Site icon hscict.com.bd

মাদরাসা বোর্ড ২০১৮ প্রশ্নপত্র

(ক) র‌্যাডিক্স পয়েন্ট কী?(মাদরাসা বোর্ড ২০১৮ )

উত্তর: পজিশনাল সংখ্যা পদ্ধতিতে প্রতিটি সংখ্যাকে পূর্ণসংখ্যা ও ভগ্নাংশকে যে চিহ্ন দ্বারা আলাদা করা হয় তাই র‌্যাডিক্স পয়েন্ট।প্রতিটি সংখ্যাকে র‌্যাডিক্স পয়েন্ট (.) দিয়ে পূর্ণসংখ্যা ও ভগ্নাংশ এ দুভাবে প্রকাশ করা যায়।যেমন,৭৩৫.৪৫৮ একটি সংখ্যা ,এর৭৩৫ পূর্ণসংখ্যা এবং .৪৫৮ ভগ্নাংশ।

(খ) বুলিয়ান অ্যালজেবরার ভিত্তিগুলো ব্যাখা কর।(মাদরাসা বোর্ড ২০১৮ )

উত্তর: বুলিয়ান অ্যালজেবরা যোগ ও গুণের ক্ষেত্রে কতকগুলো নিয়ম মেনে চলা।এ নিয়মগুলোকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বা ভিত্তি বলা হয়।বুলিয়ান অ্যালজেবরায় যোগের ক্ষেত্রে ইনপুটে ১ এর উপস্থিতি থাকলে ফলাফল ১ আসবে ।অন্যথায় ফলাফল ০ হবে।

যেমন-০+০=০,০+১=১,১+০=১,১+১=১

বুলিয়ান অ্যালজেবরায় গুণের ক্ষেত্রে ইনপুটে ০ এর উপস্থিতি থাকলে ফলাফল ০ আসবে।অন্যথায় ফলাফল ১ হবে।

যেমন ০.০=০,০.১=০,১.০=০,১.১=১

Exit mobile version