Site icon hscict.com.bd

2016-কুমিল্লা শিক্ষা বোর্ড এর এইচএসসি পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্ন ও সমাধান এবং অনলাইন পরীক্ষা

ব্রডব্যান্ডের ব্যান্ডউইডথ কত ?
স্টার টপোলজিতে কোন ডিভাইসটি ব্যাবহৃত হয়?

সাধারনত মোবাইল কমিউনিকেশন হলো-

i.তারবিহীন যোগাযোগ ব্যাবস্থা

ii.শুধুমাত্র কথা বলার ব্যাবস্থা

iii.ফুল ডুপ্লেক্স নেটওয়ার্ক

নিচের কোনটি সঠিক?

মডেমের কাজ হলো-

i.ডেটা পাঠানো

ii.ডেটা গ্রহন

iii.ডেটা সংরক্ষন

নিচের কোনটি সঠিক?

MSB-এর পূর্ণরূপ হচ্ছে-
অকট্যাল সংখ্যা পদ্ধতিতে ১৭৭ এর পরের সংখ্যাটি কত ?

৭৬২ সংখ্যাটি হতে পারে-

i.দশমিক

ii.অকট্যাল

iii.হেক্সাডেসিম্যাল

নিচের কোনটি সঠিক?

উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

শিক্ষক ছাত্রকে রোল নং জিঙ্গাসা করল।ছাত্রটি বাইনারি পদ্ধতিতে রোল নং ১১০১ বলল।

উদ্দিপকে উল্লেখিত সংখ্যার সাথে (১০০১)২ এর যোগফল কত ?

উদ্দিপকটি পড় এবং প্রম্নের উত্তর দাও:

শিক্ষক ছাত্রকে রোল নং জিঙ্গাসা করল ।ছাত্রটি বাইনারি পদ্ধতিতে রোল নং ১১০১ বলল।

উদ্দিপকের রোল নং এর সমকক্ষ সংখ্যা হলো-

i.(১৩)১০

ii.(১১)১৬

iii.(১৫)

নিচের কোনটি সঠিক?

সত্যক সারণিটি দেখ এবং প্রশ্নের উত্তর দাও:

ইনপুট আউটপুট
A B X
0 0 0
0 1 1
1 0 1
1 1 0

উদ্দিপকের কোন গেইটটির আউটিপুট দেওয়া আছে?

ডি মরগ্যানের উপপাদ্য কোনটি?
Html এ সবচেয়ে ছোট আকারের Heading প্রদর্শনের জন্য নিচের কোন ট্যাগটি ব্যাবহার করা হয়?

HTML-এ লিংক সিনটেক্স হলো-

<a href=“url”> Link text </a>

এখানে a href অর্থ হচ্ছে-

4GL বলতে কী বোঝায় ?

লজিক চিত্রটি দেখ এবং নিচের প্রশ্নের উত্তর দাও:

Y এর মান কোনটি?

Y=1 পেতে হলে ,A এবং B এর মান হবে -

i.A=0,B=0

ii.A=0,B=1

iii.A=1,B=0

নিচের কোনটি সঠিক ?

HTTP- এর পূর্ণরূপ কী ?

প্রোগ্রাম ফ্রোচার্টে প্রক্রিয়াকরনের চিন্হ কোনটি?

নিচের কোনটি সঠিক চলক ?

C প্রোগ্রামিং ভাষার জন্য কোন অনুবাধক প্রোগ্রাম ব্যাকহৃত হয়?

i.কম্পাইলার

ii.ইন্ট্রারপ্রিটার

iii.অ্যাসেম্বলার

নিচের কোনটি সঠিক ?

C প্রোগ্রামিং ভাষায় long integer চলক মেমোরিতে কত বাইট জায়গা নেয়?

উদ্দিপকটি পড় এবং প্রম্নের উত্তর দাও:

৪০ জন চাত্র এবং ৬০ জন ছাত্রীর তথ্য রয়েছে।প্রত্যেক রেকর্ডে একটি ডেটাবেজে রোল,

নাম, জন্ম তারিখ এবং GPA নামক চারটি ফিল্ড আছে।

উদ্দিপকে কতটি রেকর্ড এর উল্লেখ আছে?

উদ্দিপকটি পড় এবং প্রম্নের উত্তর দাও:

৪০ জন চাত্র এবং ৬০ জন ছাত্রীর তথ্য রয়েছে।প্রত্যেক রেকর্ডে একটি ডেটাবেজে রোল,

নাম, জন্ম তারিখ এবং GPA নামক চারটি ফিল্ড আছে।

প্রাইমারী কী হিসাবে ব্যাবহৃত হতে পারে-

i.Roll

ii.Name

iii.GPA

নিচের কোনটি সঠিক ?

DBMS এর কাজ হচ্ছে-

i.ডেটাবেজে নতুন রেকর্ড অন্তভূক্ত করা

ii.অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলা

iii.কাঙ্খিত রেকর্ড খোঁজা

নিচের কোনটি সঠিক ?

সর্টিং হচ্ছে-

i.ডেটাকে মানের উদ্ধক্রমে সাজানো

ii.ডেটাকে মানের নিম্নক্রমে সাজানো

iii.ডেটাকে দৈর্ঘ্যর ভিত্তিতে সাজানো

নিচের কোনটি সঠিক ?

শর্ত সাপেক্ষে ডেটা অনুসন্ধান করাকে কী বলে?

ডেটা এনক্রিপশনের সংশ্লিষ্ট বিষয় হলো-

i.প্লেইন টেক্সট

ii.সাইফার টেক্সট

iii.কী

নিচের কোনটি সঠিক ?

বিম্বগ্রাম ধারনাটির সর্বপ্রথম প্রবর্তন করেন-
রোবটিক্স কী ?
এক ন্যানোমিটার সমান কত ?
সাধারণভাবে ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ হলো-
কোন প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায় ?

জেনেটিক ইন্জিনিয়ারিং এর মাধ্যমে -

i.জীবের নতুন জিনোম আবিষ্কার করা যায়

ii.বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরী করা যায়

iii.খুব সহজে ব্যাক্তি শনাক্ত করা যায়

নিচের কোনটি সঠিক ?

উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

কোনো কোম্পানির দুইজন নিরাপত্তা কর্মকর্তা নিজেদের মধ্যে যোগাযোগ করেন কিন্তু একই সময়ে তার কথা বলতে পারেন না।

তারা কোন ডেটা ট্রান্সমিশন মোড ব্যাবহার করেন ?

উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

কোনো কোম্পানির দুইজন নিরাপত্তা কর্মকর্তা নিজেদের মধ্যে যোগাযোগ করেন কিন্তু একই সময়ে তার কথা বলতে পারেন না।

একই সময়ে যোগাযোগ করার ক্ষেত্রে তাদের যে ডিবাইস প্রয়োজন-

i.মোবাইল

ii.ওয়াকি-টকি

iii.রেডিও

নিচের কোনটি সঠিক ?

2016-কুমিল্লা শিক্ষা বোর্ড এর এইচএসসি পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্ন ও সমাধান এবং অনলাইন পরীক্ষা
You got {{userScore}} out of {{maxScore}} correct
{{title}}
{{image}}
{{content}}
Exit mobile version