Site icon hscict.com.bd

মডেল টেস্ট-01 প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্ত : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)

hcsict
0%
77

http://hscict.com.bd/wp-content/uploads/2022/07/Ok-Boss0.mp3http://hscict.com.bd/wp-content/uploads/2022/07/Wrong-Answer.mp3
Created by Liaquat Talukder

মডেল টেস্ট-01 প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্ত : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)

1 / 50

1. মানবদেহে ইনসুলিন তৈরি হয় কোন ব্যাকটেরিয়া থেকে?

2 / 50

2. সামরিক ক্ষেত্রে রোবট ব্যাবহৃত হয় ?
i. স্থল মাইন অপসারণ করতে
ii. সামনা সামনি গোলাগুলি করতে
iii.যুদ্ধযানে ড্রাইভাইরে বিকল্প হিসাবে
নিচের কোনটি সঠিক ?

3 / 50

3. চন্দ্রে অবতরণকারী প্রথম মনুষ্যবাহী মহাকাশযানের নাম--

4 / 50

4. রোবট ব্যাবহৃত হয় ?
i. বাসবাড়ির গৃহস্থালী কাজে
ii. পরিকল্পনা প্রণয়নে
iii. খনির অব্যন্তরীণে
নিচের কোনটি সঠিক ?

5 / 50

5. কোনটি বায়ােমেট্রিক্স-এ ব্যবহৃত হয়?

6 / 50

6. উদ্দীপকে শওকতের বাবার ব্যবহৃত প্রযুক্তিটির সীমাবদ্ধতা হলাে, এর ফলে--
i.দেশীয় প্রজাতি বিলুপ্ত হতে পারে
ii.ফলন কমে যেতে পারে
iii. নতুন রােগ সৃষ্টি হতে পারে

নিচের কোনটি সঠিক?

7 / 50

7. রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ধাপগুলাে হলাে--
i DNA নির্বাচন
ii. DNA এর বাহক নিবাচন
iii DNA ও কর্তন

নিচের কোনটি সঠিক?

8 / 50

8. RADAR-এর পূর্ণরূপ কি ?

9 / 50

9. নিচের উদ্দীপকের আলোকে উত্তর দেও
মইন সাহেব একটি সরকারি দপ্তরে চাকরি করেন । তিনি সরকারি নির্দেশনা ও তথ্য আদান-প্রদানের জন্য ইন্টারভিউ
ব্যবহার করেন এবং ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে জরুরি সিদ্বান্ত গ্রহণ করেন ।

উদ্দীপকের প্রযুক্তি দাপ্তরিক কার্যকর ব্যতীত আর যে ক্ষেত্রে ব্যাবহৃত হয় , তা হলো --
i. শিক্ষাক্ষেত্রে ii. গোয়েন্দা নজরদারিতে
iii. সামাজিক যোগাযোগে

10 / 50

10. ব্যবহৃত চিকিৎসা পদ্ধতিতে-- [ব, বো, ২০১৬]
i. চিকিৎসা ব্যয় তুলনামূলকভাবে কম।
ii. অপারেশনের ধকল সহ্য করতে হয় না।
iii. আশেপাশের কোষের ক্ষতি হয় না।

নিচের কোনটি সঠিক?

11 / 50

11. নিচের অনুচ্ছেদটি পড়
ববি দিনের বেশিরভাগ সময়ই মােবাইল ফোনে গেমস খেলে এমনকি রাত জেগেও সে মােবাইল ফোন ব্যবহার করে।

ববির এ অভ্যাসকে কি বলে ?

12 / 50

12. আধুনিক তথ্য প্রযুক্তির সর্বসুবিধাসমৃদ্ধ বাসস্থানকে কি বলে ?

13 / 50

13. নিচের উদ্দীপকের আলোতে
আরমান তার কুয়েত প্রবাসী বোনের টেলিফোনে নিয়মিত যোগাযোগ রাখে । কিন্তু তার মা প্রবাসী মেয়ে ও দুই নাতির সাথে দেখে কথা বলার জন্য আরমানকে পীড়াপীড়ি করাতে সে একটা ব্যবস্থা নিতে সম্মত হয় ।

আরমান মায়ের অনুরোধ পূরণে কোন বেবস্থা গ্রহণ করবে ?

14 / 50

14. উদ্দীপকের আলোতে--
ক’ শিক্ষার্থী কলেজে পড়াশুনা করে। তথ্যের উৎস উল্লেখ করেপড়াশুনার প্রয়ােজনে কম্পিউটার এবং ইন্টারনেটের সহায়তায় টার্মপেপার তৈরি করে। কিন্তু ‘খ’ শিক্ষার্থী কোনাে অনুমতি ছাড়াই ফাইল কপি করে নেয় । এমনকি ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের কোনােরূপ কৃতজ্ঞতা ছাড়াই নিজের নামে প্রকাশ করে ।

উদ্দীপকের ‘খ শিক্ষার্থীর কর্মকাণ্ড কোনটি? [ঢা. বাে, ২০১৭]

15 / 50

15. কোন তত্বের ওপর ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত ?

16 / 50

16. এ যাবৎ আইপিও র মাধমে বিশ্বের সর্বোচ্চ অর্থসংগ্রহকারী কোম্পানি আলিবাবা যে ব্যাবসার সাথে জড়িত--

17 / 50

17. আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণের প্রযুক্তি কোনটি? [পরীক্ষা ২০১৮]

18 / 50

18. বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইন চিকিৎসাসেবা পাওয়ার জন্য টেলিমেডিসিন সংক্রান্ত ওয়েবসাইট হলো --
i. Teladoc ii.MDlive
iii. Epic care

19 / 50

19. ‘কিউরিসিটি' নামক মহাকাশযান কোন গ্রহে পাঠানাে হয়েছে?

20 / 50

20. তদেহ শনাক্তকরণে ব্যবহৃত বায়ােমট্রিক্স পদ্ধতি কোনটি?

21 / 50

21. উদ্দীপকের আলোতে
বিলুর মামা কম্পিউটার বিজ্ঞানী। বিলু একদিন মামার ল্যাবে বেড়াতে গেলে মামা তার শরীরে নানা যন্ত্রপাতি লাগিয়ে দিতেই
বিলু দেখতে পেল-সে কক্সবাজার সমুদ্র সৈকতে বসে আছে। বিলু
হাত দিয়ে পানি স্পর্শ করে দেখল সত্যি তার হাত পানিতে ভিজে
যাচ্ছে।

বিলুর হাতে পানির অনুভূতি সৃষ্টি করছে নিচের কোনাটি ?

22 / 50

22. বর্তমান প্রায় সব খবরের কাগজ অফিস কি প্রকাশ করেছে ?

23 / 50

23. ইলেকট্রনিক ডিভাইস-এর মাধমে পর্নোগ্রাফি সরবরাহের সর্বোচ শাস্তি কোনটি ?

24 / 50

24. উদ্দীপকের আলোতে
মিঃ সালাম উচ্চ ফলনশীল ধান উৎপাদন নিয়ে গবেষণা করছেন। তার কপালের টিউমারটি চিকিৎসক -20°C তাপমাত্রার তরল
নাইট্রোজেন ব্যবহার করে অপসারণ করেন।

চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতি হচ্ছে-- [সি. বাে. ২০১৯]

25 / 50

25. কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন ?

26 / 50

26. SWIFT কোড সাধারণত ব্যবহার হয়--

27 / 50

27. RDNA সমৃদ্ধ জীবকোষকে কী বলে?

28 / 50

28. চেকের আধুনিক সংরক্ষণ কি নামে ডাকা হয় ?

29 / 50

29. ভিডিও কনফারেন্সিং ব্যবস্থায় অংশগ্রহণকারীরা -
১. একে অপরের ছবি দেখতে পারে
২. প্রত্যেকে প্রত্যেকের কথোপকথন শুনতে পারে
৩. নিজেদের মধ্যে চিঠিপত্র আদান-প্রদান করতে পারে

30 / 50

30. বৈশিষ্ট্যের ভিন্নতায় বায়ােমেট্রিক্সকে সাধারণত কয়টি শ্রেণিতে বিভক্ত করা যায়?

31 / 50

31. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রগুলাে হলাে --
i. মেশিন লার্নিং
ii. স্পিচ
iii. ভিশন
নিচের কোনটি সঠিক ?

32 / 50

32. কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি ? [চ.বো.২০১৭]

33 / 50

33. কোন পদ্ধতিতে Actuator ব্যবহৃত হয়? [চ.বাে. ২০১৭]

34 / 50

34. বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রয়োজনীয় উপাদান হলো --
i. কানেকটিভিটি ii. ডেটা
iii.সক্ষমতা
নিচের কোনটি সঠিক ?

35 / 50

35. EHR এর পূর্ণ রূপ কী ?

36 / 50

36. কোন প্রযুক্তির মাধ্যমে আমাদের নিত্য ব্যবহার্য পণ্য ছােট হয়ে থাকে ?

37 / 50

37. এক্সপার্ট সিস্টেম কী ?

i. এক্সপার্ট সিস্টেম
ii. ফাজি লজিক
iii. লার্নিং সিস্টেম।

নিচের কোনটি সঠিক ?

38 / 50

38. মানুষের শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখযােগ্য হলাে—
i. চোখের মণি।
ii. আঙুলের ছাপ
iii. DNA
নিচের কোনটি সঠিক ?

39 / 50

39. ন্যানােটেকনােলজি দিয়ে তৈরিকৃত যন্ত্র হতে পারে- (ঢা. বাে, ২০১৭]
i. কম্পিউটার
ii. ক্রায়ােলােব
iii. রােবট

নিচের কোনটি সঠিক?

40 / 50

40. উদ্দিপকের আলোকে নিচের প্রশ্নেরে উত্তর দাওঃ
আবির নিজের গ্রামে বসেই বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করে দেয়। এতে তার বেশ আয় হচ্ছে। আজকাল সে গ্রমের কৃষকদেরকে নিয়ে উচ্চ ফলনশীল নতুন জাতের গমের চাষাবাদ, পণ্য ক্রয়-বিক্রয় বিষয়ে কৃষীবিজ্ঞানীদের সাথে সরাসরি আলোচনার ব্যবস্থা্ করে এবং গ্রামের বেকার যুবকদের জন্য নিজের পেশায় যুক্ত হতে প্রশিক্ষনের আয়োজন করে।
আবিরের উদ্যোগের ফলে -
১. প্রযুক্তির প্রসার ঘটবে
২. জনসম্পদ তৈরি হবে
৩. কর্মসংস্থান হ্রাস পাবে

41 / 50

41. উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?

42 / 50

42. বাংলাদেশে সর্বপ্রথম Q-Cash চালু করেন--

43 / 50

43. মহাকাশে প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কী?

44 / 50

44. উদ্দিপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাওঃ
শুভ সাহেব এর ছোট ভাই নীল ইউএন মিশনে গেলেন। একদিন একটি প্রযুক্তি ব্যবহার করে শুভ তার অসুস্থ মা এর সাথে নীলের কথা বলার ব্যবস্থা করেন। আরেকদিন তিনি দ্বিতীয় আরেকটি প্রযুক্তি ব্যবহার করে নীলের সাথে মায়ের কথা ও দেখার ব্যবস্থা করে দিলেন।
উদ্দিপকে নীলের ব্যবহৃত প্রযুক্তিতে-
১. বিশেষ সফটওয়ার প্রয়োজন
২. টেলিমেডিসিন সেবা পাওয়া যাবে
৩. বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত করবে

45 / 50

45. E-retailing বলতে কী বোঝায় ?

46 / 50

46. ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারের ফলে মানুষ--
i. কানে কম শুনতে পারে
ii. বাস্তবতাবিবর্জিত হয়ে উঠতে পারে
iii. মনুষত্ব হারিয়ে ফেলতে পারে

নিচের কোনটি সঠিক ?

47 / 50

47. গােপনে এক দুষ্কৃতকারী Mirpur NH Alim Madrasha এর ডেটাবেজ সমৃদ্ধ কম্পিউটার লগইন করল । কিন্তু কোনো ক্রমেই সে তথ্য ওপেন করতে পারলাে না কিংবা নিয়েও তা ওপেন করতে
বার্থ হলো ।

দুষ্কৃতকারীর কর্মকান্ডটি হচ্ছে--

48 / 50

48. ন্যানাে প্রযুক্তির মাধ্যমে সম্ভব হচেছ--
i.বৃহৎ স্কেলে পণ্যোৎপাদন
ii. সূক্ষ্ম ও ছােট পণ্যোৎপাদন।
iii. বর্জ্য পরিষ্কারকরণ
নিচের কোনটি সঠিক?

49 / 50

49. আরমান মায়ের জন্য তার মেয়ে ও নাতির সাথে যোগাযোগের সহজ উপায় হতে পারে --

i. ফেসবুক ii. বিং
iii. স্কাইপি

50 / 50

50. স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবার ব্যাবস্থা কোনটি ?

Your score is

The average score is 33%

0%

Exit mobile version