Site icon hscict.com.bd

কোন যুক্তিতে ১+১=১ এবং ১+১=১০ হয় ব্যাখ্যা কর।

১+১=১ এটি একটি লজিক্যাল বা যৌক্তিক যোগ যা or (+) গেইট দ্বারা বাস্তবায়ন করা যায়। or (+) গেইট ইনপুটগুলোর মধ্যে যে কোনো একটি ইনপুটের মান ১ হলেই আউটপুট ১ হয়। বুলিয়ান চলক এ ১+১=১ অপরদিকে ১+১=১০ এটি একটি বাইনারি যোগ।

Exit mobile version