উত্তর: হাবের পরিবতের্থ সুইচ ব্যবহার সুবিধাজনক। নেটওয়ার্ক সুইচ হলো বহু পোর্টবিশিষ্ট কম্পিউটার নেটওয়ার্ক ডিভাইস যা তথ্যকে আদান-প্রদান করতে সাহায্য করে। বাইরে থেকে সুইচ দেখতে হাবের মতো মনে হলেও এটি ভিন্ন পদ্ধতিতে নেটওয়ার্কের ক্লায়েন্টের মধ্যে ডেটা আদান-প্রদান করে। সুইচ সিগন্যাল গ্রহণ কার পর তা সরাসরি টার্গেট কম্পিউটার বা কম্পিউটারসমূহে প্রেরণ করে। পরে ডেটা প্রেরণে সুইচের ক্ষেত্রে কম সময় লাগে। সুইচের পোর্ট হাবের চেয়ে বেশি থাকে।