ইসলামিয়া সরকারি কলেজ ,সিরাজগন্জ, 2019 সালের পরীক্ষার্থীর জন্য নির্বাচনী পরীক্ষার নৈর্ব্যত্তিক প্রশ্ন সমাধান

কোন প্রযুক্তি ব্যবহার করে ভিন্ন স্থানে থেকেও মিটিং এর কাজ সম্পন্ন করা যায়?
বর্তমানে ঘরে বসে অর্থ উপার্জন করার বাস্তব উপায় কী?

উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

কলি সময় পেলেই কম্পিউটারে দাবা খেলে থাকে এবং কম্পিউটারের সাথে দাবা খেলায় কদাচিৎ সে জিততে সক্ষম হয়।অবশ্য অনেক সময় কলি লক্ষ করছে কম্পিউটার তার প্রদত্ত চালের বিপক্ষে ছোটখাট ও করে থাকে।

কলির কম্পিউটারে থাকা দাবা খেলার প্রোগ্রামটি নিচের কোন ধারনাটি ব্যবহার করে তৈরী?

উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

কলি সময় পেলেই কম্পিউটারে দাবা খেলে থাকে এবং কম্পিউটারের সাথে দাবা খেলায় কদাচিৎ সে জিততে সক্ষম হয়।অবশ্য অনেক সময় কলি লক্ষ করছে কম্পিউটার তার প্রদত্ত চালের বিপক্ষে ছোটখাট ও করে থাকে।

কলির চালের বিপক্ষে কম্পিউটারও অনেক সময় চাল দিতে ভুল করে।কেননা,কৃত্রিম বুদ্ধিমত্তায়-

i.তথ্য ও অভিজ্ঞতার আলোকে সিদ্ধান্ত গৃহীত হয়

ii.দাবা খেলা সম্ভব নয়

iii.লার্নিং সিস্টেমে গুরত্বপূর্ণ ভুমিকা পালন করে

নিচের কোনটি সঠিক?

উদ্দিপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:

১৬ লাইন এনকোডারের ক্ষেত্রে আউটপুট লাইন কয়টি হবে?

NAND গেইট ব্যবহার করে তৈরী করা যায়-

i.OR গেইট

ii.AND গেইট

iii.NOT গেইট

নিচের কোনটি সঠিক?

ওয়েবসাইট তৈরী হয়-
BCD কত বিটের?
নতুন প্যারাগ্রাফ ব্যতীত একটি নতুন লাইন লেখার জন্য ব্যবহার করা হয়-

কোন ট্যাগের শুরূ থাকলেও শেষ থাকে না?

i.< img >

ii.< br >

iii.hr

নিচের কোনটি সঠিক ?

ন্যারোব্যান্ডে ডেটার গতিসীমা কত?
পৃথিবী থেকে কত উচ্চতায় স্যাটেলাইট উৎক্ষেপন করা হয়?

WIFI এর ক্ষেত্রে-

i.ফুল ডুপ্লেক্স মোড ব্যবহৃত হয়

ii.ক্যাবল এর প্রয়োজন নাই

iii.কভারেজ এরিয়া হচ্ছে ৩২ থেকে ৯৫ মিটার

নিচের কোনটি সঠিক?

সর্ববৃহৎ এলাকা জুড়ে কোন নেটওয়ার্কটি তৈরী হয়?
হেক্সাডেসিমেলে F এর পরের সংখ্যা কোনটি?

একটি html ফাইলে-

i.শুরূ ট্যাগ হিসেবে < html > থাকে

ii.প্রতি জোড়া শুরূ ও শেষ ট্যাগ তাকে

iii.অ্যাট্রিবিউট শুরূ ট্যাগ থাকে

নিচের কোনটি সঠিক?

সকল সার্ভারে নিচের কোনটি ব্যবহার করা হয়?
ফ্লোচার্টের বিষয়কে কম্পিউটারের প্রোগ্রামিংয়ের ভাষা রূপান্তর করাকে কী বলে?

কম্পিউটার প্রক্রিয়াকরণের চিহ্ন হিসাবে প্রদর্শন করে?

যে কোন প্রোগ্রাম রচনার জন্য গুরত্বপূর্ন কাজ হচ্ছে-

i.সমস্যা নির্ধারণ ও বিশ্লেষন

ii.অ্যালগরিদম ও ফ্লোচার্ট তৈরী

iii.প্রোগ্রাম কাডিং ডিবাগিং

নিচের কোনটি সঠিক?

কোনটি ডেটাবেজের উপাদান নয়?

নিচের টেবিল দুটির মধ্যে কোন ধরনের রিলেশন বিদ্যামান আছে?

রোল নাম ফলাফল
১০১ হাসিন এ+
১০২ রহমান বি
১০৩ ইকবাল

রোল ঠিকানা জন্ম তারিখ
১০১ মাদারি পুর ৯/১১/২০০৪
১০২ বরিশাল ৭/১/২০০৫
১০৩ ঢাকা ১৯/১০/২০০৩

উদ্দিপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:

একটি ডেটাবেজে দুইশত ছাত্রের তথ্য সংরক্ষিত আছে।প্রতিটি ছাতের নাম,রোল নাম্বার,জন্ম তারিখ ও জিপিএ সংবলিত ৪টি করে ফিল্ড আছে।

উলেঐলখিত ডেটাবেজে রেকর্ডের সংখ্যা কয়টি?

উদ্দিপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:

একটি ডেটাবেজে দুইশত ছাত্রের তথ্য সংরক্ষিত আছে।প্রতিটি ছাতের নাম,রোল নাম্বার,জন্ম তারিখ ও জিপিএ সংবলিত ৪টি করে ফিল্ড আছে।

রোল নম্বর ফিল্ডটি হতে পারে?

i.Text type

ii.Numeric type

iii.Logical

নিচের কোনটি সঠিক?

ইসলামিয়া সরকারি কলেজ ,সিরাজগন্জ, 2019 সালের পরীক্ষার্থীর জন্য নির্বাচনী পরীক্ষার নৈর্ব্যত্তিক প্রশ্ন সমাধান
You got {{userScore}} out of {{maxScore}} correct
{{title}}
{{image}}
{{content}}
Previous articleজয়পুরহাট সরকারি মহিলা কলেজ ,জয়পুরহাট, 2019 সালের পরীক্ষার্থীর জন্য নির্বাচনী পরীক্ষার নৈর্ব্যত্তিক প্রশ্ন সমাধান
Next articleওয়েব পেইজের সাথে ব্রাউজারের সম্পর্ক ব্যাখ্যা কর ।