Site icon hscict.com.bd

মডেল টেস্ট-01 প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্ত : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)

hcsict
0%
77

http://hscict.com.bd/wp-content/uploads/2022/07/Ok-Boss0.mp3http://hscict.com.bd/wp-content/uploads/2022/07/Wrong-Answer.mp3
Created by Liaquat Talukder

মডেল টেস্ট-01 প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্ত : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)

1 / 50

1. কোনটি উপাদানটি গ্লোবাল ভিলেজ এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ?

2 / 50

2. কোন উপাদানটি Global Village এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূূর্ণ ?
[য-17]

3 / 50

3. ক্রায়ােসার্জারিতে এমআরআই ব্যবহার করা হয় কেন?

4 / 50

4. নিচের কোনটি 'Cryo' শব্দের অর্থ প্রকাশ করে?

5 / 50

5. নিচের উদ্দীপকের আলোতে
আরমান তার কুয়েত প্রবাসী বোনের টেলিফোনে নিয়মিত যোগাযোগ রাখে । কিন্তু তার মা প্রবাসী মেয়ে ও দুই নাতির সাথে দেখে কথা বলার জন্য আরমানকে পীড়াপীড়ি করাতে সে একটা ব্যবস্থা নিতে সম্মত হয় ।

আরমান মায়ের অনুরোধ পূরণে কোন বেবস্থা গ্রহণ করবে ?

6 / 50

6. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রগুলাে হলাে --
i. মেশিন লার্নিং
ii. স্পিচ
iii. ভিশন
নিচের কোনটি সঠিক ?

7 / 50

7. উদ্দীপকের আলোতে--
ক’ শিক্ষার্থী কলেজে পড়াশুনা করে। তথ্যের উৎস উল্লেখ করেপড়াশুনার প্রয়ােজনে কম্পিউটার এবং ইন্টারনেটের সহায়তায় টার্মপেপার তৈরি করে। কিন্তু ‘খ’ শিক্ষার্থী কোনাে অনুমতি ছাড়াই ফাইল কপি করে নেয় । এমনকি ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের কোনােরূপ কৃতজ্ঞতা ছাড়াই নিজের নামে প্রকাশ করে ।

উদ্দীপকের ‘খ শিক্ষার্থীর কর্মকাণ্ড কোনটি? [ঢা. বাে, ২০১৭]

8 / 50

8. উৎপাদন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিচের কোনটি সঠিক?
i. টেলিপোর্ট সেবা
ii. টেলিযােগাযােগ সেবা
iii. ইন্টারনেট সেবা
নিচের কোনটি সঠিক ?

9 / 50

9. আউটসোর্সিং কী ?

10 / 50

10. খাদ্যজাত দ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভেতর প্রলেপ করার প্রযুক্তি কি?

11 / 50

11. এক ন্যানোমিটার সমান কত মিটার?

12 / 50

12. অফিস যন্ত্রকায়নের ঝুঁকি হলো --

i. অনভিজ্ঞ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ কমে
ii. গ্রাহকের সাথে মিথক্রিয়া কমে
iii. জায়ান্ট তথ্য প্রযুক্তি কোম্পানির ডাটা সেন্টারের অনিয়ন্ত্রিত

নিচের কোনটি সঠিক ?

13 / 50

13. হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যেমে তৈরীকৃত বাস্তবভিত্তিক কৃত্তিম পরিবেশকে কি বলে ?

14 / 50

14. ক্ষতস্থান শনাক্তে ব্যবহৃত মাইক্রো ক্যামেরাযুক্ত নলকে কী বলে?

15 / 50

15. প্রথম মহাকাশচারীর নাম কী?

16 / 50

16. বিশ্বগ্রাম সুবিধা হলো --
i. নিরাপদ ও দ্রুত যোগাযোগ
ii. তথ্যের ব্যাপক উৎস সৃষ্টি
iii. তথ্যের নিয়ন্ত্রণ ব্যবহার

নিচের কোনটি সঠিক ?

17 / 50

17. ক্রায়ােসার্জারির সুবিধা হলাে—
i. এতে রােগীর ঝুঁকি কম
ii. ব্যথানাশক ব্যবহৃত হয় না।
iii. কাটাছেড়ার প্রয়ােজন কম।
নিচের কোনটি সঠিক?

18 / 50

18. অনলাইন ব্যাংকিং এর একটি উদাহরন হলো--

19 / 50

19. ক্রায়ােসার্জারির ক্ষেত্রে সমন্বিতভাবে ব্যবহৃত হয়-
i. প্রােপেন।
ii. অ্যালকোহল
iii. ডাইমিথাইল ইথার

নিচের কোনটি সঠিক?

20 / 50

20. রোগীর তথ্য সংরক্ষণের ব্যাবহৃত সফটওয়্যার হলো --
i. Theraphy Notes ii. iCliniq
iii. Care 360

নিচের কোনটি সঠিক ?

21 / 50

21. অত্যধিক ঠান্ডায় অস্বাভাবিক বা রােগাক্রান্ত টিস্যর ওপর নিচের কোন পদ্ধতি প্রয়ােগ করা হয়?

22 / 50

22. এ যাবৎ আইপিও র মাধমে বিশ্বের সর্বোচ্চ অর্থসংগ্রহকারী কোম্পানি আলিবাবা যে ব্যাবসার সাথে জড়িত--

23 / 50

23. ই -কমার্সের এর সুবিধা হলো --
i. অর্থের খরচ কমে
ii. অধিকসংখ্যক পণ্য একস্থানে পাওয়া যায়
iii. সময় অধিক কম লাগে

নিচের কোনটি সঠিক ?

24 / 50

24. কর্মসন্থানের জন্য বর্তমানে --

i. ঘরে বসে কাজ পাওয়া যায়
ii. ইন্টারনেট সুবিধা নেওয়া যায়
iii. বিভিন্ন ওয়েব সুবিধা পাওয়া যায়

নিচের কোনটি সঠিক ?

25 / 50

25. কোন ক্ষেত্রে বায়ােমেট্রিক প্রযুক্তি ব্যবহৃত হয়?

26 / 50

26. EFT এর পূর্ণরূপ কি?

27 / 50

27. হার্বার্ট মার্শাল ম্যাকলুহান-এর বিখ্যাত গ্রন্থসমূহের নাম হলো-
i. The Gutenberg Galaxy : The Making of Typographic Man
ii. Understanding Media
iii. The C Programming Language.

নিচের কোনটি সঠিক ?

28 / 50

28. গ্লোবাল ভিলেজ-এর backbone কোনটি?

29 / 50

29. আইসিটিনির্ভর উৎপাদন ব্যবস্থার উদাহরণ হলাে—
i.কম্পিউটারের সাহায্যে পণ্যের মান নিয়ন্ত্রণ।
ii. ঝুঁকিপূর্ণ কাজে রােবটের ব্যবহার।
iii. স্বয়ংক্রিয় উৎপাদন ব্যবস্থাপনা।
নিচের কোনটি সঠিক?

30 / 50

30. যান পরিবহনের ক্ষেত্রে দেশে অসংখ্য মানুষের কর্মসন্থান করে দিয়েছে ---
i. পাঠাও ii. উবার
iii. উবারপুল

নিচের কোনটি সঠিক ?

31 / 50

31. উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?

32 / 50

32. বায়োমেট্রিক পদ্ধতিতে সিমকার্ড নিবন্ধন শুরু করা হয় ১ম ও ২য় দেশ কী কী ?

33 / 50

33. জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়ােগ হলো--

34 / 50

34. ভার্চুয়াল রিয়ালিটি মূলত-

35 / 50

35. ক্রায়োসার্জারিতে--- [চ, বাে, ২০১৬]
i. টিউমার টিস্যুর তাপমাত্রা হ্রাস-বৃদ্ধি করা হয়
ii.নাইট্রোজেন ও অন্যান্য ক্রোমোজনিত এজেন্ট ব্যবহার করা হয়।
iii. অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়ােগ করা হয়

নিচের কোনটি সঠিক ?

36 / 50

36. E-goverence বলতে কি বোঝায় ?

37 / 50

37. ইলেকট্রনিক ডিভাইস-এর মাধমে পর্নোগ্রাফি সরবরাহের সর্বোচ শাস্তি কোনটি ?

38 / 50

38. উদ্দিপকটি পর এবং নিচের প্রশ্নের উত্তর দাওঃ
মিজান বুয়েটে ভর্তির সুযোগ পাওয়ার বিষয়টি ও কলেজের ছবি 3G প্রযুক্তির মাধ্যমে অতি দ্রুত তার বন্ধু বান্ধব ও আত্নীয়স্বজনকে জানায়। তাদের কেউ কেউ ভিডিও কল করে অথবা ফেসবুকে তাকে অভিনন্দন জানায়। [সি. ১৬]
মিজানের খবরটি পাঠানোর ব্যবস্থা কোনটি ?

39 / 50

39. নলেজ ইকোনমির সুফল--
i.বৈদেশিক মুদ্রা অর্জন
ii. তথ্য ও সেবা কেন্দ্র চালু
iii. কর্মসংস্থানের সুযােগ সৃষ্টি
নিচের কোনটি সঠিক?

40 / 50

40. কোনাে টিউমারকে অতিরিক্ত ঠান্ডা তাপমাত্রায় গলানাে হয়, কোন সার্জিকাল পদ্ধতির মাধ্যেমে ?

41 / 50

41. বাংলাদেশে সর্বপ্রথম Q-Cash চালু করেন--

42 / 50

42. যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাধারণত কৃত্রিম বুদ্বিমত্তা প্রয়োগের ক্ষেত্রে ব্যবহার হয়না ?

43 / 50

43. নিচের উদ্দীপকের আলোতে
শরীফ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ার বিষয়টি 3G ফোনে টেক্সট লিখে দেশে-বিদেশে আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবকে জানায় ।
তাদের কেউ কেউ ভিডিও কল এবং কেউ কেউ ফেসবুক-এর মাধ্যমে শরীফকে অভিনন্দন জানায় ।

শরীফের খবরটি পাঠানো হয়েছিলো যেভাবে --

44 / 50

44. পাউরুটিতে ব্যবহৃত ইস্ট তৈরিতে ব্যবহৃত হয় কোন পদ্ধতি?

45 / 50

45. রেস্ট্রিকশন এনজাইম দিয়ে--
i. ডিএনএ অণু কাটা যায়।
ii. এক জীবের কোষ থেকে DNA অংশ অন্য জীবে স্থানান্তর করা যায়
iii. এক জীবের DNA অংশ অন্য জীবের DNA অংশের সাথে। লাগানাে যায়
নিচের কোনটি সঠিক?

46 / 50

46. বায়ােইনফরমেটিক্স পদ্ধতির গঠন উপাদান কয়টি?

47 / 50

47. উদ্দীপকের আলোতে--
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গবেষণা করে উপকুলীয় অঞ্চলে চাষযোগ্য নতুন জাতের ধান উদ্বাবন করেছে ,
যার ফলে উপকুলীয় অঞ্চলে ধানের উদপাদন বহুগুনে বেড়ে গেছে ।
প্রতিষ্ঠানটি সাফল্য দেশে--
i.অর্থনৈতিক উন্নয়ন হবে
ii. জীববৈচিত্র্য সৃষ্টির পথ সুগম হবে
iii. ধানের দেশীয় প্রজাতি বিলুপ্ত হবে

নিচের কোনটি সঠিক?

48 / 50

48. কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক প্রয়ােগক্ষেত্র--
i. শেয়ার লেনদেন
ii. বিমান চালনা
iii. রােগ নির্ণয়।

নিচের কোনটি সঠিক ?

49 / 50

49. মহাকাশযানগুলাে বর্তমানে ব্যবহৃত যে কাজে হয়--
i.স্পেস স্টেশনে মালামাল পৌছানাের কাজে
ii. কৃত্রিম উপগ্রহ স্থাপনের কাজে
iii. মঙ্গল গ্রহে অভিযানের কাজে।
নিচের কোনটি সঠিক?

50 / 50

50. স্মার্টফোন তৈরিতে ব্যবহৃত ক্ষুদ্র যন্ত্রাংশ ত্রুটিহীনভাবে স্থাপন সম্ভব হচ্ছে কিছের কল্যাণে ?

Your score is

The average score is 33%

0%

Exit mobile version