Site icon hscict.com.bd

প্রশ্ন. মধ্যস্তরের ভাষা কেন ব্যবহার করা হয়? ব্যাখ্যা কর। (অনুধাবন)

উত্তর: যেকোনো ধরনের কম্পিউটারে মধ্যস্তরর ভাষা ব্যবহার করা হয়। যে ভাষায় উচ্চস্তরের ভাষা ও নিম্নস্তরের ভাষার বৈশিষ্ট্য বিদ্যমান তাকে মধ্যমস্তরের ভাষা বলে। অর্থাৎ কম্পিউটারের হার্ডওয়্যার নিয়ন্ত্রণ ও সিস্টেম প্রোগ্রাম রচনার জন্য মধ্যস্তরের ভাষা প্রয়োজন। এ ভাষায় উচ্চস্তরের ভাষার সুবিধার পাশাপাশি নিম্নস্তরের ভাষায়ও প্রোগ্রাম লেখা যায়। C, C++ হলো মধ্যস্তরের ভাষা।

Exit mobile version