৫. কর্মসংস্থানের জন্য বর্তমানে- i. ঘরে বসেই কাজ পাওয়া যায় ii. ইন্টারনেট সুবিধা নেওয়া যায় iii. বিভিন্ন ওয়েব সুবিধা পাওয়া যায় । নিচের কোনটি সঠিক?
৬. মডেম- i. ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিণত করে । ii. প্রেরক ও প্রাপক যন্ত্র হিসেবে কাজ করে । iii. ডেটা কমিউনিকেশনের মাধ্যম হিসেবে কাজ করে । নিচের কোনটি সঠিক?
নিচের উদ্দীপকটি পড় এবং ৮ ও ৯নং প্রশ্নের উত্তর দাও :মি: হারুন যে কোম্পানির মোবাইল ফোন ব্যবহার করেন সেটির কারণে তিনি দীর্ঘ সময় ধরে কথাবলতে পারেন। কিন্তু গত বছর ভারতে বেড়াতে গিয়ে তিনি তার ফোন নম্বরটি ব্যবহার করতে পাননি।
মি: হারুন ব্যবহৃত মোবাইল ফোনের প্রযুক্তি হচ্ছে-
৯. উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তির বৈশিষ্ট্য- i. ওফবহঃরভরপধঃরড়হ গড়ফঁষব ব্যবহৃত করা যায় ii. প্রাইভেসী বেশি iii. রিপিটার সমূহ ব্যবহারে সক্ষম ।
নিচের কোনটি সঠিক?
১১. (1F)16 এর সাথে 1 যোগ করলে কত হবে?
নিচের উদ্দীপকটি পড় এবং ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও : শিক্ষক ছাত্রকে রোল নং জিজ্ঞাসা করল। ছাত্রটি বাইনারি পদ্ধতিতে রোল নং ১১০১ বলল।১৪. উদ্দীপকের উল্লিখিত সংখ্যার সাথে (১০০১)২ যোগফল কত ?
১৫. উদ্দীপকে রোল নং এর সমকক্ষ সংখ্যা হলো i. (১৩) ii. (১১) iii. (১৫) নিচের কোনটি সঠিক?
নিচের উদ্দীপকটি পড় এবং ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও :
দৃশ্যকল্প-১ : শুভ কলেজে ভর্তি আবেদনের জন্য একটি সাইবার ক্যাফেতে গিয়ে একটি ইলেকট্রনিক ফরমপূরণ করে। সেখানে বসেই সে তার মোবাইলে পূরণকৃত ফরমের আলোকে নির্দেশনামূলক একটি মেসেজ পায়। দৃশ্যকল্প-২ :This is first website
১৭. দৃশ্যকল্প-১ এ তথ্য প্রযুক্তির কোন সেবাটি গ্রহণ করা হয়েছে?</p>
১৮. দৃশ্যকল্প-২ এর জন্য ব্যবহৃত হতে পারে- i. সিনটেক্স ii. টেক্স এডিটর iii. ব্রাউজার সফটওয়্যার
নিচের কোনটি সঠিক?