আবেদন করার সময়: ০৭/০৫/২০১৯ থেকে ১৩/০৫/২০১৯
শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে পুন:নিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলের Message অপশনে গিয়ে RSC <Space> বোর্ডের নামের প্রম তিন অক্ষর <Space> রোল নম্বর <Space> বিষয় কোড লিখে Send করুন 16222 নম্বরে।
উদাহরণঃ ঢাকা বোর্ডের কোন পরীক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে message অপশনে RSC Dha 123456 101 (বাংলা) লিখে send করুন 16222 নম্বরে। ফিরতি এসএমএস-এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি চওঘ প্রদান করা হবে। এতে সম্মত থাকলে ম্যাসেজ অপশনে গিয়ে RSC <Space> Yes <Space> PIN <Space> Contact Number (যে কোন মোবাইল অপারেটর) লিখে send করুন 16222 নম্বরে।
উল্লেখ্য পুন;নিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএস এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখতে হবে। যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য আপনার টেলিটক প্রি-পেইড মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে RSC <Space> Dha < Space> Roll Number <Space>101, 102, 107, 108 লিখতে হবে। এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য ১২৫ টাকা হারে ফি প্রযোজ্য হবে।
[googlepdf url=”http://hscict.com.bd/wp-content/uploads/2019/05/এসএসসিদাখিল-পরীক্ষা-2019-এর-ফল-পুন-নিরীক্ষণের-নিয়মাবলী.pdf” download=”Download” width=”800″ height=”800″]
কারিগরি শিক্ষা বোর্ডের পুন:নিরীক্ষার নিয়ম
[googlepdf url=”http://hscict.com.bd/wp-content/uploads/2019/05/এসএসসি-ভোক-পরীক্ষা-2019-এর-ফল-পুন-নিরীক্ষণের-নিয়মাবলী.pdf” download=”Download” width=”800″ height=”800″]