Site icon hscict.com.bd

প্রশ্ন. বিট ও বাইট একই নয়- কেন? (অনুধাবন)

উত্তর: বিট ও বাইট এক নয় কারণ বিট হচ্ছে বাইনারি অঙ্কের সংক্ষিপ্ত রূপ, অন্যদিকে 4টি বিট নিয়ে গঠিত অক্ষর বা শব্দ হচ্ছে বাইট। তাছাড়া বিট হচ্ছে 0 ও 1, অন্যদিকে A = 010000001 হচ্ছে বাইট। তাই বিট ও বাইট এক নয়।

Exit mobile version