Site icon hscict.com.bd

সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ,ঢাকা 2019 সালের পরীক্ষার্থীর জন্য নির্বাচনী পরীক্ষার নৈর্ব্যত্তিক প্রশ্ন সমাধান

NAND এর আউটপুট 1 হবে যখন-

i.যে কোনো একটি ইনপুট শূন্য হবে

ii.সবগুলো ইনপুট 0

iii.যে কোনো একটি ইনপুট ১

নিচের কোনটি সঠিক ?

html ভাষায় ওয়েব পেইজ ফাইলের এক্সটেনশন হতে পারে-

i. .html

ii. .doc

iii. .htm

নিচের কোনটি সঠিক ?

html ভাষায় টেবিলের নাম লেখতে কোন ট্যাগ ব্যবহৃত হয়?
++m এর সমতূল্য মান কোনটি ?
সি ভাষায় কোনটিকে কন্ডিশনাল অপারেটর বলা হয়?
সি ভাষায় // কে কোন ধরনের অপারেটর বলা হয় ?
লুপ কন্ট্রোল স্টেটমেন্টে কয়টি অংশ থাকে?
সি ভাষায় \t, \n,\b চিহ্নগুলোর সাধারণ নাম কি?

উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

for(k=2;k<10;k=k+2)

{

printf("SCPSC");

if(k=8)

break;

}

SCPSC লেখাটি কতবার প্রিন্ট হবে ?

উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

for(k=2;k<10;k=k+2)

{

printf("SCPSC");

if(k=8)

break;

}

if শর্তটি বাদ দিলে কতবার প্রিন্ট হবে?

ডেটাবেজ ম্যানেজমেন্টের কাজ হলো-

i.ডেটাবেজ তৈরী করা

ii.ডেটা ই-মেইল তৈরী করা

iii.ডেটার নিরাপত্তা বিধান করা

নিচের কোনটি সঠিক ?

ডেটাবেজের ভিত্তি কোনটি ?
Action query কোনটি ?

যেসব ফিল্ডের উপর সর্ট করা যায় না-

i.memo

ii.Currency

iii.OLE Object

নিচের কোনটি সঠিক ?

টাইনি হলোগ্রাফিক ওয়াইফাই বলা হয় কাকে-
ইমেজিং কোন প্রযুক্তিতে ব্যবহৃত হয়?

উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

বাবু তার মোবাইল ফোনে দীর্ঘক্ষন কথা বলতে পারে।কিন্তু গত বছর ছুটিতে গেলে সে তার ফোন নম্বরটি ব্যবহার করতে পারেনি।

বাবুর ব্যবহৃত মোবাইল ফোনের প্রযুক্তি হচ্ছে-

উদ্দিপকে উল্লেখিত প্রযুক্তির বৈশিষ্ঠ-

i.Identification Module ব্যবহার করা যায়

ii.প্রাইভেসি বেশি

iii.রিপিটারসমূহ ব্যবহারে সক্ষম

নিচের কোনটি সঠিক ?

Bluetooth এর ক্ষেত্রে ডেটা ট্রান্সফারে-

i.নিরাপত্তা বজায় থাকে না

ii.1 থেকে 100 মিটার পর্যন্ত রেন্জ বজায় থাকে

iii.দেয়াল বা অন্য কিছু প্রতিবন্ধ হবে না

নিচের কোনটি সঠিক ?

কোন জেনারেশনের মোবাইল ফোনে প্রথম প্রিপেইড পদ্ধতি চালু হয়?

উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

একটি কলেজের বারটি কম্পিউটার সংযুক্ত রয়েছে।কলেজের নিকটস্থ স্কুলের কম্পিউটারগুলোর মধ্যে ডেটা আদান প্রদানের প্রয়োজন দেখা দিল।

নেটওয়ার্কিং সিস্টেম কোন ধরনের টপোলজি তৈরী করবে?

উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

একটি কলেজের বারটি কম্পিউটার সংযুক্ত রয়েছে।কলেজের নিকটস্থ স্কুলের কম্পিউটারগুলোর মধ্যে ডেটা আদান প্রদানের প্রয়োজন দেখা দিল।

একজন নেটওয়ার্ক প্রকৌশলী এ ক্ষেত্রে যে পদ্ধতি অবলম্বন করবেন-

i.ল্যান স্থাপন করবেন

ii.গেটওয়ে ব্যাবহার করবেন

iii.দুটি অতিরিক্ত নেটওয়ার্ক কার্ড লাগাবেন

নিচের কোনটি সঠিক ?

যে লজিক বর্তনী অলফা নিউমেরিক ক্যারেক্টারকে বাইনারি কোডে রূপান্তর করে তাকে কী বলে?

(101101.01)2

এর সমকক্ষ হেক্সাডেসিমেল সংখ্যা কোনটি?

নিচের চিত্রটি দেখ এবং প্রশ্নের উত্তর দাও:

উপরের গেইটের সা্যেথ একটি NOR গেইট যুক্ত করলে নিচের কোন গেইটের ফলাফল পাওয়া যাবে?

সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ,ঢাকা 2019 সালের পরীক্ষার্থীর জন্য নির্বাচনী পরীক্ষার নৈর্ব্যত্তিক প্রশ্ন সমাধান
You got {{userScore}} out of {{maxScore}} correct
{{title}}
{{image}}
{{content}}
Exit mobile version