ঢাকা কলেজ,ঢাকা, এইচ এস সি পরীক্ষা ২০১৬ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।

১. সংখ্যা পদ্ধতির বিচারে ২১ হল-

i. অক্টাল

ii. বাইনারি

iii. হেক্সাডেসিমাল

নিচের কোনটি সঠিক?

২. ডি মরগানের উপপাদ্য কয়টি?
৩. আন অর্ডার লিস্ট তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়?
৪. কোন টপোলজিতে একটি মাত্র স্টেশন একসময়ে তথ্য প্রেরণ করতে পারে?
SQL এর অর্থ কোনটি?
৬. SQL বাণিজ্যিকভাবে ব্যবহার শুরু হয় কত সালে?
৭. ডেটাবেজ রিলেশনশিপ কত প্রকার?

নিচের উদ্দীপকটি পড় এবং ৮ ও ৯নং প্রশ্নের উত্তর দাও:

মোতালেব সাহেব তার কম্পিউটারে সংরক্ষিত ডেটাবেজ টেবিলের ঊর্ধ্বক্রম ও

নিম্নক্রমে সাজাচ্ছিলেন। এর ফলে তিনি ডেটাকে সহজে খুঁজে বের করতে পারছিলেন।

৮. মোতালেব সাহেবের ডেটা সাজানোর পদ্ধতিকে কি বলে?

৯. উক্ত পদ্ধতির সুবিধা-

i. স্বয়ংক্রিয়ভাবে ফাইল আপডেট

ii. কাজের গতি বৃদ্ধি পায়

iii. কম জায়গার প্রয়োজন হয়

নিচের কোনটি সঠিক?

১০. রোবটের উপাদান হল-

i. ম্যানিপুলেশন

ii. ভার্চুয়ালাইজেশন

iii. অ্যাকচুয়েটর

নিচের কোনটি সঠিক?

১১. আউটসোসিং সম্পর্কিত বিষয় কোনটি?

নিচের উদ্দীপকটি পড় এবং ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও :

শাহনাওয়াজ একজন প্রযুক্তি বিজ্ঞানী। তিনি এমন একটি যন্ত্র আবিষ্কার করলেন যা মানুষের বুদ্ধিমত্তার মতো কাজ করতে পারে।

শাহনাওয়াজের যন্ত্রটিকে কি বলা যায় ?

১৩. ১০ মিটারের অনুধিক দূরত্বসীমায় নিচের কোনটি ব্যবহৃত হয়?
১৪. টুইস্টেড পেয়ার ক্যাবলে কয়টি পরিবাহী থাকে?
১৫. IP ADDRESS প্রকাশ করতে কত বিট প্রয়োজন?

AB + A + AB এই বুলিয়ান রাশিমালা ব্যবহার করে ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও।

১৬. রাশিমালাটিতে ব্যবহৃত মৌলিক গেইটের সংখ্যা কতটি?

১৭. রাশিমালাটিতে ব্যবহৃত যৌগিক গেইটের সংখ্যা কতটি?
১৮. মেশিনের ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে কি বলা হয়?

নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৯ ও ২০নং প্রশ্নের উত্তর দাও :

#include<stdio.h>

main ( )

for(i=1;i<N;i=i+2)

printf("S=%d",S);

{

Int i.N.S=0;=S+i

}

১৯. উপরের প্রোগ্রামটিতে N=10 হলে printf() ফাংশনে S এর মান কত হবে?

২০. প্রোগ্রামটিতে যদি N = 5 এবং S = S + i*i পরিবর্তন করা হয় তাহলে

printf() ফাংশনে S এর মান কত হবে?

২১. কতকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র প্রোগ্রামের সমন্বয়ে গঠিত হয় নিচের কোনটি?
২২. কর্পোরেট ডেটাবেজ কি ধরনের ডেটা সল্যুশন?

২৩. DBMS এর সুবিধা হল-

i. ডেটার নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করা যায়

ii. একই ডেটার উপর কেবল একজনই কাজ করতে পারে

iii. ডেটাকে Encrypt করে রাখা যায়

নিচের কোনটি সঠিক?

২৪. রিলেশনাল ডাটাবেজের আবিষ্কার করেন কে?
২৫. ইমেজের উৎস বর্ণনা করে নিচের কোনটি?
ঢাকা কলেজ,ঢাকা, এইচ এস সি পরীক্ষা ২০১৬ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।
You got {{userScore}} out of {{maxScore}} correct
{{title}}
{{image}}
{{content}}
Previous articleভিকারুন্নেসা নূন স্কুল এন্ড কলেজ,ঢাকা, এইচ এস সি পরীক্ষা ২০১৬ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।
Next articleআইডিয়াল স্কুল এন্ড কলেজ,মতিঝিল,ঢাকা, এইচ এস সি পরীক্ষা ২০১৬ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।