উত্তর: আমরা জানি, তারযুক্ত মাধ্যমগুলো হচ্ছে কো-এক্সিয়াল ক্যাবল, টুইস্টেড পেয়ার ক্যাবল এবং অপটিক্যাল ফাইবার ক্যাবল। কো-এক্সিয়াল ক্যাবল ও টুইস্টেড পেয়ার ক্যাবলে ডেটা প্রেরণের ক্ষেত্রে ডেটা স্পীড ও গন্তব্যের দূরত্ব অনেক কম। পক্ষান্তরে অপটিক্যাল ফাইবারের সাহায্যে ডেটা 2abps পর্যন্ত গতিতে অনেক দূর পর্যন্ত আলোক সংকেত আকারে প্রেরণ করা যায়। তাই অপটিক্যাল ফাইবার ক্যাবল ডেটা প্রেরণে বেশি উপযোগী।