মডেল টেস্ট-01 প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্ত : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)

0%
77
Created by Liaquat Talukder

মডেল টেস্ট-01 প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্ত : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)

1 / 50

1. উদ্দিপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাওঃ
ডা. রাজ শহরে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা দিয়ে থাকেন। তিনি তার বন্ধুর আচিঁলের অপারেশনে নিম্নতাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ী ফিরে যান।
বন্ধুর চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতির প্রভাবে-
১. পার্শ্ব-প্রতিক্রিয়া কম হবে
২. রোগীর ব্যথা কম হবে
৩. সুস্থ হতে সময় কম  লাগে

2 / 50

2. E-GP এর পূর্ণরূপ কী ?

3 / 50

3. ইলেকট্রনিক ডিভাইস-এর মাধমে পর্নোগ্রাফি সরবরাহের সর্বোচ শাস্তি কোনটি ?

4 / 50

4. মি.‘ক’এর প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যবহৃত হতে পারে: [রা-১৯]

i. চিকিৎসাবিদ্যার শিক্ষার্থীদেরকে হৃৎপিণ্ডের কার্যকারিতা বুঝানাের ক্ষেত্রে
ii. প্রকৌশল বিদ্যার শিক্ষার্থীদেরকে ঝুঁকিপূর্ণ কাজের প্রশিক্ষণ প্রদানে
iii. পুলিশ বাহিনীকে ট্রাফিক ব্যবস্থাপনার প্রশিক্ষণের ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক ?

5 / 50

5. জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহারের ক্ষেত্র কোনটি? [মা, বাে, ২০১৭]

6 / 50

6. স্মার্ট হোমে বিভিন্ন ডিভাইস দ্বারা নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় ব্যবস্থা হলো ___
i. ফায়ার সিস্টেম
ii. গ্যারেজ সিস্টেম
iii. তাপ নিয়ন্ত্রক ব্যবস্থা

নিচের কোনটি সঠিক ?

7 / 50

7. সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছের সাহায্য সহজেই জনমত যাচাই করা যায় ?

8 / 50

8. তথ্য ও প্রযুক্তির অবদান হলো--

i. তথ্যের সহজ প্রাপ্যতা
ii. মানবসম্পদের উন্নয়ন ঘটানো
iii. ব্যাবসায় বাণিজ্যে লাভজনক প্রক্রিয়া সৃষ্টি

9 / 50

9. বাংলাদেশে সর্বপ্রথম Q-Cash চালু করেন--

10 / 50

10. ই-লার্নিং এর সুবিধা হলো --
i. পারস্পরিক মিথক্রিয়ায় পাঠদান
ii. যেকোনো স্থান থেকে শিক্ষাদান
iii. কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান

নিচের কোনটি সঠিক ?

11 / 50

11. MICR চেক বলতে কি বোঝায় ?

12 / 50

12. উদ্দীপকের আলোতে
কাভিড -১৯ সংক্রমণের সময় ইবাদের স্কুল বন্ধ ছিল । তবে এ সময় তার শিক্ষকরা শিক্ষাক্রম বন্ধ না রেখে ঘরে বসে অবস্থান করেই পাঠদান কার্যক্রম চালিয়ে গেছেন ।
উদ্দীপকের শিক্ষকরা পাঠদানে কোন পদ্ধতি ব্যবহার করেছেন ?

13 / 50

13. সাইবার মানি পরিভাষাটি নিচের কোনটির সাথে সাথে সম্পৃক্ত ?

14 / 50

14. কোনাে টিউমারকে অতিরিক্ত ঠান্ডা তাপমাত্রায় গলানাে হয়, কোন সার্জিকাল পদ্ধতির মাধ্যেমে ?

15 / 50

15. সাধারণভাবে ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ হলো --

16 / 50

16. উদ্দীপকের আলোতে
পীরগঞ্জ উপজেলা সদরের ডায়াবেটিস হাসপাতালে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যেমে ঢাকার বিশেষ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসাসেবা দেওয়া হয় ।

চিকিৎসাসেবা প্রদানের এ পদ্ধতিকে কি বলে ?

17 / 50

17. অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে ? [মা. বাে, ২০১৬]

18 / 50

18. ইনসুলিন তৈরিতে ব্যবহৃত হয়—
i. Bacillus ব্যাকটেরিয়া
ii. E.coli ব্যাকটেরিয়া
iii. Yeast
নিচের কোনটি সঠিক?

19 / 50

19. সামরিক ক্ষেত্রে রোবট ব্যাবহৃত হয় ?
i. স্থল মাইন অপসারণ করতে
ii. সামনা সামনি গোলাগুলি করতে
iii.যুদ্ধযানে ড্রাইভাইরে বিকল্প হিসাবে
নিচের কোনটি সঠিক ?

20 / 50

20. হার্বার্ট মার্শাল ম্যাকলুহান-এর বিখ্যাত গ্রন্থসমূহের নাম হলো-
i. The Gutenberg Galaxy : The Making of Typographic Man
ii. Understanding Media
iii. The C Programming Language.

নিচের কোনটি সঠিক ?

21 / 50

21. বর্তমান বিশ্বে কম্পিউটার নেটওয়ার্কিং প্রক্রিয়া একমাত্র আধিপত্য বিস্তারকারী মাধ্যমের নাম কি ?

22 / 50

22. উদ্দিপকের আলোকে নিচের প্রশ্নেরে উত্তর দাওঃ
আবির নিজের গ্রামে বসেই বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করে দেয়। এতে তার বেশ আয় হচ্ছে। আজকাল সে গ্রমের কৃষকদেরকে নিয়ে উচ্চ ফলনশীল নতুন জাতের গমের চাষাবাদ, পণ্য ক্রয়-বিক্রয় বিষয়ে কৃষীবিজ্ঞানীদের সাথে সরাসরি আলোচনার ব্যবস্থা্ করে এবং গ্রামের বেকার যুবকদের জন্য নিজের পেশায় যুক্ত হতে প্রশিক্ষনের আয়োজন করে।
আবিরের উদ্যোগের ফলে -
১. প্রযুক্তির প্রসার ঘটবে
২. জনসম্পদ তৈরি হবে
৩. কর্মসংস্থান হ্রাস পাবে

23 / 50

23. উদ্দীপকের আলোতে
রায়হান সাহেব আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে এমন এক ধরণের বাসস্থান তৈরি করেছেন , যার সব যন্ত্রাংশ বা ডিভাইস সফটওয়্যার দ্বারা দূর নিয়ন্ত্রিত ।

এ ধরণের বাসস্থান তৈরির জন্য প্রয়োজন ---
i. ব্যাপক আর্থিক বিনিয়োগ
ii. রক্ষনাবেক্ষন দক্ষ জনবল
iii. ভয়েস নিয়ন্ত্রিত ডিভাইস

নিচের কোনটি সঠিক ?

24 / 50

24. বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম কোনটি ?

25 / 50

25. কোনটি বায়ােইনফরমেটিক্স পদ্ধতিতে সফটওয়্যার টুলস হিসেবে ব্যবহৃত হয়?

26 / 50

26. HDMI এর পূর্ণরূপ কী ?

27 / 50

27. কোনটির মাধ্যমে বিভিন্ন রকম হরমােন তৈরি করা সম্ভব হচ্ছে--

28 / 50

28. দূরশিক্ষন শিক্ষা ব্যাবস্থার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা –
i. বাড়ির কাজ ইন্টারনেটের সহায়তায় জমা দিতে পারবে
ii. বিভিন্ন রকম অনলাইন পরীক্ষায় অংশগ্রন করতে পারবে
iii. শিক্ষকের লেকচার নোটগুলা ওয়েবসাইটে দেখতে পারবে

নিচের কোনটি সঠিক ?

29 / 50

29. কত তাপমাত্রায় ক্রায়োসার্জারি সেলগুলােকে ধ্বংস করার কাজ করে?

30 / 50

30. কোনটি রােবটের ব্যবহার? [রা, বাে, ২০১৬]

31 / 50

31. ই - লার্নিং এর অসুবিধা কোনটি ?

32 / 50

32. জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যাম হলো--
i. ইনস্টাগ্রাম
ii. ফেসবুক
iii. টুইটার

নিচের কোনটি সঠিক ?

33 / 50

33. নিচের কোনটি জীবদেহের ডিএনএ-এর বিভাজিত একক বৈশিষ্ট্য নির্দেশক?

34 / 50

34. ভিডিও কনফারেন্সিং পদ্ধতিতে ডাক্তারের কাছে পাওয়া রোগীর চিকিৎসাকে কী বলে ?

35 / 50

35. ভিডিও কনফারেন্সিং ব্যবস্থায় অংশগ্রহণকারীরা -
১. একে অপরের ছবি দেখতে পারে
২. প্রত্যেকে প্রত্যেকের কথোপকথন শুনতে পারে
৩. নিজেদের মধ্যে চিঠিপত্র আদান-প্রদান করতে পারে

36 / 50

36. মহাকাশ অভিযানের জন্য একটি মহাকাশযানকে ঘণ্টায় কত গতিবেগ অর্জন করতে হয়?

37 / 50

37. Virtual Reality তে ব্যবহৃত সরঞ্জাম--
i. HMD:Head Mounted Display
ii. Gloves
iii. Keyboard

নিচের কোনটি সঠিক?

38 / 50

38. লােকমান সাহেবের সাফল্যে-- [দি. বাে. ২০১৬]
i. অর্থনৈতিক উন্নয়ন ঘটবে।
ii. দেশে প্রচুর ফল ও ফুল উৎপাদন হবে
iii. দেশীয় প্রজাতি বিলুপ্তির সম্ভাবনা রয়েছে
নিচের কোনটি সঠিক ?

39 / 50

39. কাজের প্রয়ােজনে রােবটকে কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘরানা যায় ? [রা, বাে, ২০১৯]

40 / 50

40. জীবের বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাসকে কী বলে?

41 / 50

41. জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর জনক কে?

42 / 50

42. DNA সংগ্রহ করার উপাদান হলাে--
i. রক্ত
ii. চুল
iii. মুখের লালা
নিচের কোনটি সঠিক ?

43 / 50

43. উদ্দিপকের আলোকে নিচের প্রশ্নের উত্তর দাওঃ
আবির  নিজের গ্রামে বসেই বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করে দেয়। এতে তার বেশ আয় হচ্ছে। আজকাল সে গ্রামের কৃষকদেরকে নিয়ে উচ্চ ফলনশীল  নতুন জাতের গমের চাষাবাদ, পন্য ক্রয়-বিক্রয় বিষয়ে কৃষিবিজ্ঞানীদের সাথে সরাসরি আলোচনার ব্যবস্থা করে এবং গ্রামের বেকার যুবকদের জন্য নিজের পেশায় যুক্ত হতে প্রশিক্ষণের আয়োজন করে।
উদ্দিপকে আবিরের আয়ের উৎসটি কী ?

44 / 50

44. রােবট শব্দটি মূলত কোন ভাষা থেকে এসেছে ?

45 / 50

45. উদ্দীপকে যে বিষয়ে বলা হয়েছে , তা সম্ভব হচ্ছে কিসের কল্যাণে ?
i. সংবাদপত্রের
ii.তথ্য প্রযুক্তির
iii. ইন্টারনেট প্রযুক্তির

নিচের কোনটি সঠিক ?

46 / 50

46. উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?

47 / 50

47. উদ্দীপকের আলোতে
চাপাইনবাবগঞ্জ জেলার একজন কৃষক তার জমিতে প্রায় ২০০টি গাছের চারা লাগিয়েছিলেন। তার গাছে এ বছর শীতকালে মৃদুমন্দ বাতাসের সাথে প্রতিটি গাছেই বড় বড় আম ঝুলতে দেখে তিনি খুব খুশি হলেন। তিনি ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে আম। বিক্রি করে আর্থিকভাবে লাভবান হলেন।

উদ্দীপকের আলােকে আম বিক্রির প্রক্রিয়াটি কিসের সাথে সম্পর্কযুক্ত ? [কু, বাে. ২০১৯]

48 / 50

48. কৃত্তিম বুদ্বিমত্তার প্রধানত ব্যাবহৃত হয় কোনটি ?

49 / 50

49. জিন প্রকৌশলকে কাজে লাগানাে হচ্ছে--
i. ফসলের উৎপাদন বৃদ্ধিতে
ii. মৎস্য সম্পদ বৃদ্ধিতে
iii. বিকল্প শক্তি সন্ধানে
নিচের কোনটি সঠিক?

50 / 50

50. অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডে দেশীয় মােট উৎপাদনের কতভাগ প্রবৃদ্ধি আইসিটি খাতের অবদান বলে অনুমেয়?

Your score is

The average score is 33%

0%

Previous articleকুইজ-02 (26 থেকে 50) (দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
Next articleকুইজ-03 (51 থেকে 75) (দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং