Site icon hscict.com.bd

প্রশ্ন. ডেটাবেজে সর্টিং কেন করা হয়? (অনুধাবন)

উত্তর: Microsoft Access   প্রোগ্রাম ব্যবহার করে অতি সহজেই সর্টিং- এর কাজ করা যায়। প্রথমে টেবিলের যে ফিল্ডটির উপর সর্টিং করত হবে তা সিলেক্ট করতে হব। অতঃপর Record মেনু থেকে Sort সিলেক্ট করতে হবে। সর্বশেষ Sort Ascending অথবা Sort Desending Click করতে হবে। ফিল্ডটি Ascending অথবা Descending অর্ডারে সাজানো যাবে।

Exit mobile version