Site icon hscict.com.bd

প্রশ্ন. চলক তৈরির ক্ষেত্রে কিছু বিধিবদ্ধ নিয়ম কানুন রয়েছে- ব্যাখ্যা কর। (অনুধাবন)

উত্তর: চলক বা ভেরিয়েবল তৈরির ক্ষেত্রে কিছু বিধিবন্ধ নিয়ম কানুন রয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো।
১. চলকের প্রথম অক্ষর অবশ্যই আলফাবেটিক ক্যারেক্টার হবে। চলক নাম ডিজিট বা অঙ্ক দিয়ে শুরু হতে পারে না। যেমন- Roll- 1 বৈধ চলক কিন্তু 1 Roll অবৈধ।
২. চলকের মধ্যে স্পেশাল ক্যারেক্টর আন্ডারস্টের চিহ্ন ব্যবহার করা যায়। আন্ডারস্কোর ব্যতীত অন্য কোনো স্পেশাল ক্যারেক্টর ব্যবহার করা যায় না।
৩. একই ফাংশন একই নামে দুই বা ততোধিক চলক ঘোষণা করা যায় না।
৪. চলক নামের মধ্যে কোনো ফাঁকা স্থান থাকবে না।

Exit mobile version