Site icon hscict.com.bd

ইউনিকোডের পূর্বে সবচেয়ে বেশ ব্যবহৃত আলফানিইমেরিক্যাল কোডটি ব্যাখ্যা কর।

ইউনিকোডের পূর্বে সবচেয়ে বেশি ব্যবহৃত আলফানিউমেরিক্যাল কোডটি হলো অ্যাসকি ((ascll) কোড।american standard code for information interchange এর সংক্ষিপ্ত রূপ ascllবা অ্যাসকি। ১৯৬৫ সালে রবার্ট বিমার সাত বিটের অ্যাসকি কোড উদ্ভাবন করেন।অ্যাসকি একটি বহুল প্রচলিত কোড যা ৮টি বিট নিয়ে গঠিত হয়। এ কোডের মাধ্যমে ২ বা ২৫৬ টি অদ্বিতীয় চিহৃকে নির্দিষ্ট করা যায়। বর্তমানে অ্যাসকি কোড বলতে ascll কেই বুঝায়।

Exit mobile version