লাইব্রেরী ফাংশন হচ্ছে-
i. পূর্ব থেকে তৈরীকৃত বিভিন্ন বিষয়বস্তু
ii. এক ধরনের বিশেষ স্টেটমেন্ট
iii. শুধুমাত্র গানিতিক কার্যে ব্যাবহার যোগ্য নির্দেশ
প্রোগ্রাম তৈরীর ধাপে কোডিং-
i.সমস্যার বিশ্লেষনের সাথে সম্পর্কিত
ii.প্রোগ্রামিং ভাষার সাহায্যে করা
iii.প্রোগ্রাম তৈরীর পর ভুল খোজা
সি ভাষার হেডার ফাইল হচ্ছে-
i.প্রোগ্রামের আবশ্যকীয় অংশ
ii.ডেটাটাইপ ধারনকৃত ফাইল
iii.ফাংশনের বর্ণনাকারী ফাইল
উদ্দিপকটি পড়ে ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও:
জেরি সি ভাষায় একটি প্রোগ্রাম রচনা করে যাতে দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করা যায়।প্রোগ্রামটি রান করার পর ২ টি সংখ্যা প্রদান করলে ফলাফলে শুধু ২য় সংখ্যাটি প্রদর্শিত হয় ।
উদ্দিপকে উদ্ভিত সমস্যার কারণ কোনটি ?
উদ্দিপকটি পড়ে ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও:
জেরি সি ভাষায় একটি প্রোগ্রাম রচনা করে যাতে দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করা যায়।প্রোগ্রামটি রান করার পর ২ টি সংখ্যা প্রদান করলে ফলাফলে শুধু ২য় সংখ্যাটি প্রদর্শিত হয় ।
উদ্দিপকের ন্যায় প্রোগ্রাম তৈরীর ক্ষেত্রে প্রয়োজন-
i.বিশেষ ডেটাবেজ প্রোগ্রামিং ভাষা জানা থাকা
ii.চলক ও ডেটা টাইপ সম্পর্কে ধারনা থাকা
iii.ইনপুট আউটপুট সম্পর্কে সঠিক ধারণা থাকা
ডেটাবেজ সফটওয়্যারের সাহায্যে তৈরী করা যায় -
i.বিশেষ অ্যাপ্লিকেশন প্রোগ্রাম
ii.ডেটা প্রদানের ইন্টারফেস
iii.প্রয়োজন অনুযায়ী প্রতিবেদন
নিচের কোনটি সঠিক?
উদ্দিপকটি পড়ে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও :
Roll | Name | Date of Birth |
টেবিল ১
Script No | Roll | Subject |
টেবিল ২
উদ্দীপকের ১নং টেবিলের ১ নং ফিল্ডের বৈশিষ্ট হতে পারে-
i.ডুপ্লিকেট মান বিরূদ্ধ
ii.ডেটা টাইপ অটো নাম্বার
iii.ইন্ডেক্সিং সুবিধা সংবলিত
উদ্দিপকটি পড়ে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও :
Roll | Name | Date of Birth |
টেবিল ১
Script No | Roll | Subject |
টেবিল ২
উদ্দীপকের টেবিলদ্বয়ের রিরেশনশিপের ক্ষেত্রে কোনটি প্রেযোজ্য?
সি -প্রোগ্রামের ক্ষেত্রে-
i.প্রোগ্রাম কম্পাইল করার জন্য Alt এবং F9 কী দ্বয় একত্রে চাপতে হয়
ii.প্রোগ্রাম সেভ করার জন্য Alt এবং S কী দ্বয় একত্রে চাপতে হবে
iii.প্রোগ্রাম রান করার জন্য Ctrl এবং F9 কী দ্বয় একত্রে চাপতে হবে
নিচের কোনটি সঠিকঃ
উদ্দিপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও
সোনার বাংলা নামক প্রতিষ্টানটি দীর্ঘ ১৫ বছর যাবত গবেষনা করে একটি নতুন জাতের ধানের উদ্ভাবন করেছে যা বন্যার পানিতে ডুবে থাকার পরেওনষ্ট হয় না।বর্তমানে প্রতিষ্ঠানটি নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও কর্মী ব্যাবস্থাপনার অত্যাধুনিক প্রযুক্তি ব্যাবহার করেছে।
উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তি হচ্ছে-
i.জেনেটিক ইন্জিনিয়ারিং
ii.বায়োমেট্রিক্স
iii.বায়োইনফরমেট্রিক্স
নিচের কোনটি সঠিক ?
ii.জীব বৈচিত্র সৃষ্টির পথ সুগম করবে
iii.তথ্য প্রযুক্তির নৈতিকতা বিঘ্নিত হবে
নিচের কোনটি সঠিকঃ
বিট সিনক্রোনাইজেশন হচ্ছে-
i.বিট প্রেরনের স্বমন্বিত পদ্ধতি
ii.বিটের শুরূ এবং শেষ বুঝতে পারা
iii.ব্রান্ডউইথের পরিমান বৃদ্ধি পাওয়া
নিচের কোনটি সঠিকঃ
নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও: F এর মান কত ?
নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও: 2ও3 নং গেইটের কিরূপ পরিবর্তন করলে F এর মান শূন্য হবে ?
উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও:
রাজিব তার বাবার অফিসে গিয়ে দেখল তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউটারে প্রিন্ট কমান্ড দিলেন এবং তার থেকে কিচু দুরে অবস্থিত আরেকজন অফিসারও একই সাথে প্রিন্ট কমান্ড দিয়ে একই প্রিন্টার থেকে প্রিন্ট নিলেন।রাজিবের বাবা নিজের কম্পিউটার ব্যাবহার করে রাজিবকে তার প্রবাসী ফুফুর সাথে সরাসরি কথা বলিয়ে দিলেন।
উদ্দিপকের নেটওয়ার্কের ধরন হচ্ছে -
i.LAN
ii.MAN
iii.WAN
নিচের কোনটি সঠিকঃ
উদ্দীপকের ব্যাবস্থায় সম্ভব-
i.সল্প ডিভাইসে অধিক সেবা
ii.গ্রাহকের সাথে সহজ যোগাযোগ
iii.ক্ষুদ্র অঞ্চলে সীমাবদ্ধ কার্যক্রম
নিচের কোনটি সঠিকঃ
নিচের কোডটি লক্ষ কর এবং ৩৩ নং প্রশ্নের উত্তর দাও:
<html> <body> <ht>ICT</hl> </body> </html> |
প্রাপ্ত আউটপুটে কী দেখাবে ?
উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
দৃশ্যকল্প ১:শুভ কলেজে ভর্তির আবেদনের জন্য একটি সাইবার ক্যাফেতে গিয়ে একটি ইলেকট্রনিক্স ফরম পূরণ করে।সেখানে বসেই সে তার মোবাইলে পূরনকৃত ফরমের আলোকে নির্দেশনামূলক একটি মেসেজ পায়।
দৃশ্যকল্প ২:
<Html> <body> This is first website </body> </html> |
দৃশ্যকল্প ১ এর তথ্য প্রযুক্তির কোন সেবাটি গ্রহন করা হয়েছে?
দৃশ্যকল্প ২:
<html> <body> This is a first website </body> </html> |
দৃশ্যকল্প ২ এর জন্য ব্যাবহৃত হতে পারে-
i.HTML সিনটেক্স
ii.টেক্সট এডিটর
iii.ব্রাউজার সফটওয়্যার
নিচের কোনটি সঠিক?