Site icon hscict.com.bd

ঢাকা বোর্ড ২০১৭ প্রশ্নপত্র

(ক) বুলিয়ান স্বতঃসিদ্ধ কী ?(ঢাকা বোর্ড ২০১৭)

উত্তর:যোগ ও গুণের ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেবরা কতকগুলো নিয়ম মেনে চলে এই নিয়মগুলোই বুলিয়ান স্বতঃসিদ্ধ।

(খ) যান্ত্রিক ভাষাকে মানুষের ভাষায় বোঝানের উপযোগী লজিক সার্কিটটি ব্যাখা কর।(ঢাকা বোর্ড ২০১৭)

উত্তর: যান্ত্রিক ভাষাকে মানুষের ভাষায় বোঝানের উপযোগী লজিক সার্কিটটি হলো ডিকোডার।যে লজিক সার্কিট কোনো কোডকে ডিকোড করতে পারে তাকে ডিকোডার বলা হয়।এটি এমন একটি ইলেকট্রনিক্স যন্ত্র যা কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রুপান্তর করে।ডিকোডার ইনপুটের সংখ্যা n হলে তার আউটপুট সংখ্যা 2n হবে এবং আউটপুট লাইনে যেকোন একটি আউটপুট ১ হলে বাকি সব আউটপুট ০ পাওয়া যাবে।আউটপুট অবস্থা সর্বদা ইনপুট অবস্থার উপর নির্ভরশীল।

Exit mobile version