2016-ঢাকা শিক্ষা বোর্ড এর এইচএসসি পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্ন ও সমাধান এবং অনলাইন পরীক্ষা

ওয়েবপেইজ ডিজাইন কোনটি?
http://www.yahoo.com এর সর্বশেষ অংশটির নাম কী ?
কোন ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে?

লাইব্রেরী ফাংশন হচ্ছে-
i. পূর্ব থেকে তৈরীকৃত বিভিন্ন বিষয়বস্তু
ii. এক ধরনের বিশেষ স্টেটমেন্ট
iii. শুধুমাত্র গানিতিক কার্যে ব্যাবহার যোগ্য নির্দেশ

কোনটি সি ভাষার ফাংশন -

প্রোগ্রাম তৈরীর ধাপে কোডিং-

i.সমস্যার বিশ্লেষনের সাথে সম্পর্কিত

ii.প্রোগ্রামিং ভাষার সাহায্যে করা

iii.প্রোগ্রাম তৈরীর পর ভুল খোজা

সি ভাষার হেডার ফাইল হচ্ছে-

i.প্রোগ্রামের আবশ্যকীয় অংশ

ii.ডেটাটাইপ ধারনকৃত ফাইল

iii.ফাংশনের বর্ণনাকারী ফাইল

উদ্দিপকটি পড়ে ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও:

জেরি সি ভাষায় একটি প্রোগ্রাম রচনা করে যাতে দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করা যায়।প্রোগ্রামটি রান করার পর ২ টি সংখ্যা প্রদান করলে ফলাফলে শুধু ২য় সংখ্যাটি প্রদর্শিত হয় ।

উদ্দিপকে উদ্ভিত সমস্যার কারণ কোনটি ?

উদ্দিপকটি পড়ে ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও:

জেরি সি ভাষায় একটি প্রোগ্রাম রচনা করে যাতে দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করা যায়।প্রোগ্রামটি রান করার পর ২ টি সংখ্যা প্রদান করলে ফলাফলে শুধু ২য় সংখ্যাটি প্রদর্শিত হয় ।

উদ্দিপকের ন্যায় প্রোগ্রাম তৈরীর ক্ষেত্রে প্রয়োজন-

i.বিশেষ ডেটাবেজ প্রোগ্রামিং ভাষা জানা থাকা

ii.চলক ও ডেটা টাইপ সম্পর্কে ধারনা থাকা

iii.ইনপুট আউটপুট সম্পর্কে সঠিক ধারণা থাকা

কুয়েরি বলতে কী বোঝায় ?
সি-ভাষায় উপাত্ত গ্রহনের কমান্ড কোনটি ?

ডেটাবেজ সফটওয়্যারের সাহায্যে তৈরী করা যায় -

i.বিশেষ অ্যাপ্লিকেশন প্রোগ্রাম

ii.ডেটা প্রদানের ইন্টারফেস

iii.প্রয়োজন অনুযায়ী প্রতিবেদন

নিচের কোনটি সঠিক?

উদ্দিপকটি পড়ে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও :

Roll Name Date of Birth

টেবিল ১

Script No Roll Subject

টেবিল ২

উদ্দীপকের ১নং টেবিলের ১ নং ফিল্ডের বৈশিষ্ট হতে পারে-

i.ডুপ্লিকেট মান বিরূদ্ধ

ii.ডেটা টাইপ অটো নাম্বার

iii.ইন্ডেক্সিং সুবিধা সংবলিত

উদ্দিপকটি পড়ে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও :

Roll Name Date of Birth

টেবিল ১

Script No Roll Subject

টেবিল ২

উদ্দীপকের টেবিলদ্বয়ের রিরেশনশিপের ক্ষেত্রে কোনটি প্রেযোজ্য?

ডেটার গোপনীয়তা রক্ষায় গৃহীত ব্যাবস্থা কোনটি?
কোনটি ডেটাবেজের সবচেয়ে বড় ডেটা টাইপ ?
বিম্বগ্রাম ধারনাটির প্রবক্তা কে ?
বিশ্বগ্রাম ধারনাটির সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পৃক্ত ?

সি -প্রোগ্রামের ক্ষেত্রে-

i.প্রোগ্রাম কম্পাইল করার জন্য Alt এবং F9 কী দ্বয় একত্রে চাপতে হয়

ii.প্রোগ্রাম সেভ করার জন্য Alt এবং S কী দ্বয় একত্রে চাপতে হবে

iii.প্রোগ্রাম রান করার জন্য Ctrl এবং F9 কী দ্বয় একত্রে চাপতে হবে

নিচের কোনটি সঠিকঃ

উদ্দিপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

সোনার বাংলা নামক প্রতিষ্টানটি দীর্ঘ ১৫ বছর যাবত গবেষনা করে একটি নতুন জাতের ধানের উদ্ভাবন করেছে যা বন্যার পানিতে ডুবে থাকার পরেওনষ্ট হয় না।বর্তমানে প্রতিষ্ঠানটি নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও কর্মী ব্যাবস্থাপনার অত্যাধুনিক প্রযুক্তি ব্যাবহার করেছে।

উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তি হচ্ছে-

i.জেনেটিক ইন্জিনিয়ারিং

ii.বায়োমেট্রিক্স

iii.বায়োইনফরমেট্রিক্স

নিচের কোনটি সঠিক ?

উদ্দিপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও।সোনার বাংলা নামক প্রতিষ্টানটি দীর্ঘ ১৫ বছর যাবত গবেষনা করে একটি নতুন জাতের ধানের উদ্ভাবন করেছে যা বন্যার পানিতে ডুবে থাকার পরেও নষ্ট হয় না।বর্তমানে প্রতিষ্ঠানটি নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও কর্মী ব্যাবস্থাপনার অত্যাধুনিক প্রযুক্তি ব্যাবহার করেছে।উদ্দিপকের প্রতিষ্ঠানটির বিদ্যামান ব্যাবস্থায়-i.নতুন গবেষনার ক্ষেত্র তৈরী হবে

ii.জীব বৈচিত্র সৃষ্টির পথ সুগম করবে

iii.তথ্য প্রযুক্তির নৈতিকতা বিঘ্নিত হবে

নিচের কোনটি সঠিকঃ

আউটসোসিং কী ?
কোনটি ক্রয়োসার্জারির সাথে সম্পর্কিত ?
ডেটা কমিউনিকেশ কী ?

বিট সিনক্রোনাইজেশন হচ্ছে-

i.বিট প্রেরনের স্বমন্বিত পদ্ধতি

ii.বিটের শুরূ এবং শেষ বুঝতে পারা

iii.ব্রান্ডউইথের পরিমান বৃদ্ধি পাওয়া

নিচের কোনটি সঠিকঃ

ন্যারো ব্রান্ডে সর্বনিম্ন ডেটা স্পিড কত বিপিএস?

নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও: F এর মান কত ?

নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও: 2ও3 নং গেইটের কিরূপ পরিবর্তন করলে F এর মান শূন্য হবে ?

 

উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও:

রাজিব তার বাবার অফিসে গিয়ে দেখল তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউটারে প্রিন্ট কমান্ড দিলেন এবং তার থেকে কিচু দুরে অবস্থিত আরেকজন অফিসারও একই সাথে প্রিন্ট কমান্ড দিয়ে একই প্রিন্টার থেকে প্রিন্ট নিলেন।রাজিবের বাবা নিজের কম্পিউটার ব্যাবহার করে রাজিবকে তার প্রবাসী ফুফুর সাথে সরাসরি কথা বলিয়ে দিলেন।

উদ্দিপকের নেটওয়ার্কের ধরন হচ্ছে -

i.LAN

ii.MAN

iii.WAN

নিচের কোনটি সঠিকঃ

উদ্দীপকের ব্যাবস্থায় সম্ভব-

i.সল্প ডিভাইসে অধিক সেবা

ii.গ্রাহকের সাথে সহজ যোগাযোগ

iii.ক্ষুদ্র অঞ্চলে সীমাবদ্ধ কার‌্যক্রম

নিচের কোনটি সঠিকঃ

AND এবং NOT গেইট মিলে কোন গেইট হয় ?
-5 এবং ২ এর পরিপূরক মান কত?

নিচের কোডটি লক্ষ কর এবং ৩৩ নং প্রশ্নের উত্তর দাও:

<html> <body> <ht>ICT</hl> </body> </html>

প্রাপ্ত আউটপুটে কী দেখাবে ?

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

দৃশ্যকল্প ১:শুভ কলেজে ভর্তির আবেদনের জন্য একটি সাইবার ক্যাফেতে গিয়ে একটি ইলেকট্রনিক্স ফরম পূরণ করে।সেখানে বসেই সে তার মোবাইলে পূরনকৃত ফরমের আলোকে নির্দেশনামূলক একটি মেসেজ পায়।

দৃশ্যকল্প ২:

<Html> <body> This is first website </body> </html>

দৃশ্যকল্প ১ এর তথ্য প্রযুক্তির কোন সেবাটি গ্রহন করা হয়েছে?

দৃশ্যকল্প ২:

<html> <body> This is a first website </body> </html>

দৃশ্যকল্প ২ এর জন্য ব্যাবহৃত হতে পারে-

i.HTML সিনটেক্স

ii.টেক্সট এডিটর

iii.ব্রাউজার সফটওয়্যার

নিচের কোনটি সঠিক?

2016-ঢাকা শিক্ষা বোর্ড এর এইচএসসি পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্ন ও সমাধান এবং অনলাইন পরীক্ষা
You got {{userScore}} out of {{maxScore}} correct
{{title}}
{{image}}
{{content}}
Previous articleএইচএসসি আইসিটি অনলাইন মডেল টেস্ট (বহুনির্বাচনী)-06
Next article2016-রাজশাহী শিক্ষা বোর্ড এর এইচএসসি পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্ন ও সমাধান এবং অনলাইন পরীক্ষা