নিচের উদ্দীপকটি পড় এবং ১ ও ২নং প্রশ্নের উত্তর দাও :
শেরপুর সরকারি কলেজের যব রেড ক্রিসেন্ট ইউনিটের হৃদয়একদিন কলেজের ক্লাস শেষে বাসায় ফিরছিল। হৃদয় ও তার বন্ধু facebook নামে ওয়েবসাইটটি ব্যবহার করে। ওয়েবসাইটটিতে তাদের গ্রুপ রয়েছে যেখানে অনেক বন্ধু অনলাইনে থাকে। রাস্তায় হৃদয় একজন মুমূর্ষ রোগী দেখল যার রক্তে প্রয়োজন। তাই হৃদয় এই খবরটি তার বন্ধুদের জানালেন।
১. হৃদয় তার বন্ধুদের রক্ত দেয়ার জন্য কোন ওয়েবসাইটটির মাধ্যমে জানালেন ?
নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও:
রোল | নাম | রেজি নং | ফলাফল |
২১৩৩৩০১ | রহিম | ৫৩৭১৯০১ | A+ |
২১৩৩৩০২ | করিম | ৫৩৭১৯০২ | A |
২১৩৩৩০৩ | তরুন | ৫৩৭১৯০৩ | A- |
৫. যে রোল নম্বরগুলো অ পেয়েছে তাদের দ্রুত খুঁজে বের করা যায় কোন পদ্ধতিতে
৬. উদ্দীপকে যে ফিল্ডগুলো primary হতে পারে-
i. নাম
ii. রোল নম্বর
iii. রেজিঃনং
নিচের কোনটি সঠিক?
১১. জাভা জনপ্রিয়তা কারণ হতে পারে-
i. জাভা একটি General Purpose নিম্নস্তরের ভাষা
ii. সব ধরনের কম্পিউটার JVM রয়েছে
iii. জাভার প্রোগ্রাম লিখেই বাজারজাত করা যায়।
নিচের কোনটি সঠিক?
নিচের উদ্দীপকটি পড় এবং ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও:
ফ্লোচার্ট হচ্ছে অ্যালগরিদমের চিত্ররূপ। প্রোগ্রাম রচনার পূর্ব ধাপ হচ্ছে ফ্লোচার্ট দ্বারা খুব সহজেই প্রোগ্রামের গতিপথ সম্পর্কে ধারনা পাওয়া যায়। 0 প্রতীকটি দ্বারা কী বোঝায় ?
নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও:
X2+Y2 একটি বীজগাণিতিক রাশিমালা।
১৪. রাশিমালাটিতে স্বাধীন চলক কয়টি?
১৭. লজিক্যাল ফাংশনের কাজ হচ্ছে-
i. জটিল সমীকরণকে সহজ করা
ii. সহজে সার্কিট তৈরি করা
iii. যোগফল বের করা
নিচের কোনটি সঠিক?
১৯. একগুচ্ছ ফ্লিপ-ফ্লপ এর সমন্বয়ে গঠিত এবং প্রতিটি ফ্লিপ-ফ্লপ
একটি করে বাইনারী বিট ধারণ করতে পারে, তাকে কী বলে?
২০. ১ এর স্থলে ০ বসিয়ে
i. সংখ্যার ০ এর স্থলে ১ বসিয়ে
ii. সংখ্যার ০ এর সাথে ১ যোগ
iii. সংখ্যার ০ এর সাথে ১ যোগ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৩. স্ট্যাটিক ওয়েবসাইট হলো-
i. পরিবর্তনশীল তথ্য বা ইন্টারেক্টিভ ওয়েবপেইজ
ii. অতি দ্রুত ও দক্ষতার সহিত কন্টেন্ট সরবরাহ করা যায়
iii. সহজেই ওয়েব পেইজের লে আউট পরিবর্তন করা যায়।
নিচের কোনটি সঠিক ?
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
কম্পিউটার ল্যাবে ২০ টি কম্পিউটার একটি বিশেষ টপোলজিতে নেটওয়ার্কি এর আওতায় আনা হলো। এতে পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে পারফরমেন্স বেশ ভালো তবে একটি কম্পিউটার নষ্ট হলেই পুরো নেটওয়ার্কটি অকার্যকর হয়ে পড়ছে।
২৪. উদ্দপকে নেটওয়ার্কিং এ কোন টপোলজি ব্যবহৃত হয়েছে?</p>
২৫. আরো কম্পিউটার যে কোন মুহুর্তে সংযুক্ত করতে পূর্বের ত্রুটি মুক্ত করতে চাইলে কোন টপোলজিটি উপযুক্ত হবে ?