Site icon hscict.com.bd

2019- সিলেট শিক্ষা বোর্ড এর এইচএসসি পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নৈর্ব্যত্তিক প্রশ্ন ও সমাধান

sylhet-board

১. সি প্রোগ্রামিং ভাষায় switch কী ?
ক) ভেরিয়েবল
খ) ফাংশন
গ) কী-ওয়ার্ড
ঘ) অপারেনন্ড
উত্তর : গ) কী-ওয়ার্ড

২.  কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা ?
ক) Basic
খ) HTML
গ) C
ঘ) Java
উত্তর : ঘ) Java

৩. ইনডেক্সিং এর ফলে-
i.  ডেটা খুঁজে পাওয়া সহজ হয়
ii. মূল ফাইলের কোনরূপ পরিবর্তন হয় না
iii. ডেটা এন্ট্রিতে বেশি সময় প্রয়োজন হয়
কোনটি সঠিক ?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর : ঘ) i,ii ও iii

4.  টেলিভিশনের ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে-
i. সিমপ্লেক্স
ii. মাল্টিকাস্ট
iii. ব্রডকাস্ট
কোনটি সঠিক ?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর : খ. i ও iii

৫.  নিচের কোনটি Action Query ?
ক) Parameter
খ) Cross tab
গ) Update
ঘ) Select
উত্তর : গ) Update

৬. কম্পিউটার ইথিকস এর নির্দেশনা কয়টি ?
ক) ৮
খ) ১০
গ) ১২
ঘ) ১৪
উত্তর : খ) ১০

৭. মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি ?
ক) বায়েমেট্রিক্স
খ) বায়েইনফরমেটিক্স
গ) কৃত্রিম বুদ্ধিমত্তা
ঘ) ভাচুয়াল রিয়েলিটি
উত্তর : গ) কৃত্রিম বুদ্ধিমত্তা

৮. আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স হচ্ছে—–
i) ফেইস রিকোগনিশন
ii) ভয়েস রিকোগনিশন
iii) টাইপিং কী স্ট্রোক
কোনটি সঠিক ?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর : গ) ii ও iii

৯. IEEE 802.11 প্রযুক্তির সাহায্যে কোন নেটওয়ার্কটি
ক) PAN
খ) LAN
গ) CAN
ঘ) WAN
উত্তর : খ) LAN

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও:——-

১০. P এর মান কোনটি ?
ক) A+B
খ) A+B
গ) A+B
ঘ) A+B
উত্তর : খ) A+B

১১. উদ্দীপকের P=0 যখন—–
ক) A=0, B=0
খ) A=0, B=1
গ) A=1, B=0
ঘ) A=1, B=1
উত্তর : গ) A=1, B=0

১২.  ডেটা কমিউনেশন মাধ্যম হচ্ছে—-
i) টুইস্টেড পেয়ার ক্যাবল
ii) রেডিও ওয়েভ
iii) মডেম
কোনটি সঠিক ?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর : ক) i ও ii

১৩. ন্যারো ব্যান্ডের সর্বোচ্চ গতি কত?
ক) 300bps
খ) 6900bps
গ) 9600bps
ঘ) 1 mbps
উত্তর : ক) 300bps

নিচের উদ্দীপকটি পড় এবং ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও:——-

মি. সালাম উচ্চ ফলনশীল ধান উৎপাদন নিয়ে গবেষণা করেছেন। তার কপালের টিউমার চিকিৎসক-200 C তাপমাত্রার তরল নাইট্রোজেন ব্যাবহার করে অপসারণ করে।

১৪. চিকিৎসার ব্যবহৃত পদ্ধতি হচ্ছে—
ক) ক্রয়োসার্জারি
খ)বায়োমেট্রিক্স
গ) বায়োইনফরমেটিক্স
ঘ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
উত্তর : ক) ক্রয়োসার্জারি

১৫.গবেষনার ব্যবহৃত প্রযুক্তির দ্বারা—
i) বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায়
ii) জীবের নতুন জিনোম আবিষ্কার করা যায়
iii) অর্থনৈতিক উন্নয়ন ঘটবে
কোনটি সঠিক ?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

উত্তর : ঘ) i, ii ও iii

১৬. কোনটি বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্য?
ক) a+1=a
খ) a+a=a
গ) a+0=0
ঘ) a+a=0
উত্তর : খ) a+a=a

১৭. (11011.110111)2 এর সমতুল্য হেক্সাডেসিমেল সংখ্যা কত?
ক) 1B.37
খ) 1B.DC
গ) D8.DC
ঘ) D8.37
উত্তর : খ) 1B.DC

১৮.  কোনটি ডেটাবেজের ভিত্তি?
ক) ফিল্ড
খ) রেকর্ড
গ) টেবিল
ঘ) কুয়েরি
উত্তর :ক) ফিল্ড

নিচের উদ্দীপকটি পড় এবং ১৯ ও ২০নং প্রশ্নের উত্তর দাও:——-

<html>
<body>
<font color=“red”> HSC Exam</font>
</body>
</html>

১৯. উদ্দীপকে ব্যবহৃত রঙের সমতুল্য হেক্সাডেসিমেল কোড হচ্ছে—
ক) #FFOOO
খ) #OOFFOO
গ) #OOOFF
ঘ) #FFFOOO
উত্তর : ক) #FFOOO

২০. উদ্দীপকে HSC Exam শব্দের জন্য ব্যবহৃত ট্যাগের অ্যাট্রিবিউট হতে পারে—-
i) href
ii) fsce
iii) sixe
কোনটি সঠিক ?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর : গ) ii ও iii

২১. RDBMS সফটওয়্যার হচ্ছে—-
i) MS-Access
ii) MS- Excel
iii) MySQL
কোনটি সঠিক ?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর : খ) i ও iii

২২. একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট কতটি বিটের প্রয়োজন?
ক) ২
খ) ৪
গ) ৮
ঘ) ৩২
উত্তর : ঘ) ৩২

২৩. FFF এর পরের সংখ্যাটি কত?
ক) 100
খ) 200
গ) FOO
ঘ) FFO
উত্তর : গ) FOO

নিচের উদ্দীপকটি পড় এবং ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও:——-

#include < stdio-h>
main ()
{
int a,b;
b=50.
a=b%25;
printf(”%”,a):
}

২৪. প্রোগ্রামটির আউটপুট কত?
ক) 0
খ) 2
গ) 25
ঘ) 50
উত্তর : ক) 0

২৫. উদ্দীপকে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষাটি হচ্ছে—
i) General purpose language
ii) Mid-level language
iii) Case sensitive language
কোনটি সঠিক ?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

উত্তর : ঘ) i, ii ও iii

 

Exit mobile version