মডেল টেস্ট-01 প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্ত : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত) 0% 77 Created by Liaquat Talukder মডেল টেস্ট-01 প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্ত : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত) 1 / 50 1. উদ্দিপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাওঃডা. রাজ শহরে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা দিয়ে থাকেন। তিনি তার বন্ধুর আচিঁলের অপারেশনে নিম্নতাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ী ফিরে যান।বন্ধুর চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতির প্রভাবে-১. পার্শ্ব-প্রতিক্রিয়া কম হবে২. রোগীর ব্যথা কম হবে৩. সুস্থ হতে সময় কম লাগে a. ১ও২ b. ২ও৩ c. ১,২ও৩ d. ১ও৩ 2 / 50 2. E-GP এর পূর্ণরূপ কী ? a. Electronic Government Procurement b. Electronic Government Procedure c. Electric Government Procedure d. Electronic Grameenphone 3 / 50 3. ইলেকট্রনিক ডিভাইস-এর মাধমে পর্নোগ্রাফি সরবরাহের সর্বোচ শাস্তি কোনটি ? a. ৬ বছর সশ্রম কারাদণ্ড b. ৪ বছর সশ্রম কারাদণ্ড c. ৫ বছর সশ্রম কারাদণ্ড d. ৩ বছর সশ্রম কারাদণ্ড 4 / 50 4. মি.‘ক’এর প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যবহৃত হতে পারে: [রা-১৯] i. চিকিৎসাবিদ্যার শিক্ষার্থীদেরকে হৃৎপিণ্ডের কার্যকারিতা বুঝানাের ক্ষেত্রেii. প্রকৌশল বিদ্যার শিক্ষার্থীদেরকে ঝুঁকিপূর্ণ কাজের প্রশিক্ষণ প্রদানেiii. পুলিশ বাহিনীকে ট্রাফিক ব্যবস্থাপনার প্রশিক্ষণের ক্ষেত্রেনিচের কোনটি সঠিক ? a. i , ii ও iii b. i ও ii c. i ও iii d. ii ও iii 5 / 50 5. জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহারের ক্ষেত্র কোনটি? [মা, বাে, ২০১৭] a. নিরাপত্তা b. খেলাধুলা c. চিকিৎসা d. সফটওয়্যার 6 / 50 6. স্মার্ট হোমে বিভিন্ন ডিভাইস দ্বারা নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় ব্যবস্থা হলো ___i. ফায়ার সিস্টেমii. গ্যারেজ সিস্টেমiii. তাপ নিয়ন্ত্রক ব্যবস্থা নিচের কোনটি সঠিক ? a. i ও iii b. i c. i , ii ও iii d. ii ও iii 7 / 50 7. সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছের সাহায্য সহজেই জনমত যাচাই করা যায় ? a. ব্লগিং b. রিয়াক্ট c. লাইক d. টুইট 8 / 50 8. তথ্য ও প্রযুক্তির অবদান হলো--i. তথ্যের সহজ প্রাপ্যতাii. মানবসম্পদের উন্নয়ন ঘটানোiii. ব্যাবসায় বাণিজ্যে লাভজনক প্রক্রিয়া সৃষ্টি a. i ও iii b. i ও ii c. ii ও iii d. i , ii ও iii 9 / 50 9. বাংলাদেশে সর্বপ্রথম Q-Cash চালু করেন-- a. অগ্রণী ব্যাংক লিঃ b. জনতা ব্যাংক লিঃ c. প্রাইম ব্যাংক লিঃ d. সোনালী ব্যাংক লিঃ 10 / 50 10. ই-লার্নিং এর সুবিধা হলো --i. পারস্পরিক মিথক্রিয়ায় পাঠদানii. যেকোনো স্থান থেকে শিক্ষাদানiii. কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান নিচের কোনটি সঠিক ? a. i ও ii b. ii ও iii c. i , ii ও iii d. i ও iii 11 / 50 11. MICR চেক বলতে কি বোঝায় ? a. Magnetic Information Character Recognition b. Magnetic Ink Cheque Recognition c. Magnetic Ink Character Recognition d. Magnetic Ink Character Realization 12 / 50 12. উদ্দীপকের আলোতেকাভিড -১৯ সংক্রমণের সময় ইবাদের স্কুল বন্ধ ছিল । তবে এ সময় তার শিক্ষকরা শিক্ষাক্রম বন্ধ না রেখে ঘরে বসে অবস্থান করেই পাঠদান কার্যক্রম চালিয়ে গেছেন ।উদ্দীপকের শিক্ষকরা পাঠদানে কোন পদ্ধতি ব্যবহার করেছেন ? a. ভার্চুয়াল ক্লাস b. টেলি ক্লাস c. হোম ক্লাস d. অনলাইন ক্লাস 13 / 50 13. সাইবার মানি পরিভাষাটি নিচের কোনটির সাথে সাথে সম্পৃক্ত ? a. কেনাকাটা অনলাইন b. চ্যাট অনলাইন c. শিক্ষা অনলাইন d. ক্রেডিট অনলাইন 14 / 50 14. কোনাে টিউমারকে অতিরিক্ত ঠান্ডা তাপমাত্রায় গলানাে হয়, কোন সার্জিকাল পদ্ধতির মাধ্যেমে ? a. ক্রোয়োসার্জারি b. হোমোসার্জারি c. ক্রোমোসার্জারি d. বায়োসার্জারি 15 / 50 15. সাধারণভাবে ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ হলো -- a. একমাত্রিক b. দ্বিমাত্রিক c. ত্রি-মাত্রিক d. চতুমাত্রিক 16 / 50 16. উদ্দীপকের আলোতেপীরগঞ্জ উপজেলা সদরের ডায়াবেটিস হাসপাতালে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যেমে ঢাকার বিশেষ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসাসেবা দেওয়া হয় ।চিকিৎসাসেবা প্রদানের এ পদ্ধতিকে কি বলে ? a. টেলিকনফারেন্স b. ই - হেল্থ c. টেলিমেডিসিন d. টেলিপ্যাথি 17 / 50 17. অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে ? [মা. বাে, ২০১৬] a. ভার্চুয়াল রিয়েলিটি b. রােবটিক্স c. বায়ােইনফরমেটিক্স d. বায়ােমট্রিক্স 18 / 50 18. ইনসুলিন তৈরিতে ব্যবহৃত হয়—i. Bacillus ব্যাকটেরিয়াii. E.coli ব্যাকটেরিয়াiii. Yeastনিচের কোনটি সঠিক? a. i ও ii b. ii ও iii c. i,ii ও iii d. i ও iii 19 / 50 19. সামরিক ক্ষেত্রে রোবট ব্যাবহৃত হয় ?i. স্থল মাইন অপসারণ করতেii. সামনা সামনি গোলাগুলি করতেiii.যুদ্ধযানে ড্রাইভাইরে বিকল্প হিসাবেনিচের কোনটি সঠিক ? a. i ও iii b. ii ও iii c. i d. i, ii ও iii 20 / 50 20. হার্বার্ট মার্শাল ম্যাকলুহান-এর বিখ্যাত গ্রন্থসমূহের নাম হলো-i. The Gutenberg Galaxy : The Making of Typographic Manii. Understanding Mediaiii. The C Programming Language. নিচের কোনটি সঠিক ? a. iii b. i ও iii c. i ও ii d. ii 21 / 50 21. বর্তমান বিশ্বে কম্পিউটার নেটওয়ার্কিং প্রক্রিয়া একমাত্র আধিপত্য বিস্তারকারী মাধ্যমের নাম কি ? a. ই-গভর্নেন্স b. ই-মেইল c. ইন্টারনেট d. ই-কমার্স 22 / 50 22. উদ্দিপকের আলোকে নিচের প্রশ্নেরে উত্তর দাওঃআবির নিজের গ্রামে বসেই বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করে দেয়। এতে তার বেশ আয় হচ্ছে। আজকাল সে গ্রমের কৃষকদেরকে নিয়ে উচ্চ ফলনশীল নতুন জাতের গমের চাষাবাদ, পণ্য ক্রয়-বিক্রয় বিষয়ে কৃষীবিজ্ঞানীদের সাথে সরাসরি আলোচনার ব্যবস্থা্ করে এবং গ্রামের বেকার যুবকদের জন্য নিজের পেশায় যুক্ত হতে প্রশিক্ষনের আয়োজন করে।আবিরের উদ্যোগের ফলে -১. প্রযুক্তির প্রসার ঘটবে২. জনসম্পদ তৈরি হবে৩. কর্মসংস্থান হ্রাস পাবে a. ১ও৩ b. ১ও২ c. ১,২ও ৩ d. ২ও৩ 23 / 50 23. উদ্দীপকের আলোতেরায়হান সাহেব আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে এমন এক ধরণের বাসস্থান তৈরি করেছেন , যার সব যন্ত্রাংশ বা ডিভাইস সফটওয়্যার দ্বারা দূর নিয়ন্ত্রিত ।এ ধরণের বাসস্থান তৈরির জন্য প্রয়োজন ---i. ব্যাপক আর্থিক বিনিয়োগii. রক্ষনাবেক্ষন দক্ষ জনবলiii. ভয়েস নিয়ন্ত্রিত ডিভাইস নিচের কোনটি সঠিক ? a. ii ও iii b. i ও iii c. i , ii ও iii d. i ও ii 24 / 50 24. বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম কোনটি ? a. Tagged b. Zorpia c. Facebook d. Twitter 25 / 50 25. কোনটি বায়ােইনফরমেটিক্স পদ্ধতিতে সফটওয়্যার টুলস হিসেবে ব্যবহৃত হয়? a. SQL b. CLISP c. PROLOG d. LISP 26 / 50 26. HDMI এর পূর্ণরূপ কী ? a. Highly Defined Multinational Integrity b. High Definition Multilanguage Interface c. High Definition Multimedia Interface d. Highly Defined Multimedia International 27 / 50 27. কোনটির মাধ্যমে বিভিন্ন রকম হরমােন তৈরি করা সম্ভব হচ্ছে-- a. বায়ােমেট্রিক্স b. জেনেটিক ইঞ্জিনিয়ারিং c. ন্যানােটেকনােলজি d. বায়ােইনফরমেটিক্স 28 / 50 28. দূরশিক্ষন শিক্ষা ব্যাবস্থার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা –i. বাড়ির কাজ ইন্টারনেটের সহায়তায় জমা দিতে পারবেii. বিভিন্ন রকম অনলাইন পরীক্ষায় অংশগ্রন করতে পারবেiii. শিক্ষকের লেকচার নোটগুলা ওয়েবসাইটে দেখতে পারবে নিচের কোনটি সঠিক ? a. ii ও iii b. i , ii ও iii c. i ও iii d. i ও ii 29 / 50 29. কত তাপমাত্রায় ক্রায়োসার্জারি সেলগুলােকে ধ্বংস করার কাজ করে? a. 0°C b. –41°C c. 19°C d. -58°C 30 / 50 30. কোনটি রােবটের ব্যবহার? [রা, বাে, ২০১৬] a. জটিল সার্জারি চিকিৎসায় b. ব্যক্তির স্বাক্ষর শনাক্তকরণে c. টেনিস বলের আকৃতি তৈরিতে d. নতুন জাতের বীজ উৎপাদনে 31 / 50 31. ই - লার্নিং এর অসুবিধা কোনটি ? a. মানবীয় উপাদানের অনুপস্থিতি b. একসাথে অনেক শিক্ষার্থীকে পাঠদান c. পারসস্পরিক মিথক্রিয়ায় পাঠদান d. ঘরে বসে শিক্ষা গ্রহণ 32 / 50 32. জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যাম হলো--i. ইনস্টাগ্রামii. ফেসবুকiii. টুইটার নিচের কোনটি সঠিক ? a. i b. i , ii ও iii c. i ও iii d. ii ও iii 33 / 50 33. নিচের কোনটি জীবদেহের ডিএনএ-এর বিভাজিত একক বৈশিষ্ট্য নির্দেশক? a. কোষ b. ক্রোমাটিভ c. জিন d. সেন্ট্রিওল 34 / 50 34. ভিডিও কনফারেন্সিং পদ্ধতিতে ডাক্তারের কাছে পাওয়া রোগীর চিকিৎসাকে কী বলে ? a. টেলিমেডিসিন b. ই - টেলিফোন c. মেডিকেল সার্ভিস d. ই -মেডিসিন 35 / 50 35. ভিডিও কনফারেন্সিং ব্যবস্থায় অংশগ্রহণকারীরা -১. একে অপরের ছবি দেখতে পারে২. প্রত্যেকে প্রত্যেকের কথোপকথন শুনতে পারে৩. নিজেদের মধ্যে চিঠিপত্র আদান-প্রদান করতে পারে a. ১ও২ b. ১ও৩ c. ২ও৩ d. ১,২ও৩ 36 / 50 36. মহাকাশ অভিযানের জন্য একটি মহাকাশযানকে ঘণ্টায় কত গতিবেগ অর্জন করতে হয়? a. ৩০ হাজার মাইল। b. ২৫ হাজার মাইল c. ২৮ হাজার মাইল। d. ৩৪ হাজার মাইল। 37 / 50 37. Virtual Reality তে ব্যবহৃত সরঞ্জাম--i. HMD:Head Mounted Displayii. Glovesiii. Keyboard নিচের কোনটি সঠিক? a. i b. i ও iii c. i , ii ও iii d. ii ও iii 38 / 50 38. লােকমান সাহেবের সাফল্যে-- [দি. বাে. ২০১৬]i. অর্থনৈতিক উন্নয়ন ঘটবে।ii. দেশে প্রচুর ফল ও ফুল উৎপাদন হবেiii. দেশীয় প্রজাতি বিলুপ্তির সম্ভাবনা রয়েছেনিচের কোনটি সঠিক ? a. i ও iii b. i c. ii ও iii d. i,ii ও iii 39 / 50 39. কাজের প্রয়ােজনে রােবটকে কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘরানা যায় ? [রা, বাে, ২০১৯] a. ৩৬০° b. ২৭০° c. ১৮০° d. ৯০° 40 / 50 40. জীবের বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাসকে কী বলে? a. নিউক্লিয়াস b. ক্রোমােজোম c. জিনােম d. জিন 41 / 50 41. জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর জনক কে? a. Paul berg b. Stanley Cohen c. Jack williamson d. E. Coil 42 / 50 42. DNA সংগ্রহ করার উপাদান হলাে--i. রক্তii. চুলiii. মুখের লালানিচের কোনটি সঠিক ? a. i b. i, ii ও iii c. iও iii d. ii ও iii 43 / 50 43. উদ্দিপকের আলোকে নিচের প্রশ্নের উত্তর দাওঃআবির নিজের গ্রামে বসেই বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করে দেয়। এতে তার বেশ আয় হচ্ছে। আজকাল সে গ্রামের কৃষকদেরকে নিয়ে উচ্চ ফলনশীল নতুন জাতের গমের চাষাবাদ, পন্য ক্রয়-বিক্রয় বিষয়ে কৃষিবিজ্ঞানীদের সাথে সরাসরি আলোচনার ব্যবস্থা করে এবং গ্রামের বেকার যুবকদের জন্য নিজের পেশায় যুক্ত হতে প্রশিক্ষণের আয়োজন করে।উদ্দিপকে আবিরের আয়ের উৎসটি কী ? a. ই-কমার্স b. জেনেটিক ইঞ্জিনিয়ারিং c. আউটসোর্সিং d. ভিডিও কনফারেন্সিং 44 / 50 44. রােবট শব্দটি মূলত কোন ভাষা থেকে এসেছে ? a. গ্রিক b. স্লাভিক c. ল্যাটিন d. স্প্যানিশ 45 / 50 45. উদ্দীপকে যে বিষয়ে বলা হয়েছে , তা সম্ভব হচ্ছে কিসের কল্যাণে ?i. সংবাদপত্রেরii.তথ্য প্রযুক্তিরiii. ইন্টারনেট প্রযুক্তির নিচের কোনটি সঠিক ? a. i ও iii b. i ও ii c. i, ii ও iii d. ii ও iii 46 / 50 46. উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? a. ন্যানােটেকনােলজি b. জেনেটিক ইঞ্জিনিয়ারিং c. ভার্চুয়াল রিয়েলিটি d. বায়ােমেট্রিক্স 47 / 50 47. উদ্দীপকের আলোতেচাপাইনবাবগঞ্জ জেলার একজন কৃষক তার জমিতে প্রায় ২০০টি গাছের চারা লাগিয়েছিলেন। তার গাছে এ বছর শীতকালে মৃদুমন্দ বাতাসের সাথে প্রতিটি গাছেই বড় বড় আম ঝুলতে দেখে তিনি খুব খুশি হলেন। তিনি ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে আম। বিক্রি করে আর্থিকভাবে লাভবান হলেন।উদ্দীপকের আলােকে আম বিক্রির প্রক্রিয়াটি কিসের সাথে সম্পর্কযুক্ত ? [কু, বাে. ২০১৯] a. ই-কমার্স b. ই-ব্যাংকিং c. ই-বিজনেস d. ই-সেবা 48 / 50 48. কৃত্তিম বুদ্বিমত্তার প্রধানত ব্যাবহৃত হয় কোনটি ? a. PROLOG b. HTML c. COBOL d. PYTHON 49 / 50 49. জিন প্রকৌশলকে কাজে লাগানাে হচ্ছে--i. ফসলের উৎপাদন বৃদ্ধিতেii. মৎস্য সম্পদ বৃদ্ধিতেiii. বিকল্প শক্তি সন্ধানেনিচের কোনটি সঠিক? a. i ও iii b. i,ii ও iii c. ii ও iii d. i ও ii 50 / 50 50. অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডে দেশীয় মােট উৎপাদনের কতভাগ প্রবৃদ্ধি আইসিটি খাতের অবদান বলে অনুমেয়? a. ৬% b. ৫% c. ৪% d. ৮% Your score isThe average score is 33% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz Share this:FacebookX