মডেল টেস্ট-01 প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্ত : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত) 0% 77 Created by Liaquat Talukder মডেল টেস্ট-01 প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্ত : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত) 1 / 50 1. মানুষের শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখযােগ্য হলাে— i. চোখের মণি। ii. আঙুলের ছাপ iii. DNA নিচের কোনটি সঠিক ? a. i, ii ও iii b. ii ও iii c. i ও iii d. i 2 / 50 2. ক্রায়ােসার্জারিতে রােগাক্রান্ত কোষের অবস্থান ও সীমানা নির্ধারণে নিচের কোনটি ব্যাবহৃত হয় ? a. ক্রোমপ্রোভ b. সিমুলেটেড সফটওয়্যার c. মাইক্রোক্যামেরাযুক্ত নল d. ক্রায়ােজেনিক এজেন্ট 3 / 50 3. ন্যানােটেকনােলজির ব্যবহারিক ক্ষেত্র হলাে-- i. রসায়ন। ii. পদার্থবিজ্ঞান বলা হয় iii. মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিচের কোনটি সঠিক ? a. iii b. i,ii ও iii c. ii d. i ও iii 4 / 50 4. কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করার জন্য কোন প্রোগ্রামিং ভাষা ব্যাবহার করা হয় ? a. PASCAL b. LISP c. FORTRAN d. BASIC 5 / 50 5. উদ্দীপকের আলোতে-- বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গবেষণা করে উপকুলীয় অঞ্চলে চাষযোগ্য নতুন জাতের ধান উদ্বাবন করেছে , যার ফলে উপকুলীয় অঞ্চলে ধানের উদপাদন বহুগুনে বেড়ে গেছে । প্রতিষ্ঠানটি সাফল্য দেশে-- i.অর্থনৈতিক উন্নয়ন হবে ii. জীববৈচিত্র্য সৃষ্টির পথ সুগম হবে iii. ধানের দেশীয় প্রজাতি বিলুপ্ত হবে নিচের কোনটি সঠিক? a. i ও ii b. i ও iii c. i,ii ও iii d. ii ও iii 6 / 50 6. রােবট কোন কাজে ব্যবহার করা হয়? a. মানুষের বিকল্প হিসেবে বিপজ্জনক কাজে b. প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে c. মানুষের কর্মক্ষেত্র বৃদ্ধি করতে d. স্বাধীনভাবে জটিল সিদ্ধান্ত গ্রহণ করতে। 7 / 50 7. আঙুলের ছাপচিত্র তৈরিতে ফিঙ্গার প্রিন্ট মেশিন বিবেচনা করে-- i.আঙুলের রেখার বিন্যাস ii. ত্বকের টিস্যু iii.রক্তের গ্রুপ নিচের কোনটি সঠিক? a. i, ii ও iii b. ii ও iii c. i ও ii d. iii 8 / 50 8. আর্টিফিসিয়াল ইন্টালিজেন্সর সফল প্রয়োগ হলো -- i. ড্রাইভারবিহীন গাড়ি ii. আবহাওয়ার ভবিষ্যতবাণী iii. মলিকুলার মেডিসিন নিচের কোনটি সঠিক ? a. i ও iii b. i c. i ও ii d. i , ii ও iii 9 / 50 9. তাৎক্ষনিকাভাবে সারাবিশ্বের যেকোনো প্রান্তের সাথে যোযোযোগের মাধ্যম হলো -- i. ই-মেইল ii. হোয়াটস অ্যাপ iii. জুম নিচের কোনটি সঠিক ? a. i b. ii ও iii c. i ও ii d. i, ii ও iii 10 / 50 10. মহাকাশযানগুলাে বর্তমানে ব্যবহৃত যে কাজে হয়-- i.স্পেস স্টেশনে মালামাল পৌছানাের কাজে ii. কৃত্রিম উপগ্রহ স্থাপনের কাজে iii. মঙ্গল গ্রহে অভিযানের কাজে। নিচের কোনটি সঠিক? a. i b. i, ii ও iii c. ii ও iii d. i ও iii 11 / 50 11. উদ্দীপকের আলোতে মি.‘ক’ফ্লাইট সিমুলেটরের সাহায্যে বিমান চালনার প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে যাত্রীবাহী বিমান চালনার সময় যান্ত্রিক ত্রুটির কারণে তার বিমানটি বিধ্বস্ত হয় এবং সকল যাত্রীর দেহ সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যায়। দুর্ঘটনায় নিহত যাত্রীদের শনাক্তকরণের জন্য ব্যবহৃত প্রযুক্তিটি হতে পারে-- [রা. বাে. ২০১৯] a. Retina Scan b. Hand Geometry c. DNA Analysis d. Finger Print 12 / 50 12. ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে সামরিক প্রশিক্ষণের সময়- a. প্রাণহানির আশঙ্কা বৃদ্ধি পায় b. প্রাণহানির কোনাে আশঙ্কা থাকে না। c. প্রাণহানি হওয়া-না হওয়ার আশঙ্কা সমান d. প্রাণহানির আশঙ্কা কমে যায় 13 / 50 13. ই-কমার্স এর অন্তর্ভূক্ত নয়- a. বিপণন b. প্রচার c. সরবরাহ d. লেনদেন 14 / 50 14. কোনটি অনলাইন ভিডিও মিটিং প্লাটফর্ম নয়? a. হােয়াটসঅ্যাপ b. গুগল মিট c. জুম d. ওয়েবেক্স 15 / 50 15. মি.‘ক’এর প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যবহৃত হতে পারে: [রা-১৯] i. চিকিৎসাবিদ্যার শিক্ষার্থীদেরকে হৃৎপিণ্ডের কার্যকারিতা বুঝানাের ক্ষেত্রে ii. প্রকৌশল বিদ্যার শিক্ষার্থীদেরকে ঝুঁকিপূর্ণ কাজের প্রশিক্ষণ প্রদানে iii. পুলিশ বাহিনীকে ট্রাফিক ব্যবস্থাপনার প্রশিক্ষণের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক ? a. i , ii ও iii b. i ও ii c. ii ও iii d. i ও iii 16 / 50 16. কম্পিউটার ক্রাইম এর অন্তর ভুক্ত হলো-- i. কপিরাইট ভঙ্গ করে বই-পুস্তক ব্যবহার ii, অশ্লীল চলচ্চিত্রের প্রচার ii. নতুন ব্যাংক একাউন্ট খােলা নিচের কোনটি সঠিক? a. i ও ii b. i ও iii c. i,ii ও iii d. i 17 / 50 17. রােবট শব্দটি মূলত কোন ভাষা থেকে এসেছে ? a. গ্রিক b. স্লাভিক c. ল্যাটিন d. স্প্যানিশ 18 / 50 18. তথ্য ও প্রযুক্তির অবদান হলো-- i. তথ্যের সহজ প্রাপ্যতা ii. মানবসম্পদের উন্নয়ন ঘটানো iii. ব্যাবসায় বাণিজ্যে লাভজনক প্রক্রিয়া সৃষ্টি a. ii ও iii b. i ও ii c. i ও iii d. i , ii ও iii 19 / 50 19. নিচের উপদ্দিপকের আলোতে BRRI কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন উচ্চফলনশীল ধান আবিষ্কারের ফলে বাংলাদেশ এখন চাল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত লাভ করতে পারে । উদ্দীপকের কর্মকাণ্ডে--- [রা. বো,২০১৭] i. অর্থনৈতিক উন্নয়ন হবে ii.চিকিৎসাক্ষেত্রে বিরূপ প্রভাব পড়বে iii. জীববৈচিত্র্যের উদ্ভব হবে নিচের কোনটি সঠিক ? a. ii b. i,ii ও iii c. i d. i ও iii 20 / 50 20. ক্রায়ােসার্জারিতে অভিজ্ঞ করে তুলতে নিচের কোন প্রযুক্তির সহায়তা নেয়া হয়? a. জেনেটিক ইঞ্জিনিয়ারিং b. কৃত্রিম বুদ্ধিমত্তা c. রােবটিক্স d. ভার্চুয়াল রিয়েলিটি 21 / 50 21. চাকুরিজীবীদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গুরুত্বপূর্ণ, কারণ এ পদ্ধতিতে -- i.কর্মদক্ষতা বৃদ্ধি পায় ii. অতিরিক্ত উপার্জন করা যায় iii. সময়ের সাশ্রয় হয় নিজের কোনটি সঠিক ? a. i, ii ও iii b. i ও ii c. i ও iii d. ii ও iii 22 / 50 22. ওয়েবসাইটে বা ব্লগে গবেষণার বিষয়বস্তু প্রকাশের ফলে গবেষণা কার্যক্রমটি -- i. গতিশীল ও ত্বরানিত্ব হবে ii. অনৈতিক কাজে ব্যাবহৃত হবে iii. বিশ্বব্যাপি দ্রুত প্রচার পাবে নিচের কোনটি সঠিক ? a. i b. i , ii ও iii c. i ও iii d. ii ও iii 23 / 50 23. ফ্রিল্যান্সার কে ? a. দীর্ঘমেয়াদি চুক্তিতে কর্মরত ব্যক্তি b. যিনি স্বাধীনভাবে প্রতিষ্ঠানের কাজ করেন c. যিনি নিয়মমাফিক ১০টা-৫টা অফিস করেন d. সুনিদিষ্ট কাজের লাইসেন্স নিয়ে কাজ করেন 24 / 50 24. নিচের উদ্দীপকটি পড়-- লােকমান সাহেব গবেষণা করে নানা প্রজাতির ফল ও ফুল ফলানাের জন্য নতুন প্রযুক্তি প্রয়ােগ করেন। এতে তিনি আকারে বড় এবং আকর্ষণীয় ফল ও ফুল উৎপাদন করতে সক্ষম হলেন। উদ্দীপকে লোকমান সাহেবের গবেষণায় সহায়তায় প্রযুক্তি কোনটি ? a. ন্যানোটেকনোলজি b. বায়োইনফোরমেট্রিক c. বায়োমেট্রিক d. জেনেটিক ইঞ্জিনিয়ারিং 25 / 50 25. দূরশিক্ষন শিক্ষা ব্যাবস্থার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা – i. বাড়ির কাজ ইন্টারনেটের সহায়তায় জমা দিতে পারবে ii. বিভিন্ন রকম অনলাইন পরীক্ষায় অংশগ্রন করতে পারবে iii. শিক্ষকের লেকচার নোটগুলা ওয়েবসাইটে দেখতে পারবে নিচের কোনটি সঠিক ? a. i ও iii b. ii ও iii c. i ও ii d. i , ii ও iii 26 / 50 26. ক্রায়ােসার্জারিতে এমআরআই ব্যবহার করা হয় কেন? a. আক্রান্ত কোষের সঠিক অবস্থান নির্ণয়ের জন্য b. আক্রান্ত কোষকে ধ্বংস করার জন্য c. আক্রান্ত কোষে তরল নাইট্রোজেন প্রয়ােগের জন্য d. আক্রান্ত কোষে শীতল তাপমাত্রা প্রয়ােগের জন্য 27 / 50 27. বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা কে ? a. টিম বার্নারস লী b. মার্শাল ম্যাকলুহান c. মার্ক জুকারবার্গ d. ই এফ কড 28 / 50 28. আটিফিশিয়াল ইন্টেলিজেন্স' শব্দটির সাথে সর্বপ্রথম সকলকে পরিচয় করিয়ে দেন কে ? a. Marshall Mcluhan b. John McCarthy c. Karel Capek d. Jack Williamson 29 / 50 29. ক্রায়ােসার্জারি করতে হয় যে চিকিৎসায়-- i.স্তন ক্যান্সারের চিকিৎসায় ii. প্রােস্টেট ক্যান্সারের চিকিৎসায় iii. লিভার ক্যান্সারের চিকিৎসায়। নিচের কোনটি সঠিক? a. i ও ii b. i, ii ও iii c. ii d. ii ও iii 30 / 50 30. কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন ? a. ইন্টারনেট b. সফটওয়্যার c. মানুষের জ্ঞান d. হার্ডওয়্যার 31 / 50 31. চেকের আধুনিক সংরক্ষণ কি নামে ডাকা হয় ? a. MRIC চেক b. CICR চেক c. MICR চেক d. LICR চেক 32 / 50 32. ন্যানােপার্টিকেলের আকৃতি কত ন্যানােমিটার? a. 1 থেকে ২00 b. 1 থেকে ৪00 c. 1 থেকে 100 d. 1 থেকে ৩00 33 / 50 33. কোন পদ্ধতিতে Actuator ব্যবহৃত হয়? [চ.বাে. ২০১৭] a. জেনেটিক ইঞ্জিনিয়ারিং b. ন্যানােটেকনােলজি c. রােবটিক্স d. বায়ােইনফরমেটিক্স 34 / 50 34. ইন্টারনেটভিত্তিক যোগাযোগ মাধ্যমগুলোর কুফল হলো -- i. অতি নির্ভরতা ii. জটিল ব্যবহারবিধি iii. আসক্তি নিচের কোনটি সঠিক ? a. i ও iii b. i, ii ও iii c. ii ও iii d. i ও ii 35 / 50 35. টেলিমেডেসিন সেবার জন্য আবশ্যক - ১. বিশেষজ্ঞ চিকিৎসক ২. রোগ নির্ণয় কেন্দ্র ৩. বিশেষায়িত নেটওয়ার্ক a. ১,২ও৩ b. ১ও৩ c. ২ও৩ d. ১ও২ 36 / 50 36. E-goverence বলতে কি বোঝায় ? a. ইলেকট্রিক গভন্যান্স b. আধুনিক শাসন c. বিশেষ শাসন d. অর্থনীতিক শাসন 37 / 50 37. প্রকৌশলগত নকশা তৈরি ও বাস্তবায়নে ব্যবহৃত হয়-- i. কম্পিউটার এইডেড ডিজাইন। ii. কম্পিউটার এইডেড ডিরেকশন iii. কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং নিচের কোনটি সঠিক ? a. i b. ii ও iii c. i ও iii d. i, ii ও iii 38 / 50 38. উদ্দীপকের আলোতে বিলুর মামা কম্পিউটার বিজ্ঞানী। বিলু একদিন মামার ল্যাবে বেড়াতে গেলে মামা তার শরীরে নানা যন্ত্রপাতি লাগিয়ে দিতেই বিলু দেখতে পেল-সে কক্সবাজার সমুদ্র সৈকতে বসে আছে। বিলু হাত দিয়ে পানি স্পর্শ করে দেখল সত্যি তার হাত পানিতে ভিজে যাচ্ছে। বিলুর হাতে পানির অনুভূতি সৃষ্টি করছে নিচের কোনাটি ? a. ডেটা গ্লোভস b. বিশেষ ধরনের চশমা c. ডেটা ইনপুট d. ডেটা ডিভাইস 39 / 50 39. একসেস-টু-ইনফরমেশন (a2i) প্রকল্পের আওতাধীন কাজ কোনটি? a. দেশের প্রত্যন্ত অঞ্চলে যােগাযােগ স্থাপন b. বিদেশে কর্মসংস্থান সৃষ্টি করা c. শিল্প উৎপাদন বাড়ানাে d. কৃষির উন্নয়ন সাধন 40 / 50 40. সত্যিকারের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে কাছাকাছি প্রক্রিয়া কোনটি ? a. ইমেজ প্রসেসিং b. নিউরাল নেট c. ডিপ লার্নিং d. হিয়ারিস্টিক 41 / 50 41. রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ধাপগুলাে হলাে-- i DNA নির্বাচন ii. DNA এর বাহক নিবাচন iii DNA ও কর্তন নিচের কোনটি সঠিক? a. ii ও iii b. i c. i,ii ও iii d. i ও iii 42 / 50 42. এক ন্যানোমিটার সমান কত মিটার? a. 〖১০〗^(-৬) মিটার b. 〖১০〗^(-৯) মিটার c. 〖১০〗^(-৮) মিটার d. 〖১০〗^(-৭) মিটার 43 / 50 43. পর্ণগ্রাফি আইন প্রণীত হয় কত সালে ? a. ২০১৮ b. ২০১১ c. ২০১২ d. ২০১৭ 44 / 50 44. অনলাইন ব্যাংকিং এর একটি উদাহরন হলো-- a. ইন্টারনেট ব্যাংকিং b. ব্যাংকার কাগজপত্র c. পে- অর্ডার ইস্যুকরণ d. টেলি গ্রাফিক মানি ট্রান্সফার 45 / 50 45. সামরিক ক্ষেত্রে রোবট ব্যাবহৃত হয় ? i. স্থল মাইন অপসারণ করতে ii. সামনা সামনি গোলাগুলি করতে iii.যুদ্ধযানে ড্রাইভাইরে বিকল্প হিসাবে নিচের কোনটি সঠিক ? a. i, ii ও iii b. i ও iii c. ii ও iii d. i 46 / 50 46. সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছের সাহায্য সহজেই জনমত যাচাই করা যায় ? a. লাইক b. টুইট c. ব্লগিং d. রিয়াক্ট 47 / 50 47. World Economic Forum এর উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম ? a. ৩৩তম b. ৩৯তম c. ৩৪তম d. ৪৪তম 48 / 50 48. উদ্দীপকের আলোতে প্রযুক্তির এ যুগে শওকত এক বিশেষ ব্যবস্থাপনায় ঘরে বসেই ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে। আবার তার বাবা অন্য একটি প্রযুক্তি ব্যবহার করে উন্নতজাতের ফুল চাষ করছেন। শওকত এর ব্যবহার প্রযুক্তিটি-- a. কৃত্রিম বুদ্ধিমত্তা b. ই-লার্নিং c. ভার্চুয়াল রিয়েলিটি d. ই-কমার্স 49 / 50 49. Gmail.com কী নির্দেশ করে? a. ই-মেইল এড্রেস b. সার্চ ইঞ্জিন c. প্রটোকল d. মেইল সার্ভার 50 / 50 50. গ্লোবাল ভিলেজ-এর backbone কোনটি? a. সফটওয়্যার b. হার্ডওয়্যার c. কানেক্টিভিটি d. ডেটা Your score isThe average score is 33% LinkedIn Facebook VKontakte 0% Restart quiz