Site icon hscict.com.bd

দিনাজপুর সরকারি কলেজ,দিনাজপুর ,এইচ এস সি পরীক্ষা ২০১৭ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।

১. বিশ্বাগ্রামের মূল উপাদান কোনটি?

নিচের উদ্দীপকটি পড় ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাও :

পারমানবিক চুল্লী বিদ্যুৎ উৎপাদনের আধুনিক প্রযুক্তিগুলির একটি। এ ধরনের স্থাপনায় কোন দুর্ঘটনা ঘটলে তেজস্ক্রিয়তাজনিত কারণে পারমানবিক বর্জ্য স্বাভাবিকভাবে নিষ্কাষণ করা যায় না।

২. পারমানবিক বর্জ্য নিষ্কাষণে কোনটি ব্যবহার করা হয় ?

৩. রোবট-

i. স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে পারে

ii. নিখুঁতভাবে কাজ করে

iii. তৈরি করা শ্রমসাধ্য ও ব্যয়বহুল

নিচের কোনটি সঠিক?

৪. যে ট্রান্সমিশন প্রক্রিয়ায় তাৎক্ষণিকভাবে ডাটা স্থানান্তর করা যায়-

৫. অপটিক্যাল ফাইবার ক্যাবল-

i. উচ্চ ডেটা স্থানান্তর গতিসম্পন্ন

ii. তড়িৎচুম্বকীয় প্রভাব মুক্ত

iii. গাইডেড মিডিয়া

নিচের কোনটি সঠিক ?

৬. একটি বহুতল বিশিষ্ট অফিসের বিভিন্ন কক্ষে থাকা কম্পিউটারসমূহ থেকে একটি কেন্দ্রীয় প্রিন্টারে প্রিন্ট সুবিধা পেতে কোনটি সর্বাধিক উপযুক্ত?

৭. কম্পিউটার নেটওয়ার্কের কাজ হলো-

i. সফট্ওয়্যার শেয়ার করা

ii. হার্ডওয়্যার শেয়ার করা

iii. তথ্য শেয়ার করা

নিচের কোনটি সঠিক ?

(3.7)8 ও (9.A)16 এর যোগফল কোনটি?

৯. (২০)১৬-এর পূর্ববর্তী সংখ্যাটি হলো-

নিচের উদ্দীপকের আলোকে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও :

শিক্ষক কোন শিক্ষার্থীকে রোল নং জিজ্ঞাসা করায় সে বললো তার রোল নং (101)2 এর চেয়ে (10)10 বেশি। তার বন্ধুর রোল তার চেয়ে (5A)16 বেশি।

তার রোল নং হবে-

i.(15)10

ii.(1100)2

iii.(17)8

নিচের কোনটি সঠিক?

১১. তার বন্ধুর রোল কত?

১২. ৩ বিট বিশিষ্ট কোন কাউন্টারের মডুলাস কত?
উক্ত বর্তনীর আউটপুট y এর মান নিচের কোনটি?
১৪. কোনটি ব্রাউজার সফট্ওয়্যার?

নিচের উদ্দীপকের আলোকে ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও :

একটি ওয়েবপেজকে আকর্ষণীয় ও তথ্যপূর্ণ করার জন্য এতে টেক্সট ছাড়াও অডিও, ভিডিও, গ্রাফিক্স, অ্যানিমেশন ইত্যাদি সংযুক্ত করা হয়।

১৫. ওয়েবপেজে ছবি যোগ করার ট্যাগের সাথে মিল আছে নিচের কোন ট্যাগের ?

১৬. উক্ত ওয়েবপেজে সংযুক্ত ছবিটি কোন ধরনের হবে?

i. bmp

ii. jpg

iii. png

নিচের কোনটি সঠিক?

১৭. টেবিল তৈরির জন্য ব্যবহৃত ট্যাগ হলো-

i. <td></td>

ii. <tr></tr>

iii. <br>

নিচের কোনটি সঠিক?

নিচের উদ্দীপকের আলোকে ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও :

শিক্ষক তাঁর ছাত্রকে এমন একটি প্রোগ্রাম রচনা করতে বললেন যা মানুষের বোধগম্য এবং কোন কম্পিউটারের ধরনের উপর নির্ভরশীল নয়।

১৮. প্রোগ্রামটিতে ব্যবহৃত ভাষা হলো-

১৯. যে অনুবাদক প্রোগ্রামের সাহায্যে প্রোগ্রামটি অনুবাদ করা সম্ভব তা হলো-

২০. নিচের কোনটি প্রোগ্রাম ডিজাইন করতে ব্যবহৃত হয়?

i. সুডোকোড

ii. অ্যালগরিদম

iii. ফ্লোচার্ট

নিচের কোনটি সঠিক?

নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ২১ ও ২২নং প্রশ্নের উত্তর দাও :

#include<stdio.h>

main ( )

{

int i=1;

printf("%d\n",++i);

i=1;

printf("%d",i++);

return 0;

}

২১. প্রোগ্রামটি Run করলে যে ফলাফল পাওয়া যাবে তা হলো-

উক্ত source code এ postfix notation কোনটি?

২৩. C ভাষায় লাইব্রেরি ফাংশন হলো-

i. printf()

ii.scanf()

iii. add()

নিচের কোনটি সঠিক?

২৪. SQL ব্যবহার করে sorting করার কমান্ড হলো-
২৫. নিচের কোনটি ডেটা এনক্রিপশন ও ডিক্রিপশন-এর সাথে সম্পর্কিত?
দিনাজপুর সরকারি কলেজ,দিনাজপুর ,এইচ এস সি পরীক্ষা ২০১৭ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।
You got {{userScore}} out of {{maxScore}} correct
{{title}}
{{image}}
{{content}}
Exit mobile version