Site icon hscict.com.bd

বিসিআইসি কলেজ,ঢাকা 2019 সালের পরীক্ষার্থীর জন্য নির্বাচনী পরীক্ষার নৈর্ব্যত্তিক প্রশ্ন সমাধান

hscict.com.bd

কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য-

i.হার্ডওয়্যার রিসোর্স শেয়ার

ii.ইনফরমেশন শেয়ার

iii.সফটওয়্যার রিসোর্স শেয়ার

নিচের কোনটি সঠিক?

উদ্দিপকটি পড় এবং প্রশ্নেরা উত্তর দাও:

কোনো কোম্পানির দুইজন নিরাপত্তা কর্মকর্তা নিজেদের মধ্যে যোগাযোগ করেন কিন্তু একই সময়ে তারা কথা বলতে পারেন না।

তারা কোন ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহার করেন?

উদ্দিপকটি পড় এবং প্রশ্নেরা উত্তর দাও:

কোনো কোম্পানির দুইজন নিরাপত্তা কর্মকর্তা নিজেদের মধ্যে যোগাযোগ করেন কিন্তু একই সময়ে তারা কথা বলতে পারেন না।

একই সময়ে যোগাযোগ করার ক্ষেত্রে তাদের যে ডিভাইস প্রয়োজন?

i.মোবাইল

ii.ওয়াকিটকি

iii.রেডিও

নিচের কোনটি সঠিক?

লজিক্যাল ফাংশনের কাজ হচ্ছে-

i.জটীল সমীকরণকে সহজ করা

ii.যোগফল বের কার

iii.সহজে সার্কিট তৈরী করা

নিচের কোনটি সঠিক?

প্রশ্নের উত্তর দাও:

(IF)16 এর সাথে ১ যোগ করলে কত হবে?

চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও:

উদ্দিপকে বর্তনীর আউটপুট y=1 হলে A ও B এর মান কত?

চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও:

উদ্দিপকে বর্তনীর আউটপুট y=1 হলে A ও B এর মান কত?

HTML ট্যাগের মৌলিক বিষয়সমূহ হলো-

i.ট্যাগ

ii.এট্রিবিউট

iii.প্লেইন টেক্সট

নিচের কোনটি সঠিক?

ডাইনামিক ওয়েবসাইট তেরী করার জন্য প্রয়োজন-

i.HTML

ii.HTTP

iii.PHP

নিচের কোনটি সঠিক?

HTML এর লিংক সিনটেক্স হলো- Link text a href এর অর্থ হচ্ছে-

ফন্ট ট্যাগ অ্যাট্রিবিউট হিসাবে ব্যবহৃত হয়-

i.size

ii.color

iii.face

নিচের কোনটি সঠিক?

pic-1.jpg নামের ইমেজটি ওয়েব পেজে প্রদর্শনের কোড-

for (i=i;i <8; i+=2)

printf("%d",i);

কোনটি উপরের স্টেটমেন্টের ফলাফল?

printf( ) এর সাহায্যে ডেটা কোথায় পাঠানো হয়?

for (i=i;i <8; i+=2)

printf("%d",i);

কোনটি উপরের স্টেটমেন্টের ফলাফল?

উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

জেরি সি ভাষায় একটি প্রোগ্রাম রচনা করে যাতে দুটি সংখ্যার যোগফল নির্ণয় করা যায়।প্রোগ্রামটি রান করার পর ২টি সংখ্যা প্রদান করলে ফলাফলে শুধু ২য় সংখ্যাটি প্রদর্শিত হয়।

উদ্দিপকে উদ্ভত সমস্যার কারণ কোনটি?

উদ্দিপকের ন্যায় প্রোগ্রাম তৈরীর ক্ষেত্রে প্রয়োজন-

i.বিশেষ ডেটাবেজ প্রোগ্রামিং ভাষা জানা থাকা

ii.চলক ডেটা টাইপ সম্পর্কে ধারনা থাকা

iii.ইনপপুট আউটপুট সম্পর্কে সঠিক ধারণা থাকা

নিচের কোনটি সঠিক ?

যদি ডেটাবেজে প্রচুর তথ্য সংরক্ষিত থাকে তবে-

i.ডেটা দ্রুত খুঁজে পেতে ইনডেক্সিং প্রয়োজন

ii.এমনিতেই ডেটা দ্রুত খুঁজে পাওয়া যায়

iii.ডেটা খুঁজে বের করা সময় সাপেক্ষে

নিচের কোনটি সঠিক?

ডেটা এনক্রিপ্টশনের সংশ্লিষ্ঠ বিষয় হলো-

i.প্লেইন টেক্সট

ii.সাইফার টেক্সট

iii.কী

নিচের কোনটি সঠিক?

কত তাপমাত্রায় ক্রায়োসার্জারি সেলগুলোকে ধ্বংস করার কাজ করে?
কোনটি DNA এর পূর্ণরূপ নির্দেশক?

ন্যাচারাল ইন্টারফেস এর অন্তর্ভূক্ত হলো-

i.নেভিগেশন

ii.ভার্চুয়াল রিয়েলিটি

iii.মাল্টিসেন্সরি ইন্টারফেস

নিচের কোনটি সঠিক?

বায়োটেকনোলজির প্রাসাদে ঢুকতে প্রয়োজনীয় দরজাগুলো হল:

i.অ্যাটমিক বায়োলজি

ii.বায়োইনফরমেট্রিক্স

iii.মলিকুলার বায়োলজি

নিচের কোনটি সঠিক?

কো এক্সিয়াল ক্যাবলের ডেটা প্রেরণের সাধারণ হার কত?
বিসিআইসি কলেজ,ঢাকা 2019 সালের পরীক্ষার্থীর জন্য নির্বাচনী পরীক্ষার নৈর্ব্যত্তিক প্রশ্ন সমাধান
You got {{userScore}} out of {{maxScore}} correct
{{title}}
{{image}}
{{content}}
Exit mobile version