Site icon hscict.com.bd

রাজশাহী,কুমিল্লা,চট্টগ্রাম ও বরিশাল বোর্ড ২০১৮ প্রশ্নপত্র

(ক). বুলিয়ান ধ্রবক কী?(রাজশাহী,কুমিল্লা,চট্টগ্রাম ও বরিশাল বোর্ড ২০১৮)

উত্তর:বুলিয়ান অ্যালজেবরায় ব্যবহৃত কোন রাশির মান যদি শুধুমাত্র ০ বা ১ নির্দেশ করে তবে তাকে বুলিয়ান ধ্রবক বলা হয়।

(খ). এনকোডার ডিজিটাল ডিভাইসে ব্যাপক ভূমিকা রাখে-বুঝিয়ে লিখ।(রাজশাহী,কুমিল্লা,চট্টগ্রাম ও বরিশাল বোর্ড ২০১৮)

উত্তর : ডিজিটাল সার্কিট দিয়ে তৈরি যন্ত্রপাতিকে ডিজিটাল ডিভাইস বলে।এনকোডার হচ্ছে এমন এক ধরনের লজিক সার্কিট,যা আমাদের ভাষাকে কম্পিউটারের বোধগম্য যান্ত্রিক ভাষায় রুপান্তর করে।এনকোডারের সাহায্যে যে কোন আলফানিউমেরিক বর্ণকে বিসিডি কোড,অ্যাস্কি,ইউনিকোড ইত্যাদি কোডে পরিণত করা যায়।সেজন্য ইনপুট ব্যবস্থায় বর্ণের এনেকোডিং করার জন্য কী-বোর্ড ,মাউস,বিভিন্ন ডিজিটাল ডিবাইসে এনকোডার ব্যবহৃত হয়।তাই এনকোডার ডিজিটাল ডিভাইসে ব্যাপক ভূমিকা রাখে।

Exit mobile version