2019- ঢাকা শিক্ষা বোর্ড এর এইচএসসি পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্ন ও সমাধান এবং অনলাইন পরীক্ষা

১. বিট, বাইট, মেমরি অ্যাড্রেস নিয়ে কাজ করে
i. মেশিন ভাষা
ii. মধ্যম স্তরের ভাষা
iii. উচ্চ স্তরের ভাষা
২. নির্দিষ্ট ডাটা খুঁজতে কোনটি ব্যবহৃত হয় ?
৩. C ভাষায় লাইব্রেরী ফ্যাংশন হলোঃ-
i. print f ( )
ii. scan f ( )
iii. add ( )
৪. উদ্দীপকটি পড় এবং ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাওঃ--- ‘X' কলেজের অধ্যক্ষ ছাত্রদের নির্বাচনি পরীক্ষার ফলাফলের ডেটাকে উর্ধ্বক্রম ও নিম্নক্রমে সাজাচ্ছিলেন। এর ফলে তিনি ডেটাকে সহজেই খুঁজে বের করতে পারছিলেন। অধ্যক্ষ সাহেবের ডেটা সাজানোর পদ্ধতিকে কি বলে ?
৫. উক্ত পদ্ধতির সুবিধা---
i. স্বয়ংক্রিয়ভাবে ফাইল আপডেট হয়
ii. কাজের গতি বৃদ্ধি পায়
iii. বেশী জায়গার প্রয়ােজন হয়
৬. ডেটাবেজে SQL টেবিলে নতুন রেকর্ড সংযােজনে কোন স্টেটমেন্ট ব্যবহার করা যায় ?
7. চিত্রটি লক্ষ কর এবং 7 ও 8 নং প্রশ্নের উত্তর দাও। Y এর মান কোনটি ?
৮. উদ্দীপকের বর্তনীটির আউটপুর Y=1 পেতে A ও B এর কত ইনপুট দিতে হবে ?
৯. ব্রাউজকারীর সময় বাঁচে কোন ট্যাগে ?
১০. তমালের তৈরিকৃত ওয়েবপেজটি লোডিং করার পরও ডেটার মান পরিবর্তন করতে পারছে না। এ সমস্যা সমাধানের জন্য তার শিক্ষক তাকে কয়েকটি ভাষা ব্যবহার পরামর্শ দিলেন।

তমালের তৈরিকৃত ওয়েবপেজটি কোন ধরনের ?
১০. তমালের তৈরিকৃত ওয়েবপেজটি লোডিং করার পরও ডেটার মান পরিবর্তন করতে পারছে না। এ সমস্যা সমাধানের জন্য তার শিক্ষক তাকে কয়েকটি ভাষা ব্যবহার পরামর্শ দিলেন।

i. ASP
ii. PHP
iii. JSP
নিচের কোনটি সঠিক
১২.‘সি’ ভাষায় ইন্টিজার ডেটা টাইপ কত বিটের ?
১৩. WiMax এর স্ট্যান্ডাড কত ?
(1110.11)2 এর সমকক্ষ হেক্সাডেসিমেলের সংখ্যা কোনটি ?
১৫. X তার ডিজিটল ডিভাইসে নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না। বর্তমনে এক নতুন সার্ভিস গ্রহণ করায় অটো আপডেট, উচ্চ গতিসম্পন্ন ডিজিটাল সুবিধা পায়।
উদ্দীপকে সার্ভিসটির নাম কী ?
১৬. X তার ডিজিটল ডিভাইসে নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না। বর্তমনে এক নতুন সার্ভিস গ্রহণ করায় অটো আপডেট, উচ্চ গতিসম্পন্ন ডিজিটাল সুবিধা পায়।
সার্ভিস ক্ষেত্রে প্রযোজ্য-
i. কেন্দ্রীয় রিমোট সার্ভারের মাধ্যমে ডাটা নিয়ন্ত্রণ
ii. ব্যবহারে অতিরিক্ত মূল্য দিতে হয়
iii. রক্ষণাবেক্ষণের খরচ নাই
নিচের কোনটি সঠিক ?
১৭. NOR এর আউটপুর 0 (শূন্য) হবে যখন-
i. সবগুলো ইনপুপে 1
ii. সবগুলো ইনপুটে 0
iii. যে কোন একটি ইনপুটে 1
১৮. ওয়েব সাইটের একক ঠিকানা-
১৯. বিভিন্ন জটিল রোগের কারণ আবিস্কারে কোন প্রযুক্তি কাজ করছে ?
২০. বায়েইনফরমেটিক্সের ব্যবহারের ক্ষেত্রগুলি হলো-
i. জৈব প্রযুক্তি
ii. জীবানু অস্ত্র তৈরি
iii.মহাকাশ গবেষণা
২১. পাঁচটি ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুর লাইন কতটি ?
২২. (17) 8 এর পরের সংখ্যা কোনটি ?
২৩. # include
main ( )
{ int a = 3, b;
b = 2 * a ;
printf ("%d", b);
}
উদ্দীপকের প্রোগ্রামটি রান করলে b এর মান কত হবে ?
২৪. ক্লাউট কম্পিউটিং এর মাধ্যমে কাজ করা সুবিধাজনক কারণ-
i. শুধুমাত্র নিজস্ব হার্ডওয়ার প্রয়োজন
ii. সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়
iii. সার্বক্ষণিক ব্যবহার করা যায়
২৫. তারগুলো পেঁচানো ও জোড়া থাকে বলে ঐ তারকে বলা হয়-
Previous article2019- মাদরাসা শিক্ষা বোর্ড এর এইচএসসি পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নৈর্ব্যত্তিক প্রশ্ন ও সমাধান (খ সেট)
Next article2019-সিলেট শিক্ষা বোর্ড এর এইচএসসি পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্ন ও সমাধান এবং অনলাইন পরীক্ষা