সিলেট সরকারি কলেজ,সিলেট,এইচ এস সি পরীক্ষা ২০১৭ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।

১. ইন্টারনেট ব্যবহার করে অন্যের কম্পিউটারে অবৈধভাবে অনুপ্রবেশ করাকে কী বলে?

২. রিকম্বিনেন্ট উঘঅ প্রযুক্তির ধাপগুলো হলো-

i. DNA নির্বাচন

ii. DNA এর বাহক নির্বাচন

iii. DNA খন্ড কর্তন

নিচের কোনটি সঠিক?

৩. ন্যানো বুঝায় কোনটি?

৪. ৩০০ গিগাহার্জ হতে ৪০০ টেরাহার্জ পর্যন্ত ফ্রিকোয়োন্সিকে বলা হয়-

i. ইনফ্রারেড

ii. রেডিও ওয়েভ

iii. মাইক্রোওয়েভ

নিচের কোনটি সঠিক?

৫. একই ভবনের বিভিন্ন কক্ষে রক্ষিত কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক ব্যবস্থাকে কী বলে?
WAN এর উদাহরণ কোনটি?
৭. ABC সংখ্যার পূর্বের ও পরের সংখ্যার যোগফল কোনটি?

৮. হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে A এবং F এর যোগফল হবে-

৯. বর্তমানে ইউনিকোডের মোট সংখ্যা কত?
১০. X-NOR গেটের প্রতীক কোনটি?

১১. সার্বজনীন গেইট হচ্ছে-

i. NAND

ii. NOR

iii.AND

নিচের কোনটি সঠিক?

১২. ১৬ বিট রেজিস্টারের ব্যাপ্তি কত?
html এ বাংলা ফন্ট ব্যবহারের জন্য কোন এট্রিবিউট প্রয়োজন?
১৪. ওয়েবসাইট পাবলিশিং এর পরিপূর্ণরূপ পাওয়া যায়-
১৫. একটি ডোমেইন নেম এর পর শেষ অংশটিকে কী বলে?

১৬. URL বুঝানো হয়-

i. প্রোটোকল

ii. হোস্টনেম

iii. ডাইরেক্টরি ও ফাইল নেম

নিচের কোনটি সঠিক?

১৭. সি-ভাষার উপাত্ত গ্রহণের কমান্ড কোনটি?
১৮. সরাসরি কোন ভাষা কম্পিউটারে ব্যবহার করা হয়?

নিচের উদ্দীপকটি পড় এবং ১৯ ও ২০নং প্রশ্নের উত্তর দাও :

#include<stdio.h>

#include<conio.h>

main ( )

{

int a,b,c,s;

printf("Enter the three value");

Scanf("%d%d%d"a & b,&c);

S=a+b+c

Printf("%d",S);

getch ( ) ; }

১৯. উদ্দীপকে প্রাপ্ত আউটপুটে-

i. S-এর মান প্রদর্শন করবে

ii. যোগফল প্রদর্শন করবে

iii. a, b ও c এর মান প্রদর্শন করবে

নিচের কোনটি সঠিক ?

২০. উদ্দীপকের ইনপুটের মান ভগ্নাংশ হলে আউটপুট পেতে হলে পরিবর্তন করতে হবে-

i. ডেটা টাইপ

ii. ফরমেট স্পেসি ফায়ার

iii. সমীকরণ

নিচের কোনটি সঠিক?

২১. অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা কোনটি?
২২. ডাটাবেজের ভিত্তি কোনটি?
২৩. কোন সম্পর্কটি সঠিক?
২৪. SQLএর মূল সংগঠন কয়টি অংশ নিয়ে গঠিত?
২৫. ১ বাইট জায়গা সংরক্ষণ করা হয় কোন ফিল্ডে?
সিলেট সরকারি কলেজ,সিলেট,এইচ এস সি পরীক্ষা ২০১৭ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।
You got {{userScore}} out of {{maxScore}} correct
{{title}}
{{image}}
{{content}}
Previous articleসিলেট সরকারি মহিলা কলেজ,সিলেট,এইচ এস সি পরীক্ষা ২০১৭ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।
Next articleবান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ,এইচ এস সি পরীক্ষা ২০১৭ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।