Site icon hscict.com.bd

৪র্থ অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্নমালা- (খ সেট)

CERN কোথায় অববস্থিত ?
গ্লোবাল হাইপারটেক্সট প্রজেক্ট এর প্রস্তাবনা দেন ?
HTML প্রাথমিক রুপ লাভ করে কখন?
ওয়েব পেইজ নিয়ে চিন্তা ভাবনা শুরু হয় কখন?
প্রথম ওয়েবসাইট তৈরি হয় কত সালে ?
কোনটি ওয়েব পেইজ তৈরির জন্য ব্যবহৃত প্রোগ্রামের ভাষা?
HTML এর সংস্কারণ HTMLS এর প্রতাশকাল কোনটি ?
কত সালে মোজাইক নামের ব্রাউজার তৈরি হয় ?
ওয়েব পেইজ সাধারণত হতে পারে ?
HTML ফাইল তৈরি হয় কীভাবে ?
একটি ওয়েব পেইজের প্রথম পৃষ্ঠাকে কী বলে ?
মার্ক আপ ল্যাঙ্গুয়েজ কোনটি ?
ডাইনামিক ওয়েব পেইজের সাথে সম্পর্কযুক্ত হলো ,(i). PHP (ii) ASP (iii) JSP নিচের কোনটি সঠিক ?
HTML দিয়ে ওয়েব প্রেজেন্টশন তৈরি করার সময় কোন এডিটর ব্যবহার করা হয় ? i. word pad (ii) Note pad (iii) DosEditor নিচের কোনটি সঠিক ?
Google.com
ডোমেইন নেম প্রকাশ করা হয় কোনটির মাধ্যমে ?
HTML ফাইল নামের এক্সটেনশন হলো
দুই বা ততোধিক html ডকুমেন্টকে একত্রিত করাকে কি বলে?
HTML নামক মার্ক আপ ল্যাংগুয়েজের উপর ভিত্তি করে তৈরিকৃত ডকুমেন্টকে কী বলে ?
ওয়েবসাইটের হায়ারারকিক্যাল কাঠামো কী ?
কোন প্রতিষ্ঠান কোম্পানির বা ব্যক্তির নিজস্ব ওয়েব পেইজকে কী বলে ?
গঠন বৈচিত্র্যে উপর ভিত্তি করে ওয়েবসাইট কত প্রকার ?
কোন স্ট্রাকচারের প্রত্যেকটি পেইজ হচ্ছে অনুক্রমিক ?
চিত্র কোন ধরনের কাঠামো প্রদশিত হয়েছে ?
চিত্রের কাঠামাটির বৈশিষ্ট্য -i. সমস্থ ডকুমেন্টের পূর্ণাঙ্গ চিত্র ii. মূল মেনুর সাথে সাব মেনু থাকেওয়েব iii. অনলাইন সিস্টেম অনুপযোগী- নিচের কোনটি সঠিক ?
একটি ওয়েব পেইজের প্রথম পৃষ্ঠাকে কী বলে ?
HTML এর মাধ্যমে কোডিং করতে আমরা কী ব্যবহা করব?
Hyper text Markup language এর সাহায্য কী তৈরি করা যায় ?
ওয়েব পেইজ ডিজাইন করতে হলে বিভিন্ন ধরনের কুয়েরি ল্যাংগুয়েজ ব্যবহার করতে হয় - i. MySQL ii. SQL Sarver iii.Oracle নিচের কোনটি সঠিক ?
উপরোক্ত তথ্যের আলোকে ৩০ ও ৩১ নং প্রশ্নগুলোর উত্তর দাও : পান্না নতুন ওয়েব পেইজ ডিজাইনার । সে html ব্যবহার করে কাজ করে । সম্প্রতি সে ওয়েব পেইজ হাইপারলিঙ্ক ব্যবহার করার পদ্ধতিটি শিখেছে ।-- পান্না কোডিং করার জন্য কোন টেক্সট এডিটর ব্যবহার করবে ?
পান্না সম্প্রতি যে পদ্ধতিটি শিখেছে তার মাধ্যমে সে ওয়েব পেইজ -i সমৃদ্ধ করতে পারবে ii. তথ্যবহুল করে তুলতে পারবে iii. দৃষ্টি নন্দন করতে পারবে -নিচের কোনটি সঠিক ?
ওয়েব পেইজ পরিদর্শন করাকে কী বলে ?
প্রতিটি ওয়েব ঠিকানার শুরুতে কোনটি থাকে ?
নিচের কোন ট্যাগটি ltalic টেক্সট নির্দেশ করে ?