Site icon hscict.com.bd

সরকারি দেবেন্দ্র কলেজ ,মানিকগঞ্জ, এইচ এস সি পরীক্ষা ২০১৬ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।

১. বায়োমেট্রিক কোথায় ব্যবহৃত হয়?

২. বর্তমানে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হচ্ছে-

i. চিকিৎসা বিজ্ঞানে

ii. ড্রাইভিং প্রশিক্ষণে

iii. ট্রাফিক ব্যবস্থাপনায়

নিচের কোনটি সঠিক ?

৩. E-Commerse এর সাথে সম্পর্কিত শব্দ হল-

i. ক্রেডিট কার্ড

ii. ডেবিট কার্ড

iii. আইডেন্টিটি কার্ড

নিচের কোনটি সঠিক?

৪. ডেটা ট্রান্সমিশনের এককে নিচের কোনটি দ্বারা হিসাব করা হয়?

নিচের চিত্রটি লক্ষ কর এবং ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও

৫. উদ্দীপকে ন্যায় নেটওয়ার্ক সংগঠন তৈরি করতে দরকার-

i. হাব

ii. ক্যাবল

iii. গেটওয়ে

নিচের কোনটি সঠিক ?

৬. উদ্দীপকের নেটওয়ার্ক সংগঠনটি বাস সংগঠন রূপান্তর করলে-

i. নতুন ডিভাইস সংযোজন সহজ হবে

ii. ডেটা ট্রান্সমিশন দ্রুতগতির হবে

iii. অকার্জকর ডিভাইস সরিয়ে নেওয়া সহজ হবে

নিচের কোনটি সঠিক?

LSB এর পূর্ণনাম কী?

(FF)16 এর পরের সংখ্যা কোনটি?

কোনটি BCD কোড নয়?
নিচের কোনটি লজিক সার্কিট আউটপুট X এর মান কী হবে?

নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও:

A B X
0 0 0
0 1 1
1 0 1
1 1 1

উপরের সত্যক সারণিটি কোন গেইটের?

সত্যক সারণিটি কোন গেইটের তার প্রতীক চিহ্ন হলো-
কোনটি empty ট্যাগ?
IPv6 কত বিটের এড্রেস?

HTML ফাইল এক্সটেনশন নেইম হলো-

i. .html

ii. .htp

iii. .htm

নিচের কোনটি সঠিক?

কোনটি কম্পিউটার প্রক্রিয়াকরণের চিহ্ন হিসাবে প্রদর্শন করে?

নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও:

১৭. উদ্দীপকে? চিহ্নিত অংশে নিচের কোনটি ব্যবহার করা হয়?

Adder এর জন্য উদ্দীপকে ? চিহ্নিত অংশে কোনটি ব্যবহার করা হয়?

১৯. শিক্ষক যে বৈশিষ্ট্য গুলোর কথা বলেছিলেন তা হলো-

i. প্রতিটি ফাংশনের শুরুতে একটি দ্বিতীয় বন্ধনী থাকবে।

ii. শেষে একটি দ্বিতীয় বন্ধনী থাকবে।

iii. সি ভাষা কেসসেন্সিটিভ।

নিচের কোনটি সঠিক?

২০. শিক্ষক স্টেটমেন্ট শেষে কোন বিশেষ চিহ্ন থাকার কথা বলেছিলেন?
২১. সেলসিয়াস এবং ফারেনহাইট তাপমাত্রার মধ্যে কোন সম্পর্কটি বিরাজ করে?

২২. অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং হলো-

i. C++

ii. JAVA

iii. C#

নিচের কোনটি সঠিক?

২৩. RDBMS এর পূর্ণনাম কি?

২৪. Sorting হলো-

i. মানের উর্ধ্বক্রমে সাজানো

ii. মানের নি¤œক্রমে সাজানো

iii. শব্দ বা সংখ্যার দৈর্ঘ্য অনুসারে সাজানো

নিচের কোনটি সঠিক?

২৫. ডেটা এনক্রিপ্ট ও ডিক্রিশন করার বিষয়কে কি বলে?
সরকারি দেবেন্দ্র কলেজ ,মানিকগঞ্জ, এইচ এস সি পরীক্ষা ২০১৬ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।
You got {{userScore}} out of {{maxScore}} correct
{{title}}
{{image}}
{{content}}
Exit mobile version