Site icon hscict.com.bd

গাইবান্ধা সরকারি মহিলা কলেজ ,এইচ এস সি পরীক্ষা ২০১৭ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।

১. আউটসোর্সিং খোঁজার ওয়েবসাইট কোনটি?
২. স্মার্টহোম কোনটি?

নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও।

আলিম সাহেব একটি সরকারি অফিসে কাজ করেন। তিনি সরকারি নির্দেশনা ও তথ্য আদান-প্রদানের জন্য ইন্টারনেট ব্যবহার করেন এবং ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে জরুরী সিদ্ধান্ত গ্রহণ করেন।

৩. উদ্দীপকের প্রযুক্তি দাপ্তরিক কাজ ব্যতীত আর যে কাজে ব্যবহৃত তা হলো-

i. শিক্ষাক্ষেত্রে

ii. গোয়েন্দা নজরদারিতে

iii. সামাজিক যোগাযোগ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

৪. আলিম সাহেবের তথ্য প্রযুক্তি ব্যবহার কোন ধরনের কর্মকান্ড-?

i. ইতিবাচক

ii. কার্যকারী

iii. সময়োপযোগী

নিচের কোনটি সঠিক ?

৫. কোনটি ভার্চুয়াল রিয়েলিটি ত্রয়ী (Trio) এর অংশ নয়?
৬. কোন পদ্ধতিতে ডেটা ব্লক আকারে স্থানান্তরিত হয়?

৭. গাইডেড মিডিয়া বলা হয় কোনটিকে?

i. তার মাধ্যম

ii. কো-এক্সিয়াল ক্যাবল

iii. মাইক্রোওয়েভ

নিচের কোনটি সঠিক?

নিচের উদ্দীপকটি পড় এবং ৮ ও ৯নং প্রশ্নের উত্তর দাও।

সিমু তার কম্পিউটারে অনেক নতুন সফটওয়ার ব্যবহার করতে পারে না। ফলে এমন এক সার্ভিস গ্রহণ করল যা দ্বারা সফটওয়ার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, উচ্চগতি সম্পন্ন কম্পিউটারের সুবিধা পাওয়া যায় এবং খরচ ও কম হয়।

৮. উদ্দীপকের সার্ভিসটির নাম কি ?

৯. উদ্দীপকে ব্যবহৃত সার্ভিসটির ক্ষেত্রে প্রযোজ্য?

i. কোন লাইসেন্স ফির প্রয়োজন হয় না

ii. ব্যবহার অতিরিক্ত বিল দিতে হয় না

iii. রক্ষণাবেক্ষণ এর খরচ নেই

নিচের কোনটি সঠিক?

১০. ডিজিটাল ইলেকট্রনিক্সে কোন ভোল্টেজ লেভেল সংজ্ঞায়িত হয়?
১১. বেস এর উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি কয় প্রকার?
১২. অক্টাল সংখ্যা পদ্ধতিতে ১৭৭ এর পরবর্তী সংখ্যা কোনটি?
১৩. চিত্রের হেক্সাডেসিমাল ধারাটিতে চিহ্নিত স্থানে নিম্নের কোন সংখ্যাটি হবে? ০৮, ০৯, A,B,C,D,E,F?
DNS এর পূর্ণরূপ কোনটি?

১৫. ওয়েবসাইট পাবলিশ করার জন্য প্রয়োজন?

i. ডোমেইন নেম রেজিষ্ট্রেশন

ii. ওয়েব পেজ ডিজাইন

iii. ওয়েব সার্ভার পেজ হোস্টিং

নিচের কোনটি সঠিক?

১৬. নিচের কোনটি ফাঁকা ট্যাগ?