যের উদপাদন ও হলো প্রচুর ।উদ্দীপকে বর্ণিত বিশেষ ধরনের ধানবীজ উদ্ভাবনে কোন পদ্ধতিরসহায়তা নেয়া হয়েছে? a. বায়ােমেটিক b. জেনেটিক ইঞ্জিনিয়ারিং c. বায়ােইনফরমেটিক্স d. বায়ােটেকনােলজি 25 / 50 25. উদ্দীপকের আলোতেবিলুর মামা কম্পিউটার বিজ্ঞানী। বিলু একদিন মামার ল্যাবে বেড়াতে গেলে মামা তার শরীরে নানা যন্ত্রপাতি লাগিয়ে দিতেইবিলু দেখতে পেল-সে কক্সবাজার সমুদ্র সৈকতে বসে আছে। বিলুহাত দিয়ে পানি স্পর্শ করে দেখল সত্যি তার হাত পানিতে ভিজেযাচ্ছে। বিলুর হাতে পানির অনুভূতি সৃষ্টি করছে নিচের কোনাটি ? a. ডেটা ইনপুট b. বিশেষ ধরনের চশমা c. ডেটা গ্লোভস d. ডেটা ডিভাইস 26 / 50 26. www.daraz.com কী ? a. ই-বুক সাইট b. ই-মেইল সাইট c. ই-ব্যাংক সাইট d. ই -কমার্স সাইট 27 / 50 27. রােবটিক্সের অধিভুক্ত বিষয় হলাে--i. বিজ্ঞানii.রসায়নiii. ইঞ্জিনিয়ারিংনিচের কোনটি সঠিক ? a. i ও iii b. i c. ii ও iii d. i, ii ও iii 28 / 50 28. বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম কোনটি ? a. Twitter b. Tagged c. Zorpia d. Facebook 29 / 50 29. গবেষণা ক্ষেত্রের প্রতিবন্ধকতা দূর করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান হলো --i. ই-জার্নালের ধারণা উদ্ভাবনii. পেটেন্টের ডেটাবেজ উন্মুক্তকরণiii. গবেষণাপত্র প্রকাশের খরচ কমানো নিচের কোনটি সঠিক ? a. i , ii ও iii b. i ও ii c. i d. ii ও iii 30 / 50 30. কৃত্তিম বুদ্বিমত্তার প্রধানত ব্যাবহৃত হয় কোনটি ? a. COBOL b. HTML c. PYTHON d. PROLOG 31 / 50 31. কোনটির মাধ্যমে বিভিন্ন রকম হরমােন তৈরি করা সম্ভব হচ্ছে-- a. জেনেটিক ইঞ্জিনিয়ারিং b. বায়ােমেট্রিক্স c. ন্যানােটেকনােলজি d. বায়ােইনফরমেটিক্স 32 / 50 32. ক্যাড’ বলতে কি বােঝায়? a. কন্ট্রোল এইডেড ডিজাইন b. কন্ট্রোল এইডেড ডিরেকশন c. কম্পিউটার এইডেড ডিরেকশন d. কম্পিউটার এইডেড ডিজাইন 33 / 50 33. চিত্রের পথার্থের বৈশিষ্ট হলো---i. পৃষ্ঠদেশের পরিমাণ বেশিii. মাইক্রো ক্যামেরা যুক্তiii. রাসায়নিকভাবে অনেক ক্রিয়াশীলনিচের কোনটি সঠিক? a. i ও iii b. i c. ii d. i,ii ও iii 34 / 50 34. নেটফ্লিক্স কি ? a. ই-কমার্স সাইট b. ভার্চুয়াল রিয়ালিটি c. স্ট্রিমিং সার্ভিস d. চতুর্থ প্রজনন রোবট 35 / 50 35. অর্থনৈতিক উন্নয়ন বলতে বুঝায়--- a. জীবনধারার পরিবর্তন b. যোগাযোগ ব্যাবস্থা উন্নয়ন c. শিক্ষাব্যবস্থার উন্নয়ন d. জীবনযাত্রার মানােন্নয়ন 36 / 50 36. ইলেকট্রনিক ব্যাংকিং এর সম্পূরক নয়-- a. bKash b. POS c. FRD d. ATM 37 / 50 37. বায়ােইনফরমেটিক্স-এর প্রধান গবেষণার বিষয় হলাে –i.ইমেজ বিশ্লেষণii. জিন-এর সূত্র বিশ্লেষণiii.ধারা বিশ্লেষণনিচের কোনটি সঠিক ? a. i, ii ও iii b. i c. i ও iii d. i ও ii 38 / 50 38. হার্বাট মার্শার ম্যাকলুহান ছিলেন একজন___ a. বিজ্ঞানী b. তথ্য প্রযুক্তিবিদ c. দার্শনিক d. মনোবিজ্ঞানী 39 / 50 39. প্রযুক্তির যে শাখা রােবটের ধারণা, নকশা, উৎপাদন, কার্যক্রম কিংবা ব্যবহার বাস্তবায়নের সংশ্লিষ্ট তাকে কী বলে? a. বায়ােইনফরমেটিক্স b. বিহেভিয়ার c. বায়ােমেট্রিক্স d. রােবটিক্স 40 / 50 40. জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যাম হলো--i. ইনস্টাগ্রামii. ফেসবুকiii. টুইটার নিচের কোনটি সঠিক ? a. i ও iii b. i c. ii ও iii d. i , ii ও iii 41 / 50 41. উদ্দিপকের আলোকে নিচের প্রশ্নেরে উত্তর দাওঃআবির নিজের গ্রামে বসেই বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করে দেয়। এতে তার বেশ আয় হচ্ছে। আজকাল সে গ্রমের কৃষকদেরকে নিয়ে উচ্চ ফলনশীল নতুন জাতের গমের চাষাবাদ, পণ্য ক্রয়-বিক্রয় বিষয়ে কৃষীবিজ্ঞানীদের সাথে সরাসরি আলোচনার ব্যবস্থা্ করে এবং গ্রামের বেকার যুবকদের জন্য নিজের পেশায় যুক্ত হতে প্রশিক্ষনের আয়োজন করে।আবিরের উদ্যোগের ফলে -১. প্রযুক্তির প্রসার ঘটবে২. জনসম্পদ তৈরি হবে৩. কর্মসংস্থান হ্রাস পাবে a. ১ও৩ b. ১,২ও ৩ c. ১ও২ d. ২ও৩ 42 / 50 42. রােবটের আকার বা আকৃতি কীসের ওপর নির্ভর করে? a. মানুষের ওপর b. কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর c. ডিজাইনারের ওপর d. রােবটের কাজের ওপর 43 / 50 43. উদ্দীপকে উল্লিখিত ধান বীজের জিনে---i. লম্বা বৈশিষ্ট্যের ধান গাছের ডিএনএ সংযুক্ত করাii. উচ্চ ফলনশীলতার বৈশিষ্ট্য সংযুক্ত করা হয়েছেiii. ডুবে না যাবার বৈশিষ্ট্য সংযুক্ত করা হয়েছে। নিচের কোনটি সঠিক? a. i,ii ও iii b. i ও ii c. i ও iii d. ii ও iii 44 / 50 44. কোনটি বায়ােমেট্রিক্স-এ ব্যবহৃত হয়? a. ডিজিটাল মিটার b. ওয়েট মিটার c. সেন্সর d. থার্মোমিটার 45 / 50 45. তাৎক্ষনিকাভাবে সারাবিশ্বের যেকোনো প্রান্তের সাথে যোযোযোগের মাধ্যম হলো --i. ই-মেইল ii. হোয়াটস অ্যাপiii. জুম নিচের কোনটি সঠিক ? a. i, ii ও iii b. i ও ii c. i d. ii ও iii 46 / 50 46. নিচের কোন রোগের জন্য ক্রায়ােসার্জারি ব্যাবহৃত হয় ? a. পেটের রোগ b. দন্তরোগ c. চর্মরোগ d. মস্তিকের রোগ 47 / 50 47. অদ্বিতীয়ভাবে একজন ব্যাক্তিকে শনাক্ত করার জন্য কোন তথ্যটি ব্যাবহৃত হয় না? a. কণ্ঠস্বর b. আঙুলের ছাপ c. ডিএনএ d. চোখের মনি 48 / 50 48. কম্পিউটার ইথিক্স ইনস্টিটিউট কত সালে কম্পিউটার ব্যবহারকারীদের জন্য নির্দেশনা প্রণয়ন করে? a. ১৯৯৩ b. ১৯৯০ c. ১৯৯১ d. ১৯৯৪ 49 / 50 49. বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি ? a. সফটওয়ার b. কানেকটিভিটি c. ডেটা d. হার্ডওয়ার 50 / 50 50. তথ্য ও যােগাযােগ সংক্রান্ত যন্ত্রপাতি অত্যধিক ব্যবহারের ফলে--i. চোখের ওপর চাপ পরেii. ঘাড় ও পিঠের কেন্দ্র চালুiii. কর্মসন্থানের সুযোগ সৃস্টিনিচের কোনটি সঠিক ? a. i b. ii ও iii c. i,ii ও iii d. i ও ii Your score isThe average score is 33% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz